K M A Taher

K M A Taher Chief Photographer, Chief Cinematographer & Chief Editor
(958)

6 PROFESSIONAL COMBO PHOTO & VIDEO PACKAGE:

1 Chief Photographer 1 Drone Pilot
2 Senior Photographer & 2 Senior Cinematographer

Tools to Use and Their Benefits:
Professional DSLR/Mirrorless Camera with Quick Setup Softbox
Studio Portrait Light Setup, Tripod & Gimbal
Unlimited Group/Portrait Pictures & 60p Cinematic Video Record
Professional Drone Video Recording
Working Duration: 4-6

hours of Story Type Shooting
Delivery System:
RAW Photo & Video Footage Delivered in 24 Hours/1 Day
Photo and video editing will be delivered within 7 to 30 working days
Photo: 200 Selected Pictures Will Be Edited
Video: Cinematic 1080p 60p Video Editing
30-60 Minutes Edited Movie with Selected Songs
3-5 Minutes Promo Of The Full Event

BUY ONE GET ONE FREE
2 Senior Photographer & 1 Senior Cinematographer

Package 01
Regular Price: 50000 BDT
Offer Price: 24,999 BDT

Package 02
Regular Price: 60000 BDT
Offer Price: 29,999 BDT

BUY ONE GET ONE FREE WITH THIS OFFER
(That means if you buy a package you get a package completely free, like booking a wedding the yellow ceremony is free.) This service will be applicable for your social and family events for six months
______________________________________________________

50% PERCENT DISCOUNT ON ALL OUR PACKAGES AS WELL AS BUY ONE GET ONE FREE

13/08/2025

আর্জেন্ট ও পজেটিভ রক্ত প্রয়োজন
ঠিকানা : আফতাবনগর নাগরিক হাসপাতাল
যোগাযোগ : +8801705541719

পানি দামে খিলগাঁও সিপাহীবাগ আইসক্রিম গলিতে ১২৯৫ স্কয়ার ফিট সম্পূর্ণ নতুন দক্ষিণ মুখী ফ্ল্যাট বিক্রয়।"১১৭৫ স্কয়ার ফিট ...
11/08/2025

পানি দামে খিলগাঁও সিপাহীবাগ আইসক্রিম গলিতে ১২৯৫ স্কয়ার ফিট সম্পূর্ণ নতুন দক্ষিণ মুখী ফ্ল্যাট বিক্রয়।

"১১৭৫ স্কয়ার ফিট ১টি নতুন ফ্ল্যাট, ১২৫ স্কয়ার ফিট কমন স্পেস ও ১২০ স্কয়ার ফিট ১টি গাড়ি পার্কিং"

৪৫০০ টাকা স্কয়ার ফিটে ১১৫৫, ১১২৫ ও ১১৭৫ স্কয়ার ফিটের ১০ টি ফ্ল্যাট বিক্রয় করা হবে।

এখানে ভূমির মূল্য ২৩০০ টাকা স্কয়ার ফিট ও নির্মাণ খরচ ২২০০ টাকা স্কয়ার ফিট খরচ হবে।

১৬-২০ ফিট রোড সংলগ্ন ৮ কাঠা প্লটের উপরে ৪ ইউনিটের ৯ তলা বিল্ডিং (জি+৮) এর ২, ৬, ৮ ও ৯ তলায় দক্ষিণ - পূর্ব কর্নারে রোড মুখী ফ্ল্যাটটির অবস্থান।

ফ্ল্যাটের প্রায় ৩ দিক সারাজীবন খোলামেলা থাকবে, নিয়ম অনুযায়ী যায়গা ছাড়া রয়েছে এবং আলো বাতাস সার্বক্ষণিক ফ্ল্যাটের ভিতরে প্রবাহিত হয়।

কমিউনিটি রুমের পাশাপাশি সিঁড়ি, লিফট, বিদ্যুৎ, সোলার প্যানেল-জেনারেটর ও সাব-স্টেশন সহ পানি এবং গ্যাস সংযোগ সুবিধার পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

ঠিকানা : সিপাহীবাগ, আইসক্রিম গলি, খিলগাঁও, ঢাকা ১২১৯

ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ :
৩টি বেডরুম, ৩টি বারান্দা, ৩টি বাথরুম এবং রান্নাঘর, ক্রেতা চাইলে ৪ বেডরুম করা সম্ভব।
ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ফ্যামিলি লিভিং রুম, যা সম্পূর্ণ খোলামেলা এবং আলাদা।
২ টি বেডরুমের সাথে ২ টি বাথরুম ও ২ টি বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

যোগাযোগ নাম্বার : +8801711430118 হোয়াটসঅ্যাপ

খিলগাঁও এ ব্লক সংলগ্ন দক্ষিণ মুখী ১৩৬০ স্কয়ার ফিট ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয়।"৬৮০ স্কয়ার ফিট ব্যবহারযোগ্য একত্রে ২টি ফ্ল্...
11/08/2025

খিলগাঁও এ ব্লক সংলগ্ন দক্ষিণ মুখী ১৩৬০ স্কয়ার ফিট ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয়।

"৬৮০ স্কয়ার ফিট ব্যবহারযোগ্য একত্রে ২টি ফ্ল্যাট" তিতাস গ্যাস সংযোগ সহ প্রতিটির মাসিক ভাড়া ১৭+১৭ হাজার টাকা ।

২৬ ফিট রোড সংলগ্ন ২-২.৫ কাঠা প্লটের উপরে ২ ইউনিটের ৭ তলা বিল্ডিং (জি+৬) এর ৫ম তলায় দক্ষিণ মুখী এবং চতুর্দিকে খোলামেলা ও রোড মুখী ফ্ল্যাটটির অবস্থান, পূর্বে যায়গা ছাড়া রয়েছে এবং আলো বাতাস সার্বক্ষণিক ফ্ল্যাটের ভিতরে প্রবাহিত হয়।

কমিউনিটি রুমের পাশাপাশি সিঁড়ি, (লিফট + গাড়ি পার্কিং নেই), বিদ্যুৎ, সোলার প্যানেল-জেনারেটর ও সাব-স্টেশন সহ পানি এবং ২ টি তিতাস গ্যাস সংযোগ সুবিধার পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

ঠিকানা : খিলগাঁও এ ব্লক, কুমিল্লা হোটেল ও তিলপাপাড়া‌ লাকি ফার্মেসি, থানা খিলগাঁও, ঢাকা-১২১৯।

৬০ অযুতাংশ ভুমি সহ ১৩৬০ স্কয়ার ফিট দক্ষিণ মুখী ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ :
৬টি বেডরুম, ৪টি বাথরুম, ২টি বড় বারান্দা এবং রান্নাঘর।
ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ফ্যামিলি লিভিং রুম, যা সম্পূর্ণ খোলামেলা এবং আলাদা।
৩ টি বেডরুমের সাথে ৩ টি বড় বাথরুম ও ২ টি বড় বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

৬৮০ স্কয়ার ফিট ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ :
ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ৩টি বেডরুম, ২টি বাথরুম, ১টি বড় বারান্দা এবং রান্নাঘর।
২ টি বেডরুমের সাথে ২টি বাথরুম ও ১টি বড় বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

মূল্য সহ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ নাম্বার : +8801711430118 হোয়াটসঅ্যাপ

মূল থেকে সাদা কোট: এক পিতার নীরব ত্যাগ আর সেই কন্যারা যারা বদলে দিল পৃথিবী১৯৮৫ — পূর্ব আফ্রিকার এক শান্ত গ্রামের মানুষ ড...
09/08/2025

মূল থেকে সাদা কোট: এক পিতার নীরব ত্যাগ আর সেই কন্যারা যারা বদলে দিল পৃথিবী

১৯৮৫ — পূর্ব আফ্রিকার এক শান্ত গ্রামের মানুষ ড্যানিয়েল দাঁড়িয়ে আছেন খালি পায়ে, সঙ্গে তার তিন মেয়ে। তার স্ত্রী আগের বছর সন্তান জন্মের সময় মারা গিয়েছিলেন। তিনি আর বিয়ে করেননি। সময় ছিল না—মনও ছিল না।
তিনি ছিলেন কৃষক, নির্মাতা, পিতা, আর স্বপ্নদ্রষ্টা —সব মিলিয়ে একজন মানুষ।

তাদের ঘরে ছিল না বিদ্যুৎ। কিছু রাতে রাতের খাবার মানেই ছিল শুধু সেদ্ধ মূল আর পানি। কিন্তু যা তারা পেত—যা ড্যানিয়েল সবসময় নিশ্চিত করতেন—তা ছিল মর্যাদা।

প্রতিদিন ভোরের আগেই তিনি মেয়েদের জাগিয়ে তুলতেন এবং দুই মাইল হেঁটে নিয়ে যেতেন স্কুলে। তিনি নিজে পড়তে বা লিখতে পারতেন না, কিন্তু প্রতিদিন শ্রেণিকক্ষের বাইরে ছায়ায় বসে থাকতেন—শুধু যাতে মেয়েরা একা হেঁটে বাড়ি ফিরতে না হয়।

কখনও তিনি নিজে না খেয়ে থাকতেন, যাতে তারা একটি পেন্সিল কিনতে পারে।
পরীক্ষার ফি দিতে নিজের বিয়ের আংটি বিক্রি করেছিলেন।
দ্বিতীয় হাতের পাঠ্যবই কিনতে—যার অনেক পৃষ্ঠাই অনুপস্থিত — ফসল তোলার মৌসুমে একসাথে তিনটি কাজ করতেন।
মানুষ হাসতো।
“ওরা মেয়ে,” তারা বলত।
“ওদের কী ভবিষ্যৎ আছে?”
ড্যানিয়েল কিছু বলতেন না।
তিনি শুধু মেয়েদের পাশে হেঁটে যেতেন।

বছর কেটে গেল। একে একে তারা স্নাতক হলো।
একে একে তারা বৃত্তি পেল।
এবং একে একে … তারা পাড়ি দিল সমুদ্র পেরিয়ে।

২০২৫ — সেই ছবির চল্লিশ বছর পর, বিশ্ব দেখল এক অপ্রত্যাশিত দৃশ্য:
একটি নতুন ছবি — সেই একই মানুষ, এবার একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন—তার তিন মেয়ের সঙ্গে, সবার গায়ে সাদা কোট।
ডাক্তার।
তিনজনই।

যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি কেমন অনুভব করছেন, ড্যানিয়েলের চোখে জল এসে গেল, আর আস্তে করে বললেন:
“আমি তাদের পৃথিবী দিতে পারিনি।
শুধু পৃথিবীকে তাদের আশা কেড়ে নিতে দিইনি।”

তিনি হাত দিয়ে ফসল ফলিয়েছেন —
কিন্তু হৃদয় দিয়ে গড়েছেন ডাক্তার।
আর সেই নীরব মানুষটির ছায়ায়, যাকে পৃথিবী কখনও চিনত না,
তিন কন্যা উঠে দাঁড়াল … আর বদলে দিল পৃথিবীকে।

দুনিয়া কোন দিকে যাচ্ছে, সকালে বিয়ে হয়েছে, সন্ধ্যায় শ্বশুর মাথা ফাটায় দিছে ! #অপরাধ:  শ্বশুরের সামনে বিড়ি ধরাই ছিলো, ৪টা ...
08/08/2025

দুনিয়া কোন দিকে যাচ্ছে, সকালে বিয়ে হয়েছে, সন্ধ্যায় শ্বশুর মাথা ফাটায় দিছে !

#অপরাধ: শ্বশুরের সামনে বিড়ি ধরাই ছিলো,
৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশেন্টকে রেডি করে দিলাম !!

#রোগীর_ভাষ্য : শ্বশুর আমার খালু, আগেও একসাথে বিড়ি খাইছি, বিয়ের পরেই খালু শ্বশুর হয়ে গেছে ।

পানি দামে সিপাহীবাগ আইসক্রিম গলিতে ১২৭৫ স্কয়ার ফিট সম্পূর্ণ নতুন ফ্ল্যাট বিক্রয়।"১১৫৫ স্কয়ার ফিট ১টি নতুন ফ্ল্যাট ও ১...
03/08/2025

পানি দামে সিপাহীবাগ আইসক্রিম গলিতে ১২৭৫ স্কয়ার ফিট সম্পূর্ণ নতুন ফ্ল্যাট বিক্রয়।
"১১৫৫ স্কয়ার ফিট ১টি নতুন ফ্ল্যাট ও ১২০ স্কয়ার ফিট ১টি গাড়ি পার্কিং"

৪৫০০ টাকা স্কয়ার ফিটে ১১০০, ১১২৫ ও ১১৫৫ স্কয়ার ফিটের ১০ টি ফ্ল্যাট বিক্রয় করা হবে।
ভূমির মূল্য ২৩০০ টাকা স্কয়ার ফিট ও নির্মাণ খরচ ২২০০ টাকা স্কয়ার ফিট খরচ হবে।

১৬-২০ ফিট রোড সংলগ্ন ৮-১০ কাঠা প্লটের উপরে ৪ ইউনিটের ৯ তলা বিল্ডিং (জি+৮) এর ২, ৬, ৮ ও ৯ তলায় দক্ষিণ - পূর্ব কর্নারে রোড মুখী ফ্ল্যাটটির অবস্থান।
ফ্ল্যাটের প্রায় ৩ দিক সারাজীবন খোলামেলা থাকবে, নিয়ম অনুযায়ী যায়গা ছাড়া রয়েছে এবং আলো বাতাস সার্বক্ষণিক ফ্ল্যাটের ভিতরে প্রবাহিত হয়।

কমিউনিটি রুমের পাশাপাশি সিঁড়ি, লিফট, বিদ্যুৎ, সোলার প্যানেল-জেনারেটর ও সাব-স্টেশন সহ পানি এবং গ্যাস সংযোগ সুবিধার পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

ঠিকানা : সিপাহীবাগ, আইসক্রিম গলি, খিলগাঁও, ঢাকা ১২১৯

ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ :
৩টি বেডরুম, ৩টি বারান্দা, ৩টি বাথরুম এবং রান্নাঘর, ক্রেতা চাইলে ৪ বেডরুম করা সম্ভব।

ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ফ্যামিলি লিভিং রুম, যা সম্পূর্ণ খোলামেলা এবং আলাদা।
২ টি বেডরুমের সাথে ২ টি বাথরুম ও ২ টি বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

মূল্য তালিকা :
৪৫ অযুতাংশ ভূমি সহ ১১৫৫ ফ্ল্যাটটির মোট প্যাকেজ মূল্য ৫২ লক্ষ ৫০ হাজার টাকা, মূল্য সম্পূর্ণ ফিক্সড
প্রতি স্কয়ার ফিটের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৪৫০০ টাকা,
১১০০ স্কয়ার ফিটের মূল্য দাঁড়াচ্ছে ৫০ লক্ষ টাকা
১২০ স্কয়ার ফিটের একটি গাড়ি পার্কিং মূল্য ৫ লক্ষ টাকা
ইউটিলিটির মূল্য দাঁড়াচ্ছে ৩ লক্ষ টাকা, প্রতিটি ফ্ল্যাটের জন্য প্রযোজ্য হবে।

মিডিয়া পারিশ্রমিক : মোট প্যাকেজ মূল্যের ১%, যা ক্রেতা বহন করবেন, প্রতিটি ভিজিটের ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
যোগাযোগ নাম্বার : +8801711430118 হোয়াটসঅ্যাপ

উত্তর শাহজাহানপুর মেইনরোড সংলগ্ন ১৪৭০ স্কয়ার ফিট সম্পূর্ণ নতুন ফ্ল্যাট বিক্রয়।"১৩৫০ স্কয়ার ফিট ১টি নতুন ফ্ল্যাট, কমন ...
03/08/2025

উত্তর শাহজাহানপুর মেইনরোড সংলগ্ন ১৪৭০ স্কয়ার ফিট সম্পূর্ণ নতুন ফ্ল্যাট বিক্রয়।

"১৩৫০ স্কয়ার ফিট ১টি নতুন ফ্ল্যাট, কমন স্পেস ২০০ স্কয়ার ফিট ও ১২০ স্কয়ার ফিট ১টি গাড়ি পার্কিং"

২০ ফিটের এভিনিউ রোড সংলগ্ন ৫ কাঠা প্লটের উপরে ২ ইউনিটের ৯ তলা বিল্ডিং (জি+৮) এর ৬ ও ৮ তলায় দক্ষিণ - পশ্চিম কর্নার এ পূর্বে রোড মুখী ফ্ল্যাটটির অবস্থান।
ফ্ল্যাটের প্রায় ৩ দিক সারাজীবন খোলামেলা থাকবে, নিয়ম অনুযায়ী যায়গা ছাড়া রয়েছে এবং আলো বাতাস সার্বক্ষণিক ফ্ল্যাটের ভিতরে প্রবাহিত হয়।

কমিউনিটি রুমের পাশাপাশি সিঁড়ি, লিফট, বিদ্যুৎ, সোলার প্যানেল-জেনারেটর ও সাব-স্টেশন সহ পানি এবং গ্যাস সংযোগ সুবিধার পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

ঠিকানা : উত্তর শাহজাহানপুর (আমতলা জামে মসজিদ ও বিশ্বরোড সংলগ্ন) ঢাকা ১২১৭

ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ :
৩টি বেডরুম, ৩টি বড় বারান্দা, ৩টি বাথরুম এবং রান্নাঘর, ক্রেতা চাইলে ৪ বেডরুম করা সম্ভব।

ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ফ্যামিলি লিভিং রুম, যা সম্পূর্ণ খোলামেলা এবং আলাদা।
২ টি বড় বেডরুমের সাথে ২ টি বড় বাথরুম ও ২ টি বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

৫০ অযুতাংশ ভূমি সহ ১৩৫০ ফ্ল্যাটটির মোট প্যাকেজ মূল্য ১.৩৮ কোটি টাকা, মূল্য সম্পূর্ণ ফিক্সড
প্রতি স্কয়ার ফিটের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৯৫০০ টাকা,
১২০ স্কয়ার ফিটের একটি গাড়ি পার্কিং সহ ইউটিলিটির মোট মূল্য দাঁড়াচ্ছে ১০ লক্ষ টাকা

শুধু মাত্র যে কোন একটি ফ্ল্যাটের জন্য এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড় দিয়ে ইহার মোট প্যাকেজ মূল্য দাঁড়াবে ১ কোটি ২০ লক্ষ টাকা , মূল্য সম্পূর্ণ ফিক্সড

মিডিয়া পারিশ্রমিক : মোট প্যাকেজ মূল্যের ১% বা ১ লক্ষ ৩৮ হাজার টাকা, যা ক্রেতা বহন করবেন, যে কোন ক্রেতা প্রতিটি ভিজিট বা ফ্ল্যাট দেখার ক্ষেত্রে ২০০০ টাকা করে সার্ভিস চার্জ প্রধান করত হবে।
যোগাযোগ নাম্বার : +8801711430118 হোয়াটসঅ্যাপ

রামপুরা বনশ্রী ই ব্লক ১৫১৫ স্কয়ার ফিট ১০ বছর ব্যবহৃত খোলামেলা রোড মুখী ফ্ল্যাট বিক্রয়।"১৩৮২ স্কয়ার ফিট ব্যবহৃত ফ্ল্যা...
02/08/2025

রামপুরা বনশ্রী ই ব্লক ১৫১৫ স্কয়ার ফিট ১০ বছর ব্যবহৃত খোলামেলা রোড মুখী ফ্ল্যাট বিক্রয়।

"১৩৮২ স্কয়ার ফিট ব্যবহৃত ফ্ল্যাট, তিতাস গ্যাস সংযোগ সহ এখানে কমন স্পেস প্রায় ২০০ স্কয়ার ফিট রয়েছে ও ১৩৩ স্কয়ার ফিট ১টি বড় গাড়ি পার্কিং"

২০-২৫ ফিট রোড সংলগ্ন ৬ কাঠা প্লটের উপরে ২ ইউনিটের ৮ তলা বিল্ডিং (জি+৭) এর ৬ তলায় উত্তর - পশ্চিম এ রোড মুখী ফ্ল্যাটটির অবস্থান।
ফ্ল্যাটের দক্ষিণ ও উত্তর দিক সারাজীবন খোলামেলা থাকবে, পশ্চিম দিকে যায়গা ছাড়া রয়েছে এবং আলো বাতাস সার্বক্ষণিক ফ্ল্যাটের ভিতরে প্রবাহিত হয়।

কমিউনিটি রুমের পাশাপাশি সিঁড়ি, লিফট, বিদ্যুৎ, সোলার প্যানেল-জেনারেটর ও সাব-স্টেশন সহ পানি এবং তিতাস গ্যাস সংযোগ সুবিধার পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

ঠিকানা : রামপুরা বনশ্রী, ই ব্লক, বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ফরাজী হাসপাতাল সংলগ্ন, থানা রামপুরা, ঢাকা-১২১৯।

৭৫ অযুতাংশ ভুমি সহ ১৩৮২ স্কয়ার ফিট ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ :
৩ টি বেডরুম, ৩ টি বড় বারান্দা, ৩ টি বাথরুম এবং খোলামেলা ডেকোরেশন করা রান্নাঘর।

ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ফ্যামিলি লিভিং রুম, যা সম্পূর্ণ খোলামেলা এবং একত্রে সংযুক্ত।
২ টি বেডরুমের সাথে ২ টি বড় বাথরুম ও ২ টি বড় বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

ফ্ল্যাটটির মাঝেতে ২৪'*২৪' টাইলসের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি সম্পূর্ণ ফিটিংস আধুনিক ও মানসম্মত ডিজাইনের ব্যবহার হয়েছে।

৭০-৭৫ অযুতাংশ ভূমি সহ ১৫১৫ স্কয়ার ফিট ফ্ল্যাটটির মোট প্যাকেজ মূল্য ১ কোটি ৬ লক্ষ টাকা, মূল্য সম্পূর্ণ ফিক্সড
প্রতি স্কয়ার ফিটের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৭০০০ টাকা, এখানে ভূমি মূল্য প্রায় ৮০ লক্ষ টাকার মতো।
১৩৩ স্কয়ার ফিট গাড়ি পার্কিং মূল্য ৬ লক্ষ টাকা এবং ইউটিলিটির মূল্য দাঁড়াচ্ছে মোট ৪ লক্ষ টাকা

মিডিয়া পারিশ্রমিক : মোট প্যাকেজ মূল্যের ১% বা ১ লক্ষ ৬ হাজার টাকা, যা ক্রেতা বহন করবেন।
বিশেষ দ্রষ্টব্য : যে কোন ক্রেতা ফ্ল্যাট দেখা ও সরাসরি মালিকের সাথে বসার ক্ষেত্রে ২০০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
যোগাযোগ নাম্বার : +8801711430118 হোয়াটসঅ্যাপ

মুগদা ওয়াসা রোড সংলগ্ন ১৩৫০ স্কয়ার ফিট দক্ষিণ মুখী ফ্ল্যাট বিক্রয়।"১২৩০ স্কয়ার ফিট ব্যবহৃত ফ্ল্যাট, এখানে কমন স্পেস ...
02/08/2025

মুগদা ওয়াসা রোড সংলগ্ন ১৩৫০ স্কয়ার ফিট দক্ষিণ মুখী ফ্ল্যাট বিক্রয়।

"১২৩০ স্কয়ার ফিট ব্যবহৃত ফ্ল্যাট, এখানে কমন স্পেস প্রায় ১৫০ স্কয়ার ফিট রয়েছে ও ১২০ স্কয়ার ফিট ১টি বড় গাড়ি পার্কিং"

আধুনিক ও মানসম্মত নির্মাণ শৈলী দ্বারা তৈরি সম্পূর্ণ বিল্ডিং টি পাথর এবং বাজারের সর্বোচ্চ মানের রড সহ ইটের ব্যবহার করা হয়েছে।

২০ ফিট রোড সংলগ্ন ৯.৫ কাঠা প্লটের উপরে ৪ ইউনিটের ১০ তলা বিল্ডিং (বি+জি+৯) এর ৪, ৭ ও ৮ তলায় দক্ষিণ ও পূর্বে রোড মুখী ফ্ল্যাটটির অবস্থান।
ফ্ল্যাটের ৩ দিকে সারাজীবন খোলামেলা থাকবে, প্লটের প্রায় চতুর্দিকে যায়গা ছাড়া রয়েছে এবং আলো বাতাস সার্বক্ষণিক ফ্ল্যাটের ভিতরে প্রবাহিত হয়।

বড় কমিউনিটি রুমের পাশাপাশি সিঁড়ি, ২টি বড় লিফট, বিদ্যুৎ, সোলার প্যানেল-জেনারেটর ও সাব-স্টেশন সহ নিজস্ব ডিপ টিউবল দ্বারা পানির সংগ্রহ এবং সিলিন্ডার গ্যাস সংযোগ সুবিধার পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

ঠিকানা : উত্তর মুগদা, ওয়াসা রোড, মদিনা বাগ পাগলচাঁদ হোটেল সংলগ্ন, থানা সবুজবাগ, ঢাকা -১২১৪

---–---------------------

৪৩ অযুতাংশ ভুমি সহ ১২৩০ স্কয়ার ফিট সি টাইপ এ্যাপার্টমেন্টের বিস্তারিত বিবরণ :
৩ টি বেডরুম, ২ টি বারান্দা, ৩ টি বাথরুম এবং খোলামেলা ডেকোরেশন করা রান্নাঘর।

ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ফ্যামিলি লিভিং রুম, যা সম্পূর্ণ খোলামেলা এবং একত্রে সংযুক্ত।
২ টি বেডরুমের সাথে ২ টি বড় বাথরুম ও ২ টি বড় বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

সম্পূর্ণ ফ্ল্যাটটি ডেকোরেশন করা, মেঝেতে ২৪'*২৪' টাইলসের ব্যবহার হওয়ার, পাশাপাশি আধুনিক ও মানসম্মত ডিজাইনের ফিটিংসের ব্যবহার হয়েছে।

সি টাইপ এ্যাপার্টমেন্ট :
৪৩ অযুতাংশ ভূমি সহ ১৩৫০ স্কয়ার ফিট ফ্ল্যাটটির মোট প্যাকেজ মূল্য ৮৬ লক্ষ টাকা, মূল্য সম্পূর্ণ ফিক্সড
প্রতি স্কয়ার ফিটের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৬৫০০ টাকা, গাড়ি পার্কিং ছাড়া ফ্ল্যাটের মূল্য ৮১ লক্ষ টাকা।
১২০ স্কয়ার ফিট গাড়ি পার্কিং মূল্য ৫ লক্ষ টাকা এবং ইউটিলিটি মূল্য দাঁড়াচ্ছে ৩ লক্ষ টাকা

---–---------------------

এ টাইপ এ্যাপার্টমেন্ট :
৪৩ অযুতাংশ ভুমি সহ ১২১০ স্কয়ার ফিট রোড মুখী ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ :
৩ টি বেডরুম, ২ টি বারান্দা, ৩ টি বাথরুম এবং খোলামেলা ডেকোরেশন করা রান্নাঘর।

ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ফ্যামিলি লিভিং রুম, যা সম্পূর্ণ খোলামেলা এবং একত্রে সংযুক্ত।
২ টি বেডরুমের সাথে ২ টি বড় বাথরুম ও ২ টি বড় বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

৪৩ অযুতাংশ ভূমি সহ ১৩৩০ স্কয়ার ফিট ফ্ল্যাটটির মোট প্যাকেজ মূল্য ৭৩ লক্ষ ৫৫ হাজার টাকা, মূল্য সম্পূর্ণ ফিক্সড
প্রতি স্কয়ার ফিটের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৫৫০০ টাকা, গাড়ি পার্কিং ছাড়া ফ্ল্যাটের মূল্য ৭০ লক্ষ টাকা।
১২০ স্কয়ার ফিট গাড়ি পার্কিং মূল্য ৪ লক্ষ টাকা এবং ইউটিলিটি মূল্য দাঁড়াচ্ছে ৩ লক্ষ টাকা

---–---------------------

মিডিয়া পারিশ্রমিক : মোট প্যাকেজ মূল্যের ১% বা ৮৬ হাজার টাকা, যা ক্রেতা বহন করবেন।
বিশেষ দ্রষ্টব্য : যে কোন ক্রেতা ফ্ল্যাট দেখা ও সরাসরি মালিকের সাথে বসার ক্ষেত্রে ২০০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
যোগাযোগ নাম্বার : +8801711430118 হোয়াটসঅ্যাপ

রামপুরা বনশ্রী এ ব্লক দক্ষিণ মুখী ১৩৭০ স্কয়ার ফিট ৩ বছর ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয়।"১২৫০ স্কয়ার ফিট ১টি প্রায় নতুন ফ্ল্য...
02/08/2025

রামপুরা বনশ্রী এ ব্লক দক্ষিণ মুখী ১৩৭০ স্কয়ার ফিট ৩ বছর ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয়।

"১২৫০ স্কয়ার ফিট ১টি প্রায় নতুন ফ্ল্যাট, কমন স্পেস ১৫০ স্কয়ার ফিট ও ১২০ স্কয়ার ফিট ১টি গাড়ি পার্কিং"

২০-২৫ ফিটের রোড সংলগ্ন ৫ কাঠা প্লটের উপরে ২ ইউনিটের ৭ তলা বিল্ডিং (জি+৬) এর ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ তলায় দক্ষিণ এ রোড মুখী ফ্ল্যাটটির অবস্থান।
২০২১ সালে হস্তান্তর হওয়া ফ্ল্যাটের প্রায় চতুর্দিকেই সারাজীবন খোলামেলা থাকবে, নিয়ম অনুযায়ী যায়গা ছাড়া রয়েছে এবং আলো বাতাস সার্বক্ষণিক ফ্ল্যাটের ভিতরে প্রবাহিত হয়।

কমিউনিটি রুমের পাশাপাশি সিঁড়ি, লিফট, বিদ্যুৎ, সোলার প্যানেল-জেনারেটর ও সাব-স্টেশন সহ পানি এবং গ্যাস সংযোগ সুবিধার পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

ঠিকানা : রামপুরা বনশ্রী এ ব্লক এভিনিউ রোড সংলগ্ন, থানা রামপুরা, ঢাকা।

১২৫০ স্কয়ার ফিট ফ্ল্যাটটির বিস্তারিত বিবরণ :
৩টি বেডরুম, ৩টি বারান্দা, ৩টি বাথরুম এবং রান্নাঘর, ক্রেতা চাইলে ৪ বেডরুম করা সম্ভব।

ড্রয়িং রুম ও ডাইনিং রুম সহ ফ্যামিলি লিভিং রুম, যা সম্পূর্ণ খোলামেলা এবং একত্রে সংযুক্ত।
২ টি বড় বেডরুমের সাথে ২ টি বড় বাথরুম ও ২ টি বড় বারান্দা সংযুক্ত এবং ডাইনিং রুমের সাথে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত।

৭০ অযুতাংশ ভূমি সহ ১৩৫০ স্কয়ার ফিট ফ্ল্যাটটির মোট প্যাকেজ মূল্য ৯০ লক্ষ ২৫ হাজার টাকা, মূল্য সম্পূর্ণ ফিক্সড
প্রতি স্কয়ার ফিটের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৬৫০০ টাকা, এখানে ফ্ল্যাটের সাথে ৭০ অযুতাংশ ভূমির মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা
একটি গাড়ি পার্কিং এর মূল্য ৬ লক্ষ টাকা এবং ইউটিলিটির মূল্য ৪ লক্ষ টাকা

মিডিয়া পারিশ্রমিক : বিক্রয়ের মোট মূল্যের ১% বা ১ লক্ষ টাকা মিডিয়া পারিশ্রমিক হিসেবে প্রধান করতে হবে, যা ক্রেতা বহন করবেন, প্রতিটি ভিজিটের ক্ষেত্রে ২০০০ টাকা এবং কাগজ পত্র নেওয়ার ক্ষেত্রে ১০ হাজার টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
যোগাযোগ নাম্বার : +8801711430118 হোয়াটসঅ্যাপ

জমিদারের নাতি পুতিরা একটা প্রবাদ বাক্য আছে "সংঘ দোষে লোহা ভাসে"
02/08/2025

জমিদারের নাতি পুতিরা
একটা প্রবাদ বাক্য আছে
"সংঘ দোষে লোহা ভাসে"

৬০ টাকা নিয়ে শহরে, এখন ৪৫টি কাচ্চি রেস্টুরেন্টের মালিকশাহাবুদ্দীন তালুকদার ২০০১ সালে বাবার দেওয়া ৬০ টাকা নিয়ে বরিশাল থেক...
01/08/2025

৬০ টাকা নিয়ে শহরে, এখন ৪৫টি কাচ্চি রেস্টুরেন্টের মালিক

শাহাবুদ্দীন তালুকদার ২০০১ সালে বাবার দেওয়া ৬০ টাকা নিয়ে বরিশাল থেকে চট্টগ্রাম এসেছিলেন কাজের সন্ধানে। তখন বয়স মাত্র ১৫/১৬ বছর।সেই শাহাবুদ্দীন তালুকদার এখন সমগ্র চট্টগ্রাম বিভাগে প্রসিদ্ধ ৪৫টি কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্টের মালিক। তার ছোট অপর এক ভাইকে সাথে নিয়ে সমগ্র চট্টগ্রামে গড়েছেন কাচ্চি বিরিয়ানির সম্রাজ্য।
দুবেলা খাবার খরচের জন্য দৈনিক মাত্র ২৫ টাকার বিনিময়ে চট্টগ্রামের নিউমার্কেটে একটি টেইলারিং শপে কাজ শুরু করেন। সময় পেরিয়েছে মাত্র ২২ বছর।

বর্তমানে ৩৮ বছর বয়সী হাজী শাহাবুদ্দীন তালুকদার তার হার না মানা জীবনের গল্প শুনিয়েছেন রাইজিংবিডির কাছে।

হাজী মো. শাহাবুদ্দীন তালুকদার জানান, তার দেশের বাড়ি বরিশাল জেলার মুলাদি ইউনিয়নে। তার এক এক মামা চট্টগ্রামে টেইলার মাস্টার হিসেবে কাজ করতেন। সেই সুবাদে ১৫/১৬ বছর বয়সে চট্টগ্রামে এসে কোন কাজ শেখা বা কর্মজীবন শুরু করার পরিকল্পনা করেন। ২০০১ সালে তিনি বাবার কাছ থেকে মাত্র ৬০ টাকা নিয়ে চট্টগ্রামে চলে আসেন। চট্টগ্রামে এসে তিনি মামার সহায়তায় চট্টগ্রামের নিউ মার্কেটের সৌদিয়া বোরকা হাউজে নামের একটি দোকানে টেইলারিং কাজ শিখতে শুরু করেন। কোন ধরনের মাসিক বেতন ছাড়া দৈনিক খাবার খরচ বাবদ ২৫ টাকার বিনিময়ে সৌদিয়া বোরকা হাউজে টানা দেড় বছর কাজ শিখেন তিনি। এই দেড় বছর সময়ে শুধুমাত্র আলু ভর্তা আর ডাল দিয়েই ভাত খেয়ে কাটিয়ে দিয়েছেন মাসের পর মাস।

হাজী শাহাবুদ্দীন তালুকদার বলেন, টেইলারিং শপে কাজ শিখতে শিখতেই স্বপ্ন বুনতে শুরু করেছিলাম। আমি ভাবতে শুরু করেছিলাম এই টেইলারিং-এর কাজ দিয়ে আমার কিছুই হবে না। আমাকে নতুন কিছু করতে হবে। দেড় বছর টেইলারিং শপে কাজ শেখার পর একই মার্কেটের ইরানী বোরকা হাউস নামের অপর একটি বোরকার দোকানে মাসিক ২৫০০ টাকা বেতনে চাকরি শুরু করি। এখানে কাজ করতে করতে বেতনও কিছু বৃদ্ধি পায়। কিছু টাকাও সঞ্চয় হয়।

এভাবে টানা ৬ বছর চাকরি করে নিজের কিছু সঞ্চয় আর স্বজনদের কাছ থেকে ধারকর্জ করে ২০০৮ সালে চট্টগ্রামের আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারে নিজেই একটি বোরকার দোকান শুরু করেন। এর তিন মাসের মাথায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় কিং অব পরীস্থান নামক মার্কেটের নিচে একটি ছোট্ট বিরিয়ানির দোকান শুরু করেন। নাম দেন ‘হাজী বিরিয়ানি’। এক লাখ টাকা বিনিয়োগে শুরু করা হাজী বিরিয়ানির এই দোকান রীতিমতো কপাল খুলে দেয় হাজী শাহাবুদ্দীন তালুকদারের।

স্বাদের ভিন্নতা ও খাবারের বৈচিত্রতায় শাহাবুদ্দীনের বিরিয়ানির চাহিদা ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় ঢাকা থেকে ছোটভাই মিন্টু তালুকদারকেও নিয়ে আসেন চট্টগ্রামে। দুই ভাই মিলে শুরু করেন বিরিয়ানির ব্যবসা। সেই ২০০৮ সালের পর থেকে এই দুই ভাইকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বছর বছর প্রসিদ্ধ আর সমৃদ্ধ হতে থাকে হাজী শাহাবুদ্দীনের বিরিয়ানির ব্যবসা। বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লাসহ সমগ্র চট্টগ্রাম বিভাগে হাজী শাহাবুদ্দীন তালুকদার ও হাজী মিন্টু তালুকদারের রয়েছে ৪৫টি কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্ট। এর মধ্যে চট্টগ্রাম নগরীতেই আছে ২২টি বিরিয়ানির রেস্টুরেন্ট।

হাজী শাহাবুদ্দীন তালুকদার ও হাজী মিন্টু তালুকদারের মালিকানাধীন মোট ৪টি ব্র্যান্ডে কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্ট রয়েছে। এগুলো হলো কাচ্চি ডাইন, কাচ্চির সম্রাট, হাজী বিরিয়ানি, হাজী কাচ্চি ঘর। ৪টি ব্র্যান্ড নামে অর্ধশত রেস্টুরেন্টে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন এই দুই ভাই।

তাদের রেস্টুরেন্টগুলোতে যেসব খাবার বিক্রি হয় তার মধ্যে অন্যতম হলো কাচ্চি বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, আখনি বিরিয়ানি ইত্যাদি। এছাড়া বাদাম শরবত, বোরহানি, ফিরনি, জর্দাসহ নানা পদের খাবার রয়েছে রেস্টুরেন্টে।

একেবারে অভিজাত শ্রেণির মানুষদের পাশাপাশি সব শ্রেণিপেশার মানুষের খাবার ও পরিবেশ উপযোগী বিরিয়ানির রেস্টুরেন্ট গড়ে তুলেছেন হাজী শাহাবুদ্দীন তালুকদার। তার রেস্টুরেন্টগুলোতে দৈনিক ২শ থেকে ৩শ ডেক পর্যন্ত বিরিয়ানি তৈরি ও বিক্রি হয়। দিনের খাবার দিনেই বিক্রি হয়। বাসি কোনো খাবার বিক্রি করেন না তারা। বিক্রি অবশিষ্ট থাকলে সেগুলো দান করে দেন। এছাড়া তার প্রতিটি রেস্টুরেন্টের উদ্বোধন শুরু হয় এতিমখানার ছাত্রদের কাচ্চি বিরিয়ানিতে আপ্যায়নের মধ্যে দিয়ে।

তার এই সাফল্যের কারণ জানাতে গিয়ে হাজী শাহাবুদ্দীন তালুকদার বলেন, আমার সততা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়াই আমার শক্তি। আমি রাত-দিন পরিশ্রম করেছি। এখনো করে যাচ্ছি। এই পরিশ্রমের ফলে প্রতিমাসেই দেশের কোন না কোনস্থানে আমার নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, দেশ ছাড়িয়ে দেশের বাইরেও হাজী বিরিয়ানি, হাজী কাচ্চি ঘর কিংবা কাচ্চির সম্রাটকে নিয়ে যেতে চাই। বর্তমানে দুবাইতে কাচ্চির সম্রাট চালু করার প্রক্রিয়া চলছে বলেও জানান।

ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার। দুই ছেলেই মাদ্রাসায় পড়াশোনা করছে। একমাত্র মেয়ে এখনো পড়াশোনা শুরু করেনি।

Address

Taltola, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when K M A Taher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K M A Taher:

Share

K M A Taher

Chief Photographer: K M A Taher Premium Wedding Photography & Cinematography Package Details: fb.com/kmataher.photography/shop Youtube Channel: youtube.com/kmataher Booking or Information: +88 01711 430 118, +88 01721 040 814 (whatsapp & Imo)

Office: 6A - 5th Floor, 383 Razzak Plaza, Moghbazar Chowrasta, Romna, Dhaka 1217.

Kaniz Plaza (2th Floor), Zindabazar, Sylhet 3100.