31/03/2024
Wife made a request to write something..
তুমি যেদিকেই তাকাও নীল আকাশ দেখো ।
তোমার আকাশে মেঘ নেই, নেই বৃষ্টির কোনো গর্জন
বাতাস তোমাকে ধাওয়া করে না , রোদ্র করে না স্পর্শ
তোমার পথের কাছে মৃদু শুভ্র বাতাসে, মনের মেলায় প্রেমের সুরে গাওয়া কথা আছে।
বনের সুর শোনাচ্ছে বাগানের দিনে, তবু একা বোধ করতে কি তুমি পারো নিশি?
সন্ধ্যা নদীর তীরে, কোনো নীল আলোয়, অপেক্ষা করে কোথায় তুমি হৃদয়ে আছো যত ক্ষণ।
বৃষ্টির ধারা না থাকা, তবু হাঁটা অসহায়, তোমার অভাবে শূন্যতা ভরা দিনের ক্ষণ।
কত দুর তুমি যাওয়ার পর, আমার হৃদয়ে কান্দের ঝর।
তোমার আগমন কবে হবে পুনঃ, আমার চোখে বসে আছে অশ্রুর ধার।
প্রত্যাশা আছে হৃদয়ে জ্বলন, তোমার সঙ্গে ফিরে এসো প্রণয়।
হে আকাশের মেঘ, হে বাতাসের বেগ, হে নদীর ধারা, হে আলোর প্রেমে অবাক।
তোমার প্রত্যাশায় রেখে এই মন, আমি করি আহ্বান, ফিরে আসো অবশ্যই।
তবে আসো না তুমি যদি, তবুও থাকব আমি, তোমার অভাবে বৃষ্টি পৌঁছে নিতে হবে এই জল।
—MM