K M A Taher

K M A Taher Chief Photographer, Chief Cinematographer & Chief Editor
(956)

6 PROFESSIONAL COMBO PHOTO & VIDEO PACKAGE:

1 Chief Photographer 1 Drone Pilot
2 Senior Photographer & 2 Senior Cinematographer

Tools to Use and Their Benefits:
Professional DSLR/Mirrorless Camera with Quick Setup Softbox
Studio Portrait Light Setup, Tripod & Gimbal
Unlimited Group/Portrait Pictures & 60p Cinematic Video Record
Professional Drone Video Recording
Working Duration: 4-6

hours of Story Type Shooting
Delivery System:
RAW Photo & Video Footage Delivered in 24 Hours/1 Day
Photo and video editing will be delivered within 7 to 30 working days
Photo: 200 Selected Pictures Will Be Edited
Video: Cinematic 1080p 60p Video Editing
30-60 Minutes Edited Movie with Selected Songs
3-5 Minutes Promo Of The Full Event

BUY ONE GET ONE FREE
2 Senior Photographer & 1 Senior Cinematographer

Package 01
Regular Price: 50000 BDT
Offer Price: 24,999 BDT

Package 02
Regular Price: 60000 BDT
Offer Price: 29,999 BDT

BUY ONE GET ONE FREE WITH THIS OFFER
(That means if you buy a package you get a package completely free, like booking a wedding the yellow ceremony is free.) This service will be applicable for your social and family events for six months
______________________________________________________

50% PERCENT DISCOUNT ON ALL OUR PACKAGES AS WELL AS BUY ONE GET ONE FREE

অস্ত্রোপচারের মাঝপথে হঠাৎই মাথা ঘুরে উঠল ডা. বাসুতের।আগের দিন খাবারে বিষক্রিয়া হয়েছিল, শরীর দুর্বল, রক্তচাপও নামতে শুরু ...
15/10/2025

অস্ত্রোপচারের মাঝপথে হঠাৎই মাথা ঘুরে উঠল ডা. বাসুতের।

আগের দিন খাবারে বিষক্রিয়া হয়েছিল, শরীর দুর্বল, রক্তচাপও নামতে শুরু করেছে। কিন্তু সামনে তখন খোলা পেট, জীবন্ত মানুষ—যার জীবন নির্ভর করছে তাঁর হাতের নিখুঁত একেকটা কাটের উপর।

থেমে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সময় ছিল না।

তিনি চেয়ারে বসে নিজের পায়ে স্যালাইন লাগালেন, হাত কাঁপছিল, তবু চোখের মনোযোগ একচুলও সরেনি অপারেশন টেবিল থেকে।

ঘণ্টার পর ঘণ্টা টানা পরিশ্রমের পর অপারেশন সফলভাবে শেষ।

নার্সরা তখন বিস্ময়ে স্তব্ধ—এমন দৃশ্য তারা জীবনে দেখেনি।

ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সবাই বলল—

“এই মানুষটাই আসল হিরো!”

কিন্তু ডা. বাসুত শুধু হালকা হেসে বললেন—

“আমি নায়ক নই। আমি শুধু আমার দায়িত্ব করেছি। যে কেউ আমার জায়গায় থাকলে এমনটাই করত।”

এই একটুকু বাক্যেই বোঝা যায়—

চিকিৎসা শুধু পেশা নয়, এটা এক অঘোষিত ত্যাগের নাম।

জীবন বাঁচানোর মঞ্চে ডাক্তাররাই সবচেয়ে নীরব যোদ্ধা।

আমরা ভাবি, কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক এর উল্টোটা! এটি কানের ময়লাকে ঠেলে কানের পর্দার আরও কাছে নিয়...
15/10/2025

আমরা ভাবি, কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক এর উল্টোটা! এটি কানের ময়লাকে ঠেলে কানের পর্দার আরও কাছে নিয়ে যায়, যা সাধারণ প্রক্রিয়ায় আর বেরিয়ে আসতে পারে না। ফলাফল?

১. ময়লা জমতে জমতে কানের ভেতরে শক্ত জট (Impacted Wax) তৈরি হয়, যা আপনার শোনার ক্ষমতা কমিয়ে দেয় এবং কানে তীব্র ব্যথা হতে পারে।

২. কানের ভেতরের ত্বক অত্যন্ত সংবেদনশীল। কটন বাডের সামান্য আঘাতেও সেখানে ঘা হতে পারে। এই ক্ষত থেকে রক্তপাত, চুলকানি এবং মারাত্মক ইনফেকশন (Otitis Externa) হওয়ার ঝুঁকি থাকে।

৩. অসাবধানতাবশত সামান্য জোরে খোঁচা লাগলেই কানের পর্দা ফেটে যেতে পারে। মারাত্মক ক্ষেত্রে, এটি কানের ভেতরের সূক্ষ্ম হাড়গুলোকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে, যা আপনাকে সাময়িক বা এমনকি স্থায়ীভাবে বধির করে দেওয়ার জন্য যথেষ্ট!

বিশেষজ্ঞদের মতে, আমাদের কানের ময়লা বা খোল (Earwax) আসলে কানের সুরক্ষা কবচ। এটি বাইরে থেকে ময়লা ও ব্যাকটেরিয়াকে ভেতরে ঢুকতে বাধা দেয়। কান প্রাকৃতিক নিয়মেই নিজে থেকে পরিষ্কার হয়ে যায়, তাই আলাদা করে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই।

এরপরও কানে বেশি অস্বস্তি হলে বা কম শুনলে, নিজে চিকিৎসা না করে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

মিস্ত্রি বলছে এভাবে করে ডালাই দিলে ঠিক হয়ে যাবে
11/10/2025

মিস্ত্রি বলছে এভাবে করে ডালাই দিলে ঠিক হয়ে যাবে

জীবনের ভালো শিক্ষা নিতে আমরা বাচ্চাদের স্কুলে পাঠাই, কিন্তু এখন বাবার টাকা নেই বলে ছেলেটির সাথে এমন বেআইনি নির্যাতন কখনো...
10/10/2025

জীবনের ভালো শিক্ষা নিতে আমরা বাচ্চাদের স্কুলে পাঠাই, কিন্তু এখন
বাবার টাকা নেই বলে ছেলেটির সাথে এমন বেআইনি নির্যাতন কখনোই গ্রহণযোগ্য নয়।

পরীক্ষার ফি প্রদানের জন্য বাচ্চার সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়।
দেশ ও দেশের মানুষের প্রতি আমার বিশেষভাবে আবেদন, এদের দ্রুত শিক্ষা দেওয়া জন্য আবারো স্কুলে ভর্তি করিয়ে দিবেন ও স্কুল থেকে বহিষ্কার করা উচিত।

সাবধান সময় থাকতে সচেতন হন ...একই গাড়ি, একই দুর্ঘটনা, কেউই সিটবেল্ট পরেনি…তবুও ফলাফল তিনজনের একেকরকম বামে বসা ব্যক্তি পা...
09/10/2025

সাবধান সময় থাকতে সচেতন হন ...

একই গাড়ি, একই দুর্ঘটনা, কেউই সিটবেল্ট পরেনি…
তবুও ফলাফল তিনজনের একেকরকম

বামে বসা ব্যক্তি পা ক্রস করে বসেছিলেন
দুর্ঘটনায় দুই পা’ই চূর্ণবিচূর্ণ।
মাঝে বসা ব্যক্তি স্বাভাবিকভাবে বসেছিলেন গুরুতর আঘাত পেয়েছেন, কিন্তু বেঁচে গেছেন।
ডানে বসা ব্যক্তি পা রেখেছিলেন ড্যাশবোর্ডের ওপর এয়ারব্যাগ খুলতেই হাড় ভেঙে গিয়ে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে।

একই মুহূর্তে, তিনজন মানুষ
তিনটা ভিন্ন ভাগ্য।
এবং সবকিছুর কারণ শুধু একটা
“সিটবেল্ট না পরা” এবং “ভুল বসার অভ্যাস”।

মনে রাখুন:
এয়ারব্যাগ আপনাকে বাঁচাবে না যদি আপনি ঠিকভাবে না বসেন।

পা ড্যাশবোর্ডে রাখা মানেই বিপদকে নিজের মুখোমুখি বসানো।
সিটবেল্ট মানে জীবনরক্ষার শেষ ঢাল।

আপনি হয়তো ভালো ড্রাইভার, কিন্তু অন্যরা নয়।
এক সেকেন্ডের অবহেলা আপনার সারা জীবনের কষ্ট হয়ে ফিরতে পারে।

সিটবেল্ট বাঁধুন
কারণ আপনি শুধু নিজের নয়, প্রিয়জনেরও দায়িত্বে আছেন।

এই পোস্টটি শেয়ার করুন
হয়তো আপনার একটা শেয়ার কারও জীবন বাঁচিয়ে দিতে পারে।

ভিতরে ফিটফাট উপরে সদরঘাট। ডায়লগ উল্টো হয়ে গেলো।
07/10/2025

ভিতরে ফিটফাট উপরে সদরঘাট। ডায়লগ উল্টো হয়ে গেলো।

২০১৫ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার এক খনিতে ৩.৫ কিলোমিটার নিচে কাজ করছিলেন ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ড্যানিয়েল ডি ওয়েট...
07/10/2025

২০১৫ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার এক খনিতে ৩.৫ কিলোমিটার নিচে কাজ করছিলেন ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ড্যানিয়েল ডি ওয়েট।
তিনি একটি বাঁধ বা জলাধারের কাদা পরিষ্কার করছিলেন। এজন্য হাতে ছিল একটি লম্বা ধাতব রড বা ক্রোবার।

হঠাৎ কাজের সময় পা পিছলে পড়ে যান তিনি
আর তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা!
৫ ফুট লম্বা সেই লোহার রডটি তাঁর শরীর ভেদ করে ঢুকে যায়
কুঁচকি দিয়ে প্রবেশ করে কাঁধের নিচ দিয়ে বেরিয়ে আসে!

সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে খনি থেকে উপরে তোলে এবং হাসপাতালে নিয়ে যায়।
সেখানে সার্জনরা কয়েক ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বিশাল ধাতব রডটি সাবধানে বের করেন।

রডটি তাঁর একটি কিডনি সম্পূর্ণ নষ্ট করে দেয় এবং ছোট অন্ত্রে মারাত্মক ক্ষতি করে।
তবুও অবিশ্বাস্যভাবে তিনি প্রাণে বেঁচে যান এবং দ্রুত সেরে ওঠেন।

মাত্র ১৯ দিন পরই হাসপাতাল থেকে ছাড়া পান এই সাহসী মানুষটি।
এক কথায় এ যেন মৃত্যু মুখ থেকে ফিরে আসার গল্প!

দাদির প্রতি ভালবাসা ও শ্রদ্ধা থেকে অনুপ্রাণিত হয়ে এক চীনা যুবক টানা ২০ বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে  নির্মাণ করেছেন এক...
07/10/2025

দাদির প্রতি ভালবাসা ও শ্রদ্ধা থেকে অনুপ্রাণিত হয়ে এক চীনা যুবক টানা ২০ বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে নির্মাণ করেছেন এক বিস্ময়কর শিল্পকর্ম- ‘স্কাই ল্যাডার’ বা ‘আকাশ সিঁড়ি’।

পুরো সিঁড়িটি নির্মাণ করা হয়েছে আতশবাজি দিয়ে, যা জ্বলে ওঠে দাদির স্মরণে। প্রতিবছর রাতে যখন এই আতশবাজিগুলো আকাশ আলোকিত করে, তখন তা প্রতীকীভাবে প্রকাশ করে দাদি ও নাতির আত্মিক সংযোগ- পৃথিবী থেকে আকাশে পৌঁছানোর এক ভালোবাসার সেতু।

প্রকল্পটি কেবল শিল্প ও প্রযুক্তির নয়, বরং গভীর মানবিক অনুভূতি ও পারিবারিক শ্রদ্ধার প্রতীক। দুই দশক ধরে চলা এই কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন— ভালোবাসা, ধৈর্য ও স্মৃতি মানুষকে কতদূর নিয়ে যেতে পারে।

তার এই আকাশমুখি শ্রদ্ধার সিঁড়ি যেন প্রমাণ করে- মৃত্যু শুধু শরীরের শেষ, সম্পর্কের নয়।

হায়রে প্রবাস জীবন …ইতালি প্রবাসী সাইদুর মোল্লা (সিলেটের কানাইঘাটের সন্তান) ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা...
06/10/2025

হায়রে প্রবাস জীবন …
ইতালি প্রবাসী সাইদুর মোল্লা (সিলেটের কানাইঘাটের সন্তান) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

প্রবাসে কত স্বপ্ন নিয়ে মানুষ দেশ ছাড়ে, পরিবারকে সুখ দেওয়ার আশায় দিনরাত পরিশ্রম করে। কিন্তু হঠাৎ এভাবে মৃত্যুর খবর শুনতে হয়—অতটা কষ্টের আর কিছু নেই।

আজ সাইদুর ভাই, কাল যে কারো হতে পারে।
প্রবাসে থাকা প্রতিটি ভাই-বোনের জন্য দোয়া করি — আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, আর সুন্দরভাবে দেশমুখী করেন। আমিন

বাবা নেইবাবা আর ফিরবেন না কোনদিন, এই অপূর্ণতা কোনদিন পূরণ হওয়ার নয়।বাবাকে নিয়ে  লেখার কিছু নেই, সন্তানের জীবনে বাবার ...
06/10/2025

বাবা নেই
বাবা আর ফিরবেন না কোনদিন, এই অপূর্ণতা কোনদিন পূরণ হওয়ার নয়।

বাবাকে নিয়ে লেখার কিছু নেই, সন্তানের জীবনে বাবার অবদান কেউ লিখে শেষ করতে পারবে না, বাবা তুমি পৃথিবীর সবার চেয়ে ভিন্ন ...

মৃত্যু চরম সত্য, কিন্তু হারানোর ব্যথাটা সে বুঝে যে হারিয়েছে, বিশেষ করে আমরা যারা অল্প বয়সে বাবা হারিয়েছি তারা'ই বুঝি বাবার ছায়া তাদের জীবনে কতটা নির্ভর যোগ্যতা পেতো বা অবদান ...

আমার বাবা ও মা সহ সব কবর বাসী বাবাদের যেন আল্লাহ্ পাক জান্নাতের সবোর্চ্চ মাকাম দান করেন, আমীন

অনেকক্ষণ বাসটি যাত্রী ছাউনীতে দাঁড়িয়ে লোকজন খুঁজতেছিলকিন্তু কেউ যেতে রাজি হলো না, বিষয়টি কেন হলো বুঝলাম না ...
06/10/2025

অনেকক্ষণ বাসটি যাত্রী ছাউনীতে দাঁড়িয়ে লোকজন খুঁজতেছিল
কিন্তু কেউ যেতে রাজি হলো না, বিষয়টি কেন হলো বুঝলাম না ...

05/10/2025

সৌদি আরবের একটি কফি হাউজের ভিসা বিক্রয় বিজ্ঞপ্তি।
মোট প্যাকেজ মূল্য : ৪ লক্ষ টাকা, মেডিকেল খরচ কাষ্টমার বহন করবেন।
আসা যাওয়া সহ থাকার খরচ কোম্পানি বহন করবে।

১০০% নিশ্চিত ভিসা, মাসিক বেতন : ১৫০০ সৌদি রিয়াল।
ঢাকা অফিস : খিলগাঁও, তালতলা মার্কেট, সিলেট অফিস : উপশহর, ই ব্লক।
মোবাইল : 01711-430118 WhatsApp

Address

Taltola, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when K M A Taher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K M A Taher:

Share

K M A Taher

Chief Photographer: K M A Taher Premium Wedding Photography & Cinematography Package Details: fb.com/kmataher.photography/shop Youtube Channel: youtube.com/kmataher Booking or Information: +88 01711 430 118, +88 01721 040 814 (whatsapp & Imo)

Office: 6A - 5th Floor, 383 Razzak Plaza, Moghbazar Chowrasta, Romna, Dhaka 1217.

Kaniz Plaza (2th Floor), Zindabazar, Sylhet 3100.