15/09/2025
বিএনপির উচিত আগামী নির্বাচনের আগে সাহেদ আলম, মারুফ মল্লিক, সালাহ উদ্দিন শুভ্র, আসিফ সৈকত, তাশরিক হাসানদের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়া। এরা যে বয়ানে কথা বলে, জনগণ বাই ডিফল্ট সেটার বিরুদ্ধে চলে যায়। ওরা লজিক্যাল কোনো কথা বললেও মানুষ ওইটার বিপক্ষে চলে যায়। বিএনপির পক্ষে জনমত দিন দিন বিপক্ষে চলে যাচ্ছে এই কয়েকটা বটের জন্য।
বিএনপির দূরাবস্থা আমরা দেখতে চাই না। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ন্যারেটিভের বিপক্ষে একটি শক্তিশালী দল হিসেবে বিএনপিকে আমরা পাশে চাই। দীর্ঘদিন ধরে বিএনপির ত্যাগ আছে, এদেশের সাধারণ মানুষের সাথে বিএনপির নিবিড় সম্পর্ক আছে।
রুট লেভেলে চাঁদাবাজি ও কিছু অপকর্মের জন্য মানুষ যেভাবে বিএনপিকে ডিজওউইন করছে একইভাবে বিএনপির পক্ষে লেখালেখি করা এসব ফেসবুকীয় বুদ্ধিজীবীর কারণে অনলাইনেও বিএনপি মানুষের কাছে হাস্যকর হিসেবে পরিণত হচ্ছে।
বিএনপিকে বাঁচাতে হলে, এসব ফেসবুকীয় বুদ্ধিজীবীদের বিএনপির পক্ষে এডভোকেসি করা বন্ধ করতে হবে। এখনো সময় আছে।