Tarique Zia Cyber Force-TZCF

Tarique Zia Cyber Force-TZCF সাইবার -প্রযুক্তি ক্ষেত্রে ঐক্যবদ্ধ বিএনপির সহায়ক প্ল্যাটফর্ম - TZCF

একদম সঠিক কথা বলেছে মাসুদ কামালজামাতিদের ছাড় দিতে দিতে এখন ঘাড়ের উপর চেপে বসেছে।
01/11/2025

একদম সঠিক কথা বলেছে মাসুদ কামাল
জামাতিদের ছাড় দিতে দিতে এখন ঘাড়ের উপর চেপে বসেছে।

01/11/2025

জামায়াতের ইউনিয়ন
অফিসে মিললো সরকারি বীজ ও সার বিস্তারিত দেখেন কমেন্টে

অগে বহুবার বলেছি.....জামায়াতের লাফালাফির কারন ভারতবর্তমান জামায়াতের আমির নরেন্দ্র মোদি জামায়াত পরিচালনা হচ্ছে ভারতের প্র...
01/11/2025

অগে বহুবার বলেছি.....
জামায়াতের লাফালাফির কারন ভারত
বর্তমান জামায়াতের আমির নরেন্দ্র মোদি জামায়াত পরিচালনা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে রোজা- পূজা একি দাঁড়িপাল্লায় মানেই হিন্দুদের তাদের কমিটিতে হিন্দুদের অন্তর্ভুক্ত করা এইসবের একটাই কারন ভারতের দালালী চাটুকারিতা করা ফ্যাসিস্ট হাসিনার ভারতপ্রেমে অংশীদার হয়েছে জামায়াত স্বাধীনতার ৫৩ বছর পরে ২০২৫ সালে জুলাই অভ্যুত্থানের পর জামাতিরা সুবিধাস্থানে আছে মনে করে তারা এখন এমন ভাবসাব নিচ্ছেন মনে মনে কলা খাচ্ছেন আগামী সরকার গঠন করার তাইতো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়ছে যাতে সঠিক সময়ে নির্বাচন না হয়। বর্তমান জামাতিরা যেই অপপ্রচার চালাচ্ছেন বিএনপির উপর এইভাবে আরো একটি বছর পার করতে পারলে বিএনপি পঁচে যাবে এ-ই সুযোগে জামাতিরা সরকার গঠন করবে এই মনোভাব নিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন।

ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা ভীষণভাবে নষ্ট হয়েছে ______সংবিধান বিশেষজ্ঞ ড.শাহদীন মালিক।|বিএনপি বলছে তারা যেটাতে স্বাক্ষর কর...
30/10/2025

ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা ভীষণভাবে নষ্ট হয়েছে
______সংবিধান বিশেষজ্ঞ ড.শাহদীন মালিক।
|
বিএনপি বলছে তারা যেটাতে স্বাক্ষর করেছে, আর চূড়ান্ত যে দলিল হয়েছে তার মধ্যে ফারাক আছে। এটা তো গুরুতর অভিযোগ। একটা কাগজের কথা বলে সাইন করিয়ে নিলেন, আর অন্য কাগজ ফাইনালাইজ করলেন—এটা হয় না। বিএনপির এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা ভীষণভাবে নষ্ট হয়েছে।

পুরো সনদে সব মিলিয়ে ৮৪টি ধারা রয়েছে। ২৫ পৃষ্ঠার দলিল। এই দলিল পড়ে বোঝার মতো দেশের ভোটারসংখ্যা তো ১৫ শতাংশও হবে না। আর দ্বিতীয় হলো—পুরোটার ওপর ‘হ্যাঁ’, ‘না’ ভোট দেওয়াও অসম্ভব।

সংবিধান সংশোধন সংক্রান্ত ৪৮টি বিষয়ের বেশির ভাগই বিদ্যমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা কার্যকর করতে হলে বর্তমান সংবিধান বাতিল ঘোষণা করতে হবে। বর্তমান সংবিধানে আছে এক কক্ষের জাতীয় সংসদ। আর জুলাই সনদে বলা হচ্ছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।
এখন কোনটা বলবৎ হবে? বর্তমান সংবিধানের কথা, না জুলাই সনদের প্রস্তাব। জুলাই সনদের প্রস্তাব বলবৎ হলে বর্তমান সংবিধান বাতিল করতে হবে। সংবিধান বাতিল না করে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কতগুলো অনুচ্ছেদ বা ধারা বলবৎ করা সম্পূর্ণ অবাস্তব। আমাদের সংবিধানে ১৭টি সংশোধনী হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট ছয়টি সংশোধনী বাতিল করেছেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে।

জুলাই সনদের প্রস্তাবগুলোও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিলযোগ্য। তবে বাতিলযোগ্য হবে না যদি বর্তমান সংবিধানই বাতিল করে দেন তাহলে। এটা (জুলাই সনদ) একেবারেই গোঁজামিল। যাঁরা এর সঙ্গে জড়িত তাঁদের আইনের ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে ধারণা আছে বলে মনে হয় না। সনদে বলা হয়েছে, সংসদে সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধনের প্রস্তাব পাস না করলে পাস বলে গণ্য হবে। এটা যদি হয়, তাহলে ২৭০ দিন ধরে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কী যৌক্তিকতা ছিল? ফল যদি পূর্বনির্ধারিত হয়ে থাকে, তাহলে এত দীর্ঘ সময় ধরে আলোচনার কোনো যৌক্তিকতা থাকে না। এগুলোতে সব এলোমেলো, অবাস্তব বিষয় যোগ করে পুরো বিষয়ে গণ্ডগোল পাকিয়ে ফেলা হয়েছে। এমনিতেই দেশে অস্থিতিশীল অবস্থা। এর মধ্যে এই বিষয়টির অবদান অস্থিতিশীলতা আরো বাড়াবে।
গণভোট হয় একটি সুনির্দিষ্ট প্রস্তাবের ওপর। ব্রিটেনে সম্প্রতি গণভোট হয়েছে, বেক্সিটের ওপর। ইউরোপীয় ইউনিয়নে থাকব কি থাকব না—এই প্রশ্নে। এ রকম সুনির্দিষ্ট একক কোনো বিষয়ে গণভোট হতে পারে। এ ধরনের ভোটের টেকনিক্যাল অনেক বিষয় রয়েছে। গণভোটের জন্য আইন করতে হবে। এই আইন আমাদের নেই। এ জন্য গণভোটের অধ্যাদেশ জারি করতে হবে। ওই অধ্যাদেশে সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮টি বিষয়ে কিভাবে হিসাব মেলানো হবে তা উল্লেখ থাকতে হবে। ৪৮টি বিষয়ে গণভোটের প্রশ্নটাই অবান্তর। আবার সাধারণত গণভোটের প্র্যাক্টিসটা হচ্ছে—এই ভোটের আগে বিষয়টি সংসদে পাস করতে হয়। আমরা এ বিষয়ে সংবিধান সংশোধন করতে গণভোটের ব্যবস্থা করতে যাচ্ছি উল্লেখ করে তা সংসদে পাস করাতে হয়। সংশ্লিষ্ট বিষয়ও জাতির জন্য গুরুত্বপূর্ণ হতে হয়। গণভোট হয় সেই সব বিষয়ে যেটা সংসদে পাস করলেই হবে না, জনগণের মতামত নিতে হবে। এর প্রথম পদক্ষেপ হবে গণভোট অনুষ্ঠানের বিষয়টি সংসদে পাস করানো। সংসদে পাস না করে সরাসরি গণভোট কোথাও যে হয়নি তা নয়। তবে তেমন ঘটনা খুবই বিরল। আবার সাংবিধানিক আদেশ যেভাবে হওয়ার প্রস্তাব এসেছে সেটি কোনো আইনে নেই। আইনে নেই এমন অনেক কিছুই আমরা করছি। এর ফলে দেশের আইন ও বিচারব্যবস্থা এলোমেলো হয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলমান থাকা অবস্থায় জুলাই সনদে এটি কিভাবে কাদের মাধ্যমে কার্যকর হবে তা ঠিক করে দেওয়া হয়েছে। এই এলোমেলো অবস্থা ঠিক করতে ২০ বছর লাগবে। দীর্ঘ সময় ধরে এই অবস্থার খেসারত দিতে হবে। আইনি ব্যবস্থার টালমাটাল অবস্থা থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে দীর্ঘ সময় আমাদের অপেক্ষায় থাকতে হবে।

লেখক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ।
(সুত্র-Kaler Kantho)

জুলাই সনদ ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মোহ বিশ্লেষণ করলেন ছাত্রনেতা Shahriar Haque Mazumder Shimul 🌾সময় করে পড়ে নিয়ে...
30/10/2025

জুলাই সনদ ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মোহ বিশ্লেষণ করলেন ছাত্রনেতা Shahriar Haque Mazumder Shimul 🌾সময় করে পড়ে নিয়েন...
।।
• বিএনপি কি জুলাই সনদের বিরোধী?

- না। বিএনপি ইতোমধ্যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে।

• বিএনপি কি গণভোট চায় না?

- বিএনপি গণভোটও চায়। তবে জাতীয় নির্বাচনের আগে চায় না। একইদিনে একইসাথে জাতীয় নির্বাচন ও গণভোট চায়। বর্তমান প্রশাসনেরও তিন মাসের ব্যবধানে দুটো নির্বাচন সামলানোর সক্ষমতা নেই। দেশের বর্তমান আর্থিক অবস্থাও পরপর দুটো নির্বাচনের ব্যয়ভার বহনের বিলাসিতা করার মতো অবস্থায় নেই।

• স্বাক্ষরিত জুলাই সনদ আর গণভোটের জন্য প্রস্তাবিত জুলাই সনদের কি কোন পার্থক্য আছে?

- অবশ্যই আছে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদে দলগুলোর দেয়া নোট অব ডিসেন্টের উল্লেখ আছে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সেটা নেই। দ্বিমতের সুযোগ যদি না দেয়া হয় তাহলে এতোগুলো মাস ধরে আলোচনার প্রয়োজন কী ছিল? এই গণভোট তো নয় মাস আগেই করা যেতো।

• ঐক্যমত্য কমিশন কি তাদের আগের অবস্থানের কোন পরিবর্তন করেছে যার ফলে বিএনপি হার্ডলাইনে যেতে বাধ্য হতে পারে?

- ঐক্যমত্য কমিশন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। স্পষ্ট প্রতারণা করেছে। তারা বলেছিল, ঐক্যমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে সমঝোতা হবে সেসব প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। আর যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট থাকবে সেসব প্রস্তাব বাস্তবায়নে পরবর্তী ক্ষমতাসীন দল বাধ্য থাকবেনা। এখন এসব কথার বরখেলাফ করে আলী রিয়াজ কমিশন তাদের ইচ্ছা অনিচ্ছার সবটুকু বাধ্যতামূলকভাবে চাপিয়ে দিতে চাইছে। পরবর্তী সংসদের সার্বভৌমত্ব খর্ব করা হচ্ছে।

• বিএনপি কি সব সংস্কারের বিরোধী?

- না। বরং বিএনপি প্রায় সব প্রস্তাব মেনে নিয়েছে। এমন অনেক বিষয় মেনে নিয়েছে যেগুলোর উদাহরণ ওয়েস্ট মিনিস্টার সিস্টেমের পৃথিবীর কোন দেশে নেই। সেগুলোও মেনে নিয়েছে। কিন্তু ১০০% প্রস্তাবই যদি মানতে হয়, তাহলে আলোচনা কেন? ১০০% প্রস্তাব কি কেউ মেনে নেয়? যদি তাই হতো, নারীদের বিষয়ে যে কমিশন হলো, তাদের প্রস্তাবণার বিষয়ে এতো সমালোচনা হলো কেন? সবই যদি মেনে নিতে হয় তাহলে সেগুলোও তো বিতর্কহীনভাবে মেনে নেয়া উচিত ছিল। বিএনপি প্রায় সবকটি মেনে নিয়েছে, অল্প কিছু বাদে।

• বিএনপি ছাড়া অন্য কোন দল কি নোট অব ডিসেন্ট দিয়েছে?

- অন্যরাও দিয়েছে।

• জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে সমস্যা কী?

- কয়েকটি সমস্যা আগেই বলা হয়েছে। এছাড়াও যেই দল দুটো স্বল্প জনসমর্থন নিয়েও এখন প্রশাসন নিয়ন্ত্রণ করছে, তারা এই ক্ষমতা হারানোর ভয়ে গণভোটের পর জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করতে পারে। নির্বাচন হতে না দিয়ে এখানে একটা কেওয়াজ তৈরি করা পার্শ্ববর্তীদের এজেন্ডা। লোভের বশবর্তী হয়ে এরা এখন সেই পথেই হাঁটতেছে। এরা নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীলতা চায় না। কারণ অস্থিতিশীলতা লেগে থাকলেই এদের লাভ। কিন্তু এধরণের অস্থিতিশীলতা দেশ ও জাতির জন্য ভয়াবহ হুমকিস্বরূপ।

• বিএনপি কি হ্যাঁ/না ভোটের বিষয়ে পতিত শক্তির সাথে সুর মেলাচ্ছে?

- পতিত অপশক্তি এখানে কোন জাতীয় নির্বাচন চায় না। নির্বাচন না হয়ে অস্থিতিশীলতা লেগে থাকাটাই বরং তাদের পুনরুজ্জীবনের জন্য সহায়ক হবে। পার্শ্ববর্তীরাও তাই চায়। আমাদের এখানকার এ টিম আর বি টিমও বুঝে বা না বুঝে তাই চায়। সুতরাং, পতিত অপশক্তির সাথে সুর মেলাচ্ছে তারা, বিএনপি না।

#রাষ্ট্রবিরোধী_ষড়যন্ত্রকে_না #সবারআগেবাংলাদেশ

30/10/2025

শিক্ষক সমাজের পাশে বিএনপিই সবসময় থাকে...

'২৭০ দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশাব্যঞ্জক,' বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
30/10/2025

'২৭০ দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশাব্যঞ্জক,' বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকে না' বলুন।✌️🌾★জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবেনা,পরিষ্কার কথা। ★দেশের মানুষ ভোটের অধ...
30/10/2025

বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকে না' বলুন।
✌️🌾
★জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে
না,পরিষ্কার কথা।
★দেশের মানুষ ভোটের অধিকার চায় কিন্তু গণভোট চায়না।
★ গণভোটের সময় ছিলো ৫ আগষ্ট পরবর্তী। তখনতো গণভোট না দিয়ে দখল করলেন।
★ এখন জনগণ ভোট দিয়ে সরাসরি নির্বাচিত সরকার গঠন করতে চায়।
★ভোট নিয়ে কোন চক্রান্ত ষড়যন্ত্র হলে হাসিনার মতো পালাতে হবে।
#না #না_গণভোটে #রাষ্ট্রবিরোধী_ষড়যন্ত্রকে_না
#জাতীয়নির্বাচন #সবারআগেবাংলাদেশ
#ভোটেরঅধিকার
#গণভোটনা #না_মানে_না #বাংলাদেশ
#সরাসরি_ভোট
#পালানো_নয়_প্রতিরোধ
#দেশেরঅধিকার
#নাগরিকদায়িত্ব

জুলাই সনদ গণভোটে 'হ্যাঁ' ভোট দিলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে 'সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্...
30/10/2025

জুলাই সনদ গণভোটে 'হ্যাঁ' ভোট দিলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে 'সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' থাকবে না।

সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা স্থাপন ও ইসলামি মূল্যবোধ রক্ষায় 'না' বলুন।

#না #ভোট #সবারআগেবাংলাদেশ

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের জাতীয় ঐকমত্য কমিশন তারা তাদের রিকমন্ডেশন দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্...
29/10/2025

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের জাতীয় ঐকমত্য কমিশন তারা তাদের রিকমন্ডেশন দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার সইও আছে সেখানে, তিনিও এই কমিশনের চেয়ারম্যান। এখন অবাক বিস্ময় আমরা যেটা লক্ষ্য করেছি যে, আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের (জাতীয় ঐকমত্য কমিশনের)।’

তিনি বলেন, ‘অবাক বিষয়, আমরা লক্ষ্য করলাম যে, কালকে (মঙ্গলবার) যখন তারা এটা প্রকাশ করলেন, সেই নোট অব ডিসেন্টগুলো নেই, পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে জাতীয় ঐকমত্য কমিশনটা করা হয়েছিলো কেন? এই ঐকমত্য কমিশন, আমি বলব জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। এগুলো অবিলম্বে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি।’

এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ-ওয়াদাবদ্ধ যে আপনি এখানে (বাংলাদেশে) সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট আসবে। সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে।’

তিনি বলেন, ‘আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি আপনি যান তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই (প্রধান উপদেষ্টা) বহন করতে হবে—এ কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই। সেজন্যই আমি আশা করব যে, তাদের (জাতীয় ঐকমত্য কমিশন) এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশন সকল দলগুলোর মধ্যে যেগুলোতে আমরা একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত করেছি—সবকিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন। যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারব, দেশে জনগণের শাসন নিয়ে আসতে পারব।’

Source: Manabzamin

জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে ঐকমত্য কমিশন: সালাহউদ্দিন আহমদ
28/10/2025

জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে ঐকমত্য কমিশন: সালাহউদ্দিন আহমদ

ধানের শীষে ভোট দিন।
28/10/2025

ধানের শীষে ভোট দিন।

Address

Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarique Zia Cyber Force-TZCF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share