MH Hasan

MH Hasan আল্লাহকে বিশ্বাস করুন এবং প্রিয় নবী সাঃ এর আদর্শ লালন করুন 💝

৮০,০০০ বছরে একবার দেখা যাওয়া ধুমকেতু এবং কক্সবাজার এক ফ্রেমে!ধুমকেতু C/2023 A3 (Tsuchinshan-ATLAS) এর এই ছবিটি কক্সবাজার...
19/10/2024

৮০,০০০ বছরে একবার দেখা যাওয়া ধুমকেতু এবং কক্সবাজার এক ফ্রেমে!

ধুমকেতু C/2023 A3 (Tsuchinshan-ATLAS) এর এই ছবিটি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে তুলেছে জুবায়ের কাওলিন নামক এক চিত্র গ্রাহক৷ ছবিটি তোলা হয়েছে ১৪ অক্টোবর৷ ছবিটি রাতে তোলা হলেও চাঁদের উজ্জ্বল্য বেশি থাকায় এবং লং এক্সপোজারে ছবি তোলায় মনে হচ্ছে যেন দিনে তোলা হয়েছে৷

ধুমকেতুটি খুবই বিরল৷ এবং নাসার মতে ৮০০০০ বছরের আগে এই ধুমকেতুটি আর দেখা যাবে না!

05/08/2024

৩৬ শে জুলাই ২০২৪...

বাংলাদেশে স্বৈরাচার মুক্তি দিবস❤️

05/08/2024

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! ফালিল্লাহিল হা’মদ। শোকর ইয়া রব! হাজার কোটি শোকর!

আমরা স্বাধীন! মুক্ত! বাঁধাহীন! ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বিশ্বাস হচ্ছে না 💚💚😥😥

আরিফ আজাদ

ভোর ৫ টায় ঘুম থেকে উঠে নামাজ পড়লেন আর বাজার করলেন।তারপর নাস্তা করে কাজে গেলেন দেখলেন ঘড়িতে ৯ টা বাজে।মনের অজান্তেই বলে উ...
20/05/2024

ভোর ৫ টায় ঘুম থেকে উঠে নামাজ পড়লেন আর বাজার করলেন।তারপর নাস্তা করে কাজে গেলেন দেখলেন ঘড়িতে ৯ টা বাজে।মনের অজান্তেই বলে উঠলেন এত তাড়াতাড়ি নয়টা বেজে গেলো!

একটু ভাবুন তো,এই ৪ ঘন্টা আসলে কি! জানেন এই ৪ ঘন্টা আপনার হায়াত থেকে কমে গেলো আরো সহজভাবে বললে আপনার মৃত্যুর সময় আরো ৪ ঘন্টা এগিয়ে আসল!!!

আপনি ভোর ৫ টায় উঠুন বা সকাল নয়টায়, নামাজ পড়ুন বা না পড়ুন সময় অতিবাহিত হবেই।আপনি চাইলেও হাজার চেষ্টায় ১ সেকেন্ড ফিরিয়ে আনতে পারবেন না। মৃত্যু আসবেই এবং তার গতি অনেক বেশি।

আমার পরিচিত এক ভদ্রলোকের বেতন মাসে আড়াইলাখ টাকা। অথচ ওনার নাকি তারপরও অনেক কিছুর অভাব এখনও শুধু বাড়ি করছে একটা এখন দরকার একটা নিউ মডেলের পাজেরো গাড়ি... ওনার ওয়াইফ আবার প্যারালাইজড আর ওনি ডায়বেটিস এ ভুগছেন চাইলেই মনের মত খাবার খেতে পারেন না।

আমাদের ক্লাসের লাস্ট বেন্ঞের ছেলেটা এখন বড় নেতা। ও এসএসসিতে ২.৭৮ পাইছিল। এখন তার পিছনে সবসময় একশখানেক ছেলে ঘুরাঘুরি করে। জিরো থেকে হিরো হয়ে গেলেও তার শুধুই টাকার নেশা আর সামনে আরো বড় নেতা হওয়ার জন্য যা কিছু করার করতেছে।সুখ আর বিলাসিতার খোঁজ নিরলসভাবে করে গেলেও জুমা ছাড়া তেমন নামাজ আদায় হচ্ছে না তার।যদিও তার হায়াত ক্ষমতা আর সুখের খোঁজেই শেষ হয়ে যাচ্ছে!!!

আমার এক কাকা হজ্জ করে আসছেন একবছরের মত হবে।কাল সকালে ওনাকে দেখলাম নিজের বড় বোনকে গালমন্দ করতে বোনের দোষ পৈতৃক সম্পত্তির সঠিক ভাগ দাবি করা।আমার কাকা নিষ্পাপ হয়েও যেন আবার পাপী হতে চলেছেন শুধু সুখের জন্য...

শহরে সারাদিন কাজ করে ৬০০ টাকা কামানো লোকটা গাছের নিছে রাত কাটিয়ে ৫০০ টাকা গ্রামে পরিবারের জন্য পাঠানোর পর পরেরদিন আবার কাজে যায়।নিজের সুখ বিসর্জন দিচ্ছে শুধু পরিবারের সুখের জন্য....

এই পৃথিবীতে সবাই সুখের খোঁজেই পাপ আর পূণ্য করছে...যদিও প্রত্যাশিত সুখের বেশিরভাগই দুনিয়াবি। মেহমানের জন্য বাজার করতে বের হওয়া মানুষটা যখন মেহমান এলেও নিজে চিরদিনের জন্য আর ফিরেনা তার সুখের খোঁজ ওখানেই শেষ হয়ে যায়...

পৃথিবী যদি এতই সুখের হতো তাহলে মহান আল্লাহ তাআ'লা আদম আর হাওয়াকে শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠাতো না নিশ্চয়ই... তাছাড়াও ইসলামের দৃষ্টিতে পৃথিবীকে মূলত মানুষের পরীক্ষার স্থান হিসেবে বলা হয়েছে যার ফলাফল পরকালে মানুষ ভোগ করবে....

ইংরেজিতে একটা দারুন প্রবাদ আছে.....

" Strange! we are finding peace
where Adam and Eve were sent for punishment " 🖤

এই সূরাসমূহ ..নামাজ পড়ার সময় আপনার উপকারে আসবে.... ❤️
19/05/2024

এই সূরাসমূহ ..নামাজ পড়ার সময় আপনার উপকারে আসবে.... ❤️

মহিলার নাম য়শিদা। হিরোশিমার যেখানে বোমা পড়েছিল তাঁর পাশেই একটা রেস্টুরেন্ট এ চাকুরী করেন। ওয়েটার হিসাবে। দুপুরে ২ টা মাত...
15/05/2024

মহিলার নাম য়শিদা। হিরোশিমার যেখানে বোমা পড়েছিল তাঁর পাশেই একটা রেস্টুরেন্ট এ চাকুরী করেন। ওয়েটার হিসাবে। দুপুরে ২ টা মাত্র মেন্যু। সুশি সাথে উদোন অথবা সোবা। সুশি আর ঠাণ্ডা সোবা অর্ডার দিলাম। মহিলা অর্ডার নিয়ে কিচেনে জানিয়ে দিলেন। রেস্টুরেন্টে আমি ছাড়া আর একজন মাত্র কাস্টোমার আছে।
খেয়ে দেয়ে জিজ্ঞাস করলাম, আপনার বয়স জিজ্ঞাস করলে মনে কিছু করবেন?
কিছু মানুষ আছে যাদের চেহারায় সবসময় হাসি হাসি রেশ লেগে থাকে। মহিলা সেরকম।
আমার দিকে তাকালেন, হাসি মুখের সাথে একটু কৌতূহল যুক্ত হলো। বললেন- ৯০ বছর। হিরোশিমায় যখন বোমা পড়ে তখন তিনি ১১ বছরের কিশোরী।
একটা ছবি নিতে পারি?
বললেন, অবশ্যই। একটু ভেতরে গেলেন। আয়নায় মুখ দেখলেন। তারপর চেয়ারে বসে পোজ দিলেন।
হিরোশিমা থেকে ফেরার সময় ট্যাক্সি করে হোটেল থেকে ষ্টেশনে যাচ্ছি। ট্যাক্সি ওয়ালা বললেন, তাঁর বয়স ৭২। হিরোশিমা শহর পরিষ্কার রাখেন ৭০ বছরের উর্ধের লোকজন। ৯টা থেকে ৩টা পর্যন্ত কাজ করেন। মাসে ১২ দিন। বেতন ৭০ হাজার ইয়েন। রোদে কাজ করতে পারি না। এ জন্য ট্যাক্সি নিয়েছি। আসলে রাস্তাঘাট, পার্ক পরিষ্কারে একধরণের মজা আছে। একসঙ্গে সদলবলে কাজ করা যায়। আর শহরটা পরিষ্কার থাকে। ৩টার মধ্যে কাজ শেষ। তারপর আনন্দ আর আনন্দ।
তবে বুড়োদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে পার্কিং ম্যানেজমেন্ট আর অফিস এর গার্ড। পরিসংখ্যান তাই বলছে।
জাপানে অবসর নিতে হয় ৬৫ বছর বয়সে। কিন্তু কেউ অবসরে নেই। সবার শরীর মন ৬৫,৭০,৮০, ৮৫ বছর বয়সেও এতটাই সুস্থ থাকে যে, কোন একটা কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন। বা এভাবেও বলা যায়, কাজের মধ্যে আছেন বলেই শরীর মন এতোটা সুস্থ থাকে।
বাংলাদেশে ও বুড়োরা কাজ করেন। তবে সেটা পেটের দায়ে। শরীর মন সুস্থ রাখার জন্য নয়। বা উল্টোটাও বলতে পারেন, কাজের মধ্য আছেন বলেই শরীর মন পেট সবই সুস্থ থাকে। তবে এ সুযোগ অনেকাংশে শুধু গরীবের জন্য প্রযোজ্য....

সংগৃহীত.... অশির আহমেদ....

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এবং সবচেয়ে অসুখী দেশ আ*ফ*গা*নি*স্তান,  অথচ...ফিনল্যান্ড উত্তর - পশ্চিম ইউরোপের ৫৫ লা...
15/05/2024

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এবং সবচেয়ে অসুখী দেশ আ*ফ*গা*নি*স্তান, অথচ...

ফিনল্যান্ড উত্তর - পশ্চিম ইউরোপের ৫৫ লাখ জনসংখ্যার এই দেশটি টানা ৫বার সুখী দেশের তালিকায় প্রথম। ঘন সবুজ অরণ্য ও হ্রদ বেষ্টিত এই দেশের প্রাকৃতিক বনভূমিকে 'সবুজ সোনা' বলা হয়। স্বাধীনতা, দুর্নীতি, অপরাধ, দূষণ, স্বাস্থ্যসমস্যা, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। ১-১৬ বছর বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। এত এত সুযোগ সুবিধা থাকার পরও আ/ত্মহ/ত্যার তালিকায় দেশটি ২১ তম। জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সবই যখন পেয়ে যাচ্ছে তাইলে মানুষ আ/ত্মহ/ত্যা করছে কেন?

সুখী দেশের তালিকায় তৃতীয় পৃথিবীর এক টুকরো স্বর্গ খ্যাত সুইজারল্যান্ড। ঘড়ি, ট্রেন আর চকলেটের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে সুইসদের। ইউরোপের গতিময় চোখ ধাধানো ফুটবলেও অগ্রগামী পথিক। অর্থনীতি, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড।

সুইস সরকার আ/ত্মহ/ত্যার সরকারি অনুমোদন দিয়েছে। সারকো নামক কফিন যেই কফিনে একবার সুয়ে পড়লেই শেষ! প্রথম বছরেই ১৩০০ জনের সফল মৃ/ত্যু। ডিগনিটাস সংস্থায় আ/ত্মহ/ত্যার জন্য ২০০ ডলার দিয়ে সদস্য হতে হয়। মৃ/ত্যু সফল হলে দিতে হয় আরও ৭ হাজার ডলার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা,গাড়ি, বাড়ি, নারী সবকিছু থাকার পরও কেন এত মৃ/ত্যুর আয়োজন?

পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ আফ*গানি*স্তান। ইংরেজদের সূর্য যখন ডুবে না মানে সারা দুনিয়া ব্যাপি যখন তাদের সাম্রাজ্য তারা তিন তিনবার আ*ফগা*নিস্তা*ন আক্রমণ করে। প্রতিবারই ইংরেজরা শোচনীয় ভাবে হেরে যায়। আF*গা*N দখল করতে এসে ১০ বছর শেষে সোভিয়েত ইউনিয়নই ভেঙে যায়। ২০ বছর যু*দ্ধ করে ১ ট্রিলিয়ন ডলার খরচ করে আমে;রিকা রিক্ত হস্তে ফিরে যায়।

একজন আ*ফ*গা*ন যোদ্ধার কাছে জিজ্ঞেস করা হল, দেশ তো স্বাধীন হলো আপনার অনুভূতি কি? মাটির দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ। অথচ তার পরিবারের ২২জন সদস্য শ*হীদ হয়েছে।

যুগের পর যুগ যু*দ্ধ অতঃপর লাখ লাখ মানুষের মৃ*ত্যু মিছিল,অভিবাসী, র+ক্ত, গোলা বারুদ, রাস্তাঘাট, স্কুল কলেজ সবকিছু ধ্বংস একই পরিবারের ২২ জন মানুষের মৃ/ত্যু তারপরও মানুষ কিভাবে বেঁচে থাকে?

আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না আসলে কে সুখী? বাড়ি, গাড়ি, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি থাকার পরও জেনেভার রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে ৭ হাজার ডলার পকেটে নিয়ে সারকোতে আ/ত্মহ/ত্যা করতে যাওয়া যুবক, নাকি ২০ বছর যু*দ্ধ করে পরিবারের ২২জন হারানো যোদ্ধা, নাকি ১০১ তম সুখী দেশের চট্টগ্রাম শহরের সেই অশীতিপর বৃদ্ধ যে ভিক্ষা করে জীবনকে টেনে নিয়ে যাচ্ছে?
সুখ আপেক্ষিক জিনিস। আসলেই সুখী কে?
সুখ কী?

😁
30/04/2024

😁

🥵
30/04/2024

🥵

🙄
25/04/2024

🙄

20/04/2024

প্রচণ্ড গরমে সব ভুলে যাচ্ছি । শুধু মনে আছে তামিম ভাইকে
কারণ, তামিম্বাই বলেছিলেন আমাকে সবসময় মনে রাইখেন, ভুলে যাইয়েন না। 😊

06/12/2023

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MH Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Hasan:

Share