IDI আশ শাবাব প্রকাশনী

IDI আশ শাবাব প্রকাশনী Sheikh ul hadith m***i muhammad jashimuddin rahmani all books r available here

শায়েখ জসিমুদ্দীন রাহমানির নাম ব্যবহার করে খোলা এটি একটি প্রতারকদের  পেইজ, এই পেইজটিতে আমাদের কয়েকবছর আগের বই ও প্যাকেজিং...
11/05/2025

শায়েখ জসিমুদ্দীন রাহমানির নাম ব্যবহার করে খোলা এটি একটি প্রতারকদের পেইজ, এই পেইজটিতে আমাদের কয়েকবছর আগের বই ও প্যাকেজিং এর ছবি ব্যবহার করে বলা হচ্ছে বিনা মূল্যে ফ্রি বিতরন করছে আপনারা সতর্ক ও সাবধান থাকুন। শায়েখের ভেরিফাইড পেইজ ফলো করুন।

বিদ্র: আমরা এখন শুধু মাত্র শায়েখের কিতাবুল ঈমান বইটি ছাড়া আর কোন বই বিক্রি করছিনা।

30/03/2025

ঈদের সালাত শেষে আজকে সামারাইতে শায়েখের কিতাবুল ঈমানের ২০২৫ নতুন সংস্করণ পাবেন সবাই নিবেন এবং অন্যকে উপহার দিবেন।

29/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সামারাই ,বসুন্ধরায় আজকে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা/৮টা/৯টা।

30/03/25

06/03/2025

আসসালামু আলাইকুম।
আমাদের সার্ভিস চালু হয়েছে,যারা শাইখুল হাদীস মুফতী মুহাম্মদ জসিমুদ্দীন রাহমানির বইগুলো অর্ডার করতে চান এখনই ইনবক্স করুন।

মহানবী (সাঃ) এর জীবনী নিয়ে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান। আসন্ন “সীরাতুন্নবী-২০২৪” সিজন-৫ এর দ্বীতিয় দিনে, আলোচক হিসেবে উ...
26/09/2024

মহানবী (সাঃ) এর জীবনী নিয়ে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান।

আসন্ন “সীরাতুন্নবী-২০২৪” সিজন-৫ এর দ্বীতিয় দিনে, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়খ মুফতি জসিমউদ্দিন রহমানি সাহেব। তিনি আলোচনা করবেন নবী মুহাম্মদ (সা.) এর মদিনায় হিজরতের পরবর্তী জীবন এবং আমাদের জন্য শিক্ষা।

এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে আমরা সবাই রাসূল সাঃ সীরাত এর গুরুত্ব সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করতে পারি।

📅 তারিখ: ২৬/০৯/২৪, বৃহস্পতিবার।
🕕 সময়: বাদ এশা (৮ঃ৩০মিনিট)
☎ যোগাযোগঃ 01712213380

আল্লাহ আমাদের সঠিক পথে চালিত করুন এবং আমাদের জীবনে নবীজীর (সা.) শিক্ষাকে ধারণ করার তৌফিক দান করুন।

#মদিনারশিক্ষা #ইসলামিকশিক্ষা #হিজরত #ইসলামেরআলো #শিক্ষারগুরুত্ব

04/09/2024

প্রবল প্রতাবশালী নেতারা আজ কোথায়।
যারা ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি,আত্মসাৎ,দখলদারিত্ব,খুন ঘুম সহ অপরাধ জগতের এমন কোন অপরাধ নাই যেটা তারা করেনি।
মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ওয়াজ মাহফিলেও তারা বাঁধা প্রদান করেছে।
হিন্দু মুসলিম নির্বিশেষে চরম জুলুম অত্যাচার করেছে।
এদেশের মাদ্রাসা ছাত্র ও আলেমদের জঙ্গি ট্যাগ দিয়ে বছরের পর বছর জেলে রেখে নির্যাতন করেছে।
অতঃপর দীর্ঘকাল অতিবাহিত হবার পর আল্লাহ তাদের এমন ভাবে পাকড়াও করলেন যে পালানোর যায়গা খুঁজে পায়নি আল্লাহ তাদের ছাড় দিয়েছিলেন ছেড়ে দেননি।
সময়ের প্রভাবশালীগন টিকতে পারেনি,অন্যায় ভাবে উপার্জিত সম্পদ তাদের কোন কাজেই আসেনি।
সুতরাং আজকেও যারা চাঁদাবাজি দখলধারী আর ভয়ভীতির রাজত্ব কায়েম করার চেষ্টা করবে সময়ের বিবর্তনে তাদেরও একদিন চরমভাবে লাঞ্চিত হতে হবে,জনগণের আদালত থেকে রেহায় পেলেও আল্লাহর আদালত থেকে রেহাই পাবে না ইনশাআল্লাহ।

"হার দাওর মেঁ তাকমিলে ওয়াফা হামছে হুয়ী"মানে ইতিহাস সাক্ষী, আলেমরা প্রিতিটি ক্রান্তিকালে ইসলামের সাথে ওয়াফাদারী করেছেন-বল...
03/09/2024

"হার দাওর মেঁ তাকমিলে ওয়াফা হামছে হুয়ী"
মানে ইতিহাস সাক্ষী, আলেমরা প্রিতিটি ক্রান্তিকালে ইসলামের সাথে ওয়াফাদারী করেছেন-
বললেন তাওহীদের মুআজ্জিন

আর শাইখে মধুপুরী হাফিজাহুল্লাহ বললেন :
তোমাদের মাঝে সাহাবারা জীবিত রয়েছে।

আমাদের কথা হলো ;
সূর্যোদয় এভাবেই হয়, এভাবেই হবে, এভাবেই হয়েছে অতীতে।

সত্যবাদী আলেমদের পিছনে আসুন সকলে কাফেলাবদ্ধ হই!

#ইলহাক_বিল_কাফেলা
©Harun Izhar

01/09/2024
কারা-বিজয়ী তাওহীদের মুআজ্জিন শায়খ জসিম উদ্দিন রহমানী হাফি: কে আল্ কুরআন ও ক্রেষ্ট দিয়ে বরণ করলেন হাটহাজারীর হাজারো ছাত্র...
01/09/2024

কারা-বিজয়ী তাওহীদের মুআজ্জিন শায়খ জসিম উদ্দিন রহমানী হাফি: কে আল্ কুরআন ও ক্রেষ্ট দিয়ে বরণ করলেন হাটহাজারীর হাজারো ছাত্র ও তাওহীদি জনতা এবং স্থানীয় ওলামা পরিষদ।

শায়খুল হাদিস মুফতি জসিম উদ্দিন রাহমানি হাফিজাহুল্লাহ আগামী জুমআর দিন লালখান বাজারে থাকবেন। সবাইকে দলে দলে অংশগ্রহণ করতে...
29/08/2024

শায়খুল হাদিস মুফতি জসিম উদ্দিন রাহমানি হাফিজাহুল্লাহ আগামী জুমআর দিন লালখান বাজারে থাকবেন। সবাইকে দলে দলে অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি।

সম্মানিত মেহমানগণ, আপনাদের জন্য দেওয়া ঠিকানা নোট করুন, জামিয়াতুল উলুম আল ইসলামীয়া লালখান বাজার মাদ্রাসা, চট্টগ্রাম।

ঢাকা থেকে অথবা দেশের যে কোনো স্থান থেকে লালখান বাজার মাদ্রাসায় আসার জন্য যারা ঠিকানা খুজতেছিলেন, তাদের জন্য দেওয়া লোকেশন, https://maps.app.goo.gl/RgwmJasTsRAtVPbr9

আপনেরা চট্টগ্রাম জিইসি অথবা এ কে খান মোড়ে নেমে লালখান বাজার মমতা ক্লিনিক অথবা পুড়াকোলনী বললে সিএনজি নিয়ে আসবে ১০০/১৩০ টাকা ভাড়া নিবে,

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when IDI আশ শাবাব প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IDI আশ শাবাব প্রকাশনী:

Share

Category