Eyes On

Eyes On EYES ON Communications is a dynamic media production house specializing in creating captivating visual content.

We offer a wide range of services, including video production, post-production, and creative direction for businesses, brands, and individuals.

09/10/2025

বারিশা হকের সিনেমা নিয়ে কী বললেন অপু বিশ্বাস?
#ভাইরালভিডিওシ

09/10/2025

শাকিব খানের সবচে বড় গুণ কী?
#ভাইরালভিডিওシ

09/10/2025

FILMOGRAPHY | BADAL KHANDOKER | SAIKOT SALAHUDDIN | PROMO | Part -01 | EYES ON
আসছে শুধুমাত্র আইজ অন এর ইউটিউব চ্যানলে।
#ভাইরালভিডিওシ

09/10/2025

শাকিব খানের সাথে সিনেমার কী খবর দিলেন অপু বিশ্বাস ?
#ভাইরালভিডিওシ

09/10/2025

যাদের হাতে অপু বিশ্বাস তারা কেনো প্রথম প্রযোজিত সিনেমার পরিচালক নন ?
#ভাইরালভিডিওシ

08/10/2025

বারিশা হকের সাথে দূরত্ব নিয়ে কী বললেন অপু বিশ্বাস?
#ভাইরালভিডিওシ

অনেকেই হয়তো জানেন না যে বীর মুক্তিযোদ্ধা এবং জনপ্রিয় অভিনেতা জসীমের নামে বিএফডিসিতে একটা ফ্লোর আছে। ১৯৯৮ সালের ৮ অক্টো...
08/10/2025

অনেকেই হয়তো জানেন না যে বীর মুক্তিযোদ্ধা এবং জনপ্রিয় অভিনেতা জসীমের নামে বিএফডিসিতে একটা ফ্লোর আছে। ১৯৯৮ সালের ৮ অক্টোবর আমাদের ছেড়ে অকালে প্রয়াত হন জসীম। তাঁকে হারানোর সাতাশ বছর পার করছে তাঁর ভক্তকূল।
শুরু করেছিলেন মারপিট অভিনেতা এবং অ্যাকশন ডিরেক্টর হিসাবে। চার বন্ধু মিলে তৈরি করেন জ্যাম্বস। স্বাধীনতার পর দেশের প্রথম অ্যাকশনধর্মী 'রংবাজ' সিনেমায় কাজের পর তাঁর পরিচিতি হয়। এরপর খলনায়ক হিসাবে কাঁপিয়ে দেন বোম্বের শোলে অবলম্বনে 'দোস্ত দুশমন' ছবিতে। আশির দশকে দেলোয়ার জাহান ঝন্টু ' ওমর শরীফ' সিনেমায় তাঁকে বানান দুই নায়কের এক নায়ক । এরপর অসংখ্য সিনেমায় একক নায়ক হিসাবেও পেয়ে যান সাফল্য। যে শাবানার সাথে 'সবুজসাথী' সিনেমায় ভাইবোনের চরিত্রে অভিনয় করেন সেই শাবানার সাথে তাঁর পরবর্তীতে একটি জুটি গড়ে উঠে। দর্শক, সমালোচক, হল মালিকেরা তাঁকে বলতেন অ্যাকশন কিং জসীম। তিনি সত্তর দশক থেকে নব্বই দশক মৃত্যুর আগ পর্যন্ত আমাদের অ্যাকশন সিনেমায় নতুনত্ব এনে দেন। পাশাপাশি নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হয়ে বেকার, অবহেলিত সন্তান ও ভাই নানা চরিত্রে তিনি জনপ্রিয় হয়েছেন। আজ তাঁর মৃত্যুবার্ষিকে আইজ অন শ্রদ্ধা জ্ঞাপন করছে।

08/10/2025

শাকিব খান না সাকিব আল হাসান!অপু জয় বলে ডাকলে কতজন জয় ছুটে আসে ?
#ভাইরালভিডিওシ

কয়দিন ধরেই খবরটি গুঞ্জন আকারে উড়ছিলো, অবশেষে সত্যি হলো। বাংলাদেশী অভিনেত্রী তানজিন তিশা কলকাতার চলচ্চিত্র ‌‘ভালোবাসার ...
08/10/2025

কয়দিন ধরেই খবরটি গুঞ্জন আকারে উড়ছিলো, অবশেষে সত্যি হলো। বাংলাদেশী অভিনেত্রী তানজিন তিশা কলকাতার চলচ্চিত্র ‌‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ পরেছেন। ছবিতে তার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশির অভিনয়ের কথা ছিল।এটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। শুরুতে ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও এতে অভিনয়ের কথা ছিল। কিন্তু পরে তিনি সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান - এই ছবিতে অভিনয় করবেন না।

এবার সেই থেকে বাদ পড়লেন তানজিন তিশা। নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা সংস্থার একজন জানিয়েছেন, তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সেজন্য তিনি শুটিংয়ে অংশ নিতে পারছেন না। তাই এই ছবি থেকে তাকে বাদ দিয়ে অন্য নায়িকা নেওয়া হয়েছে।

জানা গেছে, তিশা'র পরিবর্তে তার জন্য নির্ধারিত চরিত্রে কলকাতার অভিনেত্রী সুস্মিতাকে দেখা যাবে। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

08/10/2025

কারা বুবলীকে এটাক করে?
#ভাইরালভিডিওシ

জনপ্রিয় নায়িকা পরীমনির প্রতিষ্ঠান 'বডি' একথা ভক্তরা ইতিমধ্যেই জানেন। নতুন খবর হলো নিজের ছেলে পুণ্য'কে সে প্রতিষ্ঠানের ...
08/10/2025

জনপ্রিয় নায়িকা পরীমনির প্রতিষ্ঠান 'বডি' একথা ভক্তরা ইতিমধ্যেই জানেন। নতুন খবর হলো নিজের ছেলে পুণ্য'কে সে প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সোশাল হ্যাণ্ডেলে দেশের সবচেয়ে জনপ্রিয় এই তারকা। লিখেছেন, Introducing our brand ambassador of BODY - বডি! এই ঘোষণায় নেটিজেনরা বেশ উচ্ছাস প্রকাশ করেছেন। জন্মের পর থেকেই পুণ্য স্টারকিড হবার কারণে জনপ্রিয়।

আজ দেশের একমাত্র সিনেমা হল চেইন 'স্টার সিনেপ্লেক্স' একুশ বছর পূর্তি উদযাপন করছে। ২০০৪ সালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে একটি...
08/10/2025

আজ দেশের একমাত্র সিনেমা হল চেইন 'স্টার সিনেপ্লেক্স' একুশ বছর পূর্তি উদযাপন করছে। ২০০৪ সালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে একটি শাখা দিয়ে চেইনটি যাত্রা শুরু করে। একুশ বছরে ঢাকা ও চট্রগ্রামে মোট সাতটি শাখায় বাইশটি স্ক্রিণ বা থিয়েটারে সিনেমা প্রদর্শন করছে স্টার সিনেপ্লেক্স। ঢাকায় বসুন্ধরা শপিং মল শাখায় রয়েছে পাঁচটি থিয়েটার। ধানমন্ডিতে সীমান্ত সম্ভার শাখায় তিনটি, বিজয়সরণীতে মিলিটারি মিউজিয়ামে একটি, মহাখালীতে এসকেএস টাওয়ারে তিনটি, সনি স্কয়ার শাখায় তিনটি ও উত্তরায় সেন্টারপয়েন্ট শাখায় রয়েছে চারটি থিয়েটার। চট্রগ্রামে বেলী আর্কেডে রয়েছে তিনটি থিয়েটার।
একুশ বছর পূর্তিতে দর্শকের জন্য হল কাউন্টার থেকে একটি টিকেট কিনলে আরেকটি টিকেন ফ্রি ক্যাম্পেইন করছে স্টার সিনেপ্লেক্স।
প্রতিষ্ঠানের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন 'আগামী ঈদের আগেই নারায়ণগণ্জে নতুন শাখায় তিনটি থিয়েটার উদ্বোধন করা হবে। বগুড়ায় একটি শাখার কাজ চলছে। আরও কিছু কাজ পাইপলাইনে আছে।'
সিনেমাহল বন্ধ হয়ে যাবার সংবাদের বিপরীতে একের পর এক থিয়েটার বৃদ্ধি করে সিনেমাকে বাঁচিয়ে রাখছে স্টার সিনেপ্লেক্স। দারুণ খবর হলো একসময় হলিউড এবং পরবর্তীতে বলিউডের সিনেমা সবচে ব্যবসাসফল সিনেমার টপচার্টে থাকলেও এখন দেশীয় সিনেমা শাসন করছে টপচার্ট। বলতে গেলে স্টার সিনেপ্লেক্সকে কেন্দ্র করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত দর্শক ফিরে পেয়েছে দেশীয় সিনেমা। 'আইজ অন' থেকে একুশ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সকে শুভকামনা।

Address

Baridhara DOHS
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eyes On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share