Noakhailla Tv

Noakhailla Tv নোয়াখাইল্যা টিভি বৃহত্তর নোয়াখালীর মাটি ও মানুষের কন্ঠস্বর... নোয়াখাইল্লা টিভি “হৃদয়ে নোয়াখালী’র কথা বলে”।
(1)

নোয়াখালী বিভাগ চাই, ২০০ বছরের ইতিহাস ঐতিহ্যে ঘেরা প্রাচীন জেলা নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা হোক, করতেই হবে।।
27/08/2025

নোয়াখালী বিভাগ চাই,
২০০ বছরের ইতিহাস ঐতিহ্যে ঘেরা প্রাচীন জেলা নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা হোক,
করতেই হবে।।

নোয়াখালী কোম্পানীগঞ্জের ফয়সাল ভাইয়ের করুন গল্প 😪
13/08/2025

নোয়াখালী কোম্পানীগঞ্জের ফয়সাল ভাইয়ের করুন গল্প 😪

13/08/2025

পাথ'রচো'র ঠেকানো গেলো না...
ভোট'চো'র ঠে'কা'নো যাবে??

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন নোয়াখালীর কৃতি সন্তান আবু তাহেরএকাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের ব...
10/08/2025

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন নোয়াখালীর কৃতি সন্তান আবু তাহের

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক পদে উন্নীত হয়েছেন। ১৯৭৩ সালে সাংবাদিকতায় যাত্রা শুরু করে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি ও যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক হিসেবে যোগ দেওয়া আবু তাহের ইংরেজি থেকে নির্ভার বাংলায় অনুবাদে দক্ষতার জন্য পরিচিত। ‘সূর্যোদয়’ সাময়িকীতে নয় বছর ধরে জনপ্রিয় কলাম ‘বালিশ কথন’ লিখে পাঠকপ্রিয়তা অর্জন করেন।

নোয়াখালী শহরে জন্ম নেওয়া এই সাংবাদিকের বড় ছেলে চিকিৎসক, ছোট ছেলে প্রকৌশলী।

© Md Shalahuddin

09/08/2025
আলহামদুলিল্লাহ! নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সন্তান সাজ্জাদুর রহমান এখন নিউইয়র্ক পুলিশ বিভাগের গর্বিত সদস্য।রামপুরায় ...
07/08/2025

আলহামদুলিল্লাহ!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সন্তান সাজ্জাদুর রহমান এখন নিউইয়র্ক পুলিশ বিভাগের গর্বিত সদস্য।

রামপুরায় বেড়ে ওঠা এই তরুণ নিজ দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে পৌঁছে গেছেন আন্তর্জাতিক পর্যায়ে।

বাংলাদেশ থেকে নিউইয়র্কের মতো আন্তর্জাতিক শহরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি বিরল সম্মান।
তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে।

অভিনন্দন ও শুভকামনা রইল সাজ্জাদুর রহমানের প্রতি—
তিনি যেন আরও এগিয়ে যান, দেশের মুখ উজ্জ্বল করুন।
❤️🌹🤲

সাংবাদিকতায় সাহসিকতার স্বীকৃতি পেলেন নোয়াখালীর কৃতি সন্তান  "ঢাকা মেইল" এর মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি। ২০২৪ সা...
04/08/2025

সাংবাদিকতায় সাহসিকতার স্বীকৃতি পেলেন নোয়াখালীর কৃতি সন্তান "ঢাকা মেইল" এর মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি। ২০২৪ সালের ১৫ জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে আহত হন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তাকে সাহসী সাংবাদিক সম্মাননা প্রদান করে।

রোববার (৩ আগস্ট) তথ্য ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব কাউসার আহম্মেদ, প্রেস সচিব শফিকুল আলম ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

সাংবাদিক হামিদ রনি বর্তমানে ঢাকা মেইলে কাজ করছেন এবং এর আগে প্রতিদিনের সংবাদে মাল্টিমিডিয়া ইনচার্জ ছিলেন। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন এবং ২০১০ সাল থেকে পেশাগত দায়িত্বে আছেন।

অনুষ্ঠানে শহীদ, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট ১৯৭ জনকে সম্মাননা প্রদান করা হয়।

30/07/2025

নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে

📢 হারানো বিজ্ঞপ্তিনাম: সাথীশ্রেণি: নবমরোল নম্বর: ২৯পিতার নাম: মোঃ শহিদগ্রাম: চিরিঙ্গা🗓️ তারিখ: ২৩ জুলাই ২০২৫, বুধবার⏰ সম...
25/07/2025

📢 হারানো বিজ্ঞপ্তি

নাম: সাথী
শ্রেণি: নবম
রোল নম্বর: ২৯
পিতার নাম: মোঃ শহিদ
গ্রাম: চিরিঙ্গা

🗓️ তারিখ: ২৩ জুলাই ২০২৫, বুধবার
⏰ সময়: সকাল ৯:৩০ মিনিট
📍 স্থান: নুরমিয়া ব্যাপারীর হাট, কবিরহাট
🎓 গন্তব্য: কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়

উল্লেখ্য, উক্ত সময় ও স্থান থেকে সাথী বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এখনো পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।

📞 যদি কেউ মেয়েটির কোনো সন্ধান পান, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
👉 01879-663108

🙏 আপনার একটি তথ্যই আমাদের সন্তানের নিরাপদ ফিরে আসার পথ খুলে দিতে পারে। দয়া করে শেয়ার করুন।

❤️🙏
24/07/2025

❤️🙏

"দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন পাইলট তৌকিরের স্ত্রী – হৃদয়ছোঁয়া বক্তব্যে বললেন, 'আপনারা ক্ষমা করলে হয়তো সে শান্তি পাবে'"

মাত্র ছয় মাস আগে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছিলেন পাইলট তৌকির আহমেদ ও তার স্ত্রী। সংসার জীবনের স্বপ্ন আর ভবিষ্যতের নানা পরিকল্পনা—সবই ছিল তাদের চোখে-মুখে। কিন্তু নিয়তির নির্মম খেলায় এক মর্মান্তিক দু'র্ঘ'ট'নায় চিরতরে থেমে গেল তৌকিরের জীবন।

স্বামীর মৃ'ত্যু'তে শোকাহত তৌকিরের নববিবাহিতা স্ত্রী দেশের মানুষের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়েছেন। তার আবেগঘন বক্তব্যে উঠে এসেছে এক তরুণ স্ত্রীর হৃদয়বিদারক অভিব্যক্তি—

"আমাদের বিয়ের মাত্র ছয় মাস হয়েছে। সংসার কী, সেটাই বুঝে ওঠার আগেই সে চলে গেল। আমি তাকে ক্ষমা করে দিয়েছি… যদি আপনারাও তাকে ক্ষমা করেন, তাহলে হয়তো সে শান্তিতে থাকতে পারবে।"

দেশের আকাশকে নিরাপদ রাখার দায়িত্বে থাকা এক সাহসী পাইলটের এই বিদায় আমাদের সকলকে নাড়া দিয়েছে। স্ত্রী তাঁর স্বামীর পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে যে মহানুভবতার উদাহরণ দিয়েছেন, তা গভীরভাবে স্পর্শ করেছে কোটি মানুষের হৃদয়।

© Bangla24

❤️🙏 Respect
23/07/2025

❤️🙏 Respect

“এই সাহস ও আত্মত্যাগ কখনো ভোলার নয়” — আনোয়ার ইব্রাহিম

উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বি'ধ্ব'স্তে'র ঘটনায় গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

তিনি শিক্ষিকা মাহরীন চৌধুরীর বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন—
"ছাত্রীদের জীবন বাঁ'চি'য়ে তিনি ফিরে গিয়েছিলেন আরও প্রা'ণ রক্ষায়। এই সাহসিকতা জাতিগত গর্বের বিষয়।"

এক ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম আরও লেখেন,
"বাংলাদেশের এই হৃদয়'বিদা'রক ঘটনায় আমরা শোকাহত। মালয়েশিয়া বাংলাদেশের পাশে আছে।"

🔰 একজন বাঙালি হিসেবে আমরা গর্বিত — শিক্ষক মাহরীন শুধু শিক্ষিকা নন, তিনি আমাদের সাহস, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক।
তার আ'ত্ম'ত্যা'গ আমাদের হৃদয়ে চিরভাস্বর থাকবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Noakhailla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhailla Tv:

Share

Category