প্রণয়ের ইতিকথা

প্রণয়ের ইতিকথা Spreading love and positivity should be the motto.
(7)

জীবনটা সবার ভালোবাসায় কাটুক শুভ সকাল।
08/08/2025

জীবনটা সবার ভালোবাসায় কাটুক
শুভ সকাল।

06/08/2025
🌀প্রশ্নের ইতিকথা🌀মানুষ হবার মানে কি শুধু দু'পায়ে হাঁটা আর মুখে কথা বলা?নাকি সত্যিকারের মানুষ সেই, যে কখনো ছেড়ে যায় না?ভা...
04/08/2025

🌀প্রশ্নের ইতিকথা🌀

মানুষ হবার মানে কি শুধু দু'পায়ে হাঁটা আর মুখে কথা বলা?
নাকি সত্যিকারের মানুষ সেই, যে কখনো ছেড়ে যায় না?
ভাবছি…
আমার চারপাশে যারা আছে, তারা কি মানুষ?
নাকি কুকুরটা আজও অনেক বেশি 'মানুষ'?

#মানুষ_নাকি_মনুষ্যত্ব
#প্রশ্নের_ইতিকথা
#ভেবেদেখো

ত্রুটিপূর্ণ মানুষকে এড়িয়ে চললেই মনে হয় জীবনটা সুন্দর।
02/08/2025

ত্রুটিপূর্ণ মানুষকে এড়িয়ে চললেই মনে হয় জীবনটা সুন্দর।

02/08/2025

জীবনের গল্প গুলো কেন এমন হয় শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়?

হারামের পিছনে আফসোস নয়, হালালের জন্য শুকরিয়া—এটাই প্রকৃত সফলতা।
28/07/2025

হারামের পিছনে আফসোস নয়, হালালের জন্য শুকরিয়া—এটাই প্রকৃত সফলতা।

27/07/2025

🌸 ফুল নরম, চাঁদ শান্ত… 🌙
ফুল শিখিয়ে দেয় ভালোবাসা কীভাবে ছড়াতে হয়,
আর চাঁদ শেখায়—নিঃশব্দে কীভাবে পাশে থাকতে হয়।
একটা সুবাস দেয়, আরেকটা আলোর ছায়া—
জীবনের প্রতিটা সন্ধ্যায় যদি এমন হয়…
তবে রাত কখনো একা লাগে না!

#ফুল_আর_চাঁদ #রাতের_ভালোবাসা #কাব্যিক_স্ট্যাটাস #মনছোঁয়া_লেখা

আজ কয়েক দিন ধরে একটা কথাই মনে হচ্ছে বারংবার,যে আজ সন্তানটা বুকে আছে বলে আদর করছি,ওর গায়ের গন্ধটা পাচ্ছি।এক কথায় বুক ভ...
26/07/2025

আজ কয়েক দিন ধরে একটা কথাই মনে হচ্ছে বারংবার,যে আজ সন্তানটা বুকে আছে বলে আদর করছি,ওর গায়ের গন্ধটা পাচ্ছি।এক কথায় বুক ভরে ওকে গ্রহণ করছি, কিন্তু যে মায়েদের বুক খালি হয়ে গেল তারা কোন আশ্রয়ে শান্তির পরশ খুঁজবে? আল্লাহপাকের কাছে অন্তর থেকে প্রার্থনা করি তিনি যেন এই মা-বাবাকে এমন করুন সময়ে ধর্য্য ধারণ করার মত শক্তি দেন।

শুভ সকাল সকলকে। সবাই কেমন আছেন?
25/07/2025

শুভ সকাল সকলকে। সবাই কেমন আছেন?

23/07/2025

কি লিখবো, কিভাবে লিখব, কাকে নিয়ে লিখব কোন কিছুই ভেবে পাচ্ছি না শুধু মনের মধ্যে অস্থিরতা কাজ করছে। আর ভাবছি এই মৃত্যুর মিছিল কবে শেষ হবে??

নতুন শুরুতে কখনোই দেরি হয় না, শুধু এক ধাপ এগিয়ে যাওয়ার সাহসটাই দরকার।
20/07/2025

নতুন শুরুতে কখনোই দেরি হয় না, শুধু এক ধাপ এগিয়ে যাওয়ার সাহসটাই দরকার।

বৃষ্টি যেন আমাদের মাঝের নীরব কথোপকথন,একজন অদৃশ্য হয়ে হাত বাড়ায়, অন্যজন খুঁজে ফেরে স্পর্শের অনুভব।মেঘেরা সাক্ষী থাকে— ...
19/07/2025

বৃষ্টি যেন আমাদের মাঝের নীরব কথোপকথন,
একজন অদৃশ্য হয়ে হাত বাড়ায়, অন্যজন খুঁজে ফেরে স্পর্শের অনুভব।
মেঘেরা সাক্ষী থাকে— ভালোবাসা কখনো শব্দের চাওয়া নয়,
বরং দুই হৃদয়ের অদৃশ্য স্রোতের মতো…
যেখানে বৃষ্টির ফোঁটা হয়ে ভালোবাসা ঝরে।🌸

সুন্দর একটা সকালের শুভেচ্ছা সকলকে। শুভ সকাল।

#বৃষ্টি_ভালোবাসা #নীরব_প্রেম #মনখোলা_আকাশ

Address

Samoly, Adabor/14
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রণয়ের ইতিকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share