
18/09/2025
গাড়ির জগতে আভিজাত্য, বিলাসিতা আর সম্মানিত জীবনের প্রতীক হিসেবে রোলস-রয়েসের অবস্থান শীর্ষে। ব্রিটিশ ব্র্যান্ড রোলস-রয়েস কোনো সাধারণ যানবাহন তৈরি করে না। এটি এক ঐতিহাসিক ব্র্যান্ড, যা যুগের পর যুগ ধরে বিশ্বের ধনকুবের, রাজপরিবার ও প্রভাবশালী ব্যক্তিদের গাড়ি হিসেবে বিবেচিত হয়ে আসছে। রোলস-রয়েসকে বলা হয় গাড়ির রাজা, কারণ গাড়িগুলো সৌন্দর্য, নীরবতা এবং আরামের দিক থেকে অতুলনীয়। সেকারণে এই ব্র্যান্ডের প্রতিটি মডেল যেন একেকটি যন্ত্রচালিত শিল্পকর্ম।
রোলস ও রয়েসের স্বপ্ন কীভাবে বাস্তবে রূপ নিল?
বিস্তারিত একটি বিশ্লেষণধর্মী চমৎকার আর্টিকেল পাবেন আমাদের দি হুয়াই ম্যাগাজিনের আগস্ট ২০২৫ সংখ্যায়।
এছাড়াও বরাবরের মতো থাকছে দেশ-বিদেশের অসংখ্য অজানা তথ্য।
আজই সংগ্রহ করুন আপনার কপিটি।
অর্ডার করতে ভিজিট করুন: https://trsp.link/trspmagazines