Avijit Vai

Avijit Vai এই আইডির মালিকের সম্পর্কে টুকিটাকি জ?

প্রাণ কোম্পানির মত একটা বড় কোম্পানি কিভাবে এই ভুলটা করে বুঝলাম না 😗🥱
13/08/2025

প্রাণ কোম্পানির মত একটা বড় কোম্পানি কিভাবে এই ভুলটা করে বুঝলাম না 😗🥱

দোকানদার অফার দিছে, স্টুডেন্ট আইডি কার্ড থাকলে খাবার ফ্রি। একজন বলতেছে, ভাই সবার জন্য ফ্রি করে দেন। দোকানদার বলতেছে, তোর...
10/08/2025

দোকানদার অফার দিছে, স্টুডেন্ট আইডি কার্ড থাকলে খাবার ফ্রি। একজন বলতেছে, ভাই সবার জন্য ফ্রি করে দেন। দোকানদার বলতেছে, তোরে আইডি কার্ড আনতে কইছি; ভ্যালিড হইতে হবে সেটা তো বলি নাই...

কী জামানা আসলোরে ভাই! 🤦🏽

Elon musk দাদা যখন বাংলাদেশীদের রোগ জানে। তাই রোগের ওষুধ নিজে দিয়ে দিলেন।

03/06/2025

Funny Reels videos
🤪❤️

03/06/2025

প্রকৃতপক্ষে জেন্টালম্যান তারাই যারা এই জেনারেশনের হয়েও স্মোক করে না🙂

এখানে বিভিন্ন ধরণের AI টুল এবং ওয়েবসাইটগুলির একটি তালিকা দেওয়া হলো যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ এবং দ্রুত করতে সাহা...
28/05/2025

এখানে বিভিন্ন ধরণের AI টুল এবং ওয়েবসাইটগুলির একটি তালিকা দেওয়া হলো যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ এবং দ্রুত করতে সাহায্য করবে:
লেখার কাজ এবং কনটেন্ট তৈরি:

ChatGPT: যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে। যেকোনো শ্রেণীর অধ্যায়ের শিখন ফল জানতে ব্যবহার করা যায়।
Gemini (gemini.google.com): প্রশ্ন তৈরি করতে পারে।
Claude.ai: লেখার কাজ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম।
Writesonic: কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
Play.ht: ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
Notion AI: নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
Replika: AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
Copy.ai: মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
Jasper AI: ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
Quillbot: লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
Grammarly: ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
TTSMaker: লেখা থেকে স্পিচ জেনারেট করে।
AI Dungeon: ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
Zyro AI Writer: ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।

গণিত এবং বিজ্ঞান:

School.ai, School ai.com: গণিত সমস্যার সমাধান করতে পারে।
Deepseek apps, Photomath apps: গণিত সমাধান করার জন্য ব্যবহৃত হয়।
Geogebra.ai: স্থানাঙ্ক জ্যামিতি সমস্যা সমাধানে সহায়ক।
Mathway.com: ত্রিকোণমিতি সমস্যা সমাধানে কার্যকরী।

প্রেজেন্টেশন এবং স্লাইড:

Gamma app: পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে।
SlidesAI: লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
Tome: স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।

ছবি এবং ভিডিও এডিটিং:

Remove.bg: ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করে।
Cleanup.pictures: ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
Magic Eraser: ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
Lumen5: ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
Descript: ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
Kaiber: AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
AutoDraw: হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
Heygen: AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
Papercup: ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
Synthesia: AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
Pictory: লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
Runway ML: ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।

মিউজিক এবং অডিও:

Soundraw: AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
Beatoven: ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
Voicemod: ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
Krisp: কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
ElevenLabs: রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
Murf.ai: প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।

ডিজাইন এবং গ্রাফিক্স:

Designs.ai: লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
Midjourney: কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
OpenArt: AI আর্ট ও ইমেজ তৈরি করে।
Adobe Firefly: AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
Illustroke: লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।
Canva AI: ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
Leonardo AI: কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
Looka: লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।

অন্যান্য কাজের সহায়ক টুল:

Typing.com, Typingtest.com, Typingtestbangla.com: লেখার স্পিড দেখার জন্য।
Screen stream: মোবাইল ল্যাপটপে কানেকশন দেওয়ার জন্য।
Light shot install: ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য।
Durable: কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
TinyWow: ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
ChatPDF: যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
Scalenut: SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
INK: SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
DeepL: প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
NameSnack: AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
Tidio: AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
FormX.ai: স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
Hugging Face: বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

✨ আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ ও দ্রুত করতে চান? তাহলে এই AI টুলগুলোর তালিকাটি আপনার জন্য! ✨আমরা প্রায়শই সময়ের অভাবে ব...
28/05/2025

✨ আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ ও দ্রুত করতে চান? তাহলে এই AI টুলগুলোর তালিকাটি আপনার জন্য! ✨

আমরা প্রায়শই সময়ের অভাবে বা নির্দিষ্ট কাজকে আরও সহজে করার উপায় খুঁজি। AI এখন আমাদের সেই কাজগুলো সহজ করে দিচ্ছে। নিচে কিছু অসাধারণ AI টুল এবং তাদের ব্যবহার উল্লেখ করা হলো:

📝 লেখা ও কনটেন্ট তৈরি:

ChatGPT / Gemini: যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর, অধ্যয়নের শিখন ফল জানা।
Writesonic / Copy.ai: কনটেন্ট রাইটিং ও মার্কেটিং কপি তৈরি।
Grammarly: নির্ভুল ইংরেজি লেখা।

📊 প্রেজেন্টেশন ও ডিজাইন:

Gamma App / SlidesAI: দ্রুত ও আকর্ষণীয় স্লাইড প্রেজেন্টেশন তৈরি।
Midjourney / Leonardo AI: কমান্ড থেকে অসাধারণ ছবি ও ডিজাইন তৈরি।
Canva AI: ডিজাইনে AI সহায়তা।

📸 ছবি ও ভিডিও এডিটিং:

Remove.bg: ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ।
Cleanup.pictures / Magic Eraser: ছবির অবাঞ্ছিত অংশ মুছে ফেলা।
Lumen5 / Pictory: লেখা থেকে স্বয়ংক্রিয় ভিডিও তৈরি।

➕ গণিত ও অন্যান্য:

Photomath / Mathway: গণিত ও ত্রিকোণমিতির সমাধান।
ChatPDF: PDF থেকে দ্রুত সারাংশ।
Durable: ওয়েব সাইট তৈরি।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি বাড়াতে পারবেন এবং সময় ও খরচও বাঁচাতে পারবেন।

আপনার প্রিয় AI টুল কোনটি যা আপনার জীবনকে সহজ করেছে? কমেন্টে জানান! 👇

27/05/2025

প্রিয়জনের কাছ থেকে পাওয়া কষ্ট হয়তো একটা ভাঙা আয়নার মতো, যা হাজার টুকরো হয়ে ছড়িয়ে যায়। প্রতিটি টুকরোয় থাকে পুরনো স্মৃতি আর যন্ত্রণার ছাপ। কিন্তু এই কষ্টগুলোই হয়তো আমাদের আরও শক্তিশালী করে তোলে, শেখায় কীভাবে নিজের জন্য বাঁচতে হয়। হয়তো এটাই সময়, নিজেকে নতুন করে গোছানোর, ক্ষতগুলো সারিয়ে তোলার। কারণ, নিজের ভালো থাকার দায়িত্বটা শেষমেশ নিজেরই।

25/05/2025

Gmail হ্যাক হলে বা লগ-ইন না করতে পারলে কি করবো???
Gmail এর পাসওয়ার্ড জানার পরো লগ-ইন করা যায়না, কিংবা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলেও কোনোভাবেই লগ-ইন হচ্ছেনা!!
এই ঝামেলাটা তো অনেকের-ই হয়, I guess!!
Gmail-এর এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে কি করতে হবে , এটাই অনেকের প্রশ্ন?
- একটা সহজ সমাধান হচ্ছে "Gmail দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা থাকতে হবে"!
ব্যাপারটা অদ্ভুত না?
কিন্তু বাস্তবতা হচ্ছে, জিমেইলের আন্ডারে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, তখন জিমেইল টা খুব সহজেই রিকভারি করা সম্ভব!
আর এর বাইরে, জিমেইলের Backup Email, Passkey , Skip Password When Possible, 2 step verification phones (আরেকটা two factor চালু না করলেও হবে) এসব চালু রাখলেও ৭০-৮০% টাইমেই রিকভারি করা যায়!
আর সব চেষ্টা করেও ব্যর্থ হলে, এবং জিমেইল দিয়ে কোনো YouTube channel থাকে , তবে ১০০% রিকভারি সম্ভব!!!
আর YouTube Channel এর Channel Id টা কোথাও সেইভ করে রাখার চেষ্টা করবেন, এতে যদি এমন-ও হয় আপনার ইউটিউব চ্যানেল গায়েব হয়ে গেছে আবার জিমেইলেও ঢুকতে পারছেন না, তখন চ্যানেল আইডির সাহায্যে পুরো জিনিসটাই সমাধান সম্ভব হবে তখন!!
জিমেইল রিকভারির জন্য, Different Devices থেকে ফরগেট পাসওয়ার্ড বা Try Another দিয়ে চেষ্টা করলে একটা রিকভারি অপশন পাওয়া যায়, তাও না হলে ইউটিউব লাইভ চ্যাটে কমিউনিকেশন করেও হেল্প নেওয়া যেতে পারে।
জনস্বার্থে পোস্ট টা শেয়ার করে দিতে পারেন!🤝
© Abdullah Al Imran

একটা ধরলাম আর কি,  কাকে খাওয়াতে চান বলে comment করেন
16/05/2025

একটা ধরলাম আর কি, কাকে খাওয়াতে চান বলে comment করেন

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ...
14/05/2025

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ফিরে আসে।

তাই মা ও আর অতটা চিন্তা করেনি।

কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু মেয়েটা ঘরে ফিরার কোন নামগন্ধ নেই।

মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না।

মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র পাঁচ বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা।

চারদিকে খুঁজা শুরু করে।

কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে- আমার রোজা মনি, কোথায় গেলি রে মা।

তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়৷

মাইকিং এ যখন বলা হচ্ছিল - মেয়েটার বয়স পাঁচ বছর, পড়নে জামা ছিল মা টা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলে আসতে চাচ্ছিল।

এভাবেই গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে।

একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল।

মা টা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল - আমার রোজা মনিকে তোমরা কেউ দেখছো?

সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌঁড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবে দুপুর গড়ায়।

বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বিচ্ছিরি গন্ধ আসতেছে।

সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মেয়ের লা*শ।

তারপর এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ওই মা টাও ছুটে আসে। আসতে আসতে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!

মা টা এসে কাপড় উল্টেই দেখতে পায় এটা তো তার মেয়েটাই, এ তো তার আদরের রোজা মনি।

একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে। শরীরে ক্ষতের চিহ্ন। প্রথমে ধ*র্ষণ করা হয়েছে, তারপর মুখে একখাবলা চাল ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে শ্বাস নিতে না পারে।

তারপর জোরে গলা টিপে শ্বাস বন্ধ করে মারা হয়েছে।

মৃত্যুর সময় মেয়েটা যে নিদারুণ কষ্ট পেয়েছে তার ছাপ মেয়েটার চোখেমুখে ছিল। গলাতে চড়া দাগ ছিল, মুখটাও বন্ধ ছিল।

সবশেষে গরম পানি ঢেলে শরীরের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে।

কিন্তু মা দেখেই চিনে ফেলে তার আদরের মেয়ে

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হা...
13/05/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avijit Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share