Savage Bohemian

Savage Bohemian Stay connected & keep supporting us ❤️❤️ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। সাপোর্ট পাওয়ার পরও সাপোর্ট না পাইলে সরাসরি আনফলো 🖐️
(20)

19/08/2025

জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল -

১/ পাবলিক স্পিকিং - সবার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে।

২/ নেগোশিয়েশন - টাকাপয়সা চাওয়া থেকে শুরু করে নিজের জন্য সঠিক চুক্তি বা শর্ত আদায় করার দক্ষতা।

৩/ নেটওয়ার্কিং - ভালো সম্পর্কই জীবনে অনেক কাজের সুযোগ এনে দেয়। নানা ধরণের মানুষের সাথে পরিচয়ই তাই অনেক বড় শক্তি।

৪/ ইমোশনাল ইন্টেলিজেন্স - নিজের আবেগ কন্ট্রোলে রাখা আর অন্যের আবেগ বোঝার ক্ষমতা।

৫/ অ্যাকটিভ লিসেনিং - শুধু কথা বলতে পারা না, কারো কথা ভালোভাবে শুনতে পারাও ভীষণ জরুরী!

৬/ পার্সুয়েশন - কাউকে প্রভাবিত করে নিজের আইডিয়ার পক্ষে রাজি করানো।

৭/ লিডারশিপ - শুধু বস হওয়া না, বরং মানুষকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা।

৮/ প্রেজেন্টেশন স্কিল - আপনার আইডিয়াকে ভিজ্যুয়ালি ও কথায় আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারা।

৯/ পার্সোনাল ব্র্যান্ডিং - অনলাইনে নিজের পরিচয় ও ভ্যালু তৈরি করা।

১০/ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট - আয়ের চেয়ে কম খরচ করার দক্ষতা।

১১/ কম্পিউটার লিটারেসি - বর্তমান সময়ে Word, Excel, PowerPoint এগুলার বেসিক জানা আবশ্যক।

১২/ ভিডিও এডিটিং - ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করার অপরিহার্য এক স্কিল।

১৩/ এআই টুলস ব্যবহার - ChatGPT, Midjourney, এর মতো টুলসগুলোকে কাজে লাগানো।

১৪/ ইন্টারভিউ স্কিল - নিজের প্রতিভাকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে জীবনে অনেক সুযোগ মিস হয়ে যাবে।

১৫/ ইন্টারনেট রিসার্চ - গুগল করে সঠিক তথ্য বের করার দক্ষতা।

১৬/ ডিসিশন মেকিং - দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

১৭/ ইমেইল এটিকেট - প্রফেশনালভাবে মেইল লেখার স্কিল।

১৮/ বাজেট তৈরি -মাসিক আয়-ব্যয়ের হিসাবও পরিকল্পনা করা।

১৯/ সেভিং হ্যাবিট - সামান্য হলেও নিয়মিত টাকা জমানোর অভ্যাস।

২০/ সেলস স্কিল - নিজের চিন্তাভাবনা বা প্রোডাক্ট বিক্রি করার ক্ষমতা।

এই ২০ টার মধ্যে কয়টা স্কিল আপনার আছে কমেন্টে সেটা জানান।

14/08/2025

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যা হওয়ার শঙ্কা।

 #আপেল বনাম  #পেয়ারা
13/08/2025

#আপেল বনাম #পেয়ারা

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
05/08/2025

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

We are grief-stricken.May the Almighty grant the departed souls eternal peace in Jannah and restore health to the injure...
22/07/2025

We are grief-stricken.
May the Almighty grant the departed souls eternal peace in Jannah and restore health to the injured.
May He bestow sabr (patience) upon the mourning families.

এই ছবি পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত জার্মান ম্যাগাজিন "ডের স্পিগেল" এটি তদন্ত করে এবং ছবিতে থাকা তরুণ ভারতীয় ব...
20/07/2025

এই ছবি পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত জার্মান ম্যাগাজিন "ডের স্পিগেল" এটি তদন্ত করে এবং ছবিতে থাকা তরুণ ভারতীয় ব্যক্তির বাসস্থান অনুসন্ধান করে।

দেখা গেল যে তিনি মিউনিখে অবৈধভাবে বসবাস করছেন। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন: "স্যার, আপনি কি জানেন যে আপনার পাশে বসে থাকা স্বর্ণকেশী হলেন মাইসি উইলিয়ামস, বিখ্যাত সিরিজ "গেম অফ থ্রোনস" এর একজন নায়িকা।

যার বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে যারা কেবল তার সাথে সেলফি তোলার স্বপ্ন দেখেন, এবং আপনি তার প্রতি কোনও নড়াচড়া বা আগ্রহ দেখাননি? তিনি উত্তর দিলেন: "ম্যাডাম, আমি কেবল টিকিট ইন্সপেক্টরকে কীভাবে ফাঁকি দেব তা নিয়েই আগ্রহী ছিলাম।

কারণ আমি "অবৈধভাবে" ট্রেনে চড়তে অভ্যস্ত কারণ আমার কোনও বৈধ আবাসিক পারমিট বা পকেটে এক ইউরোও নেই। সাক্ষাৎকারের পরে, ম্যাগাজিন তাকে 800 ইউরো মাসিক বেতনের পোস্টম্যান হিসেবে নিয়োগ করেছিলো।

তাই এখন তার কোনও সমস্যা ছাড়াই একটি কাজের চুক্তি এবং একটি বৈধ আবাসিক পারমিট রয়েছে।

কেউ জানে না কোথায় বা কখন তার জীবিকা আসবে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্দশাকে আপনার উপর আছড়ে পড়তে দেবেন না, আপনার সুযোগ শীঘ্রই বা পরে আসবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন❤️

-কালেক্টেড

20/07/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হিমসাগর(খিরসাপাত) ১১০ টাকা কেজি। ল্যাংড়া ৮০ টাকা কেজি।অর্ডার করুন ✅01626-765234 (What'sapp)
20/06/2025

হিমসাগর(খিরসাপাত) ১১০ টাকা কেজি।
ল্যাংড়া ৮০ টাকা কেজি।

অর্ডার করুন ✅
01626-765234 (What'sapp)

13/06/2025

আলহামদুলিল্লাহ

13/06/2025

আসসালামু আলাইকুম 🇧🇩

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকারসাধুবাদ জানাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান...
15/05/2025

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার

সাধুবাদ জানাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য 👍

ভিত্তিপ্রস্তরে নেই কারো নাম।না কোনো নেতার, না কোনো মন্ত্রীর।শুধু লেখা আছে কাজের কথা—“কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণ।”...
14/05/2025

ভিত্তিপ্রস্তরে নেই কারো নাম।
না কোনো নেতার, না কোনো মন্ত্রীর।
শুধু লেখা আছে কাজের কথা—“কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণ।”

১১ হাজার কোটি টাকার এই প্রকল্প শুরু হলো নিঃশব্দে, বিনা বাহাদুরি, বিনা প্রচারে।
না কোনো ব্যানার, না কোনো ফিতা কাটা উৎসব।
কাজটাই মুখ্য, নাম নয়।

এটাই তো হওয়া উচিত আমাদের “নিউ নর্মাল”।
আমাদের ট্যাক্সের টাকায় করা কাজের কৃতিত্ব কেন থাকবে কোনো ব্যক্তির নামে?
যে টাকায় এই সেতু হবে, সেটা তো কাওরানবাজারের ইলিশ থেকে শুরু করে মধ্যবিত্তের মোবাইল রিচার্জ পর্যন্ত সবখান থেকেই উঠে এসেছে!

ভাবুন, যদি প্রতিটি মেগা প্রকল্প এমনটাই হতো—নামহীন, নির্লিপ্ত, স্বচ্ছ।
ভবিষ্যতে যে সরকারই আসুক, তারা যদি এই প্র্যাকটিস চালু রাখে, তাহলেই তো বদলে যাবে বাংলাদেশ।

নাম নয়, কাজের গুণই হোক ইতিহাসের পাতায় থাকার কারণ।

Savage Bohemian

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Savage Bohemian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category