Aafiyah Foundation Bangladesh

Aafiyah Foundation Bangladesh ‎Aafiyah Foundation Bangladesh — “For Humanity, Justice & Peace”

ক্ষমতার আসন মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার ক্ষেত্র। - হযরত আলী রাঃ #আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ
10/01/2026

ক্ষমতার আসন মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার ক্ষেত্র।
- হযরত আলী রাঃ

#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

যে ব্যক্তি কথা বলার আগে চিন্তা করে, সে খুব কমই অনুতপ্ত হয়।-শেখ সাদী।    #আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ
09/01/2026

যে ব্যক্তি কথা বলার আগে চিন্তা করে, সে খুব কমই অনুতপ্ত হয়।
-শেখ সাদী।


#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

‎আলহামদুলিল্লাহ ❤️‎আজ আমরা স্মরণ করছি একটি আমানতের এক বছরের পথচলা।‎‎📅 ০৩ জানুয়ারি ২০২৫‎“আলোর বাংলাদেশ” নামে যে যাত্রা শু...
06/01/2026

‎আলহামদুলিল্লাহ ❤️
‎আজ আমরা স্মরণ করছি একটি আমানতের এক বছরের পথচলা।

‎📅 ০৩ জানুয়ারি ২০২৫
‎“আলোর বাংলাদেশ” নামে যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের প্রয়োজনে ও লক্ষ্যকে আরও স্পষ্ট করতে সেটিই আজ আফিয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ নামে পথ চলেছে।
‎এই এক বছরে আমরা!
‎✔️ দায়িত্ব শিখেছি
‎✔️ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি
‎✔️ দাওয়াহ, সচেতনতা ও মানবিক কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছি
‎আমরা বিশ্বাস করি—
‎এই পথচলা আমাদের নয়, এটি আল্লাহর দেওয়া একটি আমানত।

‎🤍 আমাদের জন্য দোয়া করবেন—
‎যেন ভবিষ্যতেও আমরা
‎➡️ সমাজ ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে পারি।

‎“হে আল্লাহ, তুমি কবুল করে নাও এবং আমাদেরকে অবিচল রাখো।” 🤍
‎—

‎✦ আফিয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ
‎নৈতিকতা • দাওয়াহ • মানবিকতা

"ফিরে দেখা থার্টি ফাস্ট নাইট"থার্টি ফার্স্ট নাইট কোনো আনন্দের রাত নয়, বরংভয়াবহ দুর্ঘটনা ও অনিয়ন্ত্রিত বিপদের এক নির্মম উ...
31/12/2025

"ফিরে দেখা থার্টি ফাস্ট নাইট"

থার্টি ফার্স্ট নাইট কোনো আনন্দের রাত নয়, বরং
ভয়াবহ দুর্ঘটনা ও অনিয়ন্ত্রিত বিপদের এক নির্মম উদাহরণ।

#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

থার্টি ফার্স্ট নাইট: এক রাতে কত পাপ!   #আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ
29/12/2025

থার্টি ফার্স্ট নাইট: এক রাতে কত পাপ!


#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

" বিজাতীয় সংস্কৃতিপালন, না কি বিশুদ্ধ তাওহিদ?”যুগ যুগে যে ভূমিতেই ইসলাম এসেছে, সেখানেই ইসলামের সাথে দ্বন্দ্ব হয়েছে চলমান...
29/12/2025

" বিজাতীয় সংস্কৃতিপালন, না কি বিশুদ্ধ তাওহিদ?”

যুগ যুগে যে ভূমিতেই ইসলাম এসেছে, সেখানেই ইসলামের সাথে দ্বন্দ্ব হয়েছে চলমান জাহিলি প্রথা, রীতিনীতি-সংস্কৃতির। বিধান, প্রথা-রীতিনীতি কিংবা সংস্কৃতির দোহাই দিয়ে তাওহিদি দ্বীন ইসলামের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে তৎকালীন ক্ষমতার আসনে সমাসীন সমাজপতি কিংবা ক্ষমতাসীনরা। জাহিলি রীতিনীতি কিংবা সংস্কৃতি রক্ষার দোহাইকে তারা আধিপত্য রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করেছে। তাওহিদ-সুন্নাহর ওপর জাহিলিয়াত, বিদআত ও রীতিনীতিকে করতে চেয়েছে বিজয়ী।

#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে।-সুনানে আবু দাউদ, ৪০৩১ #আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদে...
28/12/2025

যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে।
-সুনানে আবু দাউদ, ৪০৩১
#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

‎আনাস ইবনু মালিক (রাঃ) বর্ণনা করেন,‎রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ‎“যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না এবং আমাদে...
23/12/2025

‎আনাস ইবনু মালিক (রাঃ) বর্ণনা করেন,
‎রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
‎“যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না এবং আমাদের বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
‎— (তিরমিযী হাদিস: ১৯১৯)

‎ মূল শিক্ষা:

‎শিশুদের প্রতি ভালোবাসা, স্নেহ ও দয়া করা।

‎বয়স্কদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা দেওয়া।

‎সমাজে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ তৈরি করা।


‎ বার্তা:
‎একটি সুন্দর সমাজ গড়ে ওঠে তখনই, যখন ছোটরা পায় ভালোবাসা আর বড়রা পান সম্মান।❤️ ✨


‎---

‎ #আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

এবং যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনো মৃত মনে করো না; বরং তারা জীবিত। তাদেরকে তাদের প্রতিপালকের কাছে রিযক দেওয়...
20/12/2025

এবং যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনো মৃত মনে করো না; বরং তারা জীবিত। তাদেরকে তাদের প্রতিপালকের কাছে রিযক দেওয়া হয়।
-(আলে-ইমরান,আয়াত ১৬৯)

#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

সাঈদ ইবনু জায়দ (রাঃ) বর্ণনা করেন— আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি অন্যের জমির অংশ জবরদস্তি করে দখল করে ...
17/12/2025

সাঈদ ইবনু জায়দ (রাঃ) বর্ণনা করেন— আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি অন্যের জমির অংশ জবরদস্তি করে দখল করে নেবে, কিয়ামতের দিন তার গলায় সেই জমির অংশটা ঝুলিয়ে দেয়া হবে। (সহিহ বুখারি: ২৪৫২)

‎এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয়সমূহ:

‎১. ইসলাম সম্পত্তি ও অধিকার রক্ষায় অত্যন্ত কঠোর; অন্যের মালিকানায় হস্তক্ষেপ করা সম্পূর্ণ হারাম।


‎২. জমির মালিকানা শুধু উপরিভাগ নয়—জমির মধ্যে ও নীচে যা আছে তাও মালিকের অধিকার; অন্যের সম্পত্তি কলঙ্কিতভাবে নেওয়া যায় না।


‎৩. জবর, প্রতারণা বা বলপ্রয়োগের মাধ্যমে কোনো সম্পত্তি অধিগ্রহণ কখনো বৈধ নয়—এতে কালের পরিক্রমায় বড় শাস্তি ও দায় আছে।


‎৪. যারা অন্যের অধিকার লঙ্ঘন করে, তাদেরকে সামাজিক ও আইনগতভাবে প্রতিহত করতে হবে; ন্যায় বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।


‎আহ্বান:
‎আসুন—আমরা ব্যক্তিগত লাভের জন্য অন্যের অধিকার হরণকে সহ্য করব না। সমাজে ন্যায়, মানবিকতা ও সম্পত্তির সঠিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করি। বিশুদ্ধ নীতিতে স্থির থাকাই প্রকৃত ঈমানের চিহ্ন।

‎ #আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

Address

Dhaka
7710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aafiyah Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share