15/10/2025
অস্ত্রোপচারের মাঝপথে হঠাৎই মাথা ঘুরে উঠল ডা. বাসুতের।
আগের দিন খাবারে বিষক্রিয়া হয়েছিল, শরীর দুর্বল, রক্তচাপও নামতে শুরু করেছে। কিন্তু সামনে তখন খোলা পেট, জীবন্ত মানুষ—যার জীবন নির্ভর করছে তাঁর হাতের নিখুঁত একেকটা কাটের উপর।
থেমে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সময় ছিল না।
তিনি চেয়ারে বসে নিজের পায়ে স্যালাইন লাগালেন, হাত কাঁপছিল, তবু চোখের মনোযোগ একচুলও সরেনি অপারেশন টেবিল থেকে।
ঘণ্টার পর ঘণ্টা টানা পরিশ্রমের পর অপারেশন সফলভাবে শেষ।
নার্সরা তখন বিস্ময়ে স্তব্ধ—এমন দৃশ্য তারা জীবনে দেখেনি।
ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সবাই বলল—
“এই মানুষটাই আসল হিরো!”
কিন্তু ডা. বাসুত শুধু হালকা হেসে বললেন—
“আমি নায়ক নই। আমি শুধু আমার দায়িত্ব করেছি। যে কেউ আমার জায়গায় থাকলে এমনটাই করত।”
এই একটুকু বাক্যেই বোঝা যায়—
চিকিৎসা শুধু পেশা নয়, এটা এক অঘোষিত ত্যাগের নাম।
জীবন বাঁচানোর মঞ্চে ডাক্তাররাই সবচেয়ে নীরব যোদ্ধা।