19/08/2025
জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল -
১/ পাবলিক স্পিকিং - সবার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে।
২/ নেগোশিয়েশন - টাকাপয়সা চাওয়া থেকে শুরু করে নিজের জন্য সঠিক চুক্তি বা শর্ত আদায় করার দক্ষতা।
৩/ নেটওয়ার্কিং - ভালো সম্পর্কই জীবনে অনেক কাজের সুযোগ এনে দেয়। নানা ধরণের মানুষের সাথে পরিচয়ই তাই অনেক বড় শক্তি।
৪/ ইমোশনাল ইন্টেলিজেন্স - নিজের আবেগ কন্ট্রোলে রাখা আর অন্যের আবেগ বোঝার ক্ষমতা।
৫/ অ্যাকটিভ লিসেনিং - শুধু কথা বলতে পারা না, কারো কথা ভালোভাবে শুনতে পারাও ভীষণ জরুরী!
৬/ পার্সুয়েশন - কাউকে প্রভাবিত করে নিজের আইডিয়ার পক্ষে রাজি করানো।
৭/ লিডারশিপ - শুধু বস হওয়া না, বরং মানুষকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা।
৮/ প্রেজেন্টেশন স্কিল - আপনার আইডিয়াকে ভিজ্যুয়ালি ও কথায় আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারা।
৯/ পার্সোনাল ব্র্যান্ডিং - অনলাইনে নিজের পরিচয় ও ভ্যালু তৈরি করা।
১০/ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট - আয়ের চেয়ে কম খরচ করার দক্ষতা।
১১/ কম্পিউটার লিটারেসি - বর্তমান সময়ে Word, Excel, PowerPoint এগুলার বেসিক জানা আবশ্যক।
১২/ ভিডিও এডিটিং - ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করার অপরিহার্য এক স্কিল।
১৩/ এআই টুলস ব্যবহার - ChatGPT, Midjourney, এর মতো টুলসগুলোকে কাজে লাগানো।
১৪/ ইন্টারভিউ স্কিল - নিজের প্রতিভাকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে জীবনে অনেক সুযোগ মিস হয়ে যাবে।
১৫/ ইন্টারনেট রিসার্চ - গুগল করে সঠিক তথ্য বের করার দক্ষতা।
১৬/ ডিসিশন মেকিং - দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
১৭/ ইমেইল এটিকেট - প্রফেশনালভাবে মেইল লেখার স্কিল।
১৮/ বাজেট তৈরি -মাসিক আয়-ব্যয়ের হিসাবও পরিকল্পনা করা।
১৯/ সেভিং হ্যাবিট - সামান্য হলেও নিয়মিত টাকা জমানোর অভ্যাস।
২০/ সেলস স্কিল - নিজের চিন্তাভাবনা বা প্রোডাক্ট বিক্রি করার ক্ষমতা।
এই ২০ টার মধ্যে কয়টা স্কিল আপনার আছে কমেন্টে সেটা জানান।