GFX Lab

GFX Lab Be Bold Never Be Regular

ইন্টারন্যাশনাল ভিসা কার্ড – এখন খুব সহজ! অনলাইন প্রফেশনালদের জন্যRedotPay অ্যাকাউন্টে পেতে সাইন আপ করুন -https://url.hk/...
22/05/2025

ইন্টারন্যাশনাল ভিসা কার্ড – এখন খুব সহজ! অনলাইন প্রফেশনালদের জন্য
RedotPay অ্যাকাউন্টে পেতে সাইন আপ করুন -
https://url.hk/i/en/xwwsx
বাংলাদেশি কার্ডে ডলার খরচে নানা সীমাবদ্ধতা আছে। কিন্তু RedotPay দিচ্ছে সহজ সমাধান।
এখানে আপনি পাবেন একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা মাস্টারকার্ড, যেটা দিয়ে নিচের যেকোনো কিছু সহজেই করতে পারবেন:
https://url.hk/i/en/xwwsx
Google Ads, Facebook Boost
LinkedIn Premium, ChatGPT, Canva Pro
Apple Pay / Google Pay Wallet
Fiverr, Upwork, Envato Elements
এবং সবচেয়ে জরুরি – ডোমেইন ও হোস্টিং কেনা (Namecheap, Hostinger, GoDaddy ইত্যাদি)
কার্ড পাওয়ার সহজ ৫ ধাপ:
১) RedotPay অ্যাকাউন্টে ফ্রি সাইন আপ করুন।
→ রেফারেল লিংক কমেন্টে, বা সাইন আপে কোড ব্যবহার করুন: (৫ ডলার বোনাস!)
২) আপনার আইডি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং 2FA চালু করুন।
৩) Binance থেকে RedotPay-তে ফান্ড ট্রান্সফার করুন।
→ কার্ড ফি: ১০ ডলার (প্রায় ১২০০–১৫০০ টাকা)
৪) RedotPay-তে ভার্চুয়াল ভিসা কার্ড অর্ডার করুন।
→ কয়েক মিনিটেই রেডি!
৫) কার্ড দিয়ে প্রথম পেমেন্ট করুন।
→ যেমন: Facebook থেকে ১০০ স্টার কিনুন (মাত্র ~১৪০ টাকা)
এবার আপনি এই কার্ড দিয়ে সব আন্তর্জাতিক সাবস্ক্রিপশন চালাতে পারবেন—বন্ধ আর কোনো সীমাবদ্ধতা!
RedotPay অ্যাকাউন্টে পেতে সাইন আপ করুন -
https://url.hk/i/en/xwwsx

নভেম্বর ২০২০ — এখান থেকেই আমার যাত্রা শুরু।এই পথটা কখনোই সহজ ছিল না। মাঝপথে খামখেয়ালিপনায় সময় নষ্ট করেছি, নিজের লক্ষ্য থ...
15/04/2025

নভেম্বর ২০২০ — এখান থেকেই আমার যাত্রা শুরু।
এই পথটা কখনোই সহজ ছিল না। মাঝপথে খামখেয়ালিপনায় সময় নষ্ট করেছি, নিজের লক্ষ্য থেকে অনেকবার সরে গেছি। যদি শুরু থেকেই একটা লক্ষ্য ধরে রাখতাম, যদি এক জিনিসে ফোকাস করেই লেগে থাকতাম — তাহলে আজকের এই অর্জনটা হয়তো আরও আগেই আসতো।

এই সময়ের মাঝে অনেকেই পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল।
সময় আমাকে বহুবার এই কাজ থেকে সরে যেতে বলেছে
অনেকে আবার কথা দিয়ে, ডিমটিভেট করে থামিয়ে দিতে চেয়েছে।

বিগত সময়গুলোতে আমি একরকম যুদ্ধই করেছি —
দিনের আলো না দেখে, রাতের ঘুম বিসর্জন দিয়ে লেগে থেকেছি।
অনেকেই তখন ঘুমিয়েছেন নিশ্চিন্তে, আর আমি জেগে থেকেছি নিজের স্বপ্নের পেছনে। ক্লান্ত ছিলাম, তবু থামিনি।

ভুল করেছি, কিন্তু শিখেছি। পিছিয়ে গেছি, আবার উঠে দাঁড়িয়েছি।

এখন আর পেছনে তাকানোর সময় নেই।
এগিয়ে যেতে হবে, ফোকাস ধরে রাখতে হবে, আর প্রতিদিন নিজেকে আরও ভালো কিছুতে বদলে নিতে হবে।

"Success is not luck, it is constant effort."
15/04/2025

"Success is not luck, it is constant effort."

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধ...
14/04/2025

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে-প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র্য বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।

আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে-মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে “ভয় পেয়ো না, আমি আছি।” বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না।

একদিন আপনার অনেক কিছু হবে। অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আপনার সামনে-পিছে ঘুরঘুর করবে; আপনার কিছু লাগবে কি না, তার জন্য একপায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই। এরা আসলে আপনার কেউই হয় না, এরা আপনার সুসময়ের ঘ্রাণে-কেনা কিছু মৌমাছি কেবল।

তারাই আপনার আপনজন আর কাছের জন, যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার উপর, কখনোবা মাটি হয়ে পায়ের নিচে ঠাঁই হয়ে ছিল।

বড়ো হোন, ততটুক‌ই বড়ো হোন, যতটুক বড়ো হলে আপনার মাথাটা আকাশ ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। ক্ষুদ্র হোন, ততটুক‌ই ক্ষুদ্র হোন, যতটুক ক্ষুদ্র হলে আকাশ-ছাড়ানো উঁচু লতাটির মতন সেই মাটির তলায় নুয়ে পড়া যায়, যে-মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাঁই হয়ে পায়ের তলায় থেকে ছিল।

মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?

জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।

তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসতো।

যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসতো, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।

আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসতো, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসতো, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে।

পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জন‌ও পাবেন না।

বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।

আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌ আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতেও দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।

এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।

মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।

অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়।

আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

ঠিক এই জায়গাটায় আপনার বড়ো পরাজয়, বড়ো লসটা হয়ে গেল।

মানুষটা আছে, অথচ মানুষটা নেই।

এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন, মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।

হাজার-কোটি মানুষ আছে চারিদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায়, এমন হাজারো মানুষ আছে; অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।

এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।

হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।

তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুন।

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅
Ten Unknown Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.
10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons.

Mark Zuckerberg যদি একটা নরমাল টি-শার্ট পড়ে মিলিয়ন ডলারের প্রেজেন্টেশন দেয় মানু্ষ তাকে বাহবা দিয়ে বলে কতটা সিম্পল ও অহংক...
14/04/2025

Mark Zuckerberg যদি একটা নরমাল টি-শার্ট পড়ে মিলিয়ন ডলারের প্রেজেন্টেশন দেয় মানু্ষ তাকে বাহবা দিয়ে বলে কতটা সিম্পল ও অহংকারহীন মানুষ 😊
ঠিক একটা নরমাল টি-শার্ট পড়ে আপনি ২০ হাজার টাকার চাকরীর ইন্টারভিউ দিতে গেলে অফিসের বস আপনাকে বেয়াদব ও কমনসেন্স হীন ছাড়া অন্য কিছু ভাববে না 😑
আসল ফ্যাক্ট টি-শার্টে না, ফ্যাক্ট হচ্ছে আপনি কোন পজিশন থেকে কোন কাজ করছেন। যখন একজন মানুষ স্ট্রাগেলিং পর্যায়ে থাকে তখন অন্যরা তার বেশিরভাগ কাজের মধ্যেই ভুল খুঁজে পায় 😅 আর একজন যখন সাকসেসফুল ও প্রভাবশালী থাকে তখন তার ভুল গুলোও নতুন নিয়ম বলে মনে হয়।
সমাজের এই নিয়ম আপনি আমি বদলাতে পারবো না, কিন্তু আমাদের পজিশন আমরা বদলাতে পারবো। মনে রাখবেন প্রতিটা অপমানের জবাব কিন্তু আপনাকে দিতে হবে 🔥
বাংলা ভাষায় একটা কথা অনেক জনপ্রিয়, যদি আপনি সাকসেস হোন তবে আপনার লুঙ্গি পড়া তাও ইতিহাস, আর ব্যর্থ হলে ব্লেজার পড়েন আর যাই পড়েন সবই উপহাস 😶

Fifteen Unknown Facts About
1. Honda was established in 1948 by Soichiro Honda and Takeo Fujisawa, initially focusing on motorcycles before expanding into automobiles.
2. Since 1959, Honda has been the largest motorcycle manufacturer in the world, known for reliability and innovation in models like the Honda Super Cub.
3. The T360, introduced in 1963, was Honda's first automobile, a mini truck that marked the company's entry into the car market.
4. The Honda Civic, launched in 1972, became a global success due to its fuel efficiency and practicality, significantly impacting the compact car segment.
5. Honda developed VTEC (Variable Valve Timing and Lift Electronic Control) technology, enhancing engine performance and fuel efficiency, first introduced in the late 1980s.
6. Honda has a storied history in Formula One, participating as both a constructor and an engine supplier, achieving notable success over the decades.
7. The Honda Insight, introduced in 1999, was one of the first hybrid vehicles available in the U.S., emphasizing Honda's commitment to environmental sustainability.
8. HondaJet, a light business jet launched by Honda Aircraft Company, reflects Honda's expansion into aviation, featuring innovative design and efficiency.
9. ASIMO, a humanoid robot developed by Honda, showcases advancements in robotics and artificial intelligence, designed to assist with various tasks.
10. Honda is committed to environmental initiatives, focusing on the development of electric and hydrogen fuel cell vehicles to reduce carbon emissions.
11. With operations in over 150 countries, Honda has a significant global presence, producing and selling vehicles and motorcycles worldwide.
12. Honda places a strong emphasis on vehicle safety, incorporating advanced safety technologies such as Honda Sensing in many of its models.
13. The Honda Accord, introduced in 1976, is renowned for its reliability and has been a top seller in the midsize sedan category for decades.
14. In motorsports, Honda's engines have powered vehicles in various competitions, including MotoGP and IndyCar, achieving numerous championships.
15. Honda's R&D efforts are extensive, investing heavily in research and development to innovate and improve vehicle technology continually.

প্রতিদিন নিজের “মান” প্রমাণ করতে হচ্ছে?তাহলে ভাই, আপনি ভুল জায়গায় আছেন।আপনি যদি এমন একটা জায়গায় থাকেন,যেখানে প্রতিদিন প্...
14/04/2025

প্রতিদিন নিজের “মান” প্রমাণ করতে হচ্ছে?
তাহলে ভাই, আপনি ভুল জায়গায় আছেন।

আপনি যদি এমন একটা জায়গায় থাকেন,
যেখানে প্রতিদিন প্রমাণ করতে হয়,
🔹 আপনি যোগ্য
🔹 আপনি কষ্ট করেন।
🔹 আপনি এক্সপার্ট
তাহলে এই লেখা আপনার জন্যই।

আমরা অনেকেই এমন জায়গায় কাজ করি বা এমন মানুষের সাথে মিশি—
যেখানে প্রতিদিন নিজের অস্তিত্ব প্রমাণ করা লাগে।
এমন একটা জায়গা, যেখানে সম্মান ‘দেয় না’, ‘ছিনিয়ে নিতে হয়’।

“কিন্তু আমি তো পরিশ্রম করি, তাহলে কেন আমাকে প্রমাণ করতে হয় বারবার?”

এই প্রশ্নটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক।
আপনার কাজ, আপনার স্কিলস, আপনার ইন্টেনশন—সবই ঠিক আছে।
তবু একটা ইনভিজিবল দেয়াল যেন থেকে যায়।
আপনার স্বপ্নটাও মাঝে মাঝে মনে হয় ছোট হয়ে যাচ্ছে।

I’ve been there, ভাই।
আমি নিজেও এমন জায়গায় ছিলাম,
যেখানে প্রতিদিন “দেখানো লাগে আপনি কতটা ভালো”—এটাই ছিল রুল।
But here's the truth:
যেখানে নিজের মূল্য বারবার প্রমাণ করতে হয়, সেখানে মানুষ “গ্রো” না, “ব্রেক” করে।

আমি শিখে গেছি—নিজেকে প্রমাণ করার দরকার নেই, যেখানে নিজের অস্তিত্বই যথেষ্ট সম্মানের।

তাহলে কী করতে হবে?

➡️ প্রথম ধাপ: নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন
➡️ দ্বিতীয় ধাপ: এমন জায়গা খুজুন যেখানে আপনি “Just Fit” না, “Belong” করেন
➡️ তৃতীয় ধাপ: নিজের ব্র্যান্ড তৈরি করেন —একটা স্কিল দিয়ে নয়, একটা ভিশন দিয়ে
➡️ চতুর্থ ধাপ: এমন মানুষ খুঁজে বের করুন যারা আপনাকে স্পেস দেবে, না তাকে যে আপনার জায়গা কেড়ে নেবে।

"Struggles আসবেই"
হ্যাঁ, নিজের পথ বেছে নিলে বাধা আসবেই।
মন্তব্য আসবে—"আপনি কি এখন বেশি জেনে গেছেন নাকি ?"

But let me tell you this:
শুরুটা কঠিন হলেও, সেলফ-ওয়ার্থের যুদ্ধটা একবার জিতে গেলে, আর পিছনে তাকাতে হবে না।

Start your shift TODAY.
✊ নিজেকে প্রমাণ করার জায়গা নয়,
নিজেকে বিকশিত করার জায়গা খুজুন।

That one decision can change everything.

Act now, or stay stuck forever.
⏳ আপনি আজ সিদ্ধান্ত নিলে, আগামী ৬ মাসে নিজের মতো একটা লাইফ তৈরি করতে পারবে।
❌ না নিলে, আপনার হয়ত আরেকটা বছর কাটাবে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়েই।

তুমি হিরো, ভাই।
তুমি সেই মানুষ, যে আজ নিজের পথ খুঁজছে।
তুমি জিততেই এসেছো।
🛡 নিজের যুদ্ধ নিজেই লড়বে—আর আমি আপনার পাশে থাকবো এরকম কনটেন্ট দিয়ে ।

তাহলে এখনই শুরু করো—নিজেকে প্রমাণ নয়, নিজেকে গড়ো। শ্যাডো তে কাজ করে নিজেকে সহজ উপায়ে কিভাবে গড়বেন তা নিয়ে আমি একটা খুব পাওয়ারফুল ভিডিও করেছি। প্রথম কমেন্ট এ লিংক দেয়া থাকবে দেখতে পারেন আপনার উপকারে আসবে বলে আমি মনে করি।






Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when GFX Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share