রান্নাবান্না

রান্নাবান্না আসসালামু আলাইকুম

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলেও বকা দিয়েন না ।আদর করবেন শু...
17/07/2025

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলেও বকা দিয়েন না ।আদর করবেন শুধু।গায়ে হাত তুলবেন না কখনো। এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা , একটা দিন আসবে, এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে।সন্তান চিরোকাল মায়ের কাছে থাকে না। ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে। ক্যারিয়ার গড়বে।কেউ চলে যাবে অন্য দেশে, কেউ উড়ে যাবে দূরের শহরে।তখন আপনি পড়েই থাকবেন এই বাড়িতে। এক কোণে।কখনো কখনো ফোন আসবে।কথা হবে, ‘মা ভালো আছো?’ আপনি বলবেন, ‘ভালো আছি বাবা।’মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে, বলতে পারবেন না। কারণ ওদের যে ব্যস্ত জীবন।তখন মনে পড়বে, যখন ও ছিল আপনার কোলে,তখন কেনো যে একটু বেশী আদর করেন নাই! কেনো যে বকা দিয়েছিলেন! তখন যে মেরেছিলেন,বকা দিয়েছিলেন, তার জন্য আপনাকে কাঁদতে হবে।

কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে। তবুও সন্তানকে আদর করতে পারবেননা,কারণ সে তো থাকে আপনার থেকে কোটি কোটি মাইল দূরে।সন্তানকে কখনো মারবেন না। কখনো রাগের মাথায় কটু কথা বলবেন না।শুধু দোয়া করবেন।কারণ, ৫০ বছর আগেই তো লেখা হয়ে গেছে কে কি হবে। কার জীবনে কী আছে, ভাগ্য কোথায় নিয়ে যাবে।আপনি শুধু আল্লাহর কাছে বলো —
‘হে আল্লাহ, আমার সন্তান যেন ভালো মানুষ হয়।
সুন্দর জীবন পায়। ঈমানের সাথে জীবন কাটায়।

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

12/05/2025

বলেন তো কি বানাচ্ছে???

আমার বাবা যে বাড়িটা করেছেন, সেটা তিনতলা। সেখানে আমার পছন্দে করা একটা রুমও নেই। তাকে যখনি বলতাম, এটা এমন না, অন্যরকম করো,...
04/05/2025

আমার বাবা যে বাড়িটা করেছেন, সেটা তিনতলা। সেখানে আমার পছন্দে করা একটা রুমও নেই। তাকে যখনি বলতাম, এটা এমন না, অন্যরকম করো, তিনি একদিন বলেই ফেললেন, এটা তো তোমার বাড়ি না। তোমার বাড়ি তোমার পছন্দে করে নিও। এখানে মাঝে মাঝে বেড়াতে আসবে, সেটুক সময়ের জন্য অমন না হলেও চলবে।

আমি চুপ করে গিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতেও একটা বাড়ি করা হয়েছে, সেটাও চারতলা। কিন্তু বিয়ের পর থেকে স্বামীর চাকরির জন্য ঢাকাবাসী হওয়ায় ওই বাড়িতে অতিথি হিসেবেই যাওয়া হয়। ওখানে আসলে আমার বলে কিছু নেই। এরপরের বিষয়টা আরো মারাত্মক। যেখানে আমি থাকি, সেই বাসাটাও পুরোপুরি আমার হয়ে ওঠেনি। দুয়েকটা মতের অমিল হয়ে গেলে দুয়েকবার বাসা থেকে বের করে দেবো অথবা যেখান থেকে এসেছ, সেখানে চলে যাও, কোনো সমস্যা নাই, এইরকম কথা শুনে ফেলেছি! ভালোবাসার গল্পের আড়ালে এসব হুট করে বলা কথাটাও কানে ঝুলে থাকে, সরে যায় না। বিষয়টা আসলে কী দাঁড়াচ্ছে তাহলে, এতবড় পৃথিবীতে আমি বা আমার মত অনেক মেয়েই আশ্রিত। নিজের বলে কিচ্ছু নেই।

আমার আজীবন স্বপ্ন, আমার একটা বাড়ি হবে। সেই বাড়িটা আমার মনের মতো করে সাজানো হবে। বাড়ির সামনে বাগানবিলাসের ঝোপ হবে। ড্রয়িংরুমের এক কোণে পা ছড়িয়ে বই পড়ার মতো একটা ডিভান থাকবে৷
একটা মস্ত আকাশ থাকবে ছোট্ট ছাদের ছাউনি হিসেবে, জোছনা রাতে সেখানে ঝুলবে তারাদের শামিয়ানা।

আমার পরে সেই বাড়ি উত্তরাধিকার সূত্রে আমার মেয়ে পাবে। ওর হাত দিয়ে ওর মেয়ে! যেন ওদের কেউ বলতে না পারে যে, বের করে দিবো! অথবা পায়ের নিচের মাটিটা কখনো হালকা না লাগে।

সাড়ে তিন হাতের স্থায়ী বাড়ির আগে এই মর্ত্যলোকের সেই বাড়িটা কি আদৌ করে উঠতে পারব কখনো!
" বাড়ি "
লেখা:শানজানা আলম

13/04/2025
॥ সফ্ট রিমাইন্ডার ॥শাওয়াল মাসের ছয়টি নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ।বছর ঘুরে শুধু একবার শাওয়ালের এই নফল রোজার সুযোগ পাওয়া য...
02/04/2025

॥ সফ্ট রিমাইন্ডার ॥
শাওয়াল মাসের ছয়টি নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ।
বছর ঘুরে শুধু একবার শাওয়ালের এই নফল রোজার সুযোগ পাওয়া যায়।

29/03/2025

হে আল্লাহ! আমাদের আমল বড়ই দূর্বল! আপনি নিজ দয়ায়, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন।

25/03/2025

যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল।

অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-

‘ডাক্তার, আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিবো, তুমি শুধু আমার নিঃশ্বাসটা ঠিক করে দাও।’

হাজার কোটি সম্পত্তির বিনিময়েও ডাক্তার তার নিঃশ্বাস ঠিক করতে পারে নাই। ভদ্রলোক ঐদিনই মারা গিয়েছিলেন।

তামিম ইকবালের যে পরিমাণ টাকা পয়সা আছে লন্ডনের সবচেয়ে ব্যায়বহুল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো তার কাছে দুধভাত!

তবুও গতকালকে যখন অসুস্থ হয়ে পড়লেন, সামান্য ২০ কিলোমিটার দূরের হাসপাতালে যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না।

কতটা দূর্বল এই মানবজীবন, বিশ টাকার বেলুনের চেয়েও হালকা, শিমুলের তুলোর চেয়েও নরম, দম ফুরোলেই ঠুস!

অথচ জীবনের মিথ্যে ম্যারাথন রেসে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই, একদিন সবাইকে মরতে হবে। কোনো আগাম বার্তা নেই, আনুষ্ঠানিকতা নেই, হুট করে আজরাইল এসে বলবে, ‘চল এবার যাওয়া যাক!?

জীবন কি?
25/03/2025

জীবন কি?

বেশি একটা খাইনাই 🙂
16/03/2025

বেশি একটা খাইনাই 🙂

বাচ্চা নিয়ে ১ দিনের জন্য কোথাও গেলে এত্ত জিনিষ নিয়ে যাই। পারলে পুরা বাসা মাথায় কইরা নিয়ে যাওয়া লাগে!!!
15/03/2025

বাচ্চা নিয়ে ১ দিনের জন্য কোথাও গেলে এত্ত জিনিষ নিয়ে যাই। পারলে পুরা বাসা মাথায় কইরা নিয়ে যাওয়া লাগে!!!

13/03/2025

জান্নাতীদের পাসওয়ার্ড
(2,4,4,3,4) এটা বোঝার ক্ষমতা শুধু মাত্র তাদেরই আছে, যারা মুমিন ব্যক্তি। আলহামদুলিল্লাহ🧡

Address

Dhaka
12345

Website

Alerts

Be the first to know and let us send you an email when রান্নাবান্না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রান্নাবান্না:

Share