Readers View

Readers View News factory News, information and opinion about the Faridpur. website: www.faridpurtimes.com

05/08/2025
Milestone TragedyAir Force Chief Pays Tribute to Raisa MoniFaridpur Times: A delegation from the Air Force Chief has off...
03/08/2025

Milestone Tragedy
Air Force Chief Pays Tribute to Raisa Moni

Faridpur Times:
A delegation from the Air Force Chief has offered condolences to the family of Raisa Moni (11),
who was killed in a plane crash at Milestone School and College in Uttara, Dhaka.

The delegation later paid their respects and visited the deceased's grave.

On Saturday at around 2 PM, the team, led by Squadron Leader Md. Jihadul Islam from the Jessore Motiur Rahman Base, visited Raisa Moni's village Bajra, Gopalpur Union of Alfadanga.

They expressed sympathy to the grieving family, laid a wreath at Raisa Moni's grave, and paid their respects.

Upazila Nirbahi Officer (UNO) Russell Iqbal was also present there.

A smart team also provided a guard of honor.

Raisa Moni died in the plane crash on July 21st in the afternoon.

Four days later, on Friday at around 9 AM, she was buried in the Bajra graveyard following her funeral prayer at the Bajra Eidgah grounds.

02/08/2025
‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী  নিজস্ব প্রতিবেদক  ফরিদপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভা...
02/08/2025

‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশে অশ্রুবিজড়িত কন্ঠে শহীদ মায়েরা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার এখনো সম্পন্ন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তারা বলেন, এই বিচার না হওয়া পর্যন্ত আমাদের মাঝে শান্তি আসবেনা।
শনিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে শহীদদের মায়েরা তাদের সন্তানদের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধাদের মা অ্যাডভোকেট মেহেরুন নিসন স্বপ্না, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জান শরিফ মিঠুর মা হানুফা আলম, শহীদ সিরাজুল ইসলাম বেপারীর মা ‌‌ও তার স্ত্রী, শহীদ শামসু মোল্লার স্ত্রী ‌ মেঘলা বেগম, আহত জুলাই যোদ্ধা সজীব ইসলামের মা, কাজী রিয়াজের মা, জুলাই যোদ্ধা কাজী রিয়াজ, জাকিয়া ফারজানা, কাজী জেবা তাহসিন, আরএম হৃদয়, সোহেল রানা, সাব্বির হোসেন খান, রাফিউল ইসলাম সিয়াম, জান্নাতি খানম ‌প্রমুখ।
বক্তাগণ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় মায়েরা তাদের সন্তানদের অনুপ্রেরণা দিয়ে প্রিয় সন্তানকে আন্দোলনে নামতে রাস্তায় পাঠিয়েছেন। অনেকে রাস্তায় নেমে এসে খাবার দিয়ে গেছেন অভুক্তদের। এই অবদান অবিস্মরণীয়। শহীদ পরিবারের এই শূন্যস্থান কখনো পূরণ হবার নয়। তাদের প্রত্যাশা পূরণ হলেই তাদের আত্মার শান্তি পাবে।’
বক্তাগণ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জুলাই যোদ্ধাদের অসহায় পরিবারের নানা দুঃখদুর্দশা তুলে ধরেন। তারা বলেন, পরিবারের একজন সদস্য হারানো যে কতখানি কষ্টের তা পরিবারের ‌ বাকি সদস্যরাই বুঝতে পারেন। একজন মা তার সন্তান না থাকার অভাব কখনো ভুলতে পারেন না।
বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, যে প্রত্যাশা করে আমাদের ছেলেরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তা পূরণ হয়নি। আমরা আমাদের ‌ সন্তানদের হত্যার বিচার পাইনি। তাদের উপর মারধর করারও বিচার পাইনি। উপরন্তু আমাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। আমাদের প্রিয়জনরা জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে রক্ত দিয়েছে, অথচ তার মূল্যায়ন হচ্ছে না। তারা প্রশ্ন রেখে বলেন, আমরা কেন অবহেলিত থাকবো? আমরা আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের উপর হামলা করে আমাদের ছেলেদের আহত করা হয়েছে। তাদের গুলি করা হয়েছে। এখনো অনেকে পঙ্গুত্ববরণ করে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।
বক্তাগণ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দেশের মায়েরা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে তাদের সন্তানদের স্বৈরাচারী সরকার পতনে সাহস যুগিয়েছেন, তা দেশের মানুষ ‌ চিরকাল গর্বের সাথে স্মরণ করবে।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব মায়েদের সন্তানরা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রতিটি মা জানে সন্তান হারানোর কষ্ট। এটা মা ছাড়া আর কেউ কেউ কষ্ট বুঝবেনা। জুলাই কোন্দ্রীক যে নির্মমতা হয়েছে তাদের ভুলতে বসেছি। সেদিন চিকিৎসা নিতে পারেনি। দাফনে দুই তিনজন লোক ছাড়া অংশ নিতে পারেনি। ফেনীর হত্যা ও পরবর্তী সময় হিটলারের ফ্যাসিবাদের সাথে তুলনা হতে পারে। জুলাই এর সাথে কোনো আপস নাই। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। আগামী প্রজন্মকে জুলাই স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে হবে। আবার পলায়নকারীরা আসার চিন্তা করলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জুলাই গণঅভ্যুত্থানের উপর চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

02/08/2025
02/08/2025
গাঁজার তেল উৎপাদন করছে যুক্তরাজ্য"হেম্প" হলো এক প্রজাতির গাঁজা গাছ যাতে সাইকোঅ্যাক্টিভ* উপাদান কম থাকে বলে এটিতে তেমন নে...
01/08/2025

গাঁজার তেল উৎপাদন করছে যুক্তরাজ্য

"হেম্প" হলো এক প্রজাতির গাঁজা গাছ যাতে সাইকোঅ্যাক্টিভ* উপাদান কম থাকে বলে এটিতে তেমন নেশা হয়না|
যা মূলত ফাইবার, বীজ বা তেলের জন্য চাষ করা হয়|
যুক্তরাজ্যের স্কটল্যান্ডে জনবসতিহীন বিশেষ এলাকায় শর্তসাপেক্ষে এই হেম চাষের অনুমতি দেওয়া হয়|
এই হেম্প গাছ থেকে তেল উৎপাদনের পর পাওয়া গাছের অবশিষ্ট দিয়ে বানানো হয়েছে মুরগির খাবার|
এই খাবার খেয়ে মুরগিগুলোর শরীরে ওমেগা থ্রী ও ভিটামিন-ই এর বিশেষ উপস্থিতি পেয়েছেন গবেষকেরা|

ইন্টারনেট ঘেঁটে আরো জানা যায়,
গাঁজা গাছের তিনটি প্রধান প্রজাতি রয়েছে- ইন্ডিকা, সাটিভা, এবং রুডেরালিস| এছাড়াও, গাঁজার বিভিন্ন উপ-প্রজাতি বা স্ট্রেইন রয়েছে|
এসব গাছের আকার, ফলন, এবং ক্যানাবিনয়েড (যেমন THC ও CBD) এর অনুপাতের উপর ভিত্তি করে সেগুলো আলাদা করা হয়|

*|সাইকোঅ্যাক্টিভ উপাদান (Psychoactive substance) হল এমন একটি রাসায়নিক পদার্থ যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ক্রিয়া করে মানসিক অবস্থা, উপলব্ধি, চেতনা, এবং আচরণের পরিবর্তন ঘটায়।
সহজ ভাষায়, এই উপাদানগুলি মস্তিষ্কের কার্যকারিতায় প্রভাব ফেলে, যার ফলে ব্যক্তির মুড, চিন্তা-ভাবনা এবং অনুভূতিতে পরিবর্তন আসে|

ইজিবাইক চালক হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ডনিজস্ব সংবাদদাতা ফরিদপুরে অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় ৫ আসামির ম...
31/07/2025

ইজিবাইক চালক হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
নিজস্ব সংবাদদাতা
ফরিদপুরে অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে দশ বছর সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের পশ্চিম খাবাসপুর মাওলানা আব্দুল আলী সড়কের বাসিন্দা মেহেদী আবু কাওসার (২৫), জনি মোল্লা (৩০), পশ্চিম খাবাসপুর ওহাব মিয়া সড়কের বাসিন্দা রাসেল শেখ (২৫), রথখোলা রবিদাস পল্লীর রাজেস রবি দাস (২৯) ও বাখুন্ডা আদর্শ গ্রামের রবিন মোল্লা ওরফে ভিকি (২৫)। এদের মধ্যে রাসেল শেখ পলাতক রয়েছেন।
মামলার আরেক আসামি রাজবাড়ীর মজলিসপুরের বাদশা শেখকে (২৬) দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামের আয়নাল মোল্যার ছেলে ২০ বছরের যুবক শওকত মোল্যা ২০১৯ সালের ১৪ নভেম্বর পশ্চিম খাবাসপুর ভাড়া বাসা হতে তার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন।
পরেরদিন সকালে পাশের গোয়ালচামটে একটি ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শওকত মোল্যা অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: এনায়েত হোসেনের নেতৃত্বে ওই মামলার তদন্ত শেষে ৬ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ২৬ আগস্ট আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র ও অ্যাডভোকেট বদিউজ্জামাল বাবুল।
মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি জাহিদ হাসান খোকন বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের পাঁচজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
মামলার অপর আসামিকে দশ বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো দশ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

এক পাল ভ্যাড়া পিষে পালিয়ে গেছে চাকলাদার পরিবহনের বাসচালক: দুই লাখ টাকার ক্ষতি ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়ে শ্যাম (৫৯) ...
30/07/2025

এক পাল ভ্যাড়া পিষে পালিয়ে গেছে চাকলাদার পরিবহনের বাসচালক: দুই লাখ টাকার ক্ষতি

ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়ে শ্যাম (৫৯) নামে এক দরিদ্র পশুপালকের একপাল ভ্যাড়া বাস দুর্ঘটনায় হতাহত হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহনের বাসচালক ওই ভ্যাড়ার পালের উপর দিয়ে গাড়ি চালিয়ে দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর জানতে পেরে করিমপুর হাইওয়ে পুলিশের বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানায়।
জানা গেছে, শহরের গোয়ালচামট শ্রী অঙ্গন এলাকার বাসিন্দা শ্যামের পরিবারের পেশা এই পশুপালন। তার আরেক ভাই ও বোন রয়েছে। সকলেই অবিবাহিত। ছোটবেলা থেকে পারিবারিক ভাবে তারা এই ভ্যাড়া পালন করছে। এর মধ্যে তার বোন রোগবালাইয়ে শয্যাশায়ী।
ঘটনার পর শ্যাম বলেন, ৩২টি ভ্যাড়ার ওই পালটি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চাকলাদার পরিবহনের একটি বাস সেগুলো ডলা দিয়ে মেরে পালিয়ে চলে যায়। দুর্ঘটনার পর তিনি মাত্র পাঁচটি ভ্যাড়া পেয়েছেন আহতাবস্থায়। এগুলোরও পা ও হাড়গোড় ভেঙ্গে গেছে। প্রায় দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি এর ক্ষতিপূরণ দাবি করেছেন।

Address

Faridpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Readers View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Readers View:

Share