26/09/2025
তোমার হাতে টাকা থাকলে—
👉 সবাই তোমাকে সম্মান দেবে।
👉 কথায় কথায় তোমার প্রশংসা হবে।
👉 এমনকি যারা তোমাকে চেনে না, তারাও তোমার কাছে আসবে।
কিন্তু—
👉 যেদিন টাকার ঝুলি ফাঁকা হবে,
👉 তখন তোমার সবচেয়ে আপন মানুষও দূরে সরে যাবে।
👉 তোমার ভালোবাসা, তোমার ত্যাগ—কিছুই তাদের চোখে দাম পাবে না।
👉 তোমাকে একা ফেলে দেবে, যেন তুমি অপরিচিত।
👉 আর তখনই বুঝবে—এই দুনিয়ায় টাকাই আসল পরিচয়।