Ovi's Album

Ovi's Album Don't be a star in the sky, Be a candle in the dark.

Coca-cola বেশি highlight হওয়ার কারনে coca-colar অন্যান্য drinks এবং PepsiCo-র soft drinks আর mineral water গুলো পেছনে পড়...
16/06/2024

Coca-cola বেশি highlight হওয়ার কারনে coca-colar অন্যান্য drinks এবং PepsiCo-র soft drinks আর mineral water গুলো পেছনে পড়ে গেছে। এটা আমার বন্ধুও কিছুদিন আগে বলেছিল। যারজন্য coke বর্জন করলেও না জানার কারনে অন্যান্য drinks গুলো কেনার সম্ভাবনা থেকে যায়।

নিচে coca-cola এবং pepsico-র drinks আর mineral water-এর তালিকা দেওয়া হলোঃ

Coca-Cola Company:
1. Coca-Cola
2. Coca-Cola Zero Sugar
3. Sprite
4. Fanta
5. Diet Coke
6. Kinley

PepsiCo:
1. Pepsi
2. Diet Pepsi
3. Pepsi Zero Sugar
4. 7UP
5. Mountain Dew
6. Mirinda
7. Aquafina

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে এই সবগুলো product boycott করার তাওফীক্ব দান করুক, আমীন।

🙂🙂🙂
25/04/2024

🙂🙂🙂

"Heat Wave" চলমান----------------------------------তাই সাবধান হোন।--------------------------------স্বভাবিক পানি পান করুন...
16/04/2024

"Heat Wave" চলমান
----------------------------------
তাই সাবধান হোন।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩)ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।
সংগৃহীত।

06/01/2024

Oh inki pinki ponki 😂😂😂

06/01/2024

আমার জন্য আলো জ্বেলো না কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ,
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না, না,
না, না, না, না, না, না। 🙂🙂🥀

01/01/2024

রাত বারোটার পরে 🤣🤣🤣

25/11/2023

এখন আমার আর তোমাকে নেই কোনো প্রয়োজন 🙂🥀💔

Video Credit: Parvej Khan Sufiyan

22/11/2023

🍂🍁🥀

দা sky is ঠাস ঠাস 🫣
15/11/2023

দা sky is ঠাস ঠাস 🫣

15/11/2023

Beautiful Nature Bangladesh 💝

Address

Dhaka
1344

Alerts

Be the first to know and let us send you an email when Ovi's Album posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ovi's Album:

Share

Category