29/07/2025
২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন — কারা পেলো সুবিধা?
২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল জনতার স্বপ্ন, প্রতিবাদের আগুন, আর রক্তঝরা ত্যাগের নাম। কিন্তু ইতিহাস বলে, সব আন্দোলনেরই একদিন হরণ হয় মুখ, চুরি হয় উদ্দেশ্য।
আমি তো আজও সেই সাধারণ জনগণ —
যার গায়ে লাঠির দাগ ছিল, চোখে গ্যাসের ধোঁয়া, আর বুকে ছিল আশা।
কিন্তু আজও আমি সাধারণই —
নতুন কিছু পেলাম না, কেবল কষ্টের স্মৃতি বয়ে চলেছি।
সুবিধা পেয়েছে জামায়াত —
খোলা রাজনীতির মাঠ পেয়েছে তারা,
সুবিধা পেয়েছে বিএনপি —
আন্দোলনের ঢেউয়ে চড়ে তারা ফিরে পেয়েছে ক্ষমতার সিঁড়ি।
আর সবচেয়ে বেশি লাভবান হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সিন্ডিকেট —
যারা মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে
নিজেদের নামে লিখিয়েছে উপদেষ্টা-পদ,
আর বাকিদের রক্তের সঙ্গে করেছে নির্মম বিশ্বাসঘাতকতা।
আবু সাঈদ যদি জানতেন,
যাদের জন্য বুক চিতিয়ে শহীদ হয়েছিলেন,
তারা একদিন ক্ষমতার মঞ্চে বসে
তাঁর স্বপ্নকে ভুলে যাবে —
তবে তিনি হয়তো কাঁদতেন,
বলতেন — "কাদের জন্য জীবন দিলাম?"
এদেশে বৈষম্য কখনোই শেষ হবে না 🥲