RadioShathi24.Com

RadioShathi24.Com "আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ্"
হে আল্লাহ!
আপনার কাছে আমি নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি;

লক্ষ্য-উদ্দেশ্য:

আলাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত
বিধান অনুযায়ী মানুষের সার্বিক
জীবনের পুনর্বিন্যাস সাধন করে
আলাহর সন্তোষ অর্জন।

আমাদের ভিশন:

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে
সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক
তৈরি।

23/01/2025

তুমি আমি কখনো আর আমরা হতে পারবো না।
আমরা দুইজনই থাকবো অন্য কোন গল্পে অন্য কারো তুমি হয়ে।
তুমি কারো জন্য সকাল সকাল নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়বে।
আমিও রোজ সকালে অন্য কাউকে শুভ সকাল বলে দিন শুরু করবো।
রোজ অফিস যাওয়ার সময় তুমি অন্য কারোর ওয়ালেট্ এগিয়ে দিবে ।
আমিও অন্য কাউকে আসি বলে বাসা থেকে বের হব।
ছুটির দিনে তুমিও অন্য কারোর পছন্দের প্রিয় খাবার রান্না করবে।
আর আমি অন্য কাউকে নিয়ে বাহিরে ঘুরতে যাব।
অ্যানিভার্সারিতে কারোর জন্য তুমি তার পছন্দের শাড়ি পরে সেজেগুজে অপেক্ষা করবে।
আমিও অন্য কারো জন্মদিনে তার জন্য লাল গোলাপ আর উপহার নিয়ে বাড়ি ফিরবো।
তুমি টেবিলে খাবার নিয়ে অন্য কারোর জন্য না খেয়ে বসে থাকবে।
বাসায় ফেরার সময় একটু দেরি হলে আমিও অন্য কারোর ৫-৭ টা ফোন পাব।
একসময় তুমি অন্য কারোর কথায় কপালে টিপ পরা শুরু করবে।
আমিও কারোর পছন্দের প্রিয় রঙের শার্ট পরায় অভ্যস্ত হয়ে যাব।
কোন এক সন্ধ্যায় ছাদে বসে তুমিও অন্য কারো কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখবে।
হঠাৎ আমার কথা মনে পড়লে তার আঙুলের ফাঁকে নিজের আঙুল গুজে হাতটা শক্ত করে ধরে বসে থাকবে।
আমিও অন্য কারো সাথে বৃষ্টিতে ভিজতে গিয়ে তোমাকে মনে পড়ে যাবে।

তারপর কোন এক রাতে তুমি হয়তো আমার ফেইসবুক প্রোফাইলের চাকচিক্য দেখে একটু মৃদু হেসে ঘুমিয়ে পড়বে।
আমারও কখনো মাঝ রাতে ঘুম ভেঙে গেলে কিছু একটা ভেবে চোখের জলে বালিশ ভিজাবে।
সকালে তাড়াতাড়ি উঠতে হবে এই ভেবে আচমকাই চোখ মুছে আমি আবারও ঘুমিয়ে পড়বো।
সংসার তো যে কারোর সাথেই করা যায় বলো,
কিন্তু ভালোবাসাটা!
জানি না গো,
শুধু জানি আমরা দুইজনই মুখে একটা সুখী সুখী হাসি নিয়ে এভাবেই বেঁচে থাকবো।💔

17/10/2024

যহন ৩০০ টাকায় পিয়াজ, ১২০০ টাকায় কাচা মরিচ খাইছি তহন আপনি স্ট্যাটাস দেননি,শুধু দল কিংবা চাকরি হারানোর ভয়ে আর এহন আপনি স্ট্যাটাস দিয়া কি বুঝাইতে চান? আপনি বাজার মুল্যের ঊর্ধ্বগামীতে হিমসিম খাইতাছেন কারণ আপনার ঘুষ খাওয়া বন্ধ?

দেশে এই প্রথম সব কিছুর দাম বাড়েনি,আগেও ছিলো।
১ ডলার=৬৭টাকা ছিলো
১ডলার =১২০ টাকা।
এগুলা কেন হয় বুজেন কিছু?
বুজবেন কেমনে পড়াশোনা করার বয়সে নেতার পিছুনে সময় দিসেন।

পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে, তার লাল বর্ণ আমাদের রক্ত।তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু       -কবি আল মাহমুদ
30/07/2024

পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে,
তার লাল বর্ণ আমাদের রক্ত।
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু

-কবি আল মাহমুদ

14/05/2024
আজকে থেকে শুরু হলো রজব মাস। হে আল্লাহ। আপনি আমাদেরকে রজব ও শা'বান মাসের বরকত দান করুন এবং রমাযান পর্যন্ত আমাদের হায়াতকে ...
13/01/2024

আজকে থেকে শুরু হলো রজব মাস।
হে আল্লাহ। আপনি আমাদেরকে রজব ও শা'বান মাসের বরকত দান করুন এবং রমাযান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করুন। (আমিন)

12/11/2023

" আদমসন্তান বুড়ো হয়, অথচ তার দুটি জিনিস জোয়ান হতে থাকে : ধন-সম্পদের লোভ ও দুনিয়ার লোভ "
🌷
( সহিহ বুখারি : ৬৪২১)

12/11/2023

দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে প্রতিদিন।
সেটা তুমিও বুঝতে পারছো আর আমিও।
কিন্তু দূরত্ব মেটানোর প্রয়াস, না করছি আমি না করছো তুমি,এভাবেই দূরত্ব বাড়ছে হয়তো।
কথা তো রোজই হয়,আজও হয়েছে কিন্তু সে কথাতে অনুভূতি, আবেগ, প্রেম, উচ্ছাস নিরুদ্দেশ।
অথচ তার সন্ধান না করছো তুমি না করছি আমি।
আগে হাল্কা ছোঁয়া লাগলে মনে হতো গোলাপের স্পর্শ,
এখন মনে কাঁটা বিঁধছে,অথচ সেই গোলাপের খুঁজ না করছো তুমি, না করছি আমি।
তোমার মনে পরে আমাদের একদিন কথা না হলে তুমি বলতে দিনটায় তোমার অসম্পূর্ন,
আজ কথা চললেও মনে হয় এক্কেবারে নীরব সবই যেনো শূন্য।
দুজনের মধ্যে ফাটল ধরেছে বৃহৎ, কিন্তু ফাটল বোঝানোর চেষ্টা না করছো তুমি না করছি আমি।
এভাবেই দূরত্ব বাড়ছে,
না
বেড়ে গেছে হয়তো।।

26/06/2023

৩০০ আসনেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, প্রফেসর, মাওলানার মতো যোগ্য প্রার্থী দেয়ার ক্ষমতা রাখে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী✌️

সবকিছুতে দোষ ধরার অভ্যাসটা ছাড়েন এবার।😊
01/05/2023

সবকিছুতে দোষ ধরার অভ্যাসটা ছাড়েন এবার।😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadioShathi24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share