নোঙর প্রকাশন

নোঙর প্রকাশন গল্প। উপন্যাস। ইতিহাস

10/07/2025

আমরা আছি, কার্যত নেই। নাম আছে কিন্তু কাম নেই — একেবারে যেন মাকাল ফল! আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় ইজরা পাবলিকেশন্স থেকেই।
আমরা সেই প্রতিষ্ঠানেরই একটি অংশ, একটি অঙ্গ।
নতুন বইয়ের ঘোষণা, পুরোনো বইয়ের আপডেট, প্রি-অর্ডার হোক বা সোশ্যাল পোস্ট —all from Izra!
আর আমরা?
আলস্যে, নিশ্চুপে, নামমাত্র একটি প্রকাশনা হয়ে পড়ে আছি। না দিই কোনো পোস্ট, না আসে নতুন বইয়ের কোনো খবর।
আমাদেরকে ফলো দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করা উপযুক্ত মনে করছি প্রিয় পাঠক! তবে যেখানে আলো জ্বলে, সেদিকেই নজর দেয়া মুনাসিব মনে করি। অর্থাৎ Izra publication এদেরকে ফলো দিয়ে রাখতে পারেন—এখান থেকেই আসবে নতুন নতুন চমক। দারুণ দারুণ ঘোষণা! আমাদের ও তাদের দু'জনেরই আপডেট পাবেন সেখানে…

— জোছনার শেষ প্রহর — পাঠপ্রতিক্রিয়ালেখক: আব্দুল্লাহ আশরাফপাঠক: সাদিয়া সানীঅনেকদিন পর একটা ইসলামিক উপন্যাস পড়লাম। রিডিং ব...
02/05/2025

— জোছনার শেষ প্রহর — পাঠপ্রতিক্রিয়া
লেখক: আব্দুল্লাহ আশরাফ
পাঠক: সাদিয়া সানী

অনেকদিন পর একটা ইসলামিক উপন্যাস পড়লাম। রিডিং ব্লকে থাকার পর এটিই প্রথম বই, যেটা ৩ দিনে পড়ে শেষ করলাম।

"জোছনার শেষ প্রহর" বইটা পড়ার সময় প্রথম দিকে কেমন যেন অসম্পূর্ণ লাগছিল। গল্পের মূল ২ চরিত্র ইউসুফ এবং রুশদা—দুজন একে অপরকে না দেখেই শুধুমাত্র পরিবারের পছন্দ হওয়াতে বিয়েতে রাজি হয়ে গেল। বিষয়টা কেমন জানি হজম হচ্ছিল না। না দেখে কীভাবে বিয়ে করে নিল! অদ্ভুত তো! এরপর পড়তে থাকলাম—দেখা যাক সামনে কী হয়। পড়তে পড়তে তারপর ওদের দুজনের ভালোবাসা দেখে আর অদ্ভুত লাগছিল না। কিন্তু লেখক শেষটা করল ট্র্যাজেডি দিয়ে। ভালোই তো চলছিল—এরমধ্যে একজনকে মেরে ফেলার কোনো প্রয়োজন ছিল?

সবশেষে বলব, উপন্যাসটা হয়তো আরেকটু ভালো হতে পারত। মাঝে কিছু কিছু জায়গায় খেই হারিয়ে ফেলার মতো লেগেছে। আরও সুন্দর হতে পারত। এক ঘটনা থেকে আরেক ঘটনা সুন্দর একটা ফ্লোতে গেলে ভালো লাগত পড়তে। জায়গার বর্ণনার পাশাপাশি ওগুলোর নাম দেওয়া থাকলে মনোস্পটে দারুণ চিত্র আঁকা যেত। এছাড়া সবদিক মোটামুটি ভালোই।

বইটা পড়ে থাকলে জানাবেন কেমন লেগেছে। আমার পাঠপ্রতিক্রিয়ায় কোনো ত্রুটি আছে কিনা সেটাও জানাতে পারেন।

জোছনার শেষ প্রহর
আব্দুল্লাহ আশরাফ

আমাদের প্রথম বই — পাপ পূণ্য।জীবন থেকে নেওয়া সব গল্প কী নিপুণভাবে তুলে ধরেছেন মনজুর সা’দ।আকর্ষণীয় ভঙ্গি আর অপূর্ব শৈলীত...
21/04/2025

আমাদের প্রথম বই — পাপ পূণ্য।
জীবন থেকে নেওয়া সব গল্প কী নিপুণভাবে তুলে ধরেছেন মনজুর সা’দ।
আকর্ষণীয় ভঙ্গি আর অপূর্ব শৈলীতে গল্পগুলো কী সুখাদ্য হয়ে উঠেছে!
তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আপনি হারিয়ে যাবেন পাপ পূণ্য-এর গভীরে।

আলহামদুলিল্লাহ!
15/04/2025

আলহামদুলিল্লাহ!

15/4/2025 তারিখে রিলিজ হবে ইন শা আল্লাহ
10/04/2025

15/4/2025 তারিখে রিলিজ হবে ইন শা আল্লাহ

শুরু হলো সেই প্রতীক্ষিত বইটির প্রি-অর্ডার•প্রতিটি মানুষই চায় একজন পূণ্যবতী নারী—স্ত্রী, জীবনসঙ্গিনী। যার ভাগ্যে এমন সঙ্গ...
19/02/2025

শুরু হলো সেই প্রতীক্ষিত বইটির প্রি-অর্ডার

প্রতিটি মানুষই চায় একজন পূণ্যবতী নারী—স্ত্রী, জীবনসঙ্গিনী। যার ভাগ্যে এমন সঙ্গিনী জোটে, সে পেয়ে যায় স্বর্গসুখ, পৃথিবীর সকল আনন্দ। কিন্তু সবার ভাগ্যে কি তা জোটে? জুটলে জীবন কেমন হয়? আর না জুটলে তা কতটা দুর্বিষহ হয়ে ওঠে?
তাহলে, মুমিন কেন নিজের জান, মাল ও পূণ্যবতী সঙ্গিনীকে এড়িয়ে চলে? কেনই বা সে অবহেলা করে মুঠো মুঠো স্বপ্ন, রাশি রাশি প্রেম, ভালোবাসা ও অনুরাগ? কেন উৎসর্গ করে জীবন, যৌবন, এমনকি প্রাণটাও?
মুমিনের হৃদয়ে কার প্রেম ও ভালোবাসা জাগরূক? তার ওষ্ঠ সিক্ত হয় কার প্রশংসা ও দরূদে? চলুন, জোছনার শেষ প্রহরে বসে সেই প্রেমময় উপাখ্যানের সকল প্রশ্নের উত্তর খুঁজি।

বই : জোছনার শেষ প্রহর
লেখক : আবদুল্লাহ আশরাফ
জনরা : উপন্যাস
প্রকাশন : নোঙর প্রকাশন
পৃষ্ঠা : ১১২
কাভার : হার্ডকাভার
মৃদ্রিত মূল্য : ২২০ টাকা
প্রি-অর্ডার মূল্য : ১১০ টাকা

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিতব্য 'জোছনার শেষ প্রহর'লেখক : আবদুল্লাহ আশরাফ জনরা : উপন্যাস পৃষ্ঠা : ১১২কাভার : হার্ডকা...
10/02/2025

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিতব্য
'জোছনার শেষ প্রহর'
লেখক : আবদুল্লাহ আশরাফ
জনরা : উপন্যাস
পৃষ্ঠা : ১১২
কাভার : হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২২০ টাকা

বিস্তারিত আসছে…

পাপ পুণ্য—নামটা পড়েই প্রথমে ভাবলাম, উপন্যাস। ইদানীং উপন্যাস-টুপন্যাস তেমন টানে না। "টানে না" বলা ভুল, আসলে একটা কাহিনির...
04/02/2025

পাপ পুণ্য—নামটা পড়েই প্রথমে ভাবলাম, উপন্যাস। ইদানীং উপন্যাস-টুপন্যাস তেমন টানে না। "টানে না" বলা ভুল, আসলে একটা কাহিনির আগাগোড়া জানতে এতগুলো পৃষ্ঠা পড়ার সময়টুকু আপাতত আমার হাতে থাকে না। আবার কিছুটা পড়েও রেখে দিতে পারি না—ভালো হোক বা খারাপ, সামনের কাহিনি আমাকে আকর্ষণ করে। তাই উপন্যাস থেকে পারতপক্ষে গা বাঁচিয়ে রাখার চেষ্টা করি।

তারপরও পাপ পুণ্য খুললাম। শুরুতেই সূচিপত্র আছে। তাতে চোখ বুলিয়ে বুঝলাম, আমি ভুল। পাপ পুণ্য কোনো উপন্যাস নয়, ছোটগল্পের বই। শিরোনামগুলো গুনে দেখলাম, ভেতরে তেরোটি গল্প আছে। সর্বশেষ গল্পের নাম পাপ পুণ্য। যেহেতু একটা গল্পের নামে বইয়ের নাম, তাহলে নিশ্চিত গল্পটা স্পেশাল হবে।

আমি ৬০ নম্বর পৃষ্ঠা উল্টিয়ে পাপ পুণ্য গল্পটি পড়া শুরু করলাম। যখনই গল্পটা শেষ হতে যাবে, আমি চমকে উঠে দেখলাম—একপর্যায়ে গল্পের নায়কের নাম আহমাদ ফাইয়্যায! আরে! আমার ছেলের নামও তো আহমাদুল্লাহ ফাইয়্যায! আমি যখন সারপ্রাইজড, ঠিক তখনই আমার শিশু ছেলেটি ভাঙা স্বরে আমাকে ডেকে উঠল!

03/02/2025

এবারের বইমেলায় আমাদের প্রথম উপন্যাস হলো…

—কি? guess করুন তো প্রিয় পাঠক বইটির নাম বা লেখকের নাম?

02/02/2025

অমর একুশে বইমেলা উপলক্ষে নোঙর প্রকাশন থেকে আসবে…

দাঁড়ান একটু পরে দিচ্ছি ঘোষণা 🙂

দিলাম পোস্ট🫣
02/02/2025

দিলাম পোস্ট🫣

02/02/2025

কতকাল পর…

Address

কওমি মার্কেট দ্বিতীয় তালা, প্যারিদাস রোড, বাংলাবাজার
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোঙর প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category