22/06/2025
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তাদের ১৩ হাজার ৬০০ কেজি ওজনের বোমা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে ফেলেছে।
আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে ইরান কোন পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না বরং বিদ্যুৎ প্রকল্পে তারা পারমাণবিক শক্তি ব্যবহার করার চেষ্টা করছিল, ঠিক যেমনটি আমরা এই সময় করছি।
আর যদি তারা পারো মানবিক অস্ত্র তৈরি করেও থাকতো, তাহলেও সমস্যা কি ছিল? ইজরায়েলের মত গণহত্যকারী পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, কিন্তু ইরান পারবে না সেটা কেন?
কে নির্ধারণ করে কোন দেশ কি করতে পারবে এবং কোন দেশ কি করতে পারবে না? মার্কিন যুক্তরাষ্ট্র? ইউরোপ?
কালকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে চায়নার ক্ষমতা বৃদ্ধি ঠেকানোর জন্য সেন্ট মার্টিনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌবাহিনীর ঘাঁটি প্রয়োজন আর যদি না দেই তাহলে তারা বলবে আমরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছি বিদ্যুৎকেন্দ্র না তাহলে আমরা কি করব? সেন্টমার্টিন দিয়ে দিব?
আমি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতাম, তবে শেষমেষ বোঝা গেল যে সেও আসলে ইসরাইলের নিয়ন্ত্রণের বাইরে না।
হাম'লার পরে ট্রা'ম্প স্ট্যাটাস দিয়েছে,"এখন শান্তি প্রতিষ্ঠা করার সময়।"
পুরো ব্যপারটাকে মনে হচ্ছে কুরআনের সুরা বাকারার এগারো নাম্বার আয়াতটির সাথে মিলে যায় যেখানে আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন:
واذا قِیۡلَ لَهُمۡ لَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ ۙ قَالُوۡۤا اِنَّمَا نَحۡنُ مُصۡلِحُوۡنَ
"যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি কইরোনা তখন তারা বলে আরে আমরাই তো বরং শান্তি স্থাপনকারী।"
আমাদের বাংলাদেশকে কূটনৈতিক, অর্থনৈতিক, এবং সামরিকভাবে ইজরাইলের মত শক্তিশালী হতে হবে, না হলে এ দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবেনা। যেকোনো সময় যেকোনো শক্তিশালী রাষ্ট্র এসে বলবে যে আমরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছি তাই আমাদের দেশকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধুলিস্বাত বানিয়ে দেওয়া জায়েজ।