31/08/2025
আপনি আমি কোন কাজে হুজুরদের কথা শুনেছি??
আমরা অনেক বিষয়ে হুজুরদের অনেক বক্তব্য বা সিদ্ধান্তের সমালোচনা করি। আমিও করি। যেমন ধরুন, হুজুররা টিভির বিরুদ্ধে, ইন্টারনেটের বিরুদ্ধে, AI এর বিরুদ্ধে, দর্শন, বিজ্ঞান ইত্যাদি পড়ার বিরুদ্ধে মত দিয়েছে। তাই মুসলমানরা এখন এতো পিছিয়ে আছে। অথবা তারা এগুলো নিয়ে পড়াশোনা করছে না বা গবেষণা করছে না তাই মুসলিমরা পিছিয়ে আছে।
এই কথা শুনলে মনে হয় যেন,
১। মুসলমান শুধু হুজুররাই। ইসলামের সবকিছু করার দায়িত্বটা শুধুই তাদের।এক দিকে গভীর ইসলামিক জ্ঞান অর্জন করা অন্য দিকে বিজ্ঞান নিয়ে গবেষণা করা সবই হুজুরদের দায়িত্ব। আর কেউ মুসলমান না তাদের দায়িত্ব শুধু নিজের পেটপূজা করা আর হুজুরদের সমালোচনা করা।
২। হুজুরদের এই মত বা সিদ্ধান্ত শুনে সারা মুসলিম বিশ্ব টিভি ইন্টারনেট সব বন্ধ করে রেখেছে বিজ্ঞান পড়া গবেষণা বন্ধ করেছে। তাই কোন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় নাই সবাই হুজুর হয়েছে।
৩। মুসলিম বিশ্বের সব সিদ্ধান্ত হুজুরেরাই নেয়। তাইরাই মুসলিম বিশ্বটাকে চালায়।
৪। হুজুরদের বাইরে আমরা যারা আছি তারা মুসলমান না তাদের উপর কোন দায় দায়িত্ব নেই তাদের কোন কিছু করার দরকার নেই।
৫। আবার এই হুজুরদের কথার পর মনে হয় দেশের বা মুসলিম বিশ্বের সব স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় সব মাদ্রাসা হয়ে গেছে সেখান থেকে হুজুর ছাড়া আর কিছু বেড় হয় না।
৬। মনে হয় গত ১০০ বছর ধরে হুজুররাই মুসলিম বিশ্বে নেতৃত্ব দিয়েছে আর সব জায়গায় আইন করে দিয়েছে।
এটা ঠিক যে অনেক আলেমদের কিছু বক্তব্য কথাবার্তা বা সিদ্ধান্ত সমালোচিত। কিছু কিছু ক্ষেত্রে নিন্দিত। তাই বলে সবাইকে ঢালাও ভাবে দোষারোপ করা, মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার জন্য শুধুমাত্র এবং একমাত্র তাদেরকে দায়ী করা, হুজুররা এইটা বলেছে তাই সমাজ এই রকম করেছে বলে ঢালাওভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া দ্বিমুখীতা।
আপনি আমি কোন কাজে হুজুরদের কথা শুনেছি। কই তাদের কথা শুনে তো আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বাদ দেন নি। তাহলে আপনি তো ঠিকই আপনার পথে চলেছেন। শুধু মুসলমান হিসেবে দায়িত্ব নিতে চাইছেন না। ওইটা হুজুরদের ঘাড়ে দিয়ে সব দোষ তাদের উপড়ে চাপাচ্ছেন। অথচ তারা এখনো মুসলিম বিশ্বে মূলত সংখ্যালঘু এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় চাপে থাকে।
আবার অনেক বড় বড় আলেম/স্কলার যুগে যুগে বিজ্ঞান চর্চায় শুধু উৎসাহ দিয়েই খ্যান্ত হননি বরং বিজ্ঞানী, দার্শনিক ইত্যাদি তৈরিতে সব কইছে দিয়ে চেষ্টা করে গেছেন। আমরা তাদেরকে মনেই করি না। তাদের নাম জানারও চেষ্টা করি না।
credit: Sorwor Alam