Reader View Ansary

Reader View Ansary News factory News, information and opinion about the Faridpur. website: www.faridpurtimes.com

ফরিদপুর-৩ আসনে ২০২৪ এর নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হন তিনি।
29/09/2025

ফরিদপুর-৩ আসনে ২০২৪ এর নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হন তিনি।

17/09/2025
17/09/2025

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অফিসগুলোতে ৩ দিনেও ফিরেনি কাজের পরিবেশ।

14/09/2025

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা:
🔸দুর্ঘটনারোধে মহাসড়কে ইজিবাইক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
🔸শহরের অটোরিকশা নিবন্ধনের আওতায় আনা।
🔸যানজট নিয়ন্ত্রণ।
🔸মাদকের বিস্তাররোধে মোবাইল কোর্ট পরিচালনা।
🔸চুরির উপদ্রব লাঘবে বাসাবাড়ির আশপাশে সিসি ক্যামেরা স্থাপন।
🔸সড়কের পাশে অবৈধ দখলদারদের তালিকা করে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ।
🔸অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
🔸আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা।
🔸রাজেন্দ্র কলেজের মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা।
🔸শহরে সড়কবাতির ব্যবস্থা করা।
🔸আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একটি মনিটরিং কমিটি গঠন করা।
🔸দুর্গাপূজার সময় ৭ দিন লাইসেন্সকৃত মদের বার বন্ধ রাখা।
🔸নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা।
🔸খাবারের ক্ষতিকারক কেমিক্যাল মেশানোর দিকে লক্ষ্য রাখা।
🔸বাল্যবিয়ে বন্ধে উপজেলা পর্যায়ে আরও বিশেষ নজরদারি করা।
🔸ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হলো আজ ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়।

◽জেলা প্রশাসক ‌ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ‌এ সভায় পুলিশ সুপার ‌ আব্দুল জলিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

▪️তথ্য সূত্র:
সাংবাদিক মানিক কুমার দাস।

পাখিদের খাবার নিয়ে ফের জেলা পরিষদ চত্বরে গেলেন আজাদফরিদপুর টাইমস স্পেশাল   ফরিদপুর জেলা পরিষদ চত্বরের খোলা জায়গায় অফিস ছ...
11/09/2025

পাখিদের খাবার নিয়ে ফের জেলা পরিষদ চত্বরে গেলেন আজাদ

ফরিদপুর টাইমস স্পেশাল
ফরিদপুর জেলা পরিষদ চত্বরের খোলা জায়গায় অফিস ছুটির পরে বিকেল বেলা রুটিন করে পাখিদের খাবার দিতেন আলীম আল রাজি আজাদ।
পুরি-সিঙ্গারা, মিষ্টি, বিস্কুটের গুড়া, বুট ভাজা, চানাচুর সহ বিভিন্ন ধরনের খাবার পেয়ে মনের আনন্দে ঝাঁক বেধে খেতে আসতো অনেক পাখি।
বিশেষ করে কাক ও শালিকের দল খাবার দিলেই ভীড় জমাতো।
তবে ফরিদপুর জেলা পরিষদের পক্ষ থেকে পাখিদের এই খাবার দিতে নিষেধ করা হয়েছে বলে এবার অভিযোগ করলেন আলীম আল রাজি।
তিনি বলেন, “আপনি আর এখানে এভাবে পাখিদের খাবার দিতে আসবেন না” বলে তাঁকে সেখানে পাখিদের খাবার দিতে বারণ করা হয়েছে।’
এতে মর্মাহত হয়ে তারপর আর পাখিদের জন্য সেখানে খাবার নিয়ে যান না তিনি।
দীর্ঘদিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসা আলীম আল রাজি আজাদ তাঁর ফেসবুকে পাখিদের খাবার দিতে নিষেধ করার কথা জানিয়ে একটি পোস্ট দেওয়ার পরে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তারা এই ঘটনার নিন্দা জানিয়ে নানান মন্তব্য ছুঁড়ে দেন।
বিষয়টি জানার পর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: বাকাইদ হোসেন অবশ্য পাখিদের খাবার দিতে নিষেধ করা হয়নি বলে জানিয়েছেন, পাখিদের যাতে চানাচুরের মতো কোন প্রসেসিং করা খাবার না দেওয়া হয়, সেজন্য পিয়ন পাঠিয়ে বিষয়টি জানাতে বলেছিলেন।
কিন্তু তার বার্তাটি সেই পিয়ন হয়তো সঠিকভাবে বোঝাতে পারেনি। একারণে বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে।

ফরিদপুরের এই স্বেচ্ছাসেবক আলীম আল রাজি আজাদ দীর্ঘদিন যাবত জেলা শহরের বিভিন্নস্থানে তার নিজস্ব একটি ভেসপা মোটরযান নিয়ে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে আসছেন।
করোনাকালে তিনি ঘুরে ঘুরে গৃহবন্দী মানুষের জন্য চাল, ডাল, তেল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে অসহায় মানুষের দ্বারেদ্বারে পৌছে দিয়ে বিশেষ নজির রেখেছেন। এর বাইরে তিনি শহরের বিভিন্নস্থানের ভিক্ষুক ও পাগলদের জন্য নিয়মিতভাবে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করেন।
খাবার বিতরণ ছাড়াও আরো নানান মানবিক কর্মকান্ড তিনি করে আসছেন। তাঁর এসব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে পত্রপত্রিকায় অসংখ্য খবরও হয়েছে।
এসব কাজের বাইরেও জেলা পরিষদের খোলা চত্বরে মুক্ত পাখিদের রোজ নিয়ম করে তিনি খাবার দিতেন। সেই ভিডিও ফেসবুকেও ছাড়তেন তিনি।
তাঁর হাতে নিয়মিত মজাদার খাবার পেয়ে পাখিগুলো অভ্যস্ত হয়ে উঠেছিল। সেখানে খাবার ছিটিয়ে দেওয়ার পরেই ঝাঁক বেধে পাখির দল মনের আনন্দে সেগুলো খেতে চলে আসতো।
আলীম আল রাজি আজাদ জানান, গত পরশু (মঙ্গলবার) তিনি যখন সেখানে পাখিদের খাবার দিচ্ছিলেন, তখন জেলা পরিষদের একজন স্টাফ এসে তাকে সেখানে পাখিদের এভাবে খাবার দিতে নিষেধ করেন।
কারণ জানতে চাইলে তাঁকে বলা হয় সচিব স্যার নিষেধ করেছেন। এরপর তিনি সেখান থেকে চলে আসেন। এরপর আর সেখানে পাখিদের খাবার দিতে যাননি।
আলীম আল রাজি বলেন, এর মধ্যে চানাচুরটাই সবচেয়ে ভালো খায় পাখিগুলো। এজন্য চানাচুরটাই বেশিরভাগ দিন দিতেন। তবে এখন আর তিনি জেলা পরিষদের চত্বরে পাখিদের খাবার দিতে যাবেন না। এর বদলে তিনি সামনের খোলা স্থানে পাখিগুলোর জন্য খাবার ছিটিয়ে দিবেন।
তবে ফরিদপুরের আরেক স্বেচ্ছাসেবী আবরার নাদিম ইতু সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে জানান, আলীম আল রাজি ভাইয়ের ভালো কাজ চলমান থাকবে। সকলেই যার যার অবস্থান থেকে সমাজের জন্য কিছুটা সময় দিলেও বিদ্যমান অবস্থা পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে। কৃতজ্ঞতা রইল ভালো কাজকে চলমান রাখার উদ্যোগী ভূমিকার জন্য। আজ থেকেই আজাদ ভাই পাখিদের খাওয়ানো শুরু করে দিয়েছেন।
এসময় তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বসে আলোচনার একটি ছবিও পোস্টে যুক্ত করেন।
এ ব্যাপারে ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মো: বাকাইদ হোসেন বলেন, “আমি নিজেও পাখিদের খাবার দিতে পছন্দ করি। আমরা তাকে প্রতিদিনের মতোই পাখিগুলোকে খাবার দেওয়ার কার্যক্রম চালু রাখার অনুরোধ জানিয়েছি। ভুল বুঝাবুঝির কারণে যেনো এমন কোন ভালো কাজ থেমে না যায়।"

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদনফরিদপুর টাইমস রিপোর্ট  জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়   ফ...
08/09/2025

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন
ফরিদপুর টাইমস রিপোর্ট
জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন করেছে।
৯ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক জেলা প্রশাসক, সদস্য ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, সাবেক ফুটবলার ও প্রশিক্ষক
এস এইচ এম সামসুদ্দোহা চাঁদ, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক
মোঃ শরিফুল ইসলাম সোহাগ,
ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, ক্রীড়া আনুরাগী ও ক্রিকেট সংগঠক মাহবুব উর রহমান, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, ক্রীড়া সংগঠক মোঃ তৌহিদ আহমেদ আশিক, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, সাবেক জাতীয় হকি খেলোয়াড় মোঃ মুসা মিয়া, ছাত্র প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ অর্ক, ক্রীড়া সাংবাদিক মোঃ মফিজুর রহমান শিপন, সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা।
সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রিড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন জানান, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে ফরিদপুর জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।

গ্রামবাসী দাবড়ে আটকালো বেপরোয়া ঘোড়া: কামড়ে আহত ২০ফরিদপুর টাইমস: ফরিদপুরের বোয়ালমারীতে একটি ঘোড়ার বেপরোয়া আচরণে অতিষ্ঠ হয়...
07/09/2025

গ্রামবাসী দাবড়ে আটকালো বেপরোয়া ঘোড়া: কামড়ে আহত ২০

ফরিদপুর টাইমস:
ফরিদপুরের বোয়ালমারীতে একটি ঘোড়ার বেপরোয়া আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয় জনগণ দিনভর চেষ্টার পর দাবড়ে আটক করেছে ওই ঘোড়াকে।
রোববার বিকেল পাঁচটার দিকে বোয়ালমারী উপজেলার গুনবহা এলাকা থেকে ঘোড়াটি আটক করা হয়। পরে একটি বাগানে সেটি বেধে রাখা হয়েছে।
এর আগে সকাল থেকে উপজেলা সদরে ওই ঘোড়াটি ক্ষিপ্তভাবে হামলে পড়ে পথচারী ও যানবাহনে চলাচলরত যাকে পেয়েছে তার উপরেই।
ঘোড়ার কামড়ে একজন স্থানীয় সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর এলাকাজুড়ে হঠাৎ করে আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গত দুইদিন যাবত বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন স্থানে ঘোড়াটি কামড়ে ও লাথি মেরে অন্তত ২০ জনকে আহত হন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় একইভাবে লোকজনকে কামড় ও লাথি দিয়ে আহত করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক কাজী হাসান ফিরোজ (৬০),আতাউর রহমান (৫৫), মোঃ সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪) নামে কয়েকজন উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।
পৌর সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা ইদ্রিস বাকের বলেন, গত দুই দিনে হঠাৎ করে মহিলা-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। রোববার সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পৌরসভার আঁধারকোঠা মহল্লার বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন খান বলেন, পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন এই ঘোড়ার আক্রমণে। ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে।
ধারণা করা হচ্ছে, ঘোড়াটি কোন কুকুরের কামড়ের কারণে বেপরোয়া আচরণ করছে। সামনে কাউকে পেলেই কামড়াচ্ছে আর লাথি মারছে।
ঘোড়ার কামড়ে গুরুতর আহত কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কোমড়ে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে আমাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানা মতে, সকালেই কমপক্ষে ছয় জন ঘোড়ার আক্রমণে আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যাথানাশক ঔষধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোন কুকুড় কামড়িয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।

07/09/2025

পেট্রোল পাম্পে হাতেনাতে গ্যাস সিলিন্ডার রিফিল ধরা খেলো: ২ লাখ টাকা জরিমানা
ফরিদপুর টাইমস
ফরিদপুর-বরিশাল মহাসড়কের মহিলা রোড এলাকায় তোফাজউদ্দিন ফিলিং স্টেশনে অবৈধভাবে এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যৌথ বাহিনীর উপস্থিতিতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।
ওই পেট্রোল পাম্পে যানবাহনে বিক্রির জন্য মজুদকৃত গ্যাস বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারে রিফিল করে সেগুলো কোনপ্রকার নিরাপত্তা পরীক্ষা ছাড়াই তারা সিলিং রিং দিয়ে সিল করে দিচ্ছিল।
খবরের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন বলেন, তোফাজউদ্দিন ফিলিং স্টেশন থেকে বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিলের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি সকলের জন্যই ঝুঁকিপূর্ণ। এজন্য প্রাথমিক পর্যায়ে সতর্কতামুলকভাবে তাদের বিস্ফোরক আইন ১৭৮৪ এর ৭ এর ১ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও জানান, বিষয়টি বিস্ফোরক অধিদপ্তরকে অবগত করা হয়েছে এবং বিস্ফোরক অধিদপ্তর বিষয়টি মনিটরিং করবে বলে জানিয়েছে। পরবর্তীতে যদি আবারো তারা এই অবৈধ কাজে লিপ্ত হন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, এর আগে ফরিদপুরের একটি স্বেচ্ছাসেবী দল শনিবার দিবাগত গভীর রাতে তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের রিফিল চেম্বার থেকে ১২ লিটারের এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় তাদের হাতেনাতে ধরে ফেলে।
স্বেচ্ছাসেবক টিমের প্রতিনিধি আবরার নাদিম ইতু জানান, দীর্ঘদিন ধরেই তোফাজউদ্দিন ফিলিং স্টেশন থেকে এভাবে বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরে তারা বাজারজাত করছিলো। বিষয়টি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। এতে গ্যাস রিফিলের সময়ে যেমন দুর্ঘটনা ঘটতে পারে, তেমনি এসব সিলিন্ডার বাসাবাড়িতে নেওয়ার পরে সেখানেও বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।
ইতু বলেন, বারবার সতর্ক করার পরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার পরেও তারা এই অবৈধ কাজ হতে বিরত হয়নি। এ অবস্থায় রাতে তারা সরেজমিনে বিষয়টি দেখতে সেখানে যান। এসময় ওই ফিলিং স্টেশনের মধ্যে একটি ইটের তৈরি হাফ ওয়ালের আড়ালে সাজিয়ে রাখা এসব এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্যাস পাম্পের হোস পাইপ দিয়ে গ্যাস রিফিল করার সময় দু'জনকে হাতেনাতে ধরে ফেলেন তারা। সেখানে বসুন্ধরা, ইউনিক, সেনা, ওমেরা সহ বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরে সিলিন্ডারের মুখে কোম্পানির সিলিং রিং বা প্লাস্টিকের ক্যাপ লাগিয়ে নিজেরাই সিল করে দিচ্ছিল। এছাড়া পাশে একটি ট্রাকেও এসব গ্যাস সিলিন্ডার বোঝাই করা ছিলো। রাতের আঁধারে অবৈধভাবে এই গ্যাস সিলিন্ডার রিফিল করে তা ছড়িয়ে দেওয়া হয় সর্বত্র।
ইতু বলেন, বিষয়টি হাতেনাতে ধরার পর এর ভয়াবহতা অনুভব করে রাতেই এ খবর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানো হয়। পরে সকালে সেখানে অভিযান চালানো হয়। এর সাথে সংঘবদ্ধ সিন্ডিকেট জড়িত বলে তার অভিমত।
এদিকে, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন জানান, তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের মালিক পক্ষ অবৈধভাবে এই এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিলের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। ফিলিং স্টেশনের কোন দুষ্টু চক্র এতে জড়িত থাকতে পারে বলে তাদের দাবি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দবিরউদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
07/09/2025

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দবিরউদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১১টার দিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবিরউদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর উপস্থিতিতে এ অভি.....

06/09/2025

ফরিদপুর মহানগর জাসাসের কর্মী সম্মেলন
টাইমস রিপোর্ট:
জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের
কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন রোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সারাদেশে ছড়িয়ে দিতে হবে।
শনিবার ৬ সেপ্টেম্বর বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে ফরিদপুর মহানগর জাসাসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফরিদপুর জেলা জাসাসের সভাপতি রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল হাসান রতন ও সাবেক সহ-আন্তর্জাতিক সৈয়দ তারিকুল আলম শামীম, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু। জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাসুম দেওয়ান, যুগ্ম আহ্বায়ক কণ্ঠশিল্পী পাপিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য শাহীন হক উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর আগস্ট শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে সম্মেলনের শেষ পর্বে জাসাসের শিল্পীদের মনোজ্ঞ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Reader View Ansary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reader View Ansary:

Share