29/12/2023
DUNKI মন ছুঁয়ে যাওয়ার মতো একটি মুভি! শাহরুখ খান ও হিরানীকে ধন্যবাদ এমন সমসাময়িক বিষয় এতো সুন্দরভাবে তুলে ধরার জন্য এবং হাসি কান্না ও রোমান্সে ভরপুর বিনোদন দেয়ার জন্য। অনেকদিন পর পরিবার নিয়ে দেখার মতো এক মুভি সিনেমা হলে আসলো, যা দল বেধে অবশ্যই দেখা উচিৎ। এই মুভি প্রবাসীদের বুকে দাগ কেটে যাবে শিওর। যতটা হাসবেন, ততটাই ইমোশনাল হবেন। আর যদি হন শাহরুখ ভক্ত, তাহলে খুঁজে পাবেন প্রিয় সেই পুরানো শাহরুখকে।
প্রায় ৭ দিন পর কোন রকমে সকাল ১১ টার শোতে ভালো অবস্থানে টিকেট পেলাম। আমার দেখা এই বছরে শাহরুখের ৩ মুভির মধ্যে প্রথম অবস্থানে থাকবে ডাঙ্কি, তারপর জাওয়ান ও শেষে পাঠান। যারা কোন কারণে এই মুভি উপভোগ করতে পারেননি, জানি না তাদের হৃদয় কি দিয়ে তৈরি! মুভি দেখা শেষ করে শূন্য উদর পূর্ণ করতে করতে আমি তাদের নিয়ে কিছু গবেষণামূলক ব্যক্তিগত থিওরি দাড়া করানোর চেষ্টা করেছি, যে কেন কিছু লোক, এই মুভির বদনাম করছে!!! সম্ভাব্য কারণ সমূহ নিম্মরুপঃ
১. হতে পারে আপনি শাহরুখ এর ব্যাপক জনপ্রিয়তায় জ্বলছেন!
২. আবেগ অনুভূতি ও হিউমার বোধ চূড়ান্ত লেভেলে আছে আপনার! সহজে ডাউনলোড হচ্ছে না।
৩. ব্যক্তিগত জীবনে শান্তিতে নেই। তাই পৃথিবীর অনেক কিছুই এখন আর আপনার ভালো লাগছে না!
৪. প্রবাসীদের জীবন, তাদের কষ্ট ও অনুভূতি নিয়ে ভাবার টাইম আপনার নেই! ”অন্যের কষ্ট নিয়ে আমি কেন ভাববো” এহেন মতবাদে বিশ্বাসী!
৫. আপনি মারামারি কাটা কুটি মুভির ভক্ত। ১ জন একাই ১০০ জনকে মারলে তবেই আপনি পুলকিত হন।
৬. আপনি এমন একজন ব্যক্তি, যিনি “বিনোদন” কম, ”বিশ্লেষণ” এ বিশ্বাসী। ভালো দিকগুলো বাদ দিয়ে খারাপ দিক নিয়েই মূলত আপনি গবেষণায় শান্তি পান!!!
যাই হোক, সবার রুচি এক নয়। যারা মুভি বলতে “বিনোদন” ”বিনোদন” ও ”বিনোদন” বুঝেন, তারা অবশ্যই হলে যাবেন বড় পর্দায় এই মুভি উপভোগ করতে। বিনোদনের সাথে সাথে কিছু বাস্তবতার বিষয়ও শিখতে পারবেন। মুভিটা মন দিয়ে বড় পর্দায় না দেখলে, হারাতে পারেন এক সুন্দর অনুভূতি, যেমনটা আপনি থ্রি ইডিয়টস, স্বদেশ ও ভীর জারা মুভিতে পেয়েছিলেন।