Faridpur Times

Faridpur Times News factory News, information and opinion about the Faridpur. website: www.faridpurtimes.com

21/11/2025
ছাত্রদল নেতা রোমান বহিস্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সরব ফেসবুক  ফরিদপুর টাইমসফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধার...
16/11/2025

ছাত্রদল নেতা রোমান বহিস্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সরব ফেসবুক

ফরিদপুর টাইমস
ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
রোববার ১৬ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে ফরিদপুর জেলা ছাত্রদলের ওই নেতা খাইরুল ইসলাম রোমান বলেন, “এ ব্যাপারে এখন আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।”
এদিকে, খায়রুল ইসলাম রোমানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কারের সিদ্ধান্তে তীব্র দুঃখ প্রকাশ করে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়েছে সহকর্মী সহযোদ্ধা সহ সিনিয়র ও জুনিয়রদের পক্ষ থেকে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ফেসবুকে এক পোস্টে লিখেছেন- সন্ধ্যায় এই সংবাদ দেখে বুকটা ভেঙে গেল। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের রাজপথের আইকন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে খায়রুল ইসলামের আপত্তিকর পোস্ট দেওয়ায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি বলতে চাই- খাইরুল ইসলাম গর্ব করার মতন একজন সাহসী যোদ্ধা। নিঃসন্দেহে ছাত্রদল ওকে নিয়ে গর্ব করতে পারে। সে একজন মানবতাবাদী ছাত্রনেতা। তাঁর জীবনবৃত্তান্ত খোঁজ করলে দেখবেন ভুরি ভুরি মানবসেবা ওর ঝুঁড়িতে। ছাত্রদলের নেতৃবৃন্দ তো মহাসচিবের সন্তান সমতুল্য। সন্তানের এই ভুল পিতা তো অবশ্যই ক্ষমা করতে পারেন। কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ রইলো- যদি সম্ভব হয় মাননীয় মহাসচিবের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টি আরেকটু বিবেচনা করা যায় কিনা?
মধুখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান আবেদিন লিখেছেন- “রোমান ভাইয়ের কি অপরাধ ছিলো জানিনা। অনেক নেতার নৈতিক স্খলন দেখেছি। কিন্তু রোমান ভাইকে সেই ছোট থেকে স্বেচ্ছাসেবী হিসেবে দেখে এসেছি। রোমান ভায়ের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করার বিনীত অনুরোধ করছি। তিনি লিখেন- আমি তাঁর লোক নই। কিন্তু মনে করি- ছাত্রদলে এদের অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই দরকার আছে।
মো: হানিফ শরীফ লিখেছেন- “ছাত্রদল তাকে বহিষ্কারে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সারা বাংলাদেশ ছাত্রদলের প্রতি মানুষ গ্রহণ যোগ্যতা কমবে।”
-::-
ফেসবুকে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার তুলে আবেগঘন পোস্ট
“আমার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগের গল্প” শিরোনামে রোমান লিখেছেন-
“আমার রাজনৈতিক সূচনা ২০০৬ সালে—কলেজ জীবনের সেই নিষ্পাপ বয়সে যখন শুধু স্বপ্ন ছিল দেশ, গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে। তারপর শুরু হয় সংগ্রামের এক দীর্ঘ অধ্যায়।
২০১২ সালে প্রথম গ্রেফতার হই। সেদিন ঘটনাস্থলে পুলিশের বর্বর লাঠিচার্জে আমার পায়ের তিনটি লিগামেন্ট ছিঁড়ে যায়। দেশের বাইরে চিকিৎসা নিলেও আজও আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। কিন্তু থেমে যাইনি।
২০১৪ সালে আবারও গ্রেফতার হই। পুলিশের রাইফেলের আঘাতে আমার হাত ভেঙে যায় এবং আমাকে ঘটনাস্থল থেকেই তুলে নিয়ে যাওয়া হয়।
এরপর ২০১৮ সালের জাতীয় নির্বাচনের ঠিক আগে আবারও গ্রেফতার। টানা দুই মাস কারাভোগের পর মুক্তি পাই।
শেষ হয়নি।
২০২৩ সালেও আবার গ্রেফতার হই। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলা, মার্ডার মামলা, বিস্ফোরণ, ভাঙচুর, পুলিশের কাজে বাধা—এমন অসংখ্য মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার বোঝা কাঁধে নিয়ে টিকে থেকেছি শুধু দলের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য।
২০২৩ সালের ২৮ অক্টোবরের পরে যখন পুলিশের গুলিই ছিল বিএনপি নেতাকর্মীদের একমাত্র পরিচয় ও আতঙ্ক—সেই সময় আমি নিজ দায়িত্বে, নিজের নেতৃত্বে অসংখ্য মিছিল করেছি। দিনের পর দিন ঝড়–ঝাপটা–বৃষ্টি–অন্ধকারে রাত কাটিয়েছি শুধু দলকে বাঁচাতে, আন্দোলনকে এগিয়ে নিতে।
কিন্তু কখনো ১%—হ্যাঁ, মাত্র ১%—অসচ্চতা বা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করিনি।
৫ তারিখের পর পুলিশসহ দেশের কোনো গোয়েন্দা সংস্থা আমার নামে পাঁচ টাকারও অসচ্চতার প্রমাণ দেখাতে পারবে না—আমি এ বিষয়ে আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ জানাই।
এত কিছু করেছি দলকে ভালোবেসে, দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের স্বপ্নে।
আমি নীতি, নৈতিকতা ও আদর্শকে আঁকড়ে ধরে রাজনীতি করেছি এবং ইনশাআল্লাহ—এ ভাবেই রাজনীতি করে যাবো।
আজ দল আমাকে বহিষ্কার করেছে—কিন্তু আমি বিন্দুমাত্র বিচলিত নই।
দল আমাকে চিনবে, দল আমাকে খুঁজে নেবে—আমি এই বিশ্বাস রাখি।
ইনশাআল্লাহ খুব শিগগিরই সবকিছু ঠিক হয়ে যাবে।
আমি মানুষের ভালোবাসা, নেতাকর্মীদের আন্তরিকতা, এবং আল্লাহর রহমত নিয়ে সামনে এগিয়ে যেতে চাই—এগিয়েও যাবো।
গণতন্ত্রের জন্য, দলের জন্য, আর আমার এই অটুট আদর্শের জন্য।
ইনশাআল্লাহ…!

বিএনপির এবারের স্লোগান হচ্ছে তারেক সাহেবের- ‘অর্থনীতিকে গণতন্ত্রায়ন’। - আমীর খসরু মাহমুদ চৌধুরী
16/11/2025

বিএনপির এবারের স্লোগান হচ্ছে তারেক সাহেবের- ‘অর্থনীতিকে গণতন্ত্রায়ন’। - আমীর খসরু মাহমুদ চৌধুরী

অজ্ঞাত স্থান থেকে বার্তা পাঠিয়ে ফের লাপাত্তা সেই কলেজ শিক্ষিকা 📂👁️‍🗨️‘‘৩ মাস পর ফিরবেন: মায়ের আদরে বাচ্চাকে বড় করবেন’’ফর...
14/11/2025

অজ্ঞাত স্থান থেকে বার্তা পাঠিয়ে ফের লাপাত্তা সেই কলেজ শিক্ষিকা 📂👁️‍🗨️
‘‘৩ মাস পর ফিরবেন: মায়ের আদরে বাচ্চাকে বড় করবেন’’

ফরিদপুর টাইমস রিপোর্ট
১১ মাসের শিশু মেয়েকে ফেলে নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই কলেজ শিক্ষিকা মা অবশেষে গোপন অবস্থান থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন। তবে হোয়াটসঅ্যাপে এই বিষয়ে কয়েকটি সংক্ষিপ্ত বার্তা পাঠিয়ে আবার তাৎক্ষণিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে নেন নিজেকে। ফলে তাঁর বক্তব্যের প্রেক্ষিতে যেসব প্রশ্ন নতুন করে তৈরি হয়েছে, সে সম্মন্ধে জবাবগুলো জানা যাচ্ছেনা।

ফরিদপুর সিটি কলেজের ওই সিনিয়র লেকচারার সাবজান নাহারের ১১ মাসের দুধের শিশু জান্নাতুল রওজা আতিকাকে ফেলে নিরুদ্দেশ যাত্রার বিষয়ে ফরিদপুর টাইমসে একটি প্রতিবেদন প্রকাশের পর তিনি ওই প্রতিবেদনে উল্লেখিত স্বেচ্ছাসেবী আবরার নাদিম ইতুর হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান। ইংরেজিতে লেখা ওই বাংলা শব্দের ম্যাসেজের শুরুতেই তিনি দাবি করেন, ‘‘এক কাপড়ে জীবন নিয়ে শুধু বেঁচে পালিয়েছি। সাইকো একজন মানুষের সাথে মুখ বন্ধ কোরে প্রাণটা কোনকম বেঁচে সিলো, এতো জুলুম, এতো টর্চার একজন মানুষ করতে পারে, তাই জানা ছিলোনা।’’

তবে খোঁজ নিয়ে জানা যায়, সাবজান নাহার আকস্মিক কোন পরিস্থিতির মুখোমৃুখি হয়ে এভাবে পালিয়ে যাননি। বরং যেদিন তিনি নিরুদ্দেশ হন, সেদিনেই তিনি ফরিদপুরের কোতয়ালী থানাতে একটি অভিযোগও দেন স্বামীর বিরুদ্ধে এবং একইদিনে রাজবাড়ী পৌরসভার ৩-৪ নং ওয়ার্ডের কাজী বিল্লাল হোসাইনের মাধ্যমে রাজা মিয়াকে একটি তালাকনামাও লিখে পাঠান। তিনি ওই বার্তায় একথাও উল্লেখ করে বলেছেন, ‘‘ডিভোর্স ২১ অক্টোবরেই পাঠিয়েছি। যাস্ট তিনমাস সময় হলেই ফিরবো ইনশাআল্লাহ।’’

তবে তাঁর প্রাণ ঝুঁকির মুখে থাকায় তিনি পালিয়ে যাওয়ার যেই দাবি করলেও দেখা যায়, বাসা থেকে বের হয়ে তিনি সেদিন থানায় যান এবং রাজা মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও করে যান। অথচ তিনি তখন তাঁর মেয়ে আতিকার বিষয়টি পুলিশকে জানাননি অথবা কি ধরনের তাৎক্ষণিক ঝুঁকির মুখে তিনি ছিলেন তাও ওই অভিযোগে উল্লেখ করেননি। এরপর আরো দু’একটি বার্তা তিনি পাঠালেও বাচ্চার বিষয়টি নিয়ে তাতে উদ্বেগ নেই তাঁর।
ফলে তাঁর এই আত্মপক্ষ সমর্থনের সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। আর সেই সন্দেহই ঘণিভূত হয়- তাহলে কি তিনি নতুন কারা সাথেই গাঁটছাড়া বাঁধতে কোলের শিশুকেও ভুলে থাকছেন।

সাবজান নাহারের ঘনিষ্ট একটি সূত্র অবশ্য এই বিষয়টিকেও তুলে ধরেছেন তাঁর এই শিশু বাচ্চাকে ফেলে পালিয়ে যাওয়ার নেপথ্যে।
‘‘মেয়েকে সাথে নিয়ে গেলেতো আর নতুন কারো সাথে ... পারবেন না!’’ কেনো শিশু আতিকাকে তিনি সাথে নিয়ে গেলেন না? এমন প্রশ্নের জবাবে এই কথাটি বলেন সূত্রটি।
আর তাঁর স্বামী রাজা মিয়ার সন্দেহ- তিনি এবারেও কারো সাথে পালানোর পরিকল্পনা থেকেই এমনটি করেছেন।

গত ২১ অক্টোবর সকালে কলেজে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফিরেননি সাবজান নাহার। এরপর থানায় নিখোঁজ ডায়রি করতে যেয়ে তার স্বামী জানতে পারেন- উল্টো রাজা মিয়ার বিরুদ্ধেই টাকার দাবিতে মারধরের অভিযোগ করে গেছেন তিনি।

শিশু বাচ্চাটির কথা জানতে পেরে স্বেচ্ছাসেবীরা বাচ্চাটির খবর নিতে যেয়ে এসব জানতে পারেন। ওই টিমের আবরার নাদিম ইতু বলেন, ‘‘তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে কি হয়েছে সেটি আমাদের দেখার বিষয় না। সেটি আইনগতভাবে সমাধা হবে। আমরা মেয়েটিকে তাঁর মাতৃস্নেহে ফিরিয়ে দিতে চাই।’’
ইতু বলেন, ‘‘শিশুকে দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়নোর নির্দেশ কোরআনে রয়েছে। আইনগতভাবেও ১৮ বছর পর্যন্ত মায়ের কাছেই শিশুকে রাখার বিধান রয়েছে। অথচ তিনি এসবের কোন তোয়াক্কাই করছেন না!’’ বাচ্চা শিশুটি মুখ ফুটে সেই কথা বলতে পারছেন না বলেই কি তিনি সুযোগ নিচ্ছেন? এমন প্রশ্নও করেন তিনি।

এর আগেও সাবজান নাহার প্রথম ও দ্বিতীয় স্বামীকেও ডিভোর্স দেন যখন ওই স্বামীদের ঘরে তাঁরই গর্ভজাত ছোট ছোট মেয়ে শিশু ছিলো। মায়ের স্নেহ থেকে যারা চির বঞ্চিতই রয়ে গেছে।

রাজনৈতিক সহিংসতায় শিশুদের ঝুঁকিপূর্ণ ব্যবহারে  জনমনে উদ্বেগ   ফরিদপুর টাইমস:ফরিদপুরে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগে...
13/11/2025

রাজনৈতিক সহিংসতায় শিশুদের
ঝুঁকিপূর্ণ ব্যবহারে জনমনে উদ্বেগ

ফরিদপুর টাইমস:
ফরিদপুরে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সকালে ভাঙ্গা উপজেলার কয়েকটিস্থানে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসময় ভাঙ্গা-খুলনা মহাসড়কের শুয়াদি নামকস্থানে শিশুদেরও দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়।

শিশুদের এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুব ভোর থেকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নের নেতৃত্বে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদিতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এসময় সেখানে লকডাউনের সমর্থনে সেখানে জড়ো হওয়া অনেককে রামদা, ছ্যান, ঢাল, সড়কি সহ দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দিতে দেখা যায়। আর তাদের সাথে সেখানে কমপক্ষে দশটি শিশুকে দেখা যায় হেলমেট মাথায় ঢাল, সড়কি নিয়ে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচির সমর্থনে যোগ দিতে। তাদের মধ্যে একটি শিশুকে হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এসময়ে ঢাকামুখী যানবাহনসহ সড়কের দুই পাশে বেশ কিছু গাড়ি আটকা পড়ে।

এসময় পাশেই ফেসবুকে লাইভ করতে দেখা যায় দেবাশীষ বিশ্বাস নয়নকে এবং মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে শতাধিক স্থানীয় নেতা-কর্মী দেশীয় অস্ত্র রামদা, ঢাল-সরকি হাতে মহাসড়কে অবস্থান করছে।

এদিকে, রাজনৈতিক কর্মসূচিতে এভাবে অস্ত্র উঁচিয়ে জনমনে ভীতি সঞ্চারের পাশাপাশি শিশুদের হাতে দেশীয় অস্ত্র তুলে দেওয়ার বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করেন।

ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান শিশুদের এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ছে উল্লেখ করে বলেন, জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুদের রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ শিশু অধিকার সনদেও শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার শিশুর স্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ এই সনদে স্বাক্ষরকারী দেশ। ওই সনদের ১৯ ​অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রকে অবশ্যই শিশুকে সকল প্রকার শারীরিক বা মানসিক সহিংসতা, আঘাত বা অপব্যবহার থেকে রক্ষা করতে সমস্ত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর ৩২ ​অনুচ্ছেদে শিশুকে এসব থেকে সুরক্ষা দিতে বলা হয়েছে।

এব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো: আশরাফ হোসেন বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সামনে অনাগত দিনগুলো রয়েছে। এভাবে সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের সুস্থ মনোবিকাশের পথের বিরাট অন্তরায়। এভাবে রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার অবশ্যই প্রতিরোধ করতে হবে।

ভাঙ্গায় পরিত্যক্ত লাগেজ থেকে ৩২ টি পেট্রোল বোমা উদ্ধার ফরিদপুর টাইমস:ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরিত্যক্ত একটি লাগেজ থেকে ...
13/11/2025

ভাঙ্গায় পরিত্যক্ত লাগেজ থেকে ৩২ টি পেট্রোল বোমা উদ্ধার

ফরিদপুর টাইমস:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরিত্যক্ত একটি লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে হোগলাকান্দি যাওয়ার পাকা রাস্তায় তল্লাশি চালায়।
তল্লাশির সময় জাহাঙ্গীর মোল্লার গ্যারেজের পাশে পড়ে থাকা একটি পুরনো লাগেজ পাওয়া যায়। লাগেজটি খুলে ভেতরে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কলেজ ছাত্রী রোদেলা হত্যা মামলা স্বামী সোহানের মৃত্যুদণ্ডফরিদপুর টাইমস:ফরিদপুরের কলেজ ছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা ম...
13/11/2025

কলেজ ছাত্রী রোদেলা হত্যা মামলা
স্বামী সোহানের মৃত্যুদণ্ড

ফরিদপুর টাইমস:
ফরিদপুরের কলেজ ছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান সোহানকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। একইসাথে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ মামলায় অপর ৭ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সোহানুর রহমান সোহান বর্তমানে সুইডেনে পলাতক রয়েছেন। ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন আদালত।

সাজিয়া আফরিন রোদেলা (২০), ফরিদপুর শহরের আলিপুর খাঁপাড়া মহল্লার শওকত হোসেন খানের মেয়ে এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ইংরেজি বিষয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

২০১৭ সালের ১১ জানুয়ারিশহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের মিজানুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমান সোহানের সাথে বিয়ে হয় সাজিয়া আফরিন রোদেলার। ​বিয়ের মাত্র দেড় মাসের মাথায় ২৭ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে রোদেলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ​১ মার্চ রোদেলার মা রুমানা বেগম বাদী হয়ে ৮ জনের নামে কোতয়ালী থানায় হত্যা মামলা (মামলা নং ৪১৭/১৭) দায়ের করেন। বিয়ের পর থেকে স্বামী ও তার স্বজনরা যৌতুকের দাবিতে রোদেলার উপর নির্যাতন চালাচ্ছিল বলে মামলায় অভিযোগ করা হয়।

নিহতের ময়নাতদন্তের ​ভিসেরা রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। ওই বছরের সেপ্টেম্বর মাসে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ মামলায় অন্যান্য আসামীরা ছিলেন ননদ সুমি বেগম (৪৫), শাশুড়ি আনোয়ারা বেগম (৬০), ভাশুর মো. সুমন (৪৫), ভাশুরের স্ত্রী রেখা বেগম (৩০), শ্বশুর মোমিনুর রহমান (৭০), ননদের স্বামী মো. হাফিজ (৫০) এবং সোহানের মামাতো ভাই মো. সাজিদ (৪৫)।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন। এতে প্রধান আসামী সোহান ব্যতিত ছাড়া অন্য সকল আসামীকে মামলায় খালাস দেওয়া হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01753580731

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur Times:

Share