Job Circular BD - নিয়োগ বিজ্ঞপ্তি

Job Circular BD - নিয়োগ বিজ্ঞপ্তি All Bangladesh Jobs, as well as International Job Circular and news, are shared here. Our Mission is to minimize the curse of unemployment from our country.

02/08/2025

পরীক্ষার সময় হইলেই মাথাডা কাম করেনা

23/07/2025

Urgent: AB(-) Negative blood needed (3-4 bags) for a Milestone College student. Without it, the 8 years old child may not survive.
Dhaka Medical...
Contact: 01840558528

22/07/2025
আহারে জীবন
21/07/2025

আহারে জীবন

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই, এখনই!
(Collected)

21/07/2025

রক্ত দিন, জীবন বাঁচান – এক ফোটা রক্তই হতে পারে কারো বাঁচার শেষ সুযোগ।"

প্রতিদিন দেশের অসংখ্য মানুষ দুর্ঘটনা, অপারেশন, থ্যালাসেমিয়া, ক্যান্সার এবং নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রক্তের জন্য অপেক্ষা করে থাকেন। তাঁদের অনেকেই শেষ মুহূর্তে একজন মানবিক মানুষের সহানুভূতির দিকে তাকিয়ে থাকেন – একজন স্বেচ্ছাসেবী রক্তদাতার দিকে।

আপনি যদি সুস্থ, ১৮ থেকে ৬০ বছর বয়সী হন এবং রক্ত দিতে আগ্রহী থাকেন, তাহলে দয়া করে নিচের ফর্মটি পূরণ করুন।
এই তালিকা আমাদের এমন সময়ে সাহায্য করবে যখন দ্রুত রক্তের প্রয়োজন হয় – কারণ জীবন মৃত্যুর মধ্যকার ব্যবধানটা কখনো কখনো মাত্র কয়েক মিনিটের।

আপনার একটি সিদ্ধান্ত, কারো জন্য হয়ে উঠতে পারে নতুন জীবনের আশার আলো।
ভালোবাসা ও মানবিকতায় ভরিয়ে তুলুন এই পৃথিবী – এগিয়ে আসুন, রক্ত দিন।

তথ্য দিয়ে সহায্য করুনঃ https://forms.gle/w4hWyj8k9nBT82N87

10/03/2025

আছিয়ার এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সবার জন্য এক বড় শিক্ষার বিষয়। যে শিশু মাত্র জীবন শুরু করেছে, তার সাথেই এমন নির্যাতন, তা কেবল একটি অপরাধ নয়, এটা আমাদের মানবিকতা, সমাজ এবং নৈতিকতার গভীর প্রশ্ন তুলে দেয়। একজন শিশু, যে জীবনভর স্বপ্ন দেখতে শিখবে, আজ তাকে সহিংসতার শিকার হতে হচ্ছে—এটা আমাদের সকলের দায়িত্বের জায়গা। আমাদের প্রতিবাদ শুধু তার জন্য নয়, বরং সমস্ত সমাজের জন্য, যেখানে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

আছিয়ার মতো শিশুদের প্রতি সহিংসতা আমাদের মানবিকতার বড় ধাক্কা। আমরা যদি এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হই, যদি আমরা সমাজে একটি শূন্য সহিংসতার পরিবেশ না গড়ে তুলি, তবে আগামী দিনে আরও অনেক আছিয়া এই পরিস্থিতির শিকার হবে।

আমাদের অবশ্যই উচিত শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যদি সবাই সচেতন হই এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিই, তবে হয়তো একদিন সমাজে এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে শিশুদের নিরাপত্তা ও অধিকার কোনো প্রশ্নের মুখে পড়বে না।

আছিয়া, তোমার জন্য আমাদের হৃদয় গভীরভাবে শোকিত, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, তোমার শিকার হওয়ার গল্প যেন অন্য কোনো শিশুর ভাগ্যে না আসে, সেজন্য আমরা একসাথে লড়াই করব।

বিক্ষুব্দ ছাত্র জনতার তোপের মুখে সেনাবাহিনী, ধানমন্ডি ৩২
05/02/2025

বিক্ষুব্দ ছাত্র জনতার তোপের মুখে সেনাবাহিনী, ধানমন্ডি ৩২

হাজারও জনতার উপস্থিতিতে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডির বাড়িটি
05/02/2025

হাজারও জনতার উপস্থিতিতে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডির বাড়িটি

05/02/2025

ধানমন্ডি ৩২ এর বর্তমান অবস্থা

Address

Baridhara DOHS
Dhaka
1203

Telephone

(903) 980-2028

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Circular BD - নিয়োগ বিজ্ঞপ্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category