চিরকুমার সংঘ ,ঢাকা কলেজ শাখা।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • চিরকুমার সংঘ ,ঢাকা কলেজ শাখা।

চিরকুমার সংঘ ,ঢাকা কলেজ শাখা। একটি নারী বিবর্জিত সংগঠন

এত টাকা কই পাবো!
13/05/2025

এত টাকা কই পাবো!

25/04/2025

"মানুষটা যেদিন চলে গেলো, ঠিকঠাক জীবনটা ওলটপালট হয়ে গেলো নিমেষেই। মুখস্ত বুলির মতো সবাই বলতে লাগলো, 'একদিন সব ঠিক হয়ে যাবে'

অনুভূতিরা বোধহয় গোলাপের পাপড়ির মতো। একদিন শুকিয়ে কাঠ হয়ে যায়, তবু প্রিয় বইটার ভাঁজে কেন যেন রয়ে যায় আজীবন।

আচ্ছা, শখের মানুষ কি শখ করে চলে যায়? কখনো নিয়তি এসে মৃ ত্যু র গল্প শোনায়, কখনো অবহেলা নেমে আসে অসময়ের বৃষ্টির মতো, কখনো পোষ না মানা শালিকের মতো উড়ে যায় মানুষটা।

কখনো মন উঠে যায়। একদিন সকালে মানুষটা শীতল কন্ঠে জানায়, সে চলে যাচ্ছে। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে তার প্রস্থান দেখি। যেমন করে কাঁধে ভারী ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে শেষ ট্রেনটাকে স্টেশন ছাড়তে দেখে অসহায় যাত্রীটা।

প্রিয় মানুষের প্রস্থান জীবনে একটা দাগ কে টে যায়। সেই দাগে কেউ এফোড় ওফোড় হয়ে যায়, কেউ বা আবার সেই দাগ সযত্নে লুকিয়ে রেখে সব সামলে নেয়। লোকে আবার বলতে শুরু করে, 'জীবন কি একজনের জন্য থেমে থাকে? অন্য কাউকে আগলে ধরে বাঁচো'

শেষ ট্রেনটা চলে যাওয়ার পরে অনেক দিন পর স্টেশনে আবার ট্রেন এসেছিলো, থেমে ছিলো অনেকটা সময়। ক্লান্ত আমি কাঁধের ভারী ব্যাগটা নিয়ে এবারও উঠতে পারি নি।

ব্যাগের ভেতর শুকনো গোলাপের পাপড়ি, এক বর্ষা নিংড়ানো স্মৃতি, অবহেলার বরফগলা নদী, সহস্র পাতার প্রত্যাখানের মহাকাব্য আর প্রস্থানের শোকসভা - সব রেখে দিয়েছিলাম। অতকিছুর ভার নিয়ে হয়তো বেঁচে থাকা হয় কোনোভাবে, কিন্তু আর কোনো ট্রেনে ঠিক উঠা হয় না।

একদিন সব ঠিক হয়ে যায়, কিন্তু কেউ কেউ আটকে থাকে ভুল স্টেশনেই। একদিন জীবন আর থেমে থাকে না, কিন্তু কারো কারো আর কখনোই ঘরে ফেরা হয় না।"

- মুশফিকুর রহমান আশিক

21/04/2025

শরীরের অসুখ সারতে মায় তাবিজ কবজ এনে দিলেও তোমারে কেহ এনে দিল না। মনের অসুখ আজন্ম রয়ে গেল।।

11/04/2025

নদীর ভাঙ্গনে মানুষ যেমনে নি:স্ব হয়, তেমন করে নি:স্ব করছো আমারে তুমি

02/04/2025

সবাই বাজারে আসে, তুমি আসো না??

23/03/2025

চিরকুমার থাকুন, জীবনকে উপভোগ করুন
এসব বজলু ঠেটাদের কথায় ফাঁদে পড়বেন না।

মারজুক শাহ।
21/03/2025

মারজুক শাহ।

চাবি ছাড়া মায়ের আঁচলে আমিওতো বাঁধা থাকি।..গুরু মারজুক শাহ।
18/03/2025

চাবি ছাড়া মায়ের আঁচলে

আমিওতো বাঁধা থাকি।
..গুরু মারজুক শাহ।

18/03/2025

❝কারোরই কোনো বিকল্প হয় না— আমগো বিকল্প-তো হয়ই না।❞

একলাও সংসার করা যায় ...গুরুর গুরু মারজুক শাহ।
17/03/2025

একলাও সংসার করা যায়
...গুরুর গুরু মারজুক শাহ।

Address

Mirpur Road
Dhaka
1209

Telephone

+8801402958067

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিরকুমার সংঘ ,ঢাকা কলেজ শাখা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিরকুমার সংঘ ,ঢাকা কলেজ শাখা।:

Share