JnU News

JnU News Daily news update of Jnu campus✍️
জবিয়ানদের অধিকার আদায়ের সব সঠিক তথ্য জানতে সঙ্গে থাকুন আমাদের।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্দ্যোগে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থী বোনদের জন্য ...
03/11/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্দ্যোগে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থী বোনদের জন্য ফার্স্ট এইড বক্স উপহার প্রদান ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আজ ৩ নভেম্বর রোজ সোমবার দুপুর ২.০০ টায় ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১২ নং রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মূল ফার্স্ট এইড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইমরান হোসেন রিফাত, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ। এমডি রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ (পিজি হসপিটাল)।

তাছাড়া, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো: মোজাম্মেল হক রিফাত ও মো: ফরিদুল ইসলাম। এছাড়াও নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রত্যেক তলার ফ্লোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং তাদের মাঝে ফার্স্ট এইড বক্স উপহার প্রদান করা হয়।

03/11/2025

From classrooms to the football field,
The Marketing Department is ready to rule 2025! ⚽🔥
We’re all set… are you? 👀

03/11/2025

বেইমানি করল🥲

আসসালামু আলাইকুম,আপনারা সবাই জানেন, আমার বন্ধMohammad Mir Nur Nobi ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ১৯ লাখ ট...
03/11/2025

আসসালামু আলাইকুম,

আপনারা সবাই জানেন, আমার বন্ধMohammad Mir Nur Nobi ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ১৯ লাখ টাকা প্রয়োজন। এই কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েছি, যাতে সবাই বিষয়টা জানতে পারে এবং সাহায্যের হাত বাড়ায়।

শান্ত চত্ত্বরে শিবির ভাইদের একটি বড় ব্যানার ছিল। তাদের প্রোগ্রাম ছিল ২৮ তারিখে। প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি শিবিরের সেক্রেটারি আরিফ ভাইকে অনুরোধ করি যেন তারা ব্যানারটি সরিয়ে নেয়, কারণ আমি সেখানে আমার বন্ধুর চিকিৎসা সহায়তার জন্য একটি বড় ব্যানার দিতে চাচ্ছিলাম — যাতে সবার নজরে আসে।

তিনি তখন বলেন, তাদের ব্যানার তিনি সরাবেন না এবং সেখানে আজকেই অন্য ব্যানার লাগাবেন। কিন্তু আজ ৩ তারিখ, এর পর ও সেই পুরনো ব্যানারটাই ঝুলে আছে।

আজ আমি রাতে ক্যাম্পাসে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা, তাই আমি আমার বন্ধুর জন্য করা ছোট ব্যানারটা লাগিয়ে দেই আর বড় ব্যানার কালকে আসলে অই জায়গায় বড় ব্যানার লাগিয়ে দিব

আমার প্রশ্ন হলো —
যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সেই ব্যানার রেখে জায়গা দখল করে রাখার মানে কী ভাই?

এটা শুধু জায়গার বিষয় না, এটা একটা মানবিক বিষয়

©Al Shahriar Shawon

আসিফ, মাহফুজ কোন আসন থেকে নির্বাচন করবে এটা এখনো শিউর হতে পারে নাই। এনসিপির শীর্ষ এই ৮ নেতা লড়াই করবেন বিএনপির ও জামায়াত...
03/11/2025

আসিফ, মাহফুজ কোন আসন থেকে নির্বাচন করবে এটা এখনো শিউর হতে পারে নাই। এনসিপির শীর্ষ এই ৮ নেতা লড়াই করবেন বিএনপির ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে। তুলনামূলক হানান মাসুদের জন্য সমীকরণ সহজ হয়ে গেলো এক্ষেত্রে। এখন দেখার বিষয় এনসিপি কি বিএনপি নাকি জামাতের সাথে জোট বদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে??

জবি ছাত্র শিবিরের কয়েকদিন আগে মেরিট পুরস্কার দিয়েছে ভালো কথা। কিন্তু তাই বলে আমাদের বিশেষত তিনটা বিভাগকে বাদ দিয়ে দিবে ত...
03/11/2025

জবি ছাত্র শিবিরের কয়েকদিন আগে মেরিট পুরস্কার দিয়েছে ভালো কথা। কিন্তু তাই বলে আমাদের বিশেষত তিনটা বিভাগকে বাদ দিয়ে দিবে তারা! এটা কোনো কথা! সাংস্কৃতিক অঙ্গনে আমাদের এ তিন বিভাগের সুনাম ও খ্যাতি সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন শিক্ষার্থীদের বাদ দিয়ে তারা কি প্রমাণ করতে চেয়েছেন আমরা জানি না।

জবি ছাত্রদলের ১২ দফা দাবিতে জকসুর প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রধান।
03/11/2025

জবি ছাত্রদলের ১২ দফা দাবিতে জকসুর প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রধান।

আগামীকাল ট্রেজার হান্ট-সকাল ১০ ঘটিকা।সাপ লুডো - ১১ ঘটিকাআর্ম রেসলিং - ১:৩০ ঘটিকাজগন্নাথ বিশ্ববিদ্যালয়।
03/11/2025

আগামীকাল ট্রেজার হান্ট-সকাল ১০ ঘটিকা।

সাপ লুডো - ১১ ঘটিকা
আর্ম রেসলিং - ১:৩০ ঘটিকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

03/11/2025

ঢাকা-৭ এ বিএনপির মনোনয়ন পায়নি কোনো প্রার্থী।

২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা।
03/11/2025

২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা।

03/11/2025

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন দিনাজপুর ৩, বগুড়া ৭ এবং ফেনী ১ থেকে। তারেক রহমান বগুড়া ৬

❣️ক‍্যান্টিনে ছাওনি ছাতা স্থাপন ❣️জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক‍্যান্টিনে শিক্ষার্থীরা প্রচন্ড রোদে  যেন আরামে একটু বসে খাওয়া...
03/11/2025

❣️ক‍্যান্টিনে ছাওনি ছাতা স্থাপন ❣️

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক‍্যান্টিনে শিক্ষার্থীরা প্রচন্ড রোদে যেন আরামে একটু বসে খাওয়া দাওয়া সারতে পারে তাই Md. Kazi Zia Uddin বাসিত ভাইয়ের নির্দশনায় বড়ো ছাওনি ছাতা স্থাপন করা হলো ।

©

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when JnU News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JnU News:

Share