বিনোদন

বিনোদন বিভিন্ন প্রকার মজার ভিডিও ও পোষ্টের মাধ্যমে আপনাদের বিনোদন দেওয়াই আমার পেজ এর মূল লক্ষ।
(4)

"বিনোদন " পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰- শর্ট ভিডিও ,
🔰- ফানি ভিডিও ,
🔰- কমেডি ভিডিও
🔰- পার্সোনাল ব্লগ ভিডিও ,
🔰-টিক টক ভিডিও ,
🔰- স্নেক ভিডিও ,
🔰-রিলস ভিডিও ,
🔰-পোষ্ট করব।

" বিনোদন " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
❤ ধন্যবাদ সবাইকে ❤

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থ...
14/05/2025

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থেকে বের হওয়া রক্ত পান করে বাচ্চারা জীবন বাঁচায়।

পৃথিবীতে মায়ের সাথে তুলনা করার মতো কোনো বস্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং কোনদিন হবেও না। ভালো থাকুক পৃথিবীর সকল মা!

09/05/2025

আগের মুভিগুলো পরিবার নিয়ে দেখে তৃপ্তি পাওয়া যেতো। মায়ের দোয়া মুভিটা কতবার যে দেখেছি তার হিসেব নেই। ভীষণ পছন্দের একটি মুভি।

জীবন সংসার মুভিতে ঢালিউড সুপারস্টার শাবনূর, মিশা ও অন্যান্য।
09/05/2025

জীবন সংসার মুভিতে ঢালিউড সুপারস্টার শাবনূর, মিশা ও অন্যান্য।

22/04/2025

ঘুম মানে বিশ্রাম নয়, ঘুম মানেই বাঁচা!
আর যদি সেই ঘুম হয় —
কম সময়ের + বারবার ভাঙা + মোবাইলের আলোয় আলোকিত,
তাহলে বুঝে নিন, আপনি নিজের শরীরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন!

🟦ঘুমের পরিণতি যদি হয়:
• সকালে উঠে মনে হয়, “আরও ৫ মিনিট… ৫ টা ঘণ্টা!”
• মেজাজ এমন, এক কাপ চা না পেলে সংসার ভেঙে যাবে
• মাথা ঝিম ঝিম, মন খটখটে, চোখ লাল
• আর আয়নায় দেখে মনে হয় “কে এই পাণ্ডার আত্মীয়?”

তাহলে বুঝবেন, আপনার ঘুমের মানে (Quality) ও পরিমাণ (Quantity) — দুইটাই মাইনাসে!

—কেন এই ঘুম এত গুরুত্বপূর্ণ❓

✅ ঘুম ঠিক = ইনসুলিন ঠিক = ওজন নিয়ন্ত্রণে
✅ ঘুম ঠিক = হরমোন ঠিক = মুড ভালো
✅ ঘুম ঠিক = ইমিউন সিস্টেম শক্তিশালী
✅ ঘুম ঠিক = ব্রেইন ক্লিনিং হয়
✅ ঘুম ঠিক = চোখের নিচে কালো দাগ নাই!

ঘুম ভালো রাখার ৫টি সহজ কৌশলঃ
1️⃣ রাত ১০টার মধ্যে বিছানায় যান – Netflix না, “Neck-Fix” দরকার
2️⃣ ঘুমের আগে মোবাইল নয় – বই পড়ুন বা দু’চোখ বন্ধ করে আল্লাহর কথা ভাবুন
3️⃣ কফি সন্ধ্যার পর বন্ধ – নাহলে ঘুম নয়, সিনেমার মতো স্বপ্ন!
4️⃣ ঘর অন্ধকার রাখুন – রাতের রাজা “মেলাটোনিন” অন্ধকারে জন্মায়
5️⃣ সকালে সূর্যের আলো দেখুন – এতে শরীর বুঝবে দিন শুরু, আর রাতে ঘুম আসবে স্বাভাবিকভাবে!

ঘুম ঠিক থাকলে ডাক্তারও অবসর নিতে পারে,
আর ঘুম নষ্ট থাকলে জীবনটাই হয়ে যায় emergency case!

এই ছবিটা ছিল একদম শেষ ছবি , এত ছবির ভিতর এই ছবিটা আমাকে সবচেয়ে দাগ কেটেছে। মেয়ের বিদায় এর পরে আমরা আলোকচিত্রীরা সাধারণত ...
21/04/2025

এই ছবিটা ছিল একদম শেষ ছবি , এত ছবির ভিতর এই ছবিটা আমাকে সবচেয়ে দাগ কেটেছে। মেয়ের বিদায় এর পরে আমরা আলোকচিত্রীরা সাধারণত এক সাথেই বের হয়ে যাই । আমি ইভেন্ট শেষে ফিরে যায় ক্লাব এ ব্যাগ আনতে! দেখি মা বাবা চুপচাপ একা বসে আছে , চোখে সদ্য মেয়ে কে বিদায় দেয়ার কষ্ট, শূন্যতা । জানি না ছবিটা তুলে ঠিক করেছি কি না, কিন্তু আমি সামনে যাই নি,আমি দূর থেকে ছবি টা নিয়েছি!©

সন্তানের জন্য মা-বাবার মমতা ফুটে ওঠেছে ছবিতে। যাকে শিশু থেকে মায়া-মমতা দিয়ে বড় করে তুলেছিলেন এই দম্পতি কিন্তু নিয়তির বিধান মেনে মেয়েকে পাত্রস্থ করতেই হয়। এক বুক শূন্যতায় বিষন্ন হৃদয়ে বসে আছেন মা-বাবা।

ছবিটি একটি প্রতীকী হিসাবে সবার মন ছুয়ে যাবে আমি নিশ্চিত।

কুয়াশাময় সকালের শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল 💐
02/01/2025

কুয়াশাময় সকালের শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল 💐

আমার কাছে নতুন বছর বা পুরোনো বছর বলতে কোন কিছু নেই। সব দিন ই আমার কাছে সেইম। শুভ সকাল সকল বন্ধুগণ 💐
01/01/2025

আমার কাছে নতুন বছর বা পুরোনো বছর বলতে কোন কিছু নেই। সব দিন ই আমার কাছে সেইম। শুভ সকাল সকল বন্ধুগণ 💐

শিশির ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল সবাইকে 💐
31/12/2024

শিশির ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে।
শুভ সকাল সবাইকে 💐

সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা। শুভ সকাল 💐
30/12/2024

সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা।
শুভ সকাল 💐

এসব দৃশ্য সরাসরি দেখতে পারাটা ভাগ্যের ব্যাপার। তাই ক্লিক করতে ভুল করিনি। কেমন হয়েছে দৃশ্যটা বন্ধুরা?
29/12/2024

এসব দৃশ্য সরাসরি দেখতে পারাটা ভাগ্যের ব্যাপার। তাই ক্লিক করতে ভুল করিনি। কেমন হয়েছে দৃশ্যটা বন্ধুরা?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বিনোদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share