Kader Vai

Kader Vai Enjoy our videos

ছোট বোনের ছেলেকে কিছুদিন আগে মাদ্রাসায় দিয়েছিলাম। ঈদের ছুটিতে ওরে নিয়ে আসার জন্য ওর মাদ্রাসায় গিয়েছিলাম একটু আগে। মাদ্রা...
04/06/2025

ছোট বোনের ছেলেকে কিছুদিন আগে মাদ্রাসায় দিয়েছিলাম। ঈদের ছুটিতে ওরে নিয়ে আসার জন্য ওর মাদ্রাসায় গিয়েছিলাম একটু আগে। মাদ্রাসা আজকে ছুটি দিয়েছে ঈদের জন্য।

ওদের রুমে ঢুকে দেখি, এই বাচ্চাটা এভাবে শুয়ে আছে। প্রথমে ভেবেছিলাম বাবা মা আসেনি। তার জন্য মন খারাপ করে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ দেখার পর, কৌতূহল বসত বাচ্চাটার কাছে গেলাম।

জিজ্ঞেস করলাম, "এভাবে শুয়ে আছো কেন"? কিছুই বললো না। আবার গায়ে টোকা দিলাম। এবার আমার দিকে ফিরে তাকালো। কিন্তু কিছু বললো না।

এবার আগ্রহ নিয়েই বললাম, কী হইছে তোমার? বাড়ি যাবা না? কোনো কথাই বললো না। পিছন থেকে আমার ছোট ভাগ্নে বলতে লাগলো, " মামা ওর কেউ নাই"

আমার আর বুঝতে বাকি রইলো না 😭😭

গতকাল গ্যাস সিলেন্ডার কিনলাম ১৩৬০ টাকা। হাসুর আমল থেকে অন্তত ১০০ টাকা কম। আজ অকটেন কিনলাম ১২২ টাকা। হাসুর আমল থেকে নিয়মি...
03/06/2025

গতকাল গ্যাস সিলেন্ডার কিনলাম ১৩৬০ টাকা। হাসুর আমল থেকে অন্তত ১০০ টাকা কম। আজ অকটেন কিনলাম ১২২ টাকা। হাসুর আমল থেকে নিয়মিত দাম কমছে।

চরম বৃষ্টি সত্ত্বেও এখনো মরিচের দাম বাড়েনি। অথচ গত বছর এই সময় মরিচের কেজি হয়েছিল- ১০০০+ টাকা।

শীতকালে যখন সবজির দাম কম ছিল, তখন একদল বুদ্ধিজীবী বলতো, বর্ষা এলে দাম আগের মতো বাড়বে। মোটামুটি সব সবজির দাম এখনো অনেক কম।

এবার ঈদে মসলা, চিনি, সয়াবিন তেলের কমেছে।

অনেকের মুখে শুনছি, এবার গরুর দাম সস্তা থাকবে।

এবার আবার মাদ্রাসা খাতে বাজেট বৃদ্ধি পাওয়ায় ওদের গায়ে চুলকানি ধরেছে। ইউনুস সরকার যেই বাজেট পাস করেছে, তাতে নেতাদের খাওয়া কমে যাওয়ায় অনেকের মন খারাপ 😊

জানি না, জাতির কপালে এই সুখ আর কতদিন থাকবে। একদল যেভাবে ঈদের পর আন্দোলনের ডাক দিচ্ছে, মনে হচ্ছে, দেশটাকে তারা খুবলে খেতে মরিয়া। তারা নির্বাচনের চশমা পড়ে নাকি, সংস্কার দেখতে পারে না 😊

জেল থেকে বের হওয়ার পর লুৎফর জামান বাবর বলেছিলেন ভারত আমার আজন্ম শত্রু, তারপর থেকেই বাবরকে আর লাইমলাইটে আসতে দেখাযায়নি,...
02/06/2025

জেল থেকে বের হওয়ার পর লুৎফর জামান বাবর বলেছিলেন ভারত আমার আজন্ম শত্রু, তারপর থেকেই বাবরকে আর লাইমলাইটে আসতে দেখা
যায়নি, নাকি আসতে দেওয়া হচ্ছেনা!

এদিকে সালাউদ্দিন আহমেদ ভারতে লম্বা একটা সময় পার করে ৫ অগস্টের পর দেশে এসে পুরো লাইমলাইটে এসে বিএনপি'র মুখপাত্র হয়ে গেছে।

কিন্তু সালাউদ্দিনের মতো মানুষ ১০০ বার জন্ম নিলেও একজন বাবরের মতো হতে পারবে না। বিএনপির ভেতর বাবরের মতো একজন নেতাকে দেখাতে পারবেন? যে উচ্চ গলায় বলতে পারবে "সেভেন সিস্টার্স ইজ মাইন"?

বিএনপি এবং ভারত দ্রুত নির্বাচন চায়। এই টুরুলাভের মানে জাতি জানতে চায়??

সম্প্রতি এই ভদ্রলোক দাবি করেছেন, প্রফেসর ইউনুস ক্ষমতায় এসে ভারতের সাথে কোনো চুক্তি বাতিল করেন নি।১) নৌবাহিনীর জন্য ২ কোট...
01/06/2025

সম্প্রতি এই ভদ্রলোক দাবি করেছেন, প্রফেসর ইউনুস ক্ষমতায় এসে ভারতের সাথে কোনো চুক্তি বাতিল করেন নি।

১) নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ২৫৫ কোটি টাকা) টাগ বোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের। সেই চুক্তি বাতিল করেছেন ইউনুস সরকার ( তথ্য সূত্র: ইত্তেফাক)

২)ভারতের সাথে চুক্তি হওয়া ২১ মিলিয়ন ডলারের অ স্ত্র চুক্তি বাতিল করেছেন ( তথ্য সূত্র: দৈনিক জনকণ্ঠ)

৩) ভারতের চাপিয়ে দেওয়া যে ১০টি প্রকল্প বাতিল করল ইউনুস সরকার। তথ্য সুত্র : (https://dailyinqilab.com/national/news/758439)

খালেদ মহিউদ্দিন সাহেব, চ্যালেঞ্জ করেছিলেন যাস্ট একটা চুক্তি বাতিল দেখাতে। স্যারকে বলবো, চশমা খোলেন। মোট ১২ টি চুক্তি বাতিলের প্রমাণ দেওয়া হয়েছে। "ঠিকানা" থেকে বের হয়ে অন্যান্য পত্রিকাগুলোও একটু দেখেন 😊

বিএনপির ভবিষ্যত খুবই ভয়ংকর -*আমি বিএনপিকে কেন সমর্থন করবো? আপনি যাস্ট একটা কারণ দেখান। যেটার জন্য হলেও আমার বিএনপিকে সমর...
31/05/2025

বিএনপির ভবিষ্যত খুবই ভয়ংকর -

*আমি বিএনপিকে কেন সমর্থন করবো? আপনি যাস্ট একটা কারণ দেখান। যেটার জন্য হলেও আমার বিএনপিকে সমর্থন করা উচিৎ এবং আমার আত্নীয়-স্বজন, বন্ধুবান্ধবদেরকেও উৎসাহিত করবো, যেন বিএনপিকে সমর্থন জানায়!!

*বিএনপিতে যাস্ট একজন নেতাকে দেখান, যাকে আমি আইডল মানবো। যার আইডিলজি নিয়ে এই দলকে অন্তরে ধারণ করবো। আপনি এমন একজন নেতাকে দেখাতে পারবেন, যার কথা শুনে জনগণ আকৃষ্ট হবে? যার কার্যকলাপ দেখে উৎসাহী হবে? সত্যি বলতে একজনকেও পাবেন না।

* ৫ আগষ্টের পর, এই দলের লোকজন নর-পশুর মতো বাস-স্ট্যান্ড, কোম্পানির গেইট, বাজার দখল করেছে। রাস্তায় চাঁদাবাজি করার প্রতিযোগিতায় নেমেছে। ভারতের আধিপত্য বিস্তারে নেমেছে। তাহলে আ*লীগ আর এই দলটার মধ্যে পার্থক্য কোথায়?

*আপনি যদি ২০২৫ সালে এসেও চিন্তা করেন যে, জিয়ার নাম ভেঙ্গে রাজনীতি করবেন তাহলে আপনি ভুল করছেন। এই জেনারেশন খুবই কনসার্ন দেশের প্রতি। এরা যেমন ঘাড়ত্যাড়া পোংক্টা, ঠিক তেমনই দেশের জন্য প্রচন্ড আবেগপ্রবণ। এরা যেমন আ*লীগের মতো স্বৈরাচারীকে ছাড়েনি, আপনার দলকেও ছাড়বে না।

* আপনি যখন আমাকে জামায়াত-শিবিরের প্রডাক্ট বলেন। বিশ্বাস করেন, আমার খারাপ লাগে না। কারণ, আমি মরলে অন্তত এই দলের যে কোনো নেতা আমার জানাজা পড়ানোর ক্ষমতা রাখে। আপনার দলের এমন একজন নেতাকে দেখাতে পারবেন? আপনি মারা গেলে তিনি অন্তত আপনার জানাজা পড়াতে পারবেন?

সত্যি বলতে দিনের পর দিন, আপনার দলের প্রতি মানুষের ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। অন্যদল ভালো কাজ করলে আপনাদের ঈর্ষা হয়, আপনারা তাদের প্রতি আক্রমণ করে বসেন। আপনারা নিজেও ভালো কাজ করবেন না, অন্যদেরকেও করতে দেবেন না। এটাই আপনাদের আইডলজি। বিএনপির নেতাকর্মীরাই বিএনপির শত্রু, তারাই এই দলের নাম দিনের পর দিন ডোবাচ্ছে 😥

লালমনিরহাটের বিমানবন্দর চালুর পর প্রথম বিমান উড়ল..💕💕
31/05/2025

লালমনিরহাটের বিমানবন্দর চালুর পর
প্রথম বিমান উড়ল..💕💕

সেই জিয়ার সৈনিকরাই এখন 'র' এর কথায় চলে...😊
30/05/2025

সেই জিয়ার সৈনিকরাই এখন 'র' এর
কথায় চলে...😊

বাংলাদেশের আইন অনুযায়ী একজন মেয়রের ক্ষমতা ৫ বছর হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, ইসরাক যদি আজকেও শপথ গ্রহণ করেন তাহলে ত...
29/05/2025

বাংলাদেশের আইন অনুযায়ী একজন মেয়রের ক্ষমতা ৫ বছর হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, ইসরাক যদি আজকেও শপথ গ্রহণ করেন তাহলে তার মেয়াদ থাকে জুনের ২ তারিখ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, ইসরাক কেন মাত্র ৪দিনের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এত পরিশ্রম করে আন্দোলন করছেন?

কারণ টা হচ্ছে, উনি আসিফ মাহমুদের পদত্যাগ চাচ্ছেন। কেন আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে? আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশ ক্রিকেটে দলের টানা ব্যার্থতায় বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলা হয়েছে সরকার তরফ থেকে। আর বর্তমান ক্রীড়া মন্ত্রী হচ্ছে আসিফ মাহমুদ।

তিনি চাচ্ছেন না এই অযোগ্য লোক বিসিবির সভাপতি পদে বহাল থাকুক। যার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ যাতে ফারুক আহমেদকে সরাতে না পারেন তার জন্য ইসরাক লোবিং হিসেবে কাজ করছেন৷ এবং ইনি উলটো আসিফের পদত্যাগ চাচ্ছেন। আসল কাহিনি বুঝছেন এইবার?

১৮ লাখ সরকারি কর্মচারী এক হইছে। বইলা দিছে দুর্নীতি করার সুযোগ বহাল না করে ওরা ঘরে ফিরবে না। কোন সংস্কার মানা হবে না। ওদি...
27/05/2025

১৮ লাখ সরকারি কর্মচারী এক হইছে। বইলা দিছে দুর্নীতি করার সুযোগ বহাল না করে ওরা ঘরে ফিরবে না।

কোন সংস্কার মানা হবে না।

ওদিকে ব্যবসায়ীরা শুরু করছে আরেক মিথ্যাচার। প্রথমে দাবি করেছে, ইউনূস সরকার নাকি গ্যাস দিতেছে না।

তো আজ সকালে ইউনূস একেবারে ডাটা দিয়ে দেখাইছে যে গত বছরের তুলনায় এই বছর ২২% গ্যাস বেশি সাপ্লাই দেওয়া হয়েছে।

এইবার শুরু করেছে নতুন নাটক।

ভোলা থেকে দেশের বিরাট অংশের গ্যাস আসে।

ঐখানে গতকাল থেকে অবরোধ শুরু করেছে যাতে গ্যাস ঢাকায় আসতে না পারে।

এই আন্দোলনের নেতৃত্ব দিতেছে এক রাজনৈতিক দলের এক নেতা।

তো ঘটনা যা দাড়াইলো, দুর্নীতিবাজ আমলারা এক হয়ে সরকারি প্রতিষ্ঠান অচল করে দিছে।

বাটপার ব্যবসায়ীরা এক হয়ে মিথ্যা কথা বলতেছে যাতে সংস্কার না করা যায়। সিন্ডিকেটবাজি করে আমার আপনার রক্ত চুষবে।

ওদিকে রাজনৈতিক ধান্দাবাজের দল টাকার বিনিময়ে গুন্ডামি করে গ্যাস অফ করে দিছে।

সবকিছু অফ করে টরে এখন রাজনৈতিক দলের নেতারা বলবে, ইউনূস ব্যর্থ। ইউনূস কিছু পারে না। দেশ আমাদের হাতেই নিরাপদ।

অথচ ইউনূস যাতে না পারে, তার সমস্ত বন্দোবস্ত উনাদেরই করা।

কারণ ইউনূস সফল হলে প্রমাণ হবে যে গত ৫৩ বছরে দেশটাকে কারা খুবলে খুবলে খেয়ে ফেলেছে।

তাই ইউনূসকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশের সমস্ত সিন্ডিকেট এক হয়ে গেছে।

আমরা এক বছর আগেও ভাবতাম, আমাদের দেশে সবাই বাইরে চলে যায় কেন? মেধাবীরা কেন দেশ গড়তে আসে না?

এই প্রশ্নের উত্তর ইউনূসের আজকের পরিস্থিতির মধ্যেই খুঁজে পাবেন।

দেশের সবচে মেধাবী মানুষদের মধ্যে একজন দেশ চালাতে আসলো। এরপর সহযোগিতা তো দূরের কথা, বাটপার ব্যবসায়ী, ধান্দাবাজ রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ আমলারা এক হয়ে এই লোকটার সামনে প্রাচীর হয়ে দাঁড়াইয়া গেল।

এখন সংস্কার তো দূরের কথা, উনার জান নিয়ে মেয়াদ শেষ করতে পারবেন কি না, আমার সন্দেহ আছে।

এবার বলেন, এই দেশে ভদ্র, শিক্ষিত আর মেধাবী মানুষেরা এরপরেও কেন দেশের জন্য কাজ করতে আসবেন?

রাষ্ট্র সংস্কারে বিএনপির অবস্থান দেখুন..😊
27/05/2025

রাষ্ট্র সংস্কারে বিএনপির অবস্থান দেখুন..😊

এতদিন পর ইউনূস সরকার আসল যুদ্ধটা শুরু করছে।সরকারি চাকরি করা "জমিদারদের", যাদের স্যার না ডাকলে আর ঘুষ না দিলে কাজ হয় না,...
26/05/2025

এতদিন পর ইউনূস সরকার আসল যুদ্ধটা শুরু করছে।

সরকারি চাকরি করা "জমিদারদের", যাদের স্যার না ডাকলে আর ঘুষ না দিলে কাজ হয় না, এদের বরখাস্ত করার আইন সরকার করতে যাইতেছে।

গত ৫৩ বছর দেশটাকে এই জমিদারের দল নিজের বাপ দাদার বানাইয়া রাখছে।কাজ করে না।স্কিল নাই। লাঞ্চের পরে আসেন। আর ঘুষ তো আছেই।লীগের পক্ষে আর ইন্ডিয়ার ফেভারে কাজ না করলেই সাথে সাথে তলব,মিথ্যাচার,নির্যাতন

এদের এতো ঔদ্ধত্য কই থেকে আসে জানেন?

কারণ, এদের সর্বোচ্চ শাস্তি বদলি। ব্রিটিশরা আইন করে গেছে,সরকারি আমলারাই মালিক। তাদের চাকরি একবার হলে আর যাবে না।

৭১ এর পরেও মুজিব আইসা এদের ঘাটায় নাই।

৭৫ এর পর জিয়া এদের গায়ে হাত দিতে পারে নাই

তবে ইউনূস সরকার এবার এদের ঘাটাইতে যাইতেছে।

আগে ঘুষ খাইলে সর্বোচ্চ শাস্তি ছিলো বদলি। এবার হবে বরখাস্ত।

বাট ফ্যাক্ট ইজ, অলরেডি আমলারা আন্দোলনের প্ল্যান করে ফেলেছে। আইন হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশ অচল করে দেবে, কর্মবিরতি দেবে, এমনকি সরকার পড়েও যাইতে পারে।

স্বাভাবিক। যেই জমিদারি ৫৩ বছর ধরে চালাইয়া আসতেছে, সেই ঘুষ, অনিয়ম আর,দুর্নীতির জমিদারি কেন ছাড়বে?

এই যুদ্ধে ইউনূসের সরকার একা জিততে পারবে না।আপনারে আমারে লাগবে

রাজনৈতিক দলগুলো যদি মানুষের পক্ষে দাঁড়ায়, তাহলে এই পরিবর্তনটা সম্ভব।হয় এবারেই,নাহলে কখনোই না

আর রাজনৈতিক দলগুলো যদি হাসিনার আওয়ামীলীগের মতো আমলাদের পাশে দাঁড়ায়, তাহলে আমাকে আপনাকে আবার ঘুষ দিতে হবে, ওদের অত্যাচার সহ্য করতে হবে।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দাবি করে, তারা মানুষের কথা ভাবে।

সবাই দাবি করে, তারা মানুষের জন্য কাজ করে।

এইবার এইটা প্রমাণের পালা।

দুর্নীতি, ঘুষ আর অনিয়মের আখড়া সরকারি অফিসগুলোর সংস্কারের বড় একটা ধাপ রেডি। সাধারণ মানুষ বনাম দুর্নীতিবাজ আমলাদের যুদ্ধের প্লটও রেডি।

এইবার দেখা যাবে, কোন রাজনৈতিক দল জনগনের পক্ষে দাঁড়ায় আর কোন রাজনৈতিক দল দুর্নীতিবাজ আমলাদের পক্ষে দাঁড়ায়।

ইউনূস সরকার দশ মাসে কোন সংস্কার করতে পারে নাই বলে ফেনা তোলা রাজনীতিবিদদের সামনে বিশাল এক সংস্কার চলে আসছে।

এবার দেখার পালা, সংস্কার কি ইউনূস করতে পারতেছে না? নাকি তাকে আসলে করতে দেওয়া হচ্ছে না?

বিএনপি-জামাত-এনসিপি...সবাইরে আমরা নজরে রাখছি।যে বা যারা এই যুদ্ধে জনগণের পক্ষে তারাই হল বাংলাদেশপন্থী,আমাদের ভাই,আপনজন।

*প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছে,* সচিবালয়ের, সচিবরা কর্মবিরতিতে গিয়ে আন্দলোন করছে* আগামীকাল থেকে পল্লী ...
26/05/2025

*প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছে,
* সচিবালয়ের, সচিবরা কর্মবিরতিতে গিয়ে আন্দলোন করছে
* আগামীকাল থেকে পল্লী বিদ্যুতের লোকরা কর্মবিরতির ডাক দিয়েছে
*২৫টি বিসিএস ক্যাডারের, ক্যাডাররা আগামীকাল থেকে কলম বিরতিতে যাবে

গত ৯ মাসে, সরকারি তথ্য অনুযায়ী পোশাকশিল্প থেকে শুরু করে ভার্সিটি কলেজ পর্যন্ত প্রায় ১৭২টির ও বেশি আন্দোলন ফেইস করেছে এই সরকার। প্রত্যেকটি আন্দোলন অনেক ধৈর্য সহকারে হ্যান্ডেল করেছেন। আপনি বা আমি এই লোকের যায়গায় থাকলে কী করতেন?

এত এত আন্দোলন, আপনি কি একটা বার কোথাও শুনেছেন বা দেখেছেন যে, বিএনপির কোনো নেতা মিডিয়ায় এসে বলেছে," দেশের মানুষ শান্ত হোন। সরকারের উপর চাপ সৃষ্টি করবেন না। উনাকে সংস্কার করতে দেন বা ধৈর্য ধরুন "।

বিএনপি এত বড়ো একটা দল, তাদের দেশের প্রতি কাজটা কী? দেশের এই ক্লান্তি লগ্নে তাদের অবদান টা কী? দেশের কোথাও কোনো সমস্যা হলেই কেন, এনসিপি বা হাসনাতদের এগিয়ে আসতে হবে? আপনারা এত বড় একটা সংগঠন হয়ে কার বা*ল ছিড়তেছেন?

আন্দোলন যে শুধু আ*লীগের দোষরাই উষ্কে দিচ্ছে বিষয়টি এমন না। এর সাথে বিএনপিরও সম্পর্ক আছে কি না ভেবে দেখা উচিত। আপনি হয়তো বলবেন, এখানে বিএনপির লাভ কী?

আমি বলবো, "বিএনপি প্রমাণ করাতে চাইছে এই সরকার দেশ নিয়ন্ত্রণে ব্যার্থ। যাতে উনি চাপ সামলাতে না পেরে দ্রুত নির্বাচন দিয়ে চলে যান। আল্লাহ না করুক, বিএনপি যদি ক্ষমতায় না আসে, তাহলে কী অবস্থা হবে ভাই?

আর কত জুলুম করবেন এই দেশের সাধারণ মানুষের উপর 😥

Address

01774329791
Dhaka
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kader Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share