SorkariChakri.com

SorkariChakri.com সরকারি চাকরির সার্কুলার পেতে আমাদের পেজে লাইক আমাদের পেজে লাইক দিন এবং গ্রুপে জয়েন করুন
facebook.com/groups/SorkariChakriBD

15/06/2025
✅ ৫ বছরের মধ্যে যেসব নতুন চাকরি তৈরি হবে বা চাহিদা বাড়বে:১. AI প্রম্পট ইঞ্জিনিয়ার→ কিভাবে ChatGPT বা AI মডেলকে সঠিকভাবে ...
03/06/2025

✅ ৫ বছরের মধ্যে যেসব নতুন চাকরি তৈরি হবে বা চাহিদা বাড়বে:
১. AI প্রম্পট ইঞ্জিনিয়ার
→ কিভাবে ChatGPT বা AI মডেলকে সঠিকভাবে ইনপুট (prompt) দিয়ে আউটপুট বের করতে হয় — এ কাজের জন্য বিশেষজ্ঞ প্রয়োজন।

২. ডেটা অ্যানালিস্ট / ডেটা সায়েন্টিস্ট
→ ব্যবসা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে ডেটা অ্যানালাইসিস অপরিহার্য হয়ে উঠছে।

ক্লাউড কম্পিউটিং স্পেশালিস্ট (AWS, Azure, Google Cloud)
→ অধিকাংশ কোম্পানি ক্লাউডে চলে যাচ্ছে, ফলে এ স্কিলের বিশাল চাহিদা।

৪. সাইবার সিকিউরিটি এক্সপার্ট
→ যত বেশি ডেটা অনলাইনে যাবে, নিরাপত্তা নিয়েও কাজের প্রয়োজন বাড়বে।

৫. রিমোট প্রজেক্ট ম্যানেজার এবং টিম লিডার
→ অনলাইন ভিত্তিক কাজ পরিচালনার জন্য বিশেষ দক্ষ লোক দরকার।

৬. ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট / কনটেন্ট কিউরেটর
→ অনলাইন ব্যবসা ও ব্র্যান্ডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ।

৭. রোবটিকস/অটোমেশন ইঞ্জিনিয়ার
→ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এসব বিশেষজ্ঞ লাগবে।

৮. জেনারেটিভ AI কনটেন্ট ক্রিয়েটর
→ ভিডিও, আর্ট, কনটেন্ট তৈরিতে AI ব্যবহার করে যারা কাজ করতে পারবে।

৯. XR (AR/VR) ডিজাইনার/ডেভেলপার
→ মেটাভার্স, ভার্চুয়াল রিয়ালিটি-এর প্রসার ঘটবে।

🔄 পরামর্শ:
AI, ডেটা, ক্লাউড, কোডিং, ডিজিটাল মার্কেটিং এই পাঁচটি খাতে দক্ষতা অর্জন করলে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবেন।

নিয়মিত Upskill করুন – যেমন Coursera, Udemy, LinkedIn Learning থেকে কোর্স করে।

❌ ৫ বছরের মধ্যে যেসব চাকরি থাকবে না বা কমে যাবে:১. ডেটা এন্ট্রি অপারেটর→ কারণ: অটোমেশন এবং AI সফটওয়্যার দিয়ে এই কাজগুল...
03/06/2025

❌ ৫ বছরের মধ্যে যেসব চাকরি থাকবে না বা কমে যাবে:
১. ডেটা এন্ট্রি অপারেটর
→ কারণ: অটোমেশন এবং AI সফটওয়্যার দিয়ে এই কাজগুলো খুব দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়।

২. ক্যাশিয়ার (মার্কেট/শপে)
→ কারণ: সেল্ফ-চেকআউট মেশিন ও মোবাইল পেমেন্ট সিস্টেম।

৩. টেলিমার্কেটার
→ কারণ: AI voice bot এবং automated calling system দিয়ে এই কাজ সহজেই করা সম্ভব।

৪. বেসিক গ্রাফিক ডিজাইনার
→ কারণ: Canva, Adobe AI-এর মতো টুল দিয়ে অনেকেই নিজের ডিজাইন নিজেই করতে পারছে।

৫. ম্যানুয়াল অ্যাকাউন্টিং/বুককিপিং জব
→ কারণ: ক্লাউড বেইজড একাউন্টিং সফটওয়্যার (যেমন: QuickBooks, Zoho Books)।

৬. পত্রিকা/প্রিন্ট মিডিয়া রিপোর্টার
→ কারণ: ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বিস্তার।

৭. রিসিপশনিস্ট/ফ্রন্ট ডেস্ক
→ কারণ: চ্যাটবট, কাস্টমার সেলফ-সার্ভিস পোর্টাল।

29/05/2025

ব্রেকিং👎
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ, শূন্য পদ ৩০০০

13/05/2025

২০২৫ সালে নিজেকে গড়ার উপায়---
১. যে আপনাকে খোঁজে না, তার জন্য নিজে থেকে খোঁজ নেওয়া বন্ধ করুন।
২. নিজের উপর বিনিয়োগ করুন। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতিতে মনোযোগ দিন।
৩. অন্যদের সম্পর্কে গসিপ শোনা বা ছড়ানো বন্ধ করুন। গঠনমূলক আলোচনা আপনার চরিত্র গড়ে তুলতে সাহায্য করবে।
৪. কথা বলার আগে ভেবে নিন। মানুষের ৮০% মূল্যায়ন হয় আপনার কথার ওপর। সদাচারণই শ্রেষ্ঠ সম্পদ।
৫. সবসময় নিজেকে সেরা রূপে উপস্থাপন করুন। পোশাকেই ব্যক্তিত্ব প্রকাশ পায়। পরিচ্ছন্ন ও মার্জিত থাকুন।
৬. সফল হোন এবং নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত থাকুন। প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করুন।
৭. এমন কোনো সম্পর্কে জড়াবেন না যেখানে সম্মান ও মূল্যায়ন পান না। নিজের মর্যাদা রক্ষা করুন।
৮. অন্যের জন্য খরচ করতে শিখুন। ত্যাগের মাধ্যমে জীবনের প্রকৃত সুখ অনুভব হয়।
৯. মাঝে মাঝে নিজের অনুপস্থিতি অনুভব করান। নিজের গুরুত্ব বুঝতে দিন।
১০. আত্মমর্যাদার প্রতি আন্তরিক থাকুন। যেখানে সম্মান নেই, সেখানে যাবেন না।
১১. মানুষের সঙ্গে সে রকম আচরণ করুন, যেমনটা আপনি তাদের কাছ থেকে প্রত্যাশা করেন। সদ্ভাব বজায় রাখুন।
১২. যেকোনো কাজে দক্ষতার পরিচয় দিন। দক্ষতা আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
১৩. কঠিন সময়ে নিজেকে শান্ত রাখুন। সংকট মোকাবিলার শক্তি নিজের মধ্যে তৈরি করুন।
১৪. নিজের ভুলগুলো স্বীকার করুন এবং তা থেকে শিখুন। পরিপক্ক মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয়।
১৫. অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে অনুপ্রাণিত হোন। তাদের থেকে শেখার চেষ্টা করুন।
১৬. নিজের চিন্তাগুলোকে ইতিবাচক রাখুন ও ডায়েরিতে লিপিবদ্ধ করুন। ইতিবাচকতা আপনার জীবনের গতি ও মান উন্নত করবে।
১৭. আত্মসম্মান বজায় রেখে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যান। নিজের প্রতি আস্থা রাখুন। কে কী বললো তা উপেক্ষা করে এগিয়ে যান।
১৮. যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন।
১৯. ক্ষমা করতে শিখুন। এটি আপনার মনকে হালকা ও মুক্ত রাখবে।
২০. নিজেকে এমনভাবে প্রস্তুত করুন, যাতে আপনার উপস্থিতিই মানুষের অনুপ্রেরণা ও সাহসের কারণ হয়ে দাঁড়ায়।

30 Tech Skills in Demand You Need to Have in 2025:Want to Stay Relevant in Tech? Learn These 30 Skills in 2025"1. Artifi...
20/04/2025

30 Tech Skills in Demand You Need to Have in 2025:

Want to Stay Relevant in Tech?

Learn These 30 Skills in 2025"

1. Artificial Intelligence (AI) Development

2. Machine Learning (ML)

3. Data Science & Analytics

4. Natural Language Processing (NLP)

5. Computer Vision

6. Full-Stack Development (e.g., MERN, MEAN)

7. Cloud-Native Application Development

8. DevOps Engineering

9. Low-Code/No-Code Development

10. Progressive Web Apps (PWA)

11. Cybersecurity & Ethical Hacking

12. Cloud Security (AWS, Azure, GCP)

13. IT Governance & Compliance (e.g., GDPR, HIPAA)

14. Network Security & Architecture

15. Digital Forensics & Incident Response

16. Cloud Computing (AWS, Azure, Google Cloud)

17. Containerization (Docker & Kubernetes)

18. Infrastructure as Code (e.g., Terraform, Ansible)

19. Edge Computing

20. Site Reliability Engineering (SRE)

21. Product Management (Agile, Scrum)

22. UI/UX Design

23. Design Thinking

24. Technical Project Management (e.g., Jira, Asana)

25. Business Intelligence Tools (Power BI, Tableau)

26. Blockchain Development & Smart Contracts

27. Quantum Computing Fundamentals

28. AR/VR Development (Unity, Unreal Engine)

29. Internet of Things (IoT)

30. Robotic Process Automation (RPA)

31/03/2025

ইদ মোবারক 🎉

ছোটবেলা থেকে বাড়িতে ইদ করতে করতে ধিরে ধিরে ইদের আনন্দ মনে হয় কমে যেতে শুরু করেছিল। এখন দেশ ছাড়ার পর মন টা পড়ে থাকে ইদের জন‍্য, একেবারে ছোটবেলার সেই আনন্দটা আবার ফিল করতে পারছি! সব চেনা মুখগুলো দেখা, চেনা রাস্তায় হাঁটা কি যে আনন্দের! সবার ইদ আনন্দে কাটুক

04/03/2025

অনেকে ভাবেন, ৯-৫ টার চাকরি করলেই স্বপ্ন শেষ! আসলে স্বপ্ন শেষ হয় না, বরং চাকরির পর ৫টা থেকে ৯টা পর্যন্ত আপনি কী করছেন, সেটার ওপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ। যদি এই সময়টা শুধু বিশ্রাম আর বিনোদনে রিলস দেখে কাটান, তাহলে সময়ের সাথে সাথে আপনার স্বপ্নের দেশে যাবার স্বপ্ন মলিন হয়ে যাবে।

আপনার দিনের সবচেয়ে বরকতময় সময় ফজরের পর থেকে সকাল ৯টা পর্যন্ত। শীত-গ্রীষ্ম মিলিয়ে আপনি গড়ে ৩-৪ ঘণ্টা সময় পেতে পারেন। এই সময়টা কাজে লাগিয়ে আপনি স্বপ্নের দেশে যাবার জন্য প্রস্তুতি নিতে পারেন—বিশেষ করে যারা IELTS, GMAT, GRE বা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

কীভাবে এই সময়টা কাজে লাগাবেন?

১/ ফজরের পর ঘুমাবেন না: রাত ১০-১১টার মধ্যে ঘুমালে ফজরের পর বেশ কিছুক্ষণ একটানা পড়াশোনা বা গবেষণা করা সম্ভব।

২/ উচ্চশিক্ষার পরিকল্পনা করুন: প্রতিদিন ২-৩ ঘণ্টা পড়াশোনা করুন, রিসার্চ করুন এবং স্কলারশিপ বা আবেদন সংক্রান্ত কাজ এগিয়ে নিন।

৩/ সপ্তাহে ১-২ দিন ছুটির দিনটাও কাজে লাগান: ছুটির দিনে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান।

৪/ সময়কে মূল্যায়ন করুন: ২-৩ বছর এই কৌশলে সময় বিনিয়োগ করলে, আপনি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারবেন যেখানে অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ পাবেন।

অনেকেই বলেন, সময় নেই! কিন্তু আসল কথা হলো—সঠিকভাবে সময় ব্যবস্থাপনা না করাই সবচেয়ে বড় বাধা। চাকরির পরের সময়টা যদি সঠিকভাবে কাজে লাগান, তাহলে উচ্চশিক্ষার স্বপ্ন শুধু স্বপ্ন থাকবে না, বাস্তবায়িত হবে!

আপনি কি এখনো সময় নষ্ট করছেন, নাকি স্বপ্ন পূরণের পথে হাঁটছেন? সিদ্ধান্ত আপনার!

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when SorkariChakri.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SorkariChakri.com:

Share