JnU News

JnU News Daily news update of Jnu campus✍️
জবিয়ানদের অধিকার আদায়ের সব সঠিক তথ্য জানতে সঙ্গে থাকুন আমাদের।।

09/09/2025

শিবিরের সাদিক কাইয়ুম ও ফরহাদ নামে দাগ দিয়ে ব্যালট পেপার দেয়ার অভিযোগ এক নারী শিক্ষার্থীর।

09/09/2025

ডাকসু ভোট গ্রহণে অনিয়ম: কার্জন হলের পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার।

কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্রতা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ঐ বুথ পরিদর্শন‌ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

09/09/2025

এবার শিবিরের সাদিক কাইয়ুম ও ফরহাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে এনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের সংবাদ সম্মেলন।

09/09/2025

আজ আমি লিখবো,,,
লং মার্চ টু যমুনা, বাংলাদেশের ইতিহাসে ছাত্র,শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা মিলে এটাই মনে হয় সবচেয়ে বড় এবং একমাত্র আন্দোলন। এতো বড় আন্দোলন ছিল যেখানে আর একদিন বসে থাকলে সরকারের চেয়ার ভেঙ্গে টুকরো টুকরো হতো। কিন্তু আমরা কি পেলাম?

আমি একটু খোজ রাখি আরকি সরকার পাড়ায়, তারা সম্পূরক বৃত্তি দিতে তখন বাধ্য ছিল, কিন্তু এখন তারা বাধ্য নয়। আমি আমার সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি আমাদের ৪৩ কোটি টাকা না দেওয়ার সম্ভাবনা রয়েছে, (আল্লাহ যেন এটাকে মিথ্যা প্রমাণ করে)।
মাত্র ৩ কোটি টাকা দিবে যেটা মেধা বৃত্তি, বাকি ৪০ কোটি টাকা যেটা সম্পূরক বৃত্তি সেটা নাকি দিলে অন্য বিশ্ববিদ্যালয় চেয়ে বসবে এটা এখনও বলা হচ্ছে। ও হা বাণী ভবন ও হবিবুর রহমান হল নির্মাণের ২০ কোটি টাকা কিন্তু আলাদা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন ওটাকে ওই ৪০ কোটি টাকার ভেতরে ঢোকানো হচ্ছে।

প্রশানকে বলতে চাই, সম্পূরক বৃত্তি না আসলে আপনাদের কোন বৈধতা এই বিশ্ববিদ্যালয়ে নেই, অনেক হয়েছে চেয়ার চেয়ার খেলা।(কারো মনে ক্ষোভ থাকলেও সেটা আমার উপরেই ঝাড়েন আপাতত)। কারণ আমি আপনাদের জিম্মাদার।

আমার থেকে কারো কাছে বেশি ইনফরমেশন থাকলে,বা আমকে কেউ ভুল প্রমাণ করতে পারলে আমি অনেক খুশি হবো, কমেন্টে জানানোর জন্য অনুরোধ করা হলো।

রায়হান রাব্বি
সাধারণ সম্পাদক, জবি ছাত্র অধিকার পরিষদ।

ডাকসু নির্বাচনে ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন।
09/09/2025

ডাকসু নির্বাচনে ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন।

09/09/2025

ভোট কারচুপির অভিযোগে এনেছে বাগছাসের আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার।

09/09/2025

জবিয়ান!
আপনারাও আবার ডাকসুর স্রোতে আমাদের অধিকার ভুলে যাইয়েন না।

ঢাবি থেকে আমদানি করা পিও প্রশাসন!

আমাদের সম্পূরক বৃত্তি এবং জকসু কবে হবে?

Shohan Pramanik

এটা কি কোনো জাতীয় পত্রিকার শিরোনাম হতে পারে?
09/09/2025

এটা কি কোনো জাতীয় পত্রিকার শিরোনাম হতে পারে?

ডাকসু নির্বাচনে আমেজে পুরো ক্যাম্পাসে বইছে ঈদের খুশি।
09/09/2025

ডাকসু নির্বাচনে আমেজে পুরো ক্যাম্পাসে বইছে ঈদের খুশি।

09/09/2025

আমার সহ ১৮-২০ হাজার শিক্ষার্থীর রাজনৈতিক হক ধ্বংস করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। জকসুকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ব্র্যান্ডিং হওয়ার কথা ছিল, প্রশাসন তা হতে দেয়নি।

আজ আমরা শুধু চোখের সামনে ডাকসু হতে দেখি, আর জকসু কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। সংবিধির খসড়া করেছে এক বছরেরও বেশি সময় ধরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ডাকসু নিয়ে গদগদ, কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের বেলায় হয়ে যান বোবা-কালা-অন্ধ। এটাই তাদের হিপোক্রেসি—হিপোক্রেট প্রশাসন!
-----+++
মো: ফয়সাল মুরাদ
আহবায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

08/09/2025

ডাকসু নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে!

২ দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প ২০২৫তারিখ: ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৫ স্থান: শহীদ সাঈদ একাডেমিক ভবন, জগন্নাথ বি...
08/09/2025

২ দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প ২০২৫

তারিখ: ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৫
স্থান: শহীদ সাঈদ একাডেমিক ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

🔹 বিশেষ সেমিনার ( স্ট্রেস ম্যানেজমেন্ট সেশন)
🔹 একক ও দলীয় কাউন্সেলিং
🔹 মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প

আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when JnU News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JnU News:

Share