ইমরান ভাই ২.০

ইমরান ভাই ২.০ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, জানিনা ভাগ্যে কি আছে, তবে খারাপ ভালো সব কিছুর জন্য মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। 😍🌺😍🌺😍🌺
(3)

হৃদয় ভাঙ্গার গর্জন
27/09/2025

হৃদয় ভাঙ্গার গর্জন

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা পিকচার গতকালকের সন্ধ্যায় আমার ফোন...
27/09/2025

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন।
দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা পিকচার গতকালকের সন্ধ্যায় আমার ফোন দিয়ে তোলা।

পুরাই তো মাথা নষ্ট ভাবছিলাম আর খেলা দেখমু না। বাংলাদেশ দলটা এরকম যখনি সাধারণ পাবলিক আসা ছাইড়া দেয় আশা জাগানোর জন্য আবা...
25/09/2025

পুরাই তো মাথা নষ্ট ভাবছিলাম আর খেলা দেখমু না। বাংলাদেশ দলটা এরকম যখনি সাধারণ পাবলিক আসা ছাইড়া দেয় আশা জাগানোর জন্য আবার একটা ভালো স্কোর ভালো একটা খেলা।
আজকের স্কোর দেখে আবার মনে হইল বাংলাদেশ এশিয়া কাপ জিতবে 🤣🤣🤣🤣🤣😂😂😂👈

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। স্টার সেটআপ পেলাম মনিটাইজেশন পেলাম। এখন পর্যন্ত পেজে সেটাপ দিলে দিতে পারলাম না। বিভিন্ন...
25/09/2025

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।
স্টার সেটআপ পেলাম মনিটাইজেশন পেলাম।
এখন পর্যন্ত পেজে সেটাপ দিলে দিতে পারলাম না। বিভিন্ন জটিলতার কারণে।
বুঝতেছিনা আর কতবার নতুন করে কেস খুলতে হবে এই পেজটা মনে হচ্ছে কন্টিনিউ করতে পারবোনা।
আমি নতুন পেজ খুললে আমার সাথে যুক্ত হবেন কারা কারা তারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন একটু সাড়া দেবেন।
যতবার পড়ে যাব ঠিক ততবার উঠে দাঁড়াবো মনে হচ্ছে আবার নতুন করে শুরু করতে হবে।
জানিনা এই প্লাটফর্মে আমার সফলতা কতদূর। দোয়া করি সবাই ভাল থাকেন সুস্থ থাকেন সবসময়

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পাবনার প্রিয় মুখ আমার সাথে এই মানুষটাকে কারা কারা চিনেন তার সম্পর্কে কিছু একটা বলে যান...
25/09/2025

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।
পাবনার প্রিয় মুখ আমার সাথে এই মানুষটাকে কারা কারা চিনেন তার সম্পর্কে কিছু একটা বলে যান।
খুবই আন্তরিক ভালো মনের একজন মানুষ।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ রাত্রি। ইনশাল্লাহ আশা করি আজকে বাংলাদেশ জিতবে। এবং কি ফাইনালের দিনও জিতবেন ইনশাল্লাহ
24/09/2025

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ রাত্রি।
ইনশাল্লাহ আশা করি আজকে বাংলাদেশ জিতবে।
এবং কি ফাইনালের দিনও জিতবেন ইনশাল্লাহ

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত এত ভালবাসা দিয়ে সবসময় পাশে থাকার জন্য ইনশাল্লাহ আম...
23/09/2025

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত এত ভালবাসা দিয়ে সবসময় পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি সবসময়।
💔💔💔💔শুভরাত্রি 💔💔💔💔

22/09/2025

আপনার একটি শেয়ার বাঁচিয়ে দিতে পারে স্বর্ণ নামের ফুটফুটে মেয়েটার জীবন

আমরা যখন শান্তির ঘুম শেষে সকালবেলা উঠে বলি আলহামদুলিল্লাহ। ঠিক একই সময়ে গাজার অবরুদ্ধ মানুষেরা গণনা শুরু করে আলহামদুলিল...
22/09/2025

আমরা যখন শান্তির ঘুম শেষে সকালবেলা উঠে বলি আলহামদুলিল্লাহ।
ঠিক একই সময়ে গাজার অবরুদ্ধ মানুষেরা গণনা শুরু করে আলহামদুলিল্লাহ কতজন জান্নাতের পাখি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। 🥲🥲🥲
আমরা স্ট্যাটাস লিখি সুন্দর সকাল আলহামদুলিল্লাহ শুভ সকাল।
তারা অপেক্ষায় থাকে আকাশে মৃত্যুর লেলিহান শিখা কখন যেন থেকে আসে।
মাটিতে ক্ষুধার যন্ত্রণায় কখন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় 🥲🥲🥲🥲🥲🥲
মুসলিমদের বিরক্ত গাঁথা ইতিহাস কতই তো পড়েছি, হাজার কয়েক মুসলিম বীর যোদ্ধা, লক্ষাধিক কাফেরদের অন্তরে মৃত্যু নামক ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
আর আজ ২০০ কোটি মুসলমান জানিনা তোমাদের কি হয়েছে, এ তো কাপুরুষের পরিচয় ছাড়া আর কিছুই নয়। 🥲🥲🥲👈

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা। জীবন নামক ঘড়ির টাইমটা যেন প্রতিনিয়তই শেষ হয়ে যাচ্ছে।
21/09/2025

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।
জীবন নামক ঘড়ির টাইমটা যেন প্রতিনিয়তই শেষ হয়ে যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা  ভালোবাসা রইলো ইনশাল্লাহ তিন তিনবার ফাইনাল খেলে হেরে যাওয়ার স্বপ্নটা এবার...
21/09/2025

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো ইনশাল্লাহ তিন তিনবার ফাইনাল খেলে হেরে যাওয়ার স্বপ্নটা এবার পূরণ হবে ইনশাল্লাহ।
আপনারা কি বলেন 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। চেহারা সৌন্দর্য ঠিকই  বিলীন হয়ে যাবে। যদি নিজের মূল্যবান সময়কে কাজে লাগাতে  পারি। তবে...
20/09/2025

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।
চেহারা সৌন্দর্য ঠিকই বিলীন হয়ে যাবে।
যদি নিজের মূল্যবান সময়কে কাজে লাগাতে পারি।
তবে আমাদের উচিত হবে এই স্মৃতিসৌধের মতোই ভালো কর্ম দিয়ে নিজের কর্মকে দুনিয়াতে কিছুটা সময়ের জন্য হলেও নিজের অস্তিত্ব রেখে যাওয়ার চেষ্টা করা। এই জন্যই কবি বলেছেন

এমন জীবন তুমি করিও গঠন মরনে
হাসিবে তুমি কাঁদিবে ভুবন।

Address

Manikganj Daulatpur
Dhaka
MANIKGANJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমরান ভাই ২.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category