Life at AIUB

Life at AIUB This page will try to reflect the activities & life of AIUB students.

18/11/2025
07/11/2025

Bro keeps trying to make his comedy funny, but it’s always unfunny. 😂

27/08/2025

Now only the garment workers are left to claim themselves as Textile Engineers.

8 Bangladeshi Students Headed to China for Global ICT Training with Huawei! After a competitive journey of training, ass...
19/07/2025

8 Bangladeshi Students Headed to China for Global ICT Training with Huawei!

After a competitive journey of training, assessment and innovation, 8 brilliant minds from top Bangladeshi universities have been selected as winners of Huawei’s ‘Seeds for the Future 2025’!

They’ll soon be flying to China to represent Bangladesh and gain hands-on experience in cutting-edge tech like AI, 5G, and cloud computing.

Huge congratulations to these future tech leaders! 😇

৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের একটা গোয়েন্দা সংস্থায় কাজ করা আমার এক ছোট ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের মতে হাসিনার পতনের জ...
19/07/2025

৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের একটা গোয়েন্দা সংস্থায় কাজ করা আমার এক ছোট ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের মতে হাসিনার পতনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা?

এক সেকেন্ডের মধ্যে তার উত্তর ছিল ১৮ জুলাই, প্রাইভেট ভার্সিটির নজিরবিহীন প্রতিরোধ। ও বলল, সরকার কনফিডেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে পারলে, বিএনপি-ছাত্রদল-জামাতের কিছু শীর্ষ নেতৃবৃন্দকে নজরদারিতে রাখতে পারলে এবং গ্রেফতার করলে এই আন্দোলনকে আটকে দেয়া যাবে। মাদ্রাসাকেন্দ্রিক একটা মুভমেন্ট হতে পারে এ ব্যাপারেও সরকার প্রিপেয়ার্ড ছিল। এজন্য হেফাজত নেতৃবৃন্দ নজরদারিতে ছিল।

এ কারনে সরকার, গোয়েন্দা সংস্থা, তদকালীন পুলিশ-র‍্যাবের শীর্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভ্যাকান্ট করা হয়। শীর্ষ সমন্বয়কদের খুঁজে খুঁজে গ্রেফতারের সিদ্ধান্ত হয়। ২/১ দিনের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতারের সিদ্ধান্ত হয়। ফলে আন্দোলনকে সংগঠিত করার কোন শক্তি অবশিষ্ট থাকবে না এরকমটা ভাবা হয়।

কিন্তু সব ইকুয়েশনকে ওলট পালট করে দিয়েছিল প্রাইভেট ভার্সিটি। এরা ম্যাক্সিমাম সরকারি চাকরিতে আসে না। সো কোটা নিয়ে তারা খুব একটা মাথা ঘামাবে এই ধারণা সরকারের ছিল না।

কিন্তু তারাই নজিরবিহীনভাবে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেল। আইন-শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে গেল। একের পর এক শিক্ষার্থী মারা গেল। বাংলাদেশে ঘটলো সেই সময় পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী শিক্ষার্থী-পুলিশ-র‍্যাব সংঘর্ষ। ৩৫ এর কাছাকাছি শিক্ষার্থী শহীদ।

প্রাইভেট ভার্সিটির এই মুভ সরকারের জন্য সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন ছিল, যার উত্তর তাদের জানা ছিল না। এরা কোথেকে আসলো, কিভাবে আসলো, কারা এদের সংগঠিত করলো এটা নিয়ে সবাই পাজেলড ছিল।

প্রাইভেট ভার্সিটির এই নজিরবিহীন ঘুরে দাঁড়ানো পুরো বাংলাদেশের ভয় ভেংগে দিল। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেল। সরকার আতংকিত হয়ে গেল। শেখ হাসিনা বাধ্য হল কারফিউ দিতে। আর বাংলাদেশে কারফিউ দেয়ার পর কোন সরকার কখনো টিকে থাকতে পারেনি।

প্রাইভেট ভার্সিটির এই নজিরবিহীন ঘুরে দাঁড়ানো আরেকটা কাজ করলো যেটা বিএনপি জামাতের ১৭ বছরের আন্দোলন করতে পারেনি। সেটা হচ্ছে শহুরে মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাসকে এই আন্দোলনে যুক্ত করে ফেলা।

প্রাইভেট ভার্সিটি মূলত শহুরে মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাসকে রিপ্রেজেন্ট করে। এই গ্রুপটা নিজেদের ক্যারিয়ার আর জীবন নিয়ে থাকতেই বেশি পছন্দ করে। যখন তাদের সন্তানদের বুকে গুলি চলেছে এটা তাদের জন্য রেড লাইন ছিল।

একটা সরকার সব সময় টিকায় রাখে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস। এই কারনে হাসিনা ঢাকাকে ক্যান্টনমেন্ট বানায়ে রাখছিল। সারা দেশে আন্দোলন হলেও ঢাকাতে কখনো কাউকে দাঁড়াতেই দেয় নাই।

১৮ জুলাইয়ের পর আপার মিডল ক্লাস রাস্তায় নামতে শুরু করলো, সোশ্যাল মিডিয়াতেও কথা বলতে শুরু করলো। ফলে হাসিনার গদিও নড়েচড়ে উঠলো।

সো হাসিনার পতন হয়ে গেছে মূলত ১৮ জুলাই। ৫ আগস্ট ছিল আনুষ্ঠানিকতা।

আমরা যাদেরকে ফার্মের মুরগি ডাকি, সেই ফার্মের মুরগিগুলো দেশের বিপদে বুক পেতে দিল, র'ক্ত দিল, মানুষকে কাঁদালো আর তারপর নিজেদের পড়ার টেবিলে ফিরে গেল। না চাইলো ক্ষমতার ভাগ, না দাবী করলো অন্য কোন কিছু।

এই জাতিকে মুক্তির রাস্তা দেখানোর জন্য এই সেলফলেস ফার্মের মুরগিগুলোর প্রতি রইলো অনেক অনেক দোয়া।

copied

Someone is crying in the corner. 😂
23/05/2025

Someone is crying in the corner. 😂

নৌকা ডুবে গেছে 😂আওয়ামীলীগ এর জয় বাংলা হয়ে গেল।
10/05/2025

নৌকা ডুবে গেছে 😂

আওয়ামীলীগ এর জয় বাংলা হয়ে গেল।

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে...
02/05/2025

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার বেলা ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Eid Mubarak
30/03/2025

Eid Mubarak

Address

Ka-66/1 Kuratoli Road, Kuril, Khilkhet
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life at AIUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share