03/11/2025
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্দ্যোগে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থী বোনদের জন্য ফার্স্ট এইড বক্স উপহার প্রদান ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আজ ৩ নভেম্বর রোজ সোমবার দুপুর ২.০০ টায় ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১২ নং রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মূল ফার্স্ট এইড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইমরান হোসেন রিফাত, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ। এমডি রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ (পিজি হসপিটাল)।
তাছাড়া, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো: মোজাম্মেল হক রিফাত ও মো: ফরিদুল ইসলাম। এছাড়াও নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রত্যেক তলার ফ্লোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং তাদের মাঝে ফার্স্ট এইড বক্স উপহার প্রদান করা হয়।