সুবোধ

সুবোধ অসাম্যের বিরুদ্ধে,অমানবিকতার বিরুদ্ধে চাই গণপ্রতিরোধ। মজলুমের আর্তচিৎকার হোক আমাদের নিরন্তর প্রেরণা। I am independent since childhood
Just a masked man.

I belong to any political party, any tribe
Or I did not come to worship any particular person-
I want to speak for the sake of the people of Bangladesh. I am not blind, my eyes are not blindfolded with black cloth.. My hands are not bound by the iron chains of death-fear or
Curse of black money!! One last thing for everyone:
I want “change”. not the color of the flag,
Not in the form of a mask,
No

t a political party marker. i want-Total change for society for the benefit of
hardworking people. "I want a Bangladesh like mother's lap...
Not with the tears of depressed fathers, mothers,
Chest full of grains of endless love”. Let's rise above partisan narrow politics
we think with an open mind. In layman's terms,
Let's talk about people's politics. protest
Against injustice and injustice. Hate, burn with anger. thank you

14/12/2025

মগা বসু, আগামীতে হবু টিস্যু 🤣

14/12/2025

এ"গুলি করলে, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।" মনে রাখিস,
বাকিডি যায় না.... বাকিডি যায় না.. বাকিডি যায় না...

দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি...
13/12/2025

দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি। হামলার পদ্ধতির কারণে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এটিকে ভারত ও তাদের মদতপুষ্ট চক্রের সুদূরপ্রসারী হুমকির বাস্তবায়ন হিসেবে দেখছে। এই পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সরাসরি সংশ্লিষ্টতা
থাকতে পারে।

তদন্তসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী, হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা এবং বিদেশি চক্রান্তের অংশ। পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো পুনর্বিবেচনা এবং ভারতের ‘দাদাগিরি’ বন্ধে যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে দিল্লি ক্ষুব্ধ। হাদি ভারতীয় আগ্রাসন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সব দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অন্যতম ‘আইকন’। ফ্যাসিবাদের আঁতুড়ঘর আখ্যা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ফাঁসির রায়ের মতো সংবেদনশীল ইস্যুতে তিনি ছিলেন সরব। এ কারণে তিনি ভারত ও তাদের দেশীয় মদতদাতা চক্রের প্রধান টার্গেটে পরিণত হন।

ঘটনাস্থল থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ ও গুলির শেল বিশ্লেষণ করে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, হামলাটি কোনো সাধারণ গুণ্ডা বাহিনীর কাজ নয়। এটি অত্যন্ত প্রশিক্ষিত ও পেশাদার একটি কিলার টিমের কাজ, যারা টার্গেট সিলেকশন থেকে শুরু করে হামলা চালানো এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হওয়ার প্রক্রিয়ায় দক্ষ। তদন্তকারীদের প্রাথমিক ভাষ্য, এই পেশাদার হিটম্যানদের প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও নির্দেশনা দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)। বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে অস্থিতিশীল করে তোলা এবং সরকারকে চরম বেকায়দায় ফেলা তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। যার অংশ হিসেবে হাদির মতো প্রতিবাদী কণ্ঠস্বরকে সরিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে এ বিষয়ে কিছু সংশ্লিষ্ট তথ্যও পাচ্ছেন তারা।

|| অনুপ্রবেশ, আন্ডারওয়ার্ল্ড ও অস্থিতিশীলতার ব্লুপ্রিন্ট ||

গোয়েন্দা তথ্যে আরো জানা গেছে, দেশের স্থিতিশীলতা নষ্ট করে নির্বাচনকে বানচালের জন্য বৃহত্তর ষড়যন্ত্র চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক মাসে ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় ৮০ জনের মতো প্রশিক্ষিত আততায়ী দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে বলে কয়েকদিন ধরে বেশ জোরেশোরে আলোচনা চলছিল। যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মতো ব্যক্তিরা রয়েছে।

এই অনুপ্রবেশকারীরা দেশের আন্ডারওয়ার্ল্ড ও চরমপন্থি গ্রুপগুলোর সঙ্গে হাত মিলিয়েছে। নিরাপত্তা ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো মিলিয়ে দেখছে, পশ্চিমবঙ্গের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কারাবন্দি সুব্রত বাইন, জামিনে থাকা পিচ্চি হেলাল এবং চরমপন্থি গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুলের মধ্যে টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেন। সুব্রত বাইন কারাগার থেকে নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটনসহ অন্যান্য শীর্ষ অপরাধীর সঙ্গে যোগাযোগ করেছেন। এই চক্রের মূল লক্ষ্য হলো নির্বাচনকে ব্যাহত করে দেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। হাদির ওপর হামলা এই বৃহত্তর ষড়যন্ত্রের কৌশলগত প্রথম ধাপ বলে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে।

|| সংশয়জনক গতিবিধি ||

হামলার ঘটনার সঙ্গে জড়িত কিছু রহস্যময় গতিবিধি তদন্তকারীদের সন্দেহের জন্ম দিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, হামলার আগে দুই তরুণ রহস্যজনকভাবে হাদির আশপাশে ঘোরাফেরা করছিল। তদন্তকারীরা ধারণা করছেন, এই দুই যুবক কিলার গ্রুপের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও কনভার্সেশন তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। মাত্র দুদিন আগে শেখ হাসিনার সঙ্গে লীগের এক সন্ত্রাসীর কথোপকথন ভাইরাল হয়েছিল। যেখানে ওই সন্ত্রাসী ‘জুলাই বীরদের খুন’ করার কথা বললে শেখ হাসিনা তাকে ‘পারলে করে দেখাও’ বলে উসকে দেন। হাদির সমর্থক ও বিশ্লেষকরা মনে করছেন, তার ওপর এই হামলা শেখ হাসিনার সেই উসকানিমূলক কথারই বাস্তবায়ন। হামলার পেছনে শেখ হাসিনাই হুকুমের আসামি হতে পারেন। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় দ্রুত চিহ্নিত করার দাবি উঠেছে বেশ জোরেশোরেই।

এছাড়াও, হামলার আগে হাদির নিরাপত্তার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ব্যক্তি দাবি করেছিলেন, তিনি র‌্যাবের সাবেক সদস্য এবং হাদির নিরাপত্তার দায়িত্ব নেবেন। কিন্তু হামলার দিন সেই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তী সময়ে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার সময়ও এই একই ব্যক্তিকে সক্রিয় দেখা গিয়েছিল। তদন্তের স্বার্থে এই রহস্যময় ব্যক্তির গতিবিধি এখন নিবিড় নজরদারির মধ্যে রাখা হয়েছে।

|| হত্যার হুমকি ||

গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে, গত ১৪ নভেম্বর, শরীফ ওসমান হাদি তার ফেসবুক পোস্টে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে পরিবারসহ তাকে হত্যা, তার স্ত্রীকে ধর্ষণ ও বাড়ি-ঘরে আগুন দেওয়ার হুমকির কথা জানিয়েছিলেন। তিনি স্পষ্ট লিখেছিলেন, ‘এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না।’

বলা হচ্ছে, আগামী নির্বাচনকে সম্পূর্ণ রূপে অকার্যকর ও দেশকে চরম অস্থিতিশীল করার লক্ষ্যে একটি শক্তিশালী ও সুসংগঠিত গোষ্ঠী সক্রিয় রয়েছে। হাদি হত্যাচেষ্টা এই বৃহত্তর পরিকল্পনারই প্রথম ধাপ মাত্র। এই গোষ্ঠী আন্ডারওয়ার্ল্ড, চরমপন্থি সংগঠন এবং বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থ ও সমর্থনে শক্তি সঞ্চয় করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন জনপ্রিয় প্রার্থী, কেন্দ্রীয় নেতা ও বুদ্ধিজীবীদের টার্গেট করে একের পর এক হামলা চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। তবে গোয়েন্দা তথ্য আগাম জানিয়ে দেওয়ায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে এবং এই নেটওয়ার্কের মূল হোতাদের চিহ্নিত করতে কঠোর অপারেশন শুরু করেছে।

হাদীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সালকে জামিন করিয়ে দিয়েছেলো কিছুদিন আগে ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জাতীয়তাবাদী আইনজ...
13/12/2025

হাদীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সালকে জামিন করিয়ে দিয়েছেলো কিছুদিন আগে ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি এবং কেন্দ্রীয় বিএনপির লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি।

এই ঘটনার পর ফয়সালের পাসপোর্টের ছবি, ব্যবহৃত ফোন নম্বর এবং সে কোন বাইক ব্যবহার করত—সব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এরপরও যদি তাকে গ্রেপ্তার করা না যায়, তবে এর চেয়ে নিকৃষ্ট ও লজ্জাজনক বিষয় আর কী হতে পারে?

ফয়সাল যে বাইকটি ব্যবহার করত, তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে—
Honda CB Hornet 160R (Mars Orange Colour Edition)।
এই বাইকের নম্বর ট্রেস করা যেতে পারে।

এছাড়াও প্রশ্ন থেকে যায়—
এক মাস আগে অস্ত্রসহ র‍্যাব কর্তৃক আটক হওয়ার পরেও, কাদের ইশারায় তাকে ছেড়ে দেওয়া হলো?
এই বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীর ভূমিকা তদন্তের আওতায় আনা জরুরি।

ফয়সালের ব্যবহৃত ফোন নম্বর ট্রেস করা হোক (প্রদত্ত নম্বরসমূহ):
01795075226
01684480803

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। তারা কি শুধু ডালের লবণের মান যাচাই আর পেঁয়াজের দাম এক দিনে কত বাড়লো—সেই হিসাবেই ব্যস্ত আছে এখনো!?

আমরা প্রায়ই কোনো হত্যাকাণ্ড ঘটলে শুধু হত্যাকারীকেই খুঁজি। মনে করি, তাকে ধরতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা খুব কমই সেই হত্যাকাণ্ডের পেছনের কাহিনি, কারণ ও প্রেক্ষাপট অনুসন্ধান করি। এর ফলেই প্রকৃত সমাধান আসে না এবং একই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হয়।

বাস্তবতা হলো—গত ৫০ বছরে পশ্চিমা-নিয়ন্ত্রিত আধিপত্য বিস্তার ও রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবে এই সেকুলার প্রতিহিংসার রাজনীতির কারণে বহু রাজনীতিবিদ ও সাধারণ মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন।

আমরা যদি এই প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে না পারি, তবে ভবিষ্যতেও এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি হওয়াটা স্বাভাবিক। এখনই আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

13/12/2025

এই ব-দ্বীপের সার্বভৌমত্বের লড়াইয়ে হাদিরা পথ দেখিয়ে যায় অনাগত ভবিষ্যতের জন্য।

ওসমান হাদীর সাথে কে এই ব্যক্তি!ইনকিলাব মঞ্চের ওসমান হাদী সাথে আজকেও লাল বৃত্তের এই ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় দেখা গে...
12/12/2025

ওসমান হাদীর সাথে কে এই ব্যক্তি!

ইনকিলাব মঞ্চের ওসমান হাদী সাথে আজকেও লাল বৃত্তের এই ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে! আমাদের সমর্থিত সূত্রের দাবি, ছবির এই ব্যক্তি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল। মাস্ক পরে তিনি হাদীর প্রচারণায় অংশ নিচ্ছিলেন।

দুই সপ্তাহ আগে ফয়সাল সহ আরো ২ জন হাদীর সাথে পরিচিত হয় এবং তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। গতকাল রাতেও এই ফয়সালের ফেসবুক আইডিটি সক্রিয় ছিল। তবে ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর ফয়সালের ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আদাবর এলাকার একাধিক ব্যক্তিকে এই ছবি দেখিয়ে জেনেছি,ওসমান হাদীর সাথে মাস্ক পরিহিতি এই ব্যক্তিটি ফয়সাল।

এই ফয়সালকেও সন্দেহভাজন হিসেবে রাখা হোক। কারণ জাহাঙ্গীর কবির নানকের রাজনীতি করা ফয়সাল মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছিল বলে সূত্রের দাবি। হঠাত সপ্তাহ দুয়েক আগে থেকে ফয়সাল সহ আরো দুই যুবক কেনো ওসমান হাদীর নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিচ্ছিলেন,সে প্রশ্নের উত্তরও জানা দরকার।

Mohd Najmul

Social Justice and Human Rights & Political Activist ✊
Lawyer | United Kingdom ⚖️

📢 Advocating for justice, equality, and a corruption-free society.
🔍 Committed to upholding human rights and legal integrity.
🌍 Working towards social reforms and systemic change.



© 2025 Mohammed Najmul. All rights reserved.

Truth. Grit. No filters Najmul https://www.facebook.com/JusticeWithNajmul — for investigative insights and untold stories that challenge the headlines.

সত্য। সাহস। নিখুঁত নির্ভীকতা। অনুসন্ধানী প্রতিবেদন ও অজানা সত্য জানার জন্য, যা প্রচলিত শিরোনামকে চ্যালেঞ্জ করে।

𝘋𝘪𝘴𝘤𝘭𝘢𝘪𝘮𝘦𝘳: 𝘛𝘩𝘪𝘴 𝘤𝘰𝘯𝘵𝘦𝘯𝘵 𝘪𝘴 𝘴𝘩𝘢𝘳𝘦𝘥 𝘪𝘯 𝘢𝘤𝘤𝘰𝘳𝘥𝘢𝘯𝘤𝘦 𝘸𝘪𝘵𝘩 𝘔𝘦𝘵𝘢 𝘊𝘰𝘮𝘮𝘶𝘯𝘪𝘵𝘺 𝘚𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥𝘴. 𝘐𝘵 𝘪𝘴 𝘪𝘯𝘵𝘦𝘯𝘥𝘦𝘥 𝘴𝘰𝘭𝘦𝘭𝘺 𝘧𝘰𝘳 𝘫𝘰𝘶𝘳𝘯𝘢𝘭𝘪𝘴𝘵𝘪𝘤 𝘱𝘶𝘳𝘱𝘰𝘴𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘪𝘴 𝘣𝘢𝘴𝘦𝘥 𝘰𝘯 𝘷𝘦𝘳𝘪𝘧𝘪𝘦𝘥 𝘪𝘯𝘧𝘰𝘳𝘮𝘢𝘵𝘪𝘰𝘯. 𝘞𝘦 𝘥𝘰 𝘯𝘰𝘵 𝘦𝘯𝘥𝘰𝘳𝘴𝘦 𝘰𝘳 𝘱𝘳𝘰𝘮𝘰𝘵𝘦 𝘷𝘪𝘰𝘭𝘦𝘯𝘤𝘦, 𝘱𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘢𝘭 𝘣𝘪𝘢𝘴, 𝘰𝘳 𝘩𝘢𝘳𝘮𝘧𝘶𝘭 𝘣𝘦𝘩𝘢𝘷𝘪𝘰𝘳.

রুটির অপর সাইডে এলইডি লাইট লাগিয়ে সিলিং এ সেট করে দেন। রাতের অন্ধকারে মনে হবে পূর্ণিমা'র চাঁদ।🌕🌝রাগ করবেন না। এম্নেই ফাজ...
10/12/2025

রুটির অপর সাইডে এলইডি লাইট লাগিয়ে সিলিং এ সেট করে দেন। রাতের অন্ধকারে মনে হবে পূর্ণিমা'র চাঁদ।🌕🌝

রাগ করবেন না। এম্নেই ফাজলামি কমেন্ট করলাম। কারণ অলরেডি অনেকেই সুন্দর সুন্দর সমাধান দিয়েছেন। ভালোবাসা নিবেন। 🥂

10/12/2025

প্রায় সময় নাকি এমন ঘটনা ঘটছে ইদানীং -
ভারতের সিমান্ত এলাকা। একজায়গায় টহল দিচ্ছে ভারতের কয়েকজন সিমান্ত রক্ষী। পাশে বালুভর্তি কিছু বস্তা দিয়ে আড়াল দেওয়া। বালির বস্তার কাছে একটা পুরাতন কাঠের চেয়ারে বসে ঝিমাচ্ছে একজন মাঝবয়েসী ভারতীয় সিমান্ত রক্ষী। আশে পাশে কিছু দুষ্ট বাদর বাঁদরামি করছে। আর চেয়ারে বসে ঝিমাচ্ছে যে সীমান্ত রক্ষা তার চেয়ারের পাশে রাইফেল কাত হয়ে ছিলো একটা রাইফেল। সেখানে একজন বাঁদর বাঁদরামি করতে গিয়ে রাইফেলের ট্রিগারে চাপ লেগে একটা গুলি ফায়ার হলো বিকট শব্দ। আর সেই শব্দ শুনে ঝিমানো সীমন্ত রক্ষী চেয়ার থেকে চিৎপটাং হয়ে পড়ে গেলো। এদিকে দুষ্ট বাদরও ভোঁ দৌড় দিলো।

Address

Dhaka Cantonment
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুবোধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

আমি তোমাদের "সুবোধ"

আমি তোমাদের সেই সুবোধ, বাংলার সুবোধ।

আমি হেঁটে যাই রোজ নিখোঁজ স্বাধীন সূর্য্য সন্ধানে,

আততায়ী সে প্রান সিঁদ কাটে,হানা দেয় নষ্টের বন্ধনে।