10/07/2025
আমরা আছি, কার্যত নেই। নাম আছে কিন্তু কাম নেই — একেবারে যেন মাকাল ফল! আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় ইজরা পাবলিকেশন্স থেকেই।
আমরা সেই প্রতিষ্ঠানেরই একটি অংশ, একটি অঙ্গ।
নতুন বইয়ের ঘোষণা, পুরোনো বইয়ের আপডেট, প্রি-অর্ডার হোক বা সোশ্যাল পোস্ট —all from Izra!
আর আমরা?
আলস্যে, নিশ্চুপে, নামমাত্র একটি প্রকাশনা হয়ে পড়ে আছি। না দিই কোনো পোস্ট, না আসে নতুন বইয়ের কোনো খবর।
আমাদেরকে ফলো দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করা উপযুক্ত মনে করছি প্রিয় পাঠক! তবে যেখানে আলো জ্বলে, সেদিকেই নজর দেয়া মুনাসিব মনে করি। অর্থাৎ Izra publication এদেরকে ফলো দিয়ে রাখতে পারেন—এখান থেকেই আসবে নতুন নতুন চমক। দারুণ দারুণ ঘোষণা! আমাদের ও তাদের দু'জনেরই আপডেট পাবেন সেখানে…