জুলাই পত্র

জুলাই পত্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জুলাই পত্র, Newspaper, ৪৫৬/এ কসবা হাউজ, শনিরআখড়া, যাত্রাবাড়ী-Dhaka, Dhaka.

শ্রমিকের ন্যায্য দাবি রাষ্ট্র পূরণ করলো, বুলেট ছুঁড়ে চিরবিদায় এর মাধ্যমে।
02/09/2025

শ্রমিকের ন্যায্য দাবি রাষ্ট্র পূরণ করলো, বুলেট ছুঁড়ে চিরবিদায় এর মাধ্যমে।

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী, পাকিস্তানিরা তাকে ডাকতো "পাপা টাই'গার"।একাধারে ৩টি ...
01/09/2025

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী, পাকিস্তানিরা তাকে ডাকতো "পাপা টাই'গার"।

একাধারে ৩টি দেশের সেনাবাহিনীর অফিসার ছিলেন,
ছিলেন ১৯৪২ সালে বৃটিশ সাম্রাজ্যের ইতিহাসের সর্বকনিষ্ঠ মেজর, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি।

আর্তমর্যাদাসম্পন্ন এই মহান সেনানায়কের কথা, ইতিহাস আমাদের খুব একটা চর্চা করা হয়না, বই-পুস্তকেও খুব একটা গুরুত্ব সরকারে তার নাম উল্লেখ করা হয়না। যুদ্ধের আসল নেতৃত্বরা, নায়কেরা সবসময়ই থেকে যান আড়ালেই।

জেনারেল মুহম্মত আতাউল গনি ওসমানী যাকে সংক্ষেপে এম এ জি ওসমানী ডাকা হতো, বাংলাদেশের ইতিহাসের এই মহান ব্যাক্তিত্বের আজ ১০৭ তম জন্মবার্ষিকী।

আমাদের স্বাধীনতার এই বীর সেনানীকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন অন্তবর্তীকালীন  সরকার প্রধানের প্রেস সচিব  #জুলাইপত...
29/08/2025

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকার প্রধানের প্রেস সচিব
#জুলাইপত্র

বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমানের ৫৪ তম শাহাদাত বার্ষিকী আজ।১৯৭১ সালের এই দিনে শহীদ হন নরসিংদী, রায়পুরার কৃতিসন্তান বাংলাদেশ...
19/08/2025

বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমানের ৫৪ তম শাহাদাত বার্ষিকী আজ।

১৯৭১ সালের এই দিনে শহীদ হন নরসিংদী, রায়পুরার কৃতিসন্তান বাংলাদেশ প্রতিষ্ঠার শপথে বলীয়ান, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অকুতোভয় সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈত্রিক বাড়ি মোবারক লজ-এ জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের শুরুতে জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর রহমান সপরিবারে দুই মাসের ছুটিতে আসেন ঢাকা।

২৫ মার্চের কালরাতে তিনি ছিলেন নরসিংদীর রায়পুরের রামনগর গ্রামে। পাকিস্তান বিমান বাহিনীর একজন ফাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুললেন। যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষন দিতে থাকলেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তুললেন একটি প্রতিরোধ বাহিনী।

১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনী ‘সেভর জেড’ বিমান থেকে তাদের ঘাঁটির উপর বোমাবর্ষণ করে। মতিউর রহমান পূর্বেই এটি আশঙ্কা করেছিলেন। তাই ঘাঁটি পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তিনি ও তার বাহিনী। এরপর ১৯৭১ সালের ২৩ এপ্রিল ঢাকা আসেন ও ৯ মে সপরিবারে করাচি ফিরে যান।

১৯৭১ সালের ২০ আগস্ট ফাইট শিডিউল অনুযায়ী মিনহাজের উড্ডয়নের দিন ছিলো। মতিউর পূর্ব পরিকল্পনা মতো অফিসে এসে শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। সামনে পিছনে দুই সিটের প্রশিক্ষণ বিমান টি-৩৩। রশিদ মিনহাজ বিমানের সামনের সিটে বসে স্টার্ট দিয়ে এগিয়ে নিয়ে আসতেই তাকে অজ্ঞান করে ফেলে বিমানের পেছনের সিটে লাফিয়ে উঠে বসলেন মতিউর রহমান। কিন্তু জ্ঞান হারাবার আগে মিনহাজ বলে ফেলল, সেসহ বিমানটি হাইজ্যাকড হয়েছে।

ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ার শুনতে পেল তা। চারটি জঙ্গি বিমান মতিউরের বিমানকে ধাওয়া করে। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর বিমান নিয়ে ছুটে চললেন৷

রাডারকে ফাঁকি দেবার জন্য নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে বিমান চালাচ্ছিলেন তিনি। চারটি জঙ্গি বিমান মতিউরের বিমানকে ধাওয়া করে। এ সময় রশীদের সাথে মতিউরের ধ্বস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রশীদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন এবং বিমান উড্ডয়নের উচ্চতা কম থাকায় রশীদসহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩৫ মাইল দূরে থাট্টা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

শহীদ হন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তার মৃতদেহ ঘটনাস্থল হতে প্রায় আধ মাইল দূরে পাওয়া যায়। রশীদকে পাকিস্তান সরকার সম্মানসূচক খেতাব দান করে। মতিউরকে করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করা হয়। কবরের সামনে লেখা ছিল " ইধার শো রাহা হ্যায় এক গাদ্দার " ।

১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এ মহান বীর মতিউর রহমানকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার। ২০০৬ সালের ২৩ জুন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাকে পূর্ণ মর্যাদায় ২৫শে জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

আল্লাহ এই বীরকে জান্নাত দান করুক, আমিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে  ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন ঢাবি প্রক্টর  #জুলাইপত্র
09/08/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন ঢাবি প্রক্টর
#জুলাইপত্র

এইবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করল অন্তর্বর্তীকালীন সরকার #জুলাইপত্র
08/08/2025

এইবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করল অন্তর্বর্তীকালীন সরকার
#জুলাইপত্র

জুলাই অভ্যুত্থানের দীর্ঘ  ১ বছর পর অজ্ঞাত ৬ জনের মরদেহ আঞ্জুমান মফিদুলে স্থানান্তর #জুলাইপত্র
07/08/2025

জুলাই অভ্যুত্থানের দীর্ঘ ১ বছর পর অজ্ঞাত ৬ জনের মরদেহ আঞ্জুমান মফিদুলে স্থানান্তর
#জুলাইপত্র

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার  লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে চিঠি পেয়েছেন সিইসি
07/08/2025

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে চিঠি পেয়েছেন সিইসি

জয় বাংলা স্লোগান দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলাকালীন "সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের" শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র...
06/08/2025

জয় বাংলা স্লোগান দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলাকালীন "সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের" শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হা`মলা। হামলায় অন্তত ১৪জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এন সি পি  #জুলাইপত্র  #এনসিপি
06/08/2025

কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এন সি পি
#জুলাইপত্র #এনসিপি

সংস্কার কমিশন সংস্কার করা প্রয়োজন পরবে- মো আবুল হাসান, স্থায়ী কমিটির সদস্য,  জুলাই বিপ্লব পরিষদ #জুলাইপত্র  #ঘোষণাপত্র  ...
06/08/2025

সংস্কার কমিশন সংস্কার করা প্রয়োজন পরবে- মো আবুল হাসান, স্থায়ী কমিটির সদস্য, জুলাই বিপ্লব পরিষদ
#জুলাইপত্র #ঘোষণাপত্র

জুলাই অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছেন অন্তবর্তী কালীন সরকার প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস  #জুলাইপত্র  #ঘো...
06/08/2025

জুলাই অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছেন অন্তবর্তী কালীন সরকার প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস
#জুলাইপত্র
#ঘোষণাপত্র

Address

৪৫৬/এ কসবা হাউজ, শনিরআখড়া, যাত্রাবাড়ী-Dhaka
Dhaka
১২৩৬

Website

Alerts

Be the first to know and let us send you an email when জুলাই পত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category