
11/07/2025
শিক্ষকের চেয়ে ছাত্রের বয়স বেশি!
বলছি কুয়েটের লালন শাহ হলের ডাইনিং বয় ইব্রাহিম ভাইয়ের কথা, অল্প বয়সে পরিবারের হাল ধরতে গিয়ে পড়ালেখা করার সুযোগ হয়নি। কুয়েটের মতো দেশসেরা ইঞ্জিনিয়ারিং কলেজে ডাইনিং বয় হিসেবে কাজ করার সুবাদে, দেশসেরা ছাত্রদের সান্নিধ্যে এসে পড়ালেখার মর্মার্থ বুঝে ও ছাত্রদের অনুপ্রেরণায় শুরু করেন আবারও পড়াশোনা এবং এসএসসি'তে নেন সায়েন্স!
প্রতিদিন রাত ১০ টার পর বাড়ি গিয়ে ক্লান্ত শরীরে রাত ২/৩ টা পর্যন্ত পড়াশোনা করে আবার ভোরবেলা হলের ডাইনিংয়ের বাজার করতে যেতেন ইব্রাহিম ভাই।
ফলাফল: এবারের এসএসসি'তে সায়েন্সের বিষয়গুলোতে A+সহ ৪.৬৪!
ছবিতে মিষ্টিমুখ পরবর্তী কমবয়সী শিক্ষাগুরু-কুয়েট শিক্ষার্থী আবিদ হাসানের সাথে সদ্য এসএসসি পাশ করা ছাত্র-হলের ডাইনিং বয় ইব্রাহিম ভাই।
অভিনন্দন, এগিয়ে যান ইব্রাহিম ভাই, আপনি অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে উঠবেন।