বৈষম্যবিরোধী ছাত্র জনতা শাহরাস্তি হাজীগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বৈষম্যবিরোধী ছাত্র জনতা শাহরাস্তি হাজীগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র জনতা শাহরাস্তি হাজীগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র জনতা শাহরাস্তি হাজীগঞ্জ

15/09/2025

বিএনপির উচিত আগামী নির্বাচনের আগে সাহেদ আলম, মারুফ মল্লিক, সালাহ উদ্দিন শুভ্র, আসিফ সৈকত, তাশরিক হাসানদের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়া। এরা যে বয়ানে কথা বলে, জনগণ বাই ডিফল্ট সেটার বিরুদ্ধে চলে যায়। ওরা লজিক্যাল কোনো কথা বললেও মানুষ ওইটার বিপক্ষে চলে যায়। বিএনপির পক্ষে জনমত দিন দিন বিপক্ষে চলে যাচ্ছে এই কয়েকটা বটের জন্য।

বিএনপির দূরাবস্থা আমরা দেখতে চাই না। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ন্যারেটিভের বিপক্ষে একটি শক্তিশালী দল হিসেবে বিএনপিকে আমরা পাশে চাই। দীর্ঘদিন ধরে বিএনপির ত্যাগ আছে, এদেশের সাধারণ মানুষের সাথে বিএনপির নিবিড় সম্পর্ক আছে।

রুট লেভেলে চাঁদাবাজি ও কিছু অপকর্মের জন্য মানুষ যেভাবে বিএনপিকে ডিজওউইন করছে একইভাবে বিএনপির পক্ষে লেখালেখি করা এসব ফেসবুকীয় বুদ্ধিজীবীর কারণে অনলাইনেও বিএনপি মানুষের কাছে হাস্যকর হিসেবে পরিণত হচ্ছে।

বিএনপিকে বাঁচাতে হলে, এসব ফেসবুকীয় বুদ্ধিজীবীদের বিএনপির পক্ষে এডভোকেসি করা বন্ধ করতে হবে। এখনো সময় আছে।

ডাকসুর পর জাকসুতে অবিস্মরণীয় এই বিজয় আল্লাহর একান্ত রহমতেই। জাকসুতে নির্বাচিত সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। এই বিজ...
14/09/2025

ডাকসুর পর জাকসুতে অবিস্মরণীয় এই বিজয় আল্লাহর একান্ত রহমতেই। জাকসুতে নির্বাচিত সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন।

এই বিজয় যেন আমাদেরকে অহংকারী না বানায়, লোভী না বানায়, আমানতের খেয়ানতকারী না বানায় এই দোয়া চাই।
শিক্ষার্থীরা যে আস্থা রেখেছেন, আমাদের জন্য তা পরম আমানত। সে আমানত রক্ষা করার সক্ষমতা আল্লাহ যেন আমাদের দান করেন।

যে দুই ক্যাম্পাস নিয়ে তথাকথিত প্রগতিশীল কালচারাল ফ্যাসিস্টদের নিদারুণ অহমিকা ছিল, তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ায় মরণকামড় দেয়ার চেষ্টা করবে।
আশার বিষয়, শিক্ষার্থীরা বয়ান চিনতে শিখেছে, তারাই হবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচ।

আসিফ আব্দুল্লাহ ( শিবির)
পরিবাহন সম্পাদক, ডাকসু।

13/09/2025

ন্যাশনাল ইলেকশনের পূর্বে ডাকসুর আয়োজন রাজনৈতিক সমীকরণ ব্যাপকহারে পরিবর্তন করে দিয়েছে।

ডাকসু নির্বাচনের ফলাফল বাকি ছাত্রসংসদ নির্বাচনগুলোর উপরও ব্যাপকভাবে প্রভাব ফেলবে।

ইভেন এখন টুঙ্গিপাড়া গভর্নমেন্ট কলেজ কিংবা বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রসংসদ নির্বাচন হলে,সেখানেও শিবির বাজিমাত করবে।কারণ সারাদেশের সবাই ঢাবির ম্যান্ডেটকে ব্লাইন্ডলি ফলো করে।

জাকসুতে শিবিরের এমন ভূমিধস বিজয় অনেক বুদ্ধিজীবীর কাছে অনাকাঙ্ক্ষিত ছিল।আসলেই অনাকাঙ্ক্ষিত ছিল।

ডাকসু নির্বাচনের পর সুয়িং ভোটারদের ভোট শিবিরের ব্যালটে যে পড়েছে,সেটা বুঝতে আর বাকি নেই।

'৫২, '৬২, '৬৬, '৬৯,'৭১,'৯০,২০১৮,২০২৪ সহ প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে।এরপর ঢাবিকে ফলো করে সেটি সারাদেশে পুরোদমে ছড়িয়ে পড়ে আন্দোলন সফল হয়েছে।

১৯৫২ সালে ঢাবিতে সফল ভাষা আন্দোলন হওয়ার পর বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি হয়।সে জাতীয়তাবাদের প্রভাবে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ জয়লাভ করেছিল।

১৯৫৪ সালে এত মিডিয়ার ছড়াছড়ি ছিল না।এখন মিডিয়ার সহজলভ্যতার কারণে পুরো দেশের মানুষ সহজে আপডেটেড থাকে।ফলে জাতীয় নির্বাচনে যে ডাকসু প্রভাব ফেলতে যাচ্ছে,সেটি বলার অপেক্ষা রাখে না।

ডাকসু রেজাল্টের উপর ভিত্তি করে ভোটারদের বড় অংশ যারা কখনও ভোট দেয়নি,তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলতে পারে।এদের বড় অংশই তরুণ ও সুয়িং ভোটার।

যারা ভাবসেন যে,আগামী জাতীয় নির্বাচনে কম্পিটিশন ছাড়াই জিতে এসে সরকার গঠন করবে,তাদের দিবাস্বপ্ন ত্যাগ করা উচিত।

তারেক রহমান তো অদৃশ্য শক্তিশালী শক্তির কথা আরো কয়েকমাস আগে বলেছেনই বটে।

তবে নির্বাচনের আগে ক্যাম্পাসগুলোতে নির্বাচিতরা সফলতা না দেখাতে পারলে ব্যাকপুটে চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

দেখা যাক কী হয়....

13/09/2025

পরিকল্পিতভাবে নির্বাচনকে বিতর্কিত করার অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন জাকসুর এক নির্বাচন কমিশনার!

ছাত্রদলের গুজব সেল দাবি করেছে জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থী সূচনাকে ছাত্রী সংস্থা আহত করেছে। অথচ সূচনা কোথায় দেখে...
12/09/2025

ছাত্রদলের গুজব সেল দাবি করেছে জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থী সূচনাকে ছাত্রী সংস্থা আহত করেছে। অথচ সূচনা কোথায় দেখে নেন।

12/09/2025

Address

শাহরাস্তি হাজীগঞ্জ
Dhaka
৩৬২০

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈষম্যবিরোধী ছাত্র জনতা শাহরাস্তি হাজীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৈষম্যবিরোধী ছাত্র জনতা শাহরাস্তি হাজীগঞ্জ:

Share