
05/08/2025
বৈষম্যমুক্ত সমাজ গড়ে শান্তির সন্দ্বীপ গড়ব- আলাউদ্দীন সিকদার
-
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী স›দ্বীপ উপজেলা আয়োজিত গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
-
মু্ক্ত স্বাধীন মানুষ কখনো মানুষের দাস হতে পারেনা। মানুষের মনগড়া তন্ত্রমন্ত্র একজন মানুষকে অপর মানুষের দাস বানিয়ে রাখে। মানুষের উপর থেকে মানুষের দাসত্বের দেয়াল ভেঙ্গে এক আল্লাহর দাসত্বের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার মডেল তৈরি করে বাস্তবরুপ দান করেছিলেন আমাদের প্রিয় নেতা রাসুল (সাঃ)। কালের বিবর্তনে রাজতন্ত্র, জুলুমতন্ত্র সে বৈষম্যহীন সমাজ ভেঙ্গে নিজেদের আয়েসী জীবনের জন্য মানুষকে মানুষের দাস করার নানান ফন্দি ফিকির করে যাচ্ছে। যার সর্বশেষ আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশের মানুষের বুকের উপর ভর করে মানুষরুপী এক ডাইনির শাসন। যেখানে মানুষের কথা বলার অধিকার ছিলোনা, ভয়হীনভাবে পথচলার অধিকার ছিলোনা। আজো সেই ভয়শঙ্কা আমরা কাটিয়ে উঠতে পারিনি। মানুষের উপর থেকে মানুষের ভয় কাটিয়ে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার মধ্যেই মানব জীবনের শান্তি ও কল্যাণ নিহিত রয়েছে। তাই আগামীদিনে আপনাদের কাঙ্খিত সন্দ্বীপ গড়তে নতুন এক সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। সে সম্ভাবনার নাম ইসলাম, সে সম্ভাবনা হলো ন্যায় ও ইনসাপের প্রতিক দাঁড়িপাল্লা।
আজ ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা আয়োজিত গণমিছিল ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জামায়াত থেকে সন্দ্বীপ আসনের জন্য মনোনীত প্রার্থী জনবা আলা উদ্দীন সিকদার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ, শ্রমিক কল্যান ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, আদর্শ শিক্ষক ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, পেশাজীবি বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান প্রমুখ।
গণমিছিল ও সমাবেশ এ পবিত্র কোরআনুল কারিম থেকে তেলোয়াত করেন উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁন।