জীবনবৃত্ত

জীবনবৃত্ত Believe in Nature @ Be Positive @ Be well I am just self-learner. Here I just share my real experiences that was truly fruitful process @ helpful for human body.
(1)

এই ছোট্ট জীবন , ধরা বাধা কয়েকটা দিন , এটাকে এত জটিল করার কিছু নেই। সহজ ভাবে দেখলে , আসলেই জীবন অনেক সহজ। আমরা তাই যা আমরা চিন্তা করি , যা দেখি , তাই করি , এবং চরিত্রটা এইভাবেই গঠিত হয়। প্রকৃতিকে বিশ্বাস করি। অনেক বেশি ইতিবাচক। নেতিবাচক মানুষ কে এড়িয়ে চলি। আমি আত্মবিশ্বাসী। ভালো লাগে রান্না করতে , ভালো লাগে কাউকে খুশি করতে। চেষ্টা করি সহজ ভাবে ভাবতে। সচেতন স্বাস্থ্যের , কেয়ার করি সৌন্দর্যের। প্রতি

দিন নতুন কিছু শিখি। সংসারকে ভালোবাসি। আমার এখানে কোনো বিজনেস উদ্দেশ্য নেই। ভালো কিছু শিকলে ভালোলাগার মানুষ গুলোর সাথে শেয়ার করতে ভালো লাগে। আমি ফেসবুকে সময় দেই কিন্তু এখান থেকেও শিখি। লাইফসার্কেল পেজ @ লেখাও একটা শখেরি কাজ। আমি কোনো প্রফেশানাল নোই তাই হতে পারে কোনো লেখা সৌন্দর্য বর্ধন হবে প্লিজ যারা পড়বেন দয়া করে ইতিবাচক ভাবে নিবেন। আমি চার্ লাইন লিখতে ১৪টা আর্টিকেল পড়ি , সব ক্লান্তি দূর হয়ে যায় যখন ওখান থেকে ডিজাইরেবল কিছু জানতে পারি। আমার মনের মঞ্চ . N.B:

এই পেজে প্রকাশিত সমস্ত কন্টেন্ট আমাদের নিজস্ব সৃজনশীল কাজ। যে কথা না বললেই নয় আমি ডাক্তার বা স্পেশালিস্ট কেউ নই , এইগুলি আমার নিজস্ব অভিজ্ঞতা , বিশ্বাস @ ভালোলাগা এবং আমি চেষ্টা করি সঠিক তথ্য দিতে। আপনি প্রয়জনে একজন পেশাদারির সাথে পরামর্শ করে নিতে পারেন। আমার জন্য যা ইতিবাচক হয়েছে তা যে আপনারও হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই পড়ুন এবং নিজের জন্য প্রয়োগ করুন নিজ দায়িত্বে।

Disclaimer: I am not specialist, dermatologist, and beautician. When I fall any problem try to learn about this and apply myself and its amazing result fascinated me really. My homemade skincare has helped me with my own skin. You can blindly believe that it is a trusted platform. You can read it, watch then apply if you think that it is useful, it is depended only on your own justification power. Do not use any ingredients I speak about, if you think you may be allergic or have a negative reaction including to any of my DIY products. Please do not use as I cannot take any responsibilities to you.

14/10/2025

♥♥

হাতে মাখা মাছের তরকারি। ঢাকায় এসে শিখেছি এর নাম নাকি ব্যাচেলর রান্না। কিন্তু ছোট মাছ সারাজীবন আমাদের বাড়িতে এইভাবেই রান্...
14/10/2025

হাতে মাখা মাছের তরকারি। ঢাকায় এসে শিখেছি এর নাম নাকি ব্যাচেলর রান্না। কিন্তু ছোট মাছ সারাজীবন আমাদের বাড়িতে এইভাবেই রান্না করত।

ইউটিউবে দেখে শিখেছি আদা রসুন বাটা দিয়ে ভুনা করতে। আমিও করি মাজেসাজে কিন্তু আসল কাহিনী পরে বুজেছি।

কাহিনী কি জানেন? আমরা যে মাছ খেতাম তা ছিল টাটকা নদীর মাছ। ফ্রিজ ছিল না তখন সেদিন আনা হত সেইদিন রান্না হত এই কারনেই এত টেস্ট হত।

আর এখানে যে মাছ রান্না হয়, এইগুলা ঠিক চাষের হয়তো বেশী তারপর অনেকদিন ফ্রিজ করে রাখলে টেস্টের হেরফের হয়। এই কারনে অনেক মসলাপাতি দিয়ে রান্না করতে হয়।

অনেকদিন পর গ্রাম থেকে মাছ আসছে আলহামদুলিল্লহ। আমিও রান্না করেছি গ্রামের মত করেই
জীবনবৃত্ত

২ পাউন্ড ওজনের অরেঞ্জ কেক বেইস  ডিম্ ৪ টা চিনি হাফ কাপ ময়দা ৮০ গ্রাম /এক কাপ (  একদম উঁচু করে নয় )কর্ণফ্লাওয়ার ১ টি স্পু...
14/10/2025

২ পাউন্ড ওজনের অরেঞ্জ কেক বেইস
ডিম্ ৪ টা
চিনি হাফ কাপ
ময়দা ৮০ গ্রাম /এক কাপ ( একদম উঁচু করে নয় )
কর্ণফ্লাওয়ার ১ টি স্পুন
বেকিং পাউডার হাফ টিস্পুন
বেকিং ট্রে স্কোয়ার ৮ ইঞ্চি মোল্ড
সময় ওভেনে ৪০ মিনিট

13/10/2025

একেই রান্না ভিন্নতা আনলে টেস্টও ভিন্ন আসে। একেই রেসিপি মসলা কিঞ্চিৎ এদিক সেইদিক করলেই খেয়াল করবেন রং এবং টেস্ট দুইটাই বদলে যায়

#চিকেনরোস্ট

12/10/2025

কিছু ধংসেও সুখ লাগে

যত দায়িত্ব নিবেন আরও চাপিয়ে দেওয়া হবে।ভাবছেন এইটুকু করে কাউকে খুশি করবেন? এই জীবনে সম্ভব নয়।তারা আরও চাপিয়ে দেবে
12/10/2025

যত দায়িত্ব নিবেন আরও চাপিয়ে দেওয়া হবে।
ভাবছেন এইটুকু করে কাউকে খুশি করবেন?
এই জীবনে সম্ভব নয়।
তারা আরও চাপিয়ে দেবে

12/10/2025

আমার বারান্দা প্রেম ♥

11/10/2025

আরাম আরাম বেডশিট ♥মানুষ সব কিছুতেই কেন যে বিদেশী পন্য পছন্দ করে? বুজিনা। আমাদের দেশেই অনেক কিছুই অসম্ভব ভাল কিছুই হচ্ছে, হয়ত আমরা নিজেরাই গুরুত্ত দিচ্ছি না জন্য প্রকাশ পাচ্ছে না। মনিপুরি বেডশিট
আরাম আর কোয়ালিটিতে ১০০/১০০

11/10/2025

আগামিকাল গেস্ট আসবে। চলছে যুদ্ধ। আলহামদুলিল্লহ। রান্নাঘরে প্রেশার বেশী পড়বে তাই তাকেই আগে ফ্রী করছি

10/10/2025

একবার বানিয়ে খাবেন মাস জুড়ে। ♥মরিচের এই ভর্তা

09/10/2025

পাগলের সুখ মনে মনে

09/10/2025

হাতে চুড়ি পড়তে আমার খুব ভাল লাগে। মা হবার আগে নিয়মিত কাচের চুড়ি পড়তাম পরে তাদের সেবায় আর পরা হয় না। বয়স বেড়ে যাচ্ছে ভাবছি আবার পড়ব ♥সময় চলে গেলে যেন আফসোস না থাকে

Address

Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when জীবনবৃত্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবনবৃত্ত:

Share

Category