Muslim Ummah

Muslim Ummah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muslim Ummah, Dhaka.
(2)

ওই ব্যক্তির চেয়ে আর বড় জালিম আর কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহ দিয়ে উপদেশ দেওয়া হয় অথচ সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? অবশ্যই আমি (আল্লাহ) অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী।’ (সুরা আস-সাজদাহ: ২২)

আমাদের টেলিগ্রাম: https://t.me/muslimsummah24

27/06/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো। তারপর আগমনকারী একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন।’ (বুখারি, হাদিস, ৮৮২)

23/06/2025

কুয়েত, কাতার এবং ইরাক; এই তিন দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ইরান।

23/06/2025

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের মিসাইল হামলার দৃশ্য।

🔥(কিছু দিন আগের টুইট...)
22/06/2025

🔥

(কিছু দিন আগের টুইট...)

22/06/2025

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তাদের ১৩ হাজার ৬০০ কেজি ওজনের বোমা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে ফেলেছে।

আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে ইরান কোন পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না বরং বিদ্যুৎ প্রকল্পে তারা পারমাণবিক শক্তি ব্যবহার করার চেষ্টা করছিল, ঠিক যেমনটি আমরা এই সময় করছি।

আর যদি তারা পারো মানবিক অস্ত্র তৈরি করেও থাকতো, তাহলেও সমস্যা কি ছিল? ইজরায়েলের মত গণহত্যকারী পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, কিন্তু ইরান পারবে না সেটা কেন?

কে নির্ধারণ করে কোন দেশ কি করতে পারবে এবং কোন দেশ কি করতে পারবে না? মার্কিন যুক্তরাষ্ট্র? ইউরোপ?

কালকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে চায়নার ক্ষমতা বৃদ্ধি ঠেকানোর জন্য সেন্ট মার্টিনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌবাহিনীর ঘাঁটি প্রয়োজন আর যদি না দেই তাহলে তারা বলবে আমরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছি বিদ্যুৎকেন্দ্র না তাহলে আমরা কি করব? সেন্টমার্টিন দিয়ে দিব?

আমি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতাম, তবে শেষমেষ বোঝা গেল যে সেও আসলে ইসরাইলের নিয়ন্ত্রণের বাইরে না।

হাম'লার পরে ট্রা'ম্প স্ট্যাটাস দিয়েছে,"এখন শান্তি প্রতিষ্ঠা করার সময়।"

পুরো ব্যপারটাকে মনে হচ্ছে কুরআনের সুরা বাকারার এগারো নাম্বার আয়াতটির সাথে মিলে যায় যেখানে আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন:

واذا قِیۡلَ لَهُمۡ لَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ ۙ قَالُوۡۤا اِنَّمَا نَحۡنُ مُصۡلِحُوۡنَ

"যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি কইরোনা তখন তারা বলে আরে আমরাই তো বরং শান্তি স্থাপনকারী।"

আমাদের বাংলাদেশকে কূটনৈতিক, অর্থনৈতিক, এবং সামরিকভাবে ইজরাইলের মত শক্তিশালী হতে হবে, না হলে এ দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবেনা। যেকোনো সময় যেকোনো শক্তিশালী রাষ্ট্র এসে বলবে যে আমরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছি তাই আমাদের দেশকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধুলিস্বাত বানিয়ে দেওয়া জায়েজ।

22/06/2025

অফিসিয়ালি যুক্ত হলো আমেরিকা!! সম্ভাব্য ৩য় বিশ্বযুদ্ধ থেকে মহান রব বিশ্ববাসীকে হেফাজত করুন। আমীন । আল্লাহ ইজ দি গ্রেটেস্ট.. আল্লাহ ভরসা। 🙏

21/06/2025

“প্রতিযোগিতা করো পরস্পরের মধ্যে কল্যাণের পথে।”
– (সূরা আল-মুতাফ্‌ফিফীন, আয়াত ২৬)

👉 আমরা প্রতিযোগিতা করবো—
❌ গসিপে নয়
❌ দুনিয়াবি গর্বে নয়
✅ বরং সালাত পড়ায়
✅ কোরআন পড়ায়
✅ দ্বীন প্রচারে
✅ ভালো চরিত্র গঠনে
✅ মানুষকে হেল্প করার কাজে

🎯 আল্লাহর সন্তুষ্টিই হবে আমাদের টার্গেট।
জীবনের শেষ স্টপেজ হচ্ছে কবরে, তাই আগে থেকেই যেন রেডি থাকি।

🌙 আসুন, আমরা একে অন্যকে দীনের পথে এগিয়ে দিই।
সেই প্রতিযোগিতা সবচেয়ে বরকতময়—যার বিচারক স্বয়ং আল্লাহ।

ো #পরকালের_জন্য_প্রস্তুত

আরে আহাম্মকের দল এটা সেই ক্ষমতা হস্তান্তর না। এটার মাজেজা বোঝার ক্ষমতা তোমাদের নাই।  এর মাধ্যমে ইরানী রাহবার যুদ্ধের প্র...
20/06/2025

আরে আহাম্মকের দল এটা সেই ক্ষমতা হস্তান্তর না। এটার মাজেজা বোঝার ক্ষমতা তোমাদের নাই। এর মাধ্যমে ইরানী রাহবার যুদ্ধের প্রয়োজনে পারমানবিক শক্তি ব্যবহারের ধর্মীয় সিদ্ধান্তের মুখাপেক্ষি থাকা থেকে সামরিক কর্তৃপক্ষকে অব্যাহতি দিলো। এখন যুদ্ধের প্রয়োজনে যে কোন ওয়ারহেড ব্যবহারের স্বাধীনতা পেলো সামরিক কর্তৃপক্ষ, নিজস্ব সিদ্ধান্তে, ধর্মীয় কর্তৃত্বের উপর কোন দায় নাই অর্থাৎ ফতোয়ার প্রয়োজন নাই। বার্তা পরিষ্কার। পারমানবিক ওয়ারহেডও প্রয়োজন হলে সমর কর্তৃত্ব ব্যবহার করতে পারবে। শিগরিই মিউজিক শোনা যাবে।

এর আগে আরেকটি ইঙ্গিতবহবার্তা দিয়েছিলেন ইমাম। বলেছিলেন, এস্রাইলের বিরুদ্ধে এটা আমাদের শেষ যুদ্ধ। এরপর আর কোন যুদ্ধ আমরা এস্রাইলের বিরুদ্ধে করবো না।

তোমরা বাল সাংবাদিকতা (juvenile journalism) করো

আপডেট: ইরানে কিছু সময় আগে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ইঙ্গিতবহ।

20/06/2025

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমল :

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া

اللهم صل وسلم على نبينا محمد (ﷺ)

‘আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ’ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়াসাল্লাম)

● বেশি বেশি ইস্তিগফার পড়া

استغفر الله — আস্তাগফিরুল্ল-হ

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু‘আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম|জলুম, মুজ|হিদ, ক|র|বন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু‘আ করবেন। আল্লাহ তা‘আলা সকল জ|লিম, মুন|ফিক, ত|গুত ও কু-ফফ|রদের মধ্যে কারোর হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

20/06/2025

দিল ঠান্ডা হয়ে গেল 🤍

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! 🤍
20/06/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! 🤍

20/06/2025

আল্লাহ্ যদি কেয়ামতের ময়দানে হিসাবের জন্য ধরেন, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই!
-মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদী (রঃ)

Address

Dhaka
23739

Telephone

+60143333625

Website

https://youtube.com/@zakirnaikbd2

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Ummah:

Share