Mahade Hasan

Mahade Hasan জীবনের প্রথম দিন থেকে-প্রথম বছর থেকে-প্রথম মাস থেকে-জীবনের শেষ দিন পর্যন্ত যেকোনো মানুষ স্বপ্ন দেখে.।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার এই ছবি দিয়ে বানোয়াট গল্প রটাচ্ছে শিবির। অথচ মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা যোদ্ধা খোকা বিএনপি...
29/08/2025

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার এই ছবি দিয়ে বানোয়াট গল্প রটাচ্ছে শিবির। অথচ মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা যোদ্ধা খোকা বিএনপির গ্রুপিং রাজনীতির বলি হয়েছিলেন, সেটাকে আওয়ামী লীগের উপর দায় দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

খোকা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির গ্রুপিংয়ের বলি হয় এক সাক্ষাৎকারের কারণে। ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের উপর গ্রেনেড হা'মলার ঘটনায় ঢাকা প্রেসক্লাবের এক উর্ধতন সাংবাদিককে তিনি বলেন;

"২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলংকিত এবং বর্বরোচিত ঘটনাগুলোর একটি। এই পুরো ঘটনার নীল নকশা তৈরি করেছিলেন তারেক রহমান। বিএনপির সিনিয়র নেতাদেরকে এ ব্যাপারে অন্ধকারে রাখা হয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরপরেই আমি (সাদেক হোসেন খোকা) ছুটে যাই বিএনপির কার্যালয়ে, সেখানে আমি প্রকাশ্যে তারেক রহমানকে গালাগাল করেছিলাম। তারেক রহমানের কারণে বিএনপির সর্বনাশ হচ্ছে বলেও মন্তব্য করেছিলাম।

এরপর আমি বেগম জিয়ার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করি। এই ঘটনায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাওয়ার জন্য আমি অনুরোধও করি। আমি আরো বলেছিলাম, এর মাধ্যমে রাজনীতিতে যে বিভাজনরেখা তৈরি হলো, তা প্রতিশোধের রাজনীতিকে উসকে দেবে, এর ফলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বেগম জিয়া ঐ দুঃখ প্রকাশের ঘটনা শোনেননি।"

এই সাক্ষাৎকারের পর থেকেই খোকাকে নানাভাবে বিএনপির গ্রুপিংয়ের শিকার হতে হয়। তাছাড়া খোকা বীর মুক্তিযোদ্ধা হওয়ার কারণে ছিলেন আওয়ামী ঘনিষ্ঠ। আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতারা তাকে সম্মান করতেন।

২০১১ সালে হরতাল চলাকালীন সময়ে তার উপর অনাকাঙ্খিত হা'মলা হয়। এই ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতাও নিন্দা জানিয়েছিলেন।

আজ খোকা সাহেব বেচে থাকলে নিজেই এই ঘটনার প্রকৃত সত্য তুলে ধরতেন। আমরা তার আত্নার মাগফিরাত কামনা করি।

শিবিরের যারা বীর মুক্তিযোদ্ধা খোকাকে বিক্রি করতেসে তাদের থেকে সাবধান। এরা মুক্তিযুদ্ধকে ধারণ করে না। আওয়ামী লীগকে কাউন্টার দিতে এরা মুক্তিযুদ্ধকে টিস্যুর মতো ব্যবহার করে।

29/08/2025
মুক্তিযোদ্ধার গলা টিপে ধরেছে রাজাকার!জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরোনো শকুন।
29/08/2025

মুক্তিযোদ্ধার গলা টিপে ধরেছে রাজাকার!
জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরোনো শকুন।

নারায়ণগঞ্জের বাকপ্রতিবন্ধী সাঈদ শেখকে সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
29/08/2025

নারায়ণগঞ্জের বাকপ্রতিবন্ধী সাঈদ শেখকে সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

জুলাই যোদ্ধারা আর জুলাই বিক্রিকরে লুটে পুটে খাওয়া দালালরা।
28/08/2025

জুলাই যোদ্ধারা আর জুলাই বিক্রি
করে লুটে পুটে খাওয়া দালালরা।

জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরোনো শকুন।
28/08/2025

জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরোনো শকুন।

28/08/2025
চিরবিদায় হে বীর! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব স...
26/08/2025

চিরবিদায় হে বীর!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর
মুক্তিযোদ্ধা জনাব সুলতান মাহমুদ শরীফ (৮৫) আমাদের ছেড়ে চলে গেছেন।

শেখ ফজলুল হক মনির কর্মী, বঙ্গবন্ধু পাগল, সুলতান চাচা আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ট ছিলেন। আমৃত্যু বঙ্গবন্ধুর দুই কন্যার বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী ছিলেন।

সুলতান চাচার সাথে অনেক স্মৃতি। ২০০১-২০০৬ সালের বিএনপি জামাতের শাসন, এক-এগারোর মাইনাস শেখ হাসিনা পলিসি, সবসময় সাহস জুগিয়েছিলেন।

তাঁর রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

25/08/2025

ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাগ রেখে কি হৃদয় পরিষ্কার রাখা যায়?

আড়াই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির গ্লানি নিয়ে কি হৃদয় পরিষ্কার করা যায়।

দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যার কলঙ্ক কি মুছে ফেলা যায়?

বর্তমান বাজারমূল্যে ৬০ বিলিয়ন ডলার পাওনা রেখে কি হৃদয় পরিষ্কার করা যায়?

এই প্রশ্নগুলো বাংলাদেশের বুক চিরে এখনো রক্তাক্ত হয়ে আছে? এর সমাধানের আগে পাকি প্রেমে আপনার মত্ততা পুরোপুরি অবৈধ, যা আপনার জন্ম পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে।

Address

Dhaka

Telephone

+8801910102212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahade Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahade Hasan:

Share