04/09/2024
প্রবল প্রতাবশালী নেতারা আজ কোথায়।
যারা ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি,আত্মসাৎ,দখলদারিত্ব,খুন ঘুম সহ অপরাধ জগতের এমন কোন অপরাধ নাই যেটা তারা করেনি।
মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ওয়াজ মাহফিলেও তারা বাঁধা প্রদান করেছে।
হিন্দু মুসলিম নির্বিশেষে চরম জুলুম অত্যাচার করেছে।
এদেশের মাদ্রাসা ছাত্র ও আলেমদের জঙ্গি ট্যাগ দিয়ে বছরের পর বছর জেলে রেখে নির্যাতন করেছে।
অতঃপর দীর্ঘকাল অতিবাহিত হবার পর আল্লাহ তাদের এমন ভাবে পাকড়াও করলেন যে পালানোর যায়গা খুঁজে পায়নি আল্লাহ তাদের ছাড় দিয়েছিলেন ছেড়ে দেননি।
সময়ের প্রভাবশালীগন টিকতে পারেনি,অন্যায় ভাবে উপার্জিত সম্পদ তাদের কোন কাজেই আসেনি।
সুতরাং আজকেও যারা চাঁদাবাজি দখলধারী আর ভয়ভীতির রাজত্ব কায়েম করার চেষ্টা করবে সময়ের বিবর্তনে তাদেরও একদিন চরমভাবে লাঞ্চিত হতে হবে,জনগণের আদালত থেকে রেহায় পেলেও আল্লাহর আদালত থেকে রেহাই পাবে না ইনশাআল্লাহ।