অটোমোবাইল জার্নাল

অটোমোবাইল জার্নাল Content for need Content about News and views

04/12/2024
13/07/2024
22/03/2024

পিনাকীর দেশত্যাগে শিবির সংশ্লিষ্টতা ও আমার অনুসন্ধান

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লিখেছে যে তার দেশত্যাগে শিবিরের সাবেক লোকজন সহযোগিতা করেছে কিন্তু সে বলেনি যে এই ব্যক্তিবর্গ কে বা কারা।

পিনাকী যদি তাদের নাম বলে তাহলে দেখবেন আমার লেখালেখির অনেক কথা স্পষ্ট হয়ে যাবে।

আমি নামধাম ছাড়াই বলি, পিনাকী কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তাকে একজন সাবেক শিবির নেতা নিজ গাড়িতে সীমান্ত নিয়ে যান।

এর আগে পিনাকী যে দাড়ি রেখে ঢাকায় লুকিয়ে ছিল তাও ওই নেতার বাসাতেই।

মজার ব্যাপার হলো, পিনাকীকে অনেকে র'র লোক বললেও, এমনকি সে নাদিয়া ইসলামের কাছে সে নিজেই চাপাবাজি করে এ দাবি করলেও, আমার অনুসন্ধান হলো পিনাকীর কানেকশন মূলতঃ নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের সঙ্গে।

এই সূত্র ধরেই, ডিজিএফআইয়ের এক ফোন কল নিয়ে বিশাল থিসিস ফেঁদে পিনাকীর ধানমন্ডির এক বাসায় আত্মগোপন করা।

পিনাকীর এ আত্মগোপন, ভারতে গমণ, এর সঙ্গে সাবেক বামপন্থী ছোটন, জামায়াতের সংস্কারপন্থী অংশের কানেকশনের বিষয়গুলো আমার জানাশোনাকে পিনাকী, ছোটন ও সংশ্লিষ্টরা মিলিয়ে নিতে পারে।

তবে পিনাকীসহ অন্য কেউই হয়তো জানে না যে ডিজিএফআই তাকে কিভাবে এবং কেন ডেকে ছিল। এটি আমি জানি।

ফলে, পিনাকী ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে কদ্দুর যাবে, তারপর কিছুই করতে পারবে না তা নিয়ে আমার হিসাব পরিষ্কার আছে।

পিনাকী হয়তো খেয়াল করে থাকবে সে কতপক্ষের লোকদেরকে কত সহজে পণ্য বর্জনে নামিয়ে ফেলেছে, কিন্তু জামায়াত ও শিবিরকে আগের মতো সহজে খেলাতে পারছে না।

22/07/2022

- হিন্দুরা ৩,৭০০ বছর থেকে কল্কি এর জন্য অপেক্ষা করছে।
- বুদ্ধরা অপেক্ষা করছে ২,৬০০ বছর ধরে মৈত্রেয়র জন্য।
- ইহুদীরা অপেক্ষা করছে ২,৫০০ বছর ধরে একজন মুক্তিদাতার জন্য।
- খ্রিস্টানরা অপেক্ষা করছে যীশুর জন্য ২০০০ বছর ধরে।
- সুন্নিরা অপেক্ষা করছে ইসার জন্য ১৪০০ বছর ধরে।

- শিয়া রা অপেক্ষা করছে ইমাম মাহদীর জন্য ১,০৮০ বছর ধরে
- দ্রুজ রা অপেক্ষা করছে ১০০০ বছর ধরে হামজা ইবনে আলী এর জন্য।

বেশিরভাগ ধর্মই 'পরিত্রাতা'র ধারণা গ্রহণ করে এবং দাবি করে যে এই পরিত্রাতা না আসা পর্যন্ত পৃথিবীতে অশুভ শক্তিতে পরিপূর্ণ থাকবে এবং তারা এসে মঙ্গল ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। সম্ভবত এই গ্রহে আমাদের সমস্যা হল মানুষ নিজেরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করার পরিবর্তে কেউ এসে তাদের সমস্যার সমাধান করে দিবে সেজন্য অপেক্ষা করা........
কেউ আর আসে না....দিন বয়ে যাচ্ছে, মাস পার হচ্ছে, বছর ঘুরছে আর বছরের সংখ্যা বাড়ছে।
সংগৃহীত

Address

51/A Madani Avenue
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when অটোমোবাইল জার্নাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share