জুলাই পত্র

জুলাই পত্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জুলাই পত্র, Newspaper, ৪৫৬/এ কসবা হাউজ, শনিরআখড়া, যাত্রাবাড়ী-Dhaka, Dhaka.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে  ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন ঢাবি প্রক্টর  #জুলাইপত্র
09/08/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন ঢাবি প্রক্টর
#জুলাইপত্র

এইবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করল অন্তর্বর্তীকালীন সরকার #জুলাইপত্র
08/08/2025

এইবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করল অন্তর্বর্তীকালীন সরকার
#জুলাইপত্র

জুলাই অভ্যুত্থানের দীর্ঘ  ১ বছর পর অজ্ঞাত ৬ জনের মরদেহ আঞ্জুমান মফিদুলে স্থানান্তর #জুলাইপত্র
07/08/2025

জুলাই অভ্যুত্থানের দীর্ঘ ১ বছর পর অজ্ঞাত ৬ জনের মরদেহ আঞ্জুমান মফিদুলে স্থানান্তর
#জুলাইপত্র

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার  লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে চিঠি পেয়েছেন সিইসি
07/08/2025

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে চিঠি পেয়েছেন সিইসি

জয় বাংলা স্লোগান দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলাকালীন "সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের" শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র...
06/08/2025

জয় বাংলা স্লোগান দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলাকালীন "সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের" শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হা`মলা। হামলায় অন্তত ১৪জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এন সি পি  #জুলাইপত্র  #এনসিপি
06/08/2025

কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এন সি পি
#জুলাইপত্র #এনসিপি

সংস্কার কমিশন সংস্কার করা প্রয়োজন পরবে- মো আবুল হাসান, স্থায়ী কমিটির সদস্য,  জুলাই বিপ্লব পরিষদ #জুলাইপত্র  #ঘোষণাপত্র  ...
06/08/2025

সংস্কার কমিশন সংস্কার করা প্রয়োজন পরবে- মো আবুল হাসান, স্থায়ী কমিটির সদস্য, জুলাই বিপ্লব পরিষদ
#জুলাইপত্র #ঘোষণাপত্র

জুলাই অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছেন অন্তবর্তী কালীন সরকার প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস  #জুলাইপত্র  #ঘো...
06/08/2025

জুলাই অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছেন অন্তবর্তী কালীন সরকার প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস
#জুলাইপত্র
#ঘোষণাপত্র

🌟 শুভ জন্মদিন, মানবতার অগ্রদূত ড. মুহাম্মদ ইউনূস 🌟আজ সেই মহামানবের জন্মদিন, যিনি শুধু অর্থনীতিবিদ নন, বরং একজন স্বপ্নদ্র...
27/06/2025

🌟 শুভ জন্মদিন, মানবতার অগ্রদূত ড. মুহাম্মদ ইউনূস 🌟

আজ সেই মহামানবের জন্মদিন, যিনি শুধু অর্থনীতিবিদ নন, বরং একজন স্বপ্নদ্রষ্টা—
যিনি প্রমাণ করেছেন, একটি ক্ষুদ্র ঋণও পারে দারিদ্র্যের শেকল ভাঙতে,
পারে একজন মানুষকে আত্মমর্যাদার সঙ্গে জীবন গড়তে।

ড. ইউনূস তাঁর কর্ম, দর্শন ও উদ্ভাবনী চিন্তাধারা দিয়ে
বাংলাদেশকে এনে দিয়েছেন নোবেল শান্তি পুরস্কারসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি।
তিনি বদলে দিয়েছেন ‘উন্নয়ন’ শব্দটির সংজ্ঞা—
গরিব মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েই দেখিয়েছেন সত্যিকারের সমাধান।

এই অসাধারণ মানুষটির জন্মদিনে আমরা কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই।
আপনার দীর্ঘ, সুস্থ ও আলোকময় জীবন কামনা করি—
যেন আপনি আরও অনেক প্রজন্মকে পথ দেখিয়ে যেতে পারেন আলোর পথে।

শুভ জন্মদিন, ড. মুহাম্মদ ইউনূস Chief Adviser GOB.
আপনি বাংলাদেশ, এবং বিশ্বের জন্য এক আশীর্বাদ। 🇧🇩🌍

১২৬তম জন্মজয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাআজ ২৫ মে, ২০২৫—বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জ...
25/05/2025

১২৬তম জন্মজয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা

আজ ২৫ মে, ২০২৫—বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের এই বিদ্রোহী প্রতিভা শুধু কবিতাতেই নয়, গান, নাটক, প্রবন্ধ এবং সাংবাদিকতাতেও রেখে গেছেন তাঁর শক্তিশালী অবদান।

১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া নজরুল ছোটবেলা থেকেই জীবনসংগ্রামে অভ্যস্ত ছিলেন। কিন্তু তাঁর কলম ছিল অদম্য। তিনি লিখেছেন মানুষের অধিকার, সাম্যের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। তাঁর 'বিদ্রোহী' কবিতা বাংলা সাহিত্যে এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে, যেখানে তিনি বলেছেন—"আমি চিরবিদ্রোহী বীর—বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা..."

নজরুল ছিলেন একজন প্রগতিশীল মানুষ, যিনি নারী-পুরুষের সমতা, ধর্মীয় সহনশীলতা এবং সামাজিক ন্যায়বিচারের কথা বলেছিলেন বারবার। তাঁর লেখা গান ও কবিতাগুলো আজও আমাদের অনুপ্রেরণা যোগায়, বিশেষ করে সামাজিক পরিবর্তনের সংগ্রামে।

আজ এই বিশেষ দিনে, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁকে—যাঁর কলম ছিল বিদ্রোহের আগুন, আর হৃদয় ছিল ভালোবাসায় ভরা।

শুভ জন্মদিন, কাজী নজরুল ইসলাম।

৭ দফা দাবিতে জুলাই ইউনাইটেড'সের যাত্রাবাড়ীতে অবস্থান১. আওয়ামীলীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করতে হবে।২. জুলাই বিপ্লবের ...
09/05/2025

৭ দফা দাবিতে জুলাই ইউনাইটেড'সের যাত্রাবাড়ীতে অবস্থান

১. আওয়ামীলীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করতে হবে।
২. জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
৩. জুলাই গণহত্যা, শাপলা এবং পিলখানা গণহত্যাসহ লীগের সকল অপকর্মের বিচার করতে হবে।
৪. মিথ্যা মামলা, দমন-পীড়ন ও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের মাধ্যমে যারা ভিন্নমত দমন করেছে—তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. ট্রুথ এন্ড রিকন্সিলেশন কমিশন ইউনিয়ন পর্যন্ত গঠন করে বি-আওয়ামীকরন করতে হবে৷
৬.রাষ্ট্রের সকল দপ্তরে দলীয় নিয়োগ, দখল ও দুর্নীতির তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৭.জুলাই গনঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকান্ডের বিচার স্পেশাল বেঞ্চ করে দ্রুত রায় ঘোষণা করতে হবে।

ওয়ান-টু-থ্রি-ফোর,
আওয়ামীলীগ নো মোর............!

13/02/2025

আমাদের স্টলে বই সমূহ এবং সাথে বিশেষ আকর্ষন জুলাই পত্র
সারা মাস জুড়ে থাকছে সর্বনিম্ন ২০% ছাড়।
বি:দ্র: ছাড়ের বাহিরে থাকবে স্বৈরাচারি হাসিনা ও জুলাই পত্র

Address

৪৫৬/এ কসবা হাউজ, শনিরআখড়া, যাত্রাবাড়ী-Dhaka
Dhaka
১২৩৬

Website

Alerts

Be the first to know and let us send you an email when জুলাই পত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category