এই ছোট্ট জীবন , ধরা বাধা কয়েকটা দিন , এটাকে এত জটিল করার কিছু নেই। সহজ ভাবে দেখলে , আসলেই জীবন অনেক সহজ। আমরা তাই যা আমরা চিন্তা করি , যা দেখি , তাই করি , এবং চরিত্রটা এইভাবেই গঠিত হয়। প্রকৃতিকে বিশ্বাস করি। অনেক বেশি ইতিবাচক। নেতিবাচক মানুষ কে এড়িয়ে চলি। আমি আত্মবিশ্বাসী। ভালো লাগে রান্না করতে , ভালো লাগে কাউকে খুশি করতে। চেষ্টা করি সহজ ভাবে ভাবতে। সচেতন স্বাস্থ্যের , কেয়ার করি সৌন্দর্যের। প্রতি
দিন নতুন কিছু শিখি। সংসারকে ভালোবাসি। আমার এখানে কোনো বিজনেস উদ্দেশ্য নেই। ভালো কিছু শিকলে ভালোলাগার মানুষ গুলোর সাথে শেয়ার করতে ভালো লাগে। আমি ফেসবুকে সময় দেই কিন্তু এখান থেকেও শিখি। লাইফসার্কেল পেজ @ লেখাও একটা শখেরি কাজ। আমি কোনো প্রফেশানাল নোই তাই হতে পারে কোনো লেখা সৌন্দর্য বর্ধন হবে প্লিজ যারা পড়বেন দয়া করে ইতিবাচক ভাবে নিবেন। আমি চার্ লাইন লিখতে ১৪টা আর্টিকেল পড়ি , সব ক্লান্তি দূর হয়ে যায় যখন ওখান থেকে ডিজাইরেবল কিছু জানতে পারি। আমার মনের মঞ্চ . N.B:
এই পেজে প্রকাশিত সমস্ত কন্টেন্ট আমাদের নিজস্ব সৃজনশীল কাজ। যে কথা না বললেই নয় আমি ডাক্তার বা স্পেশালিস্ট কেউ নই , এইগুলি আমার নিজস্ব অভিজ্ঞতা , বিশ্বাস @ ভালোলাগা এবং আমি চেষ্টা করি সঠিক তথ্য দিতে। আপনি প্রয়জনে একজন পেশাদারির সাথে পরামর্শ করে নিতে পারেন। আমার জন্য যা ইতিবাচক হয়েছে তা যে আপনারও হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই পড়ুন এবং নিজের জন্য প্রয়োগ করুন নিজ দায়িত্বে।
Disclaimer: I am not specialist, dermatologist, and beautician. When I fall any problem try to learn about this and apply myself and its amazing result fascinated me really. My homemade skincare has helped me with my own skin. You can blindly believe that it is a trusted platform. You can read it, watch then apply if you think that it is useful, it is depended only on your own justification power. Do not use any ingredients I speak about, if you think you may be allergic or have a negative reaction including to any of my DIY products. Please do not use as I cannot take any responsibilities to you.