Rubayet's Teaching Corner

Rubayet's Teaching Corner > Rubaiyat Dimensions — “Exploring Stories, Knowledge & Life”

 #যারা মনে করেন প্রাইমারি স্কুলে পড়াশুনা হয়না তারা একটু সময় নিয়ে পড়বেন আশা করি বুঝতে পারবেন। #সরকারি স্কুল মানেই পিছিয়ে—...
27/07/2025

#যারা মনে করেন প্রাইমারি স্কুলে পড়াশুনা হয়না তারা একটু সময় নিয়ে পড়বেন আশা করি বুঝতে পারবেন।

#সরকারি স্কুল মানেই পিছিয়ে—এই মিথ ভাঙতে আসুন আমরা একসাথে এগিয়ে আসি!

#আজকাল অনেকেই সন্তানকে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করান।
ভর্তি ফি, মাসিক বেতন, প্রাইভেট টিউশন, ইউনিফর্ম, বই-খাতা—সব মিলিয়ে খরচ হয়ে যায় হাজার হাজার টাকা।
কিন্তু এত কিছু করেও সন্তানের নৈতিকতা, শৃঙ্খলা, কিংবা মানসিক বিকাশের নিশ্চয়তা কোথায়?

#অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয় মানেই এখন আর সেই পুরনো ধ্যান-ধারণা নয়।
আজকের সরকারি স্কুল মানেই—মানসম্মত, দায়িত্বশীল ও আদর্শ শিক্ষার কেন্দ্র।

✅ কেন ভর্তি করবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে?

🔹 বেশিরভাগ শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক
🔹 বিনামূল্যে পাঠ্যবই, খাতা, মিড-ডে মিল ও শিক্ষা উপকরণ
🔹 ক্লাসে নিয়মিত উপস্থিতি ও শিশুবান্ধব পরিবেশ
🔹 সহশিক্ষা কার্যক্রম—আবৃত্তি, চিত্রাঙ্কন, খেলাধুলা ও নৈতিক শিক্ষা
🔹 বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা, যা কিন্ডারগার্টেনে ব্যয়ের সিকিভাগেও হয় না

#তবুও অনেকে বলেন—সরকারি স্কুলে কি আদৌ পড়ানো হয়?❞

#আমরা শিক্ষক হিসেবে জানি—এটি একটি ভ্রান্ত ধারণা।
আসলে সমস্যা শিক্ষা ব্যবস্থায় নয়, সমস্যা নজরদারির অভাবে।

#আপনি যদি সচেতন অভিভাবক হন—
যেভাবে কিন্ডারগার্টেনে গিয়ে সন্তানকে খেয়াল করেন,
সেভাবে প্রতিদিন যদি ১০ মিনিট করে পার্শ্ববর্তী সরকারি স্কুলে যান—
দেখবেন, ক্লাস হচ্ছে, পড়ানো হচ্ছে, সন্তান শিখছে, গড়ছে।

আপনার অংশগ্রহণেই আপনার স্কুল জেগে উঠবে।
আপনার উপস্থিতিতেই আপনার সন্তান সাহস পাবে।

✨ সরকারি স্কুলে যা আছে—

✔ অভিজ্ঞ শিক্ষক
✔ ভালো ফলাফলের ইতিহাস
✔ জাতীয় দিবস পালন ও দেশপ্রেম শেখানো
✔ কোনো গোপন খরচ নেই
✔ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ভালোবাসা

🌟 এখন সিদ্ধান্ত আপনার—

#অতিরিক্ত খরচে কিন্ডারগার্টেন? নাকি
সচেতন অভিভাবক হয়ে নিজ সন্তানের ভবিষ্যৎ নিজ হাতে গড়ার সুযোগ?

👩‍🏫আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি তার নাম
–২৬ নং তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নলছিটি, ঝালকাঠি।

#আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে উচ্চশিক্ষিত বলা চলে তারা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ, প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ। তারা শিশুদের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছেন।

👨‍🏫 মোঃ আবুল কালাম আজাদ
প্রধান শিক্ষক
🎓 বি.এ, বি.এড

👩‍🏫 রুমানা আক্তার
সহকারী শিক্ষক
🎓 বি.এস.সি (অনার্স), এম.এস.সি (গণিত)
🎓 সরকারি বিএম কলেজ, বরিশাল
📘 ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (DPEd)

👨‍🏫 মোঃ রুবাইয়াত ফেরদৌস
সহকারী শিক্ষক
🎓 বি.এ (অনার্স), এম.এ (বাংলা)
🎓 ঢাকা কলেজ
📘 ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (DPEd)

👨‍🏫 মোহাম্মদ নাঈম খান
সহকারী শিক্ষক
🎓 বি.এস.এস, এম.এস.এস (লোকপ্রশাসন)
🎓 বরিশাল বিশ্ববিদ্যালয়
📘 বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচারস (BTPT)

#আসুন, আমাদের সন্তানদের জন্য সরকারি বিদ্যালয়কে আস্থা ও গর্বের স্থানে রূপান্তর করি।
আমরাই পারি সমাজের শিক্ষা বিপ্লব গড়তে — নিজেরাই শুরু করি।

মো: রুবাইয়াত ফেরদাউস
শিক্ষক
২৬ নং তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
নলছিটি, ঝালকাঠি।

22/07/2025

বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ

আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, এমন একটি পরিবারে জন্মগ্রহণ করার জন্য।আমার বাবা বর্তম...
20/07/2025

আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, এমন একটি পরিবারে জন্মগ্রহণ করার জন্য।

আমার বাবা বর্তমানে একজন সম্মানিত শিক্ষক। মা-ও প্রথম জীবনে শিক্ষকতা করেছেন, পরে স্বাস্থ্য সহকারী হিসেবে যোগদান করেন। আমিও পেশায় একজন শিক্ষক। আমার স্ত্রী দুই মাস আগে মাস্টার্স সম্পন্ন করেছেন। আর আজ আমার একমাত্র ছোট ভাই Md Nayemur Rahman Munna এম.এ পাস করলো। আল্লাহ যেন তোর চাওয়া গুলো পাওয়া করে দেয় আমিন। আজ থেকে পরিবারের সবাই গ্রাজুয়েট আলহামদুলিল্লাহ।

পরিবারের এই ধারাবাহিক সাফল্যে সত্যিই নিজেকে ধন্য মনে করি। সবকিছুই আল্লাহর অশেষ কৃপা ও রহমত।

17/07/2025

খোঁজ নিলে হয়তো দেখবেন আপনি কারো কাছেই 'অতো স্পেশাল' না!

17/07/2025

✍️ রাজনীতি হোক দেশ গড়ার হাতিয়ার, ধ্বংসের নয়।

১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তাঁদের কোনো ছেলেমেয়ে রাজপথে নিহত হয়নি, রাজনৈতিক সহিংসতার শিকার হয়নি। তাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়েছে, ক্যারিয়ার গড়েছে, আরাম-আয়েশে জীবন কাটায়। কিন্তু রাজপথের বলি কেবল সাধারণ, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। কেন?

প্রতিটা আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছে, কেউ হাত-পা হারিয়েছে, কেউ চোখের দৃষ্টি হারিয়েছে, কেউ হয়েছে স্বামীহারা, ভাইহারা—কারও বাবা-মা চিরতরে চলে গেছে। এই ক্ষত, এই কান্না, এই শূন্যতা ওই পরিবার ছাড়া আর কেউ উপলব্ধি করে না।

তোমার মা-বাবা চাই তোমার একটা সুন্দর ভবিষ্যৎ। রাজনীতির নামে নিজের জীবন, স্বপ্ন আর পরিবার ধ্বংস করে কী লাভ? ক্ষমতার আসরে আমাদের কেবলই বলি হতে হয়, আর ভোগ করে রাজনীতির বড় বড় খেলোয়াড়েরা।

তাই আসুন, সুস্থ ধ্যান-ধারণার রাজনীতিতে অংশ নেই। সহিংসতা নয়, যুক্তি আর আদর্শকে হাতিয়ার করি। বাঁচতে হবে, গড়তে হবে। কারণ, হারানোর কষ্ট একমাত্র তোমার পরিবারই বোঝে।

✍️মো: রুবাইয়াত ফেরদাউস
শিক্ষক
২৬ নং তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিশ্বাস একবার ভেঙে গেলে আর তা..........
06/07/2025

বিশ্বাস একবার ভেঙে গেলে আর তা..........

02/07/2025
22/06/2025

প্রতিটি ক্লাশ রুমে সাজানো হচ্ছে #ছাত্রজীবন #বিদ্যালয় #কালারফুল

ফেসবুকের প্রতিটা বন্ধুর জন্য ভালোবাসা অবিরাম সবসময় থাকবে ইনশাআল্লাহ।🌺🌺🌺
17/06/2025

ফেসবুকের প্রতিটা বন্ধুর জন্য ভালোবাসা অবিরাম সবসময় থাকবে ইনশাআল্লাহ।🌺🌺🌺

17/06/2025

💸 স্টুডেন্ট লাইফ × মাস শেষে:
মাস শেষ হলে শুধু ফিজিক্স না, ফিন্যান্সও মাথা ঘুরায়!
"টিউশন ফি" আর "মেসের বিল" একসাথে দেখলে—দুনিয়া কাহারো ভালো লাগেনা! 😩
#ছাত্রজীবন #টাকার_টানাটানি

16/06/2025

আজকের প্রশ্ন০১:
চামচার ইংরেজি কি??

Address

Dhaka College Dhaka
Dhaka

Telephone

+8801735017421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubayet's Teaching Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share