ভেড়ামারা ব্লাড ডোনারস ফোরাম

ভেড়ামারা ব্লাড ডোনারস ফোরাম Gave Blood
Save Life

একজন মানুষ তার জীবদ্দশায় কতজন মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখেন? জেমস হ্যারিসন এমন এক ব্যক্তি যিনি একাই বাঁচিয়েছেন ২০ লাখ শিশুর প্রাণ। আসলেও তাই।
এতোগুলো শিশুর প্রাণ বাঁচিয়েছেন স্বেচ্ছায় ও বিনামূল্যে নিজের রক্ত ও রক্তের উপাদান প্লাজমা দানের মাধ্যমে।
এজন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামও লিখিয়েছেন এই অস্ট্রেলিয়ার নাগরিক।উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ৮১ বছর বয়সী মি. হ্যারিসন গত ১১ই মে এক হাজার

১৭৩ বারের মতো রক্ত দিয়েছেন। অস্ট্রেলিয়ায় রক্তদানের বয়সসীমা নির্ধারিত থাকায় এটাই ছিল তাঁর সবশেষ রক্তদান।
মাত্র ১৪ বছর বয়সে জরুরি অস্ত্রোপচারের কারণে ১৩ লিটার রক্তের প্রয়োজন হয়েছিলো মি. হ্যারিসনের। সে যাত্রায় রক্ত পেয়ে প্রাণ বেঁচে যায় তাঁর।
এরপর বয়স ১৮ বছর হতেই নিয়মিত রক্তদান করতে শুরু করেন তিনি।
রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব। এজন্য একে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নি:স্বার্থ উপহার।
রক্ত দেয়া কেন প্রয়োজন?
দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোন জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়।তবে বাংলাদেশে জনসংখ্যার তুলনায় রক্তদাতার সংখ্যা এখনো নগণ্য।
পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় ছয় থেকে সাড়ে ছয় লাখ ব্যাগ। ঘাটতি থাকে তিন লাখ ব্যাগের বেশি।
এছাড়া সংগ্রহকৃত রক্তের মাত্র ৩০ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের থেকে।
নিজের পরিবারের সদস্য বা পরিচিতজন না হলে এখনো বেশিরভাগ মানুষ রক্তের জন্য নির্ভর করেন পেশাদার রক্তদাতার ওপর।
রক্তের অভাবের কারণে প্রতিবছর বহু রোগীর প্রাণ সংকটের মুখ পড়ে।
এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো সম্ভব।

01/10/2025

আমি যাদের কখনো খারাপ চাইনি
কি ভয়ংকর ভাবে তারা আমার খারাপ চেয়েছে!

ভেড়ামারা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ১ সপ্তাহ একটু কষ্ট করলেই ভেড়ামারা থেকে মাদক,চাদাবাজী ও জোয়ার আসর গুড়িয়ে দেওয়া স...
28/09/2025

ভেড়ামারা সকলের দৃষ্টি আকর্ষণ করছি
আপনারা ১ সপ্তাহ একটু কষ্ট করলেই
ভেড়ামারা থেকে মাদক,চাদাবাজী ও জোয়ার আসর গুড়িয়ে দেওয়া সম্ভব।
তায় আসুন নিজ নিজ স্থান থেকে প্রসাশন কে সহযোগিতা করি এবং আমাদের যুব সমাজ কে রক্ষা করি।
দিন দিন ভেড়ামারার যুব সমাজ ধংসের পথে।
আসুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

27/09/2025

আসুন জেনে নেয়
কত তম রক্ত দানের অপেক্ষায় আছেন...?

27/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

আলহামদুলিল্লাহ আমাদের এই আপুটি আজকে ৪র্থ বারের (B+) বি-পজেটিভ মতো রক্তদান করলো।বর্তমানে পুরুষের চাইতে মেয়েরাও বেশি রক্তদ...
29/07/2025

আলহামদুলিল্লাহ
আমাদের এই আপুটি আজকে ৪র্থ বারের (B+) বি-পজেটিভ মতো রক্তদান করলো।
বর্তমানে পুরুষের চাইতে মেয়েরাও বেশি রক্তদানে আগ্রহী...❤️
আসুন স্বেচ্ছায় করি রক্তদান,
হাসবে রোগী বাসবে প্রাণ.........❤️❤️
লাল ভালবাসা দান অবিরাম.....🤘🤘

27/07/2025

ভেড়ামারা ১৬ দাগ হাসপাতালে
জরুরী কয়েক ব্যাগ B+ রক্তের প্রয়োজন।
রোগী রক্ত সল্পতায় ভুগছেন।
+ লাল ভালবাসা দান করবেন এমন কেও আছেন....?
যদি রক্তদান করতে চান তাহলে আপনার কন্টাক নাম্বার টা দিন..

25/07/2025

Big shout out to my newest top fans! Sheikhfariduzzaman Sajeeb Biswas, Arch Robin JovAn

17/07/2025

Big shout out to my newest top fans! Sheikhfariduzzaman Sajeeb Biswas

14/07/2025

আপনার ভেতরে যদি সহযোগিতা করার মন-মানসিকতা না থাকে....!
তাহলে সহযোগিতা চাইবেন কেন.....!

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ...😓মা আমাদের শরীরে গঠন করেন…⏬আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।মায়ের গর্ভে ৯ মাস ছিলাম,ব...
13/07/2025

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ...😓
মা আমাদের শরীরে গঠন করেন…⏬
আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।

মায়ের গর্ভে ৯ মাস ছিলাম,
বাবার কাঁধে চেপে ছিলাম ২৫ বছর।
তবুও কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন।

মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন,
আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন।
দুজনেই সমানভাবে ভালোবাসেন,
তবুও মা যেনো ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে,
আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট।

মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন,
বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন।
মায়ের ভালোবাসা চোখে পড়ে,
বাবার ভালোবাসা হয়ত মাটির নিচের শিকড়ের মতো,
যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান।

ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নিই,
দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি।
বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন,
শুধু চোখে থাকেন, মনে হয় কিছু বলতে চান,
কিন্তু বলেন না, যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন।

বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি,
মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ।
কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা,
নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো।
তবুও মুখে কোনো অভিযোগ নেই।

মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা-রুপা,
আর বাবার আঙুলে সেই একটাই আংটি,
যেটা তিনি বিয়ের সময় পরেছিলেন।
তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন,
কিন্তু বাবার নেই কোনো চাহিদা।

বাবা সকাল থেকে রাত পরিশ্রম করেন সংসারের জন্য,
মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন,
তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান।
স্বীকৃতি চান না, প্রশংসা চান না—
শুধু চান সবাই ভালো থাকুক।

যখন বাবা-মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন,
তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন,
কিন্তু বাবাকে বলে “বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারেন না।”

হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড,
যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে।

তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না,
তিনি ইচ্ছে করেই সামনে আসেন না—
কারণ তিনি জানেন, তার ভালোবাসা প্রমাণ করতে হয় না।

collected....

কতো খানি সুফল পাওয়া যাবে....?সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পঞ্চম দফায় আরও ৬০ দিন বাড়িয়েছে...
13/07/2025

কতো খানি সুফল পাওয়া যাবে....?
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পঞ্চম দফায় আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।

আল্লাহ তালার দেওয়া জান্নাত আপনি কোনটা নিবেন.....? কোন পথে মেয়েকে জান্নাত এর রাস্তা দেখাবেন সেটা আপনি ভালো জানেন...!
11/07/2025

আল্লাহ তালার দেওয়া জান্নাত
আপনি কোনটা নিবেন.....?
কোন পথে মেয়েকে জান্নাত এর রাস্তা দেখাবেন
সেটা আপনি ভালো জানেন...!

Address

Bheramara Platfrom
Bheramara
7040

Alerts

Be the first to know and let us send you an email when ভেড়ামারা ব্লাড ডোনারস ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভেড়ামারা ব্লাড ডোনারস ফোরাম:

Share