Imraan Insight

Imraan Insight Smart Ideas. Real Impact.

29/07/2025

This is truly the result of my parents’ prayers. After being away from this track for so long, I wouldn’t have been able to overcome this on my own.

Please keep my father in your prayers.

28/07/2025

জীবন কখনো রঙিন ছিলো না, স্বপ্ন ছিলো রঙিন। স্বপ্ন দেখতাম। স্বপ্নগুলো রং ছড়াতো অবসরে, অবচেতনে, আনমনে। তবে যাচ্ছে দিন গুলোতে সে স্বপ্ন দেখার সামর্থ্যটুকু নির্বাসিত হচ্ছে বেনামী ধূসর খামে।

নাগরিক শহরের প্রতিটা রাস্তার মোড়ে অসংখ্য বোমা পাতানো আছে নাম না দেওয়া অভিমানে। সময়ে অসময়ে হাঁটতে কিংবা চলার পথে আমাকে বিভৎস গালিচায় সংবর্ধনা দেয় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে।

শূন্যের অভয়ারণ্যে।

We are deeply saddened by the tragic plane crash that has affected the Milestone School in Dhaka. Our heartfelt condolen...
21/07/2025

We are deeply saddened by the tragic plane crash that has affected the Milestone School in Dhaka. Our heartfelt condolences go out to the families, students, teachers, and staff who have suffered this unimaginable loss. May the departed souls rest in eternal peace, and may their loved ones find strength and comfort in this difficult time.

21/07/2025

জাতির এই চরম সংকটময় মূহুর্তে দেশের সর্বকালের সেরা বার্ন চিকিৎসক কিংবদন্তীসম ডা: সামন্ত লালকে ব্যবহার করতে না পারাটা আমাদের জাতিগত ব্যর্থতা।
ক্রান্তিকালেও আমরা রাজনীতির উর্ধ্বে যেতে পারিনা।

21/07/2025

জীবন অনিশ্চিত, ভবিষ্যৎ অধরা।
এই অনিশ্চিত অধরার মাঝে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমার জীবনের সব থেকে সুন্দর দিনগুলো গত হয়ে গিয়েছে। ওরকম রৌদ্রজ্জ্বল ঝলমলে সূর্যের আলোর দেখা আর পাবো না। জীবন থেকে সুখ আর স্বস্তি দুটোই বিদায় নিয়েছে।

সুখ না ফিরুক, স্বস্তি অন্তত ফিরুক।

A young heart full of promise was silenced, but his voice echoes in every cry for justice.
18/07/2025

A young heart full of promise was silenced, but his voice echoes in every cry for justice.

16/07/2025

বাতাস ঘন হচ্ছে, বাতাস ভারী হচ্ছে
পৃথিবীর নিষ্ঠুর রূপ প্রবল থেকে প্রকাণ্ড হচ্ছে
মহিময়ের ইশারায়।

কিছুই কি করার নেই?

sky is gloomy, so is my heart.
14/07/2025

sky is gloomy, so is my heart.

জীবন কেটে যাচ্ছে কিছুটা বিনাশে কিছুটা বিন্যাসে
13/07/2025

জীবন কেটে যাচ্ছে কিছুটা বিনাশে কিছুটা বিন্যাসে

বাবা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেওয়াটা জীবনের সেরা পাওয়া।
10/07/2025

বাবা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেওয়াটা জীবনের সেরা পাওয়া।

Address

Bashundhara R/A
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imraan Insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share