Bangladesh Today

Bangladesh Today Just for fun. Fun off life

08/07/2025

এই প্রথম ফজলুর রহমানের নেতৃত্বে জয় বাংলা!

হাসিনা পালানো ৫ ই আগষ্ট পরবর্তী সময়ে এ-ই
প্রথম ফজলুর রহমানের নেতৃত্বে জয় বাংলা বলে
স্লোগান উচ্চারিত করলো।বাহ বিএনপি ধন্যবাদ।

08/07/2025
01/07/2025

আসিফ-হাসনাতরা মা রা গেলে যাদের সুবিধা হবে, তারাই অ স্ত্র রাখার বিরোধিতা করছে

01/07/2025

১ বছর ধরে পলাতক হুমকি-ধমকি দেওয়া লীগের পা*ন্ডাগুলো জুলাইয়ে এভাবেই ছাত্র-জনতাকে অনলাইনে ভয় দেখাতো। তারা আজ কোথায়? আসুন মজায় মজায় তাদের আস্ফালনগুলো স্মরণ করি, সিরিজ চলবে....😁

01/07/2025

জুলাইয়ের খুনিরা বাংলাদেশ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বিচার নাই😩

01/07/2025

হাসপাতালে সবার সামনে তরুণীকে নির্ম*মভাবে হ*ত্যা, ভিডিও করলেন চিকিৎসক

বিস্তারিত কমেন্টে...

01/07/2025

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার অফিসকক্ষে হৃদয় নামের একজন একজন শ্রমিককে চুরির অপবাদ দিয়ে হাতপা বেঁধে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে কারখানার মালিকপক্ষের লোকজন। দেশের শ্রমিকদেরকে কি ভয়াবহ নিপীড়নমূলক পরিবেশে কাজ করতে হয় এই ঘটনার মধ্যে তা আবার সামনে এলো।

হৃদয়রা দুই ভাই দুই বোন। সবার ছোট ১৯ বছর বয়সী হৃদয় মাকে নিয়ে থাকত, মাকে দেখাশোনা করত। ওর আয় দিয়েই মায়ের খরচ চালত। এখন হৃদয়কে ছাড়া তার মা কিভাবে বাচবেন কে জানে।

হৃদয়ের হত্যাকান্ডের বিচার করতে হবে, শুধু যারা সরাসরি হত্যাকান্ডে অংশ নিয়েছে তাদেরকেই নয়, কারখানার মালিক লুৎফর রহমানেরও বিচার করতে হবে। কারণ কারখানার মালিকের দ্বায়িত্ব কেবল শ্রম নিংড়ে মুনাফা অর্জন করাই না, কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবার চূড়ান্ত দ্বায়িত্বও তার।

শহীদ তানজিল মাহমুদ সুজয়২ বোনের এক ভাই ছিল এবং মা বাবার একমাত্র পুত্র সন্তান। বাবার ইচ্ছা ছিল সুজয় কে ব্যাংকার বানাবে। ৫ ...
01/07/2025

শহীদ তানজিল মাহমুদ সুজয়
২ বোনের এক ভাই ছিল এবং মা বাবার একমাত্র পুত্র সন্তান। বাবার ইচ্ছা ছিল সুজয় কে ব্যাংকার বানাবে। ৫ আগস্ট সাভারে পুলিশ আমার এই ভাইয়ার বুকে গুলি করে এবং তার লাশে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আদরের একমাত্র ছেলের পুড়ে যাওয়া লাশ দেখে মা আর সহ্য করতে পারে নাই। মা এখন পাগল প্রায়।

হৃদয় একটা নাম।একটা ছেলে।বয়স উনিশ।গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড পোশাক কারখানায় কাজ করত ইলেকট্রিক মেকানিক হিসেবে।বহুত ...
01/07/2025

হৃদয় একটা নাম।একটা ছেলে।
বয়স উনিশ।গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড পোশাক কারখানায় কাজ করত ইলেকট্রিক মেকানিক হিসেবে।
বহুত দিনের স্বপ্ন ছিল—একটা মোটরসাইকেল কিনবে, ঈদের দিন মা-বোনকে উঠিয়ে ঘুরাবে।

তবে সেই স্বপ্নের আগে মালিকের চোখে তার পরিচয় ছিল—“গরিব মিস্ত্রি,অশিক্ষিত মজুর”।

শনিবার সকাল। কারখানায় কিছু গোলমাল হয়। হৃদয় নাকি ‘অফিশিয়াল নির্দেশনা না মেনে’ সার্ভিস দিয়েছিল।
বাকি কর্মীরা বলে— সে শুধু যা খারাপ হয়েছিল ঠিক করছিল।
কিন্তু মালিকপক্ষের কেউ কেউ বলে— "অর্ডার অমান্য।"

তাদের মনে হলো—“একটা গরিব ছেলে এত সাহস দেখায়?”
তাকে ডেকে আনা হয় অফিসে।
তারপর... দরজা বন্ধ।
লোহার রড, পাইপ, বুট, ঘুষি...
পিটিয়ে... থেঁতলে... নিস্তেজ করে ফেলে তাকে।

একজন সহকর্মী দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলেছিল,
— “ভাই, বাঁচান, ওরে মারতেছে।”
জবাব আসে,
— “তোদেরও উচিত শিক্ষা দিতে হবে।”

ঘণ্টা খানেক পর হৃদয়ের নিথর দেহ পড়ে থাকে কারখানার পেছনের ঘরে।হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন—
“ডেড অন অ্যারাইভাল।”
চোখদুটো অর্ধ খোলা, এক হাত মুঠো করা। যেন কিছু বলতে চেয়েও পারেনি।

এই খবর যেন কেউ না জানে—এমন চেষ্টায় উঠে পড়ে লাগে মালিকপক্ষ।
পুলিশ আসে, ফাইল তৈরি হয়,
“অসুস্থ হয়ে মৃত্যু”
বলা হয়—“হৃদয়ের পরিবার শান্ত আছে।”
তবে হৃদয়ের মা তখন পাগলের মতো দৌড়াচ্ছে হাসপাতালের বারান্দায়,
চিৎকার করে বলছে—
“আমার ছেলে অসুস্থ ছিল না! ওরে পিটিয়ে মারছে… ওর মুখের ওপর পা দিছে!”

কিছু শ্রমিক জানে, দেখে—রাস্তায় নামতে চায়।
তাদের জবাব দেয় রাষ্ট্র।
পুলিশ, র‌্যাব, জলকামান।
বলা হয়,
— “তথ্য বিভ্রান্তিমূলক।”
আর সাহসী সাংবাদিকতা বলে—
“গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা।”

একটা জাতীয় দৈনিক এমন শিরোনাম করে,“একটি মহল বেতন না বাড়ানোর ইস্যুতে কারখানায় উত্তেজনা ছড়াতে চায়”
হৃদয়ের নাম একটিও নেই সেই খবরে।

তাকে কবর দেওয়া হয় সন্ধ্যাবেলা।
চারজন শ্রমিক কাঁধ দেয়, এক ভাই ফোনে কান্না চেপে রাখে—
কারণ সে মালয়েশিয়ায়।
মা শুধু একবার জিজ্ঞেস করে—
— “ওরে মারলো ক্যান গো? উনি কি মানুষ আছিল না?”
কেউ উত্তর দেয় না।

এই জুলাই ছিল শ্রমিকের জন্য। ব্যানারে লেখা ছিল “মজুরের অধিকার, দেশের অগ্রগতি।”
কিন্তু হৃদয়ের জন্য এই জুলাই হলো শুধু একটা কাফনের মাস।

হৃদয়ের গায়ে সার্টিফিকেট ছিল না, ডিগ্রি ছিল না কিন্তু গায়ে রক্ত ছিল,
হৃদয়ে স্বপ্ন ছিল।
আর এখন, শুধু কবরের মাটিতে তার নাম—“হৃদয়, পিতাঃ আব্দুল মালেক, মৃত্যুঃ ২০২৫, কারণ: পেটানো।”

রাষ্ট্র চুপ।
মিডিয়া ব্যস্ত “গুজব প্রতিরোধে”।
আর আমাদের বিবেক?
সেটা হয়তো বিক্রি হয়ে গেছে সেই কারখানার আগুনপ্রতিরোধী হেলমেটের টেন্ডারে।

হৃদয়ের নামে কোনো দিবস হবে না।
কিন্তু তার রক্ত লেগে থাকবে আমাদের নীরবতায়।

- দাদা ভাই
৩০.০৬.২৫

একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। আমার পাশে একগ্রুপ অপরিচিতা ভাবি বসেছিলো। তাদের আলোচনার বিষয়বস্তু থেকে আমি "বিয়ে খাওয়ার" কি...
28/06/2025

একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। আমার পাশে একগ্রুপ অপরিচিতা ভাবি বসেছিলো। তাদের আলোচনার বিষয়বস্তু থেকে আমি "বিয়ে খাওয়ার" কিছু টেকনিক জানলাম।

তাদের আলোচ্য বিষয়বস্তুর সারমর্ম,
*বিয়ের দাওয়াতে অতি অবশ্যই ফার্স্ট ব্যাচে বসতে হবে৷ তা না হলে, "বিয়ে খাওয়াই" বৃথা৷
*দাওয়াতে যথাসম্ভব ঢিলা কিন্তু গর্জিয়াস ড্রেস পরিধান করে আসতে হবে।
*পানি তো ভুলেও খাওয়া যাবে না।
*বিয়েবাড়িতে ঢুকে ভুলেও কফি খাওয়া যাবে না। কফি হচ্ছে ক্ষুধা নষ্ট করার একটা ফাঁদ।
*বেছে বেছে শুধু কাচ্চির মাংস নিতে হবে এবং বাচ্চার প্লেটে টাল করে তুলে দিতে হবে৷ ভুলেও রাইস নেওয়া যাবে না৷ রাইস নিলে গিফটের টাকা উসুল হবে না।

এই সার্কেলের পাশে খেতে হবে ভেবেই হাত-পা ঠান্ডা হয়ে গেলো। আমি আন্ডাবাচ্চা নিয়ে আরেকটা টেবিলে গিয়ে ঘাঁটি গাড়লাম।
আপারা আলোচনায় যে ট্রেইলার দেখিয়েছেন, আসল সিনেমা যে খাবার সার্ভের পরে শুরু হবে, তা আর বোঝার বাকি রইলো না।

খাবার যখন সার্ভ করা হলো তখন আশেপাশে তাকিয়ে দেখি যে, একেকজন গেস্ট দুই গ্লাস ভরতি করে বোরহানি নিয়েছেন। অথচ এক গ্লাসও শেষ করতে পারেনি অধিকাংশই। ২ গ্লাস মানে হচ্ছে হাফ লিটার বোরহানি। যা অধিকাংশ মানুষের পক্ষেই শেষ করা সম্ভব হয় না।
এরপর আসি পোলাও বা কাচ্চির কথায়। মহাস্মার্ট, শিক্ষিত (ভাবসাবে তো তাই মনে হয়) মানুষজনকেও দেখলাম প্লেটে টাল করে কাচ্চির মাংস, রোস্ট আর আলু নিয়েছে৷ ইভেন আশেপাশে থেকে এমন কথাও কানে এসেছিলো যে, "বিয়েবাড়িতে রাইস খায় কোন ছাগলে?"

অথচ খাওয়া শেষে উঠে দেখি যে,সবার প্লেটেই টাল করে মাংস, কাবাব আর রোস্ট রয়েই গিয়েছে। এতো খাবার নষ্ট হয়েছে যে, তা দিয়ে আরেক ব্যাচ মানুষ ইজিলি খেতে পারবে।

খাওয়া শেষে হাত ধুতে যখন উঠলাম, দেখি এক আপা ব্যাগে জালি কাবাব ভরছেন, তার মুখে নোবেলবিজয়ীর হাসি।

আমার শুধু হোস্টের মুখটা চোখের সামনে ভেসে উঠলো৷ হোস্ট হচ্ছেন আমার দূরসম্পর্কের এক ফুপা। যিনি কি না তার পার্থিব জীবনের সমস্ত সঞ্চয় সহ আরো লোন নিয়ে এই বিয়ের আয়োজনের জন্য খরচ করে ফেলেছেন।

08/10/2024

প্রাথমিক বিদ্যালয়ে 2023 এর তৃতীয় ধাপে প্রশ্ন কিনে যারা শিক্ষক(!) হতে যাচ্ছে তাদের অগ্রিম শুভেচ্ছা। চুরের খনি বানাবেন আশা করি! দেশের সবাই জানা প্রশ্নপত্র ফাস হয়েছে এবং অনেকেই হাতে নাতে গ্রেফতারও হয়েছিল।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share