22/03/2024
পিনাকীর দেশত্যাগে শিবির সংশ্লিষ্টতা ও আমার অনুসন্ধান
পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লিখেছে যে তার দেশত্যাগে শিবিরের সাবেক লোকজন সহযোগিতা করেছে কিন্তু সে বলেনি যে এই ব্যক্তিবর্গ কে বা কারা।
পিনাকী যদি তাদের নাম বলে তাহলে দেখবেন আমার লেখালেখির অনেক কথা স্পষ্ট হয়ে যাবে।
আমি নামধাম ছাড়াই বলি, পিনাকী কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তাকে একজন সাবেক শিবির নেতা নিজ গাড়িতে সীমান্ত নিয়ে যান।
এর আগে পিনাকী যে দাড়ি রেখে ঢাকায় লুকিয়ে ছিল তাও ওই নেতার বাসাতেই।
মজার ব্যাপার হলো, পিনাকীকে অনেকে র'র লোক বললেও, এমনকি সে নাদিয়া ইসলামের কাছে সে নিজেই চাপাবাজি করে এ দাবি করলেও, আমার অনুসন্ধান হলো পিনাকীর কানেকশন মূলতঃ নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের সঙ্গে।
এই সূত্র ধরেই, ডিজিএফআইয়ের এক ফোন কল নিয়ে বিশাল থিসিস ফেঁদে পিনাকীর ধানমন্ডির এক বাসায় আত্মগোপন করা।
পিনাকীর এ আত্মগোপন, ভারতে গমণ, এর সঙ্গে সাবেক বামপন্থী ছোটন, জামায়াতের সংস্কারপন্থী অংশের কানেকশনের বিষয়গুলো আমার জানাশোনাকে পিনাকী, ছোটন ও সংশ্লিষ্টরা মিলিয়ে নিতে পারে।
তবে পিনাকীসহ অন্য কেউই হয়তো জানে না যে ডিজিএফআই তাকে কিভাবে এবং কেন ডেকে ছিল। এটি আমি জানি।
ফলে, পিনাকী ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে কদ্দুর যাবে, তারপর কিছুই করতে পারবে না তা নিয়ে আমার হিসাব পরিষ্কার আছে।
পিনাকী হয়তো খেয়াল করে থাকবে সে কতপক্ষের লোকদেরকে কত সহজে পণ্য বর্জনে নামিয়ে ফেলেছে, কিন্তু জামায়াত ও শিবিরকে আগের মতো সহজে খেলাতে পারছে না।