সুবোধ

  • Home
  • সুবোধ

সুবোধ অসাম্যের বিরুদ্ধে,অমানবিকতার বিরুদ্ধে চাই গণপ্রতিরোধ। মজলুমের আর্তচিৎকার হোক আমাদের নিরন্তর প্রেরণা। I am independent since childhood
Just a masked man.

I belong to any political party, any tribe
Or I did not come to worship any particular person-
I want to speak for the sake of the people of Bangladesh. I am not blind, my eyes are not blindfolded with black cloth.. My hands are not bound by the iron chains of death-fear or
Curse of black money!! One last thing for everyone:
I want “change”. not the color of the flag,
Not in the form of a mask,
No

t a political party marker. i want-Total change for society for the benefit of
hardworking people. "I want a Bangladesh like mother's lap...
Not with the tears of depressed fathers, mothers,
Chest full of grains of endless love”. Let's rise above partisan narrow politics
we think with an open mind. In layman's terms,
Let's talk about people's politics. protest
Against injustice and injustice. Hate, burn with anger. thank you

27/07/2025

৭১ থেকে শুরু করে ২৫ পর্যন্ত
কোনো আন্দোলনে কোন রাজনৈতিক নেতার ছেলে নিহত হয় নাই.. নিহত হয়েছে আমজনতা। হিঁসা মা*র রাজনীতি 😠

বেশির ভাগ রাজনৈতিক নেতা কর্মীরা মনে করে তারা মহাপন্ডিত আর আমরা আমজনতা মুর্খ, অশিক্ষিত আ*বাল 🤣বাংলাদেশে ইলন মাস্ক এসেও ১ ...
24/07/2025

বেশির ভাগ রাজনৈতিক নেতা কর্মীরা
মনে করে তারা মহাপন্ডিত আর আমরা
আমজনতা মুর্খ, অশিক্ষিত আ*বাল 🤣
বাংলাদেশে ইলন মাস্ক এসেও ১ বছরে
১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে না।
এসব নেতা কর্মীদের সবিনয়ে বলি-
আপনারা আবার পাঠশালায় ভর্তি হোন
এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করুন ;
তারপর রাজনীতি করতে আসুন।

24/07/2025

এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা!
اللَّهُ

24/07/2025

তাহলে আমরা ভুলেই গেলাম..পা-থ-র নিক্ষেপ করে মা-রা মানুষটির কথা🙂

24/07/2025

যাঁরা বলতেছে বিমান দূর্ঘটনায় ১০০-২০০ শিশু মা'রা গেছে তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন,পারলে উত্তর দিয়েন।

ধরে নিলাম-১০০ জন মা'রা গেছে,সেখান থেকে ৩২ টি পরিবার তাদের সন্তানের লা'শ নিয়ে দাফন সম্পন্ন করে ফেললো তাহলে বাকি ৬৮ টি লা'শের জন্য ৬৮ টি পরিবার কোথায়??

এই ৬৮ টি পরিবার কি তাদের সন্তানের লা'শ চান না???

চাইলে মাইলস্টোনের সামনে সন্তান নিখোঁজ জন্য সংবাদ সম্মেলন করতেছেন না কেনো??

আপনাদের কাছে আছে এই উত্তর??🙄

[যাঁরা মা'রা গেছে তাদের সবার দাফন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তবে ৪-৫ টি লা'শ সনাক্ত করা যায় নি জন্য পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয় নি।DNA টেস্ট করে সেগুলোও হস্তান্তর করা হবে হয়তো।

এছাড়া অনেক শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে যেটি পরিবার অবগত আছে।]

সন্তানের লা'শ নাই,,বেঁচে আছে নাকি ম'রে গেছে সেটাও জানে না।এসবের পরেও পরিবার খোঁজ নিচ্ছে না আপনাদের এটা মনে হয়??🙄

যদি এখনও সন্তানের খোঁজে ৫০-৬০ টি পরিবার দেখা যেতো তাহলে আমিও বিশ্বাস করতাম লা'শ গোপন করছে।।কিন্ত যেখানে পরিবার ই নাই সেখানে কি করে লা'শ গোপন হলো ভাই??🙄

যতসব হুজুগে তাল মেলানো বাঙ্গালী😏😏😏

23/07/2025

বুঝলাম লাশ গুম করেছে, সাথে সাথে কি ওদের মা বাবারাও কি গুম হয়ে গেছে????
তারা তো কিছু বলছে না! 😏

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মাইলস্টোন স্কুলে বিমানটি ঢুকিয়ে দেবার সময়ে নিজে ইজেক্ট করে ককপিট থেকে বেরিয়ে যায়। তার প‍্যারাস...
23/07/2025

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মাইলস্টোন স্কুলে বিমানটি ঢুকিয়ে দেবার সময়ে নিজে ইজেক্ট করে ককপিট থেকে বেরিয়ে যায়।

তার প‍্যারাসুট আটকে ছিল স্কুলের পাশেরই একটি গাছে এবং তৌকির স্কুলের পাশের একটি ভবনের ছাদে অবতরন করে।

কোনরকম আগুনে সে দগ্ধ হয়নি শুধু পায়ে ব‍্যাথা পেয়েছিল। এরকম সামান‍্য আহত ফ্লাইট লেফটেনেন্ট তৌকিরকে উদ্ধারের পর সিএমএইচে নেবার পর সে কেমন করে মারা গেল ?

নাকি সাক্ষী প্রমান মেটাতে তাকে হত‍্যা করা হয়েছে ?

গত দুইদিন থেকে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি পাইলট প্যারাসুট দিয়ে নামার ব্যবস্থা থাকলেও উনি তা করেননি। (তারমানে উনি প্লেনের ভিতরেই ছিলেন) আর প্রত্যক্ষদর্শীরা বলতেছেন পাইলট প্যারাসুট দিয়ে অন্য একটি ভবনে পড়েছেন। এখন আপনারা বলেনতো পাইলট যদি বিমানের ভিতরে থাকেন তাহলে তার বডিটা এরকম হওয়ার কথা??ধরলাম আল্লাহ তাকে হেফাজত করছেন এজন্য তার বডিটা ভালো আছে। কিন্তু তার শরীরের কোন অংশে আগুনের ছোয়াও কি লাগলো না? প্রশ্ন থেকে গেল??

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার  একমাএ  পুএ  মোঃ মাহতাব ভূইয়া  মাইলস্টোন ...
23/07/2025

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার একমাএ পুএ মোঃ মাহতাব ভূইয়া মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেনির ছাএ বিমান দূর্ঘটনায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল বুধবার আমাদের মাহতাব আমাদেরকে ছেড়ে চলে গেছে।
(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজিউন)।
মহান আল্লাহ পাক যেন মাহতাবকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধারন করার তৌফিক দান করেন আমিন!

23/07/2025

মেহেরীন ম্যাম শিক্ষকতার পেশাকে সমুন্নত করে গেলেন।
তিনি বুঝিয়ে দিয়ে গেলেন
একজন শিক্ষকের উচিৎ ছাত্রদেরকে নিজের সন্তান মনে করা..

23/07/2025

মেয়েকে ক*বর দিয়ে আসছে দুপুরে হাসপাতালে রাতে ছেলে মারা গেছে। মা-বাবার জন্য এরচেয়ে যন্ত্র*ণা আর নেই।

|| সুবোধকে লেখা এক ভক্তের চিঠি ||প্রিয় সুবোধ!  তুমি পালিয়ে যাবার সময় আমাদেরও সাথে করে নিয়ে যেও তোমার দেশে। যেখানে প্রতিদ...
22/07/2025

|| সুবোধকে লেখা এক ভক্তের চিঠি ||

প্রিয় সুবোধ! তুমি পালিয়ে যাবার সময় আমাদেরও সাথে করে নিয়ে যেও তোমার দেশে। যেখানে প্রতিদিন ট্রমাটাইজড হয়ে মরে যেতে হবেনা আমাদের- আমাদের সন্তানদের। এখানে সব নির্বোধ, স্বার্থ*পর, উদ্দেশ্য*বাদী, মি*থ্যে*বাদী, ঘৃন্য রাজনীতির চর্চা, চা*টুকারিতা, হিং*স্র*তা, পরনি*ন্দা, ট্যাগিং দেয়া, উ**গ্রতা, লো*ভ, খু**ন, ধ*র্ষ*ন, প্রতি*শো*ধপরা*য়নতা, ঠ*কবাজি, অ*শিক্ষা, কু*শিক্ষা প্র*তারণা, ক*পটতা, ধর্মা**ন্ধ*তা, উ*গ্র*তা, হা*না*হানী, সং*ঘা*ত, ভয় আর নিয়মহীন সবকিছু মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে...। একটা প্রখর মেধাবী প্রজন্ম চোখের সামনে এইসবকিছুর সাক্ষী হচ্ছে। অথচ এই প্রজন্মটা বিশ্ব বদলে দেবার মতো যোগ্যতা রাখে। নিয়ে যাও সুবোধ এই অমিত সম্ভাবনার প্রজন্মকে তোমার সাথে, তোমার দেশে। এই ভূখণ্ড তোমাকে ডিসার্ভ করেনা। তুমি সূর্য নিয়ে অন্য কোথাও চলো...। ☀️ 🕊️

22/07/2025

সাধারণ ছাএদের ব্যানারে ছাএলীগ যুবলীগ দেশে খারাপ পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে সবার সচেতন হওয়া উচিত।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সুবোধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

আমি তোমাদের "সুবোধ"

আমি তোমাদের সেই সুবোধ, বাংলার সুবোধ।

আমি হেঁটে যাই রোজ নিখোঁজ স্বাধীন সূর্য্য সন্ধানে,

আততায়ী সে প্রান সিঁদ কাটে,হানা দেয় নষ্টের বন্ধনে।