উম্মতে মোহাম্মদী

উম্মতে মোহাম্মদী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উম্মতে মোহাম্মদী, Digital creator, Magura, Dhaka.

❤️আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ অতি দয়ালু-ক্ষমাশীল এবং সর্বশক্তিমান❤️
ইসলামের বিধি-বিধান মেনে চলুন জীবনকে সুন্দর ও সহজ করে গড়ে তুলুন।
لا إله إلا الله محمد رسول الله

19/06/2025
💪💪💪💪
17/06/2025

💪💪💪💪

27/05/2025

লিবিয়ার এক হজযাত্রীর অলৌকিক ঘটনা -(আল্লাহু আকবার)

আমের নামে এক তরুণ লিবিয়ান যুবক হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বিমানবন্দরে চেক-ইন প্রক্রিয়ার সময় তাঁর নাম নিয়ে একটি নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। নিরাপত্তাকর্মীরা তাঁকে বলেন, “আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে, কিন্তু আপনাকে কিছুক্ষণ আমাদের সঙ্গে অপেক্ষা করতে হবে।”

এদিকে অন্য হজযাত্রীরা সকলেই তাঁদের প্রক্রিয়া শেষ করে বিমানে উঠে পড়েন, এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পরে আমেরের সমস্যার সমাধান হয়, কিন্তু তখন পাইলট বিমানের দরজা খোলার অনুমতি দেননি। বিমান উড়ে যায়।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা আমেরকে সান্ত্বনা দিয়ে বলেন, “আল্লাহ মহান, তিনি যা সহজ করে দেন না, তাতে হয়তো কল্যাণ আছে।” কিন্তু আমের তাতে দমে যাননি। তিনি বলেন, “আমার নিয়ত হজ করার, ইন শা আল্লাহ আমি যাবই।”

হঠাৎ করে খবর আসে, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং তা ফিরে আসছে। বিমানটি ফিরে এসে মেরামত করা হয়, কিন্তু পাইলট তখনো দরজা খুলতে রাজি হননি। একজন কর্মকর্তা আমেরকে বলেন, “হয়তো এটা আপনার জন্য ছিল না।” আমের তখনো দৃঢ়চিত্তে উত্তর দেন, “আমার নিয়ত হজ করার, ইন শা আল্লাহ আমি যাবই।”

বিমান আবার রওনা দেয়। কিছুক্ষণ পর আবার খবর আসে, বিমানে দ্বিতীয়বার যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, এবং এটি আবার ফিরে আসছে। এবার পাইলট উপলব্ধি করেন ঘটনা কী। তিনি বলেন, “আমি আমেরকে ছাড়া আর উড়ব না।”

পরে আমেরের একটি ছবি তোলা হয় স্মৃতির জন্য, এবং তারা নিরাপদে হজে পৌঁছে যান।

(আল্লাহ উত্তম পরিকল্পনাকারী --



)

07/04/2025

এটা কি আমাদের প্রথম কিবলাহ! কি জবাব দিবো আল্লাহর নিকট রক্ত খরন হচ্ছে হৃদয়ে😭😭😭

*এই ভূমিতেই হাশরে মানুষ উঠবে 😭😭 এটাই সেই মসজিদ,যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।

এটাই মুসলমানদের প্রথম কিবলা।
এটাই সেই পবিত্র ভূমি,যেখান থেকে প্রিয় নবী (সা.) মেরাজে গিয়েছিলেন।

এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন।
এর ইট-পাথর জিকির করে,বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।

আজ এই মসজিদ রক্তে রঞ্জিত…
আর উম্মাহ নীরব…

এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা আঃ ঈসরাইলের বংশধর দাজ্জালকে হত্যা করবেন.

এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।

আল-আকসা কেবল ইতিহাস নয়,এটা কেয়ামতের নিদর্শন… ঈমানের চূড়ান্ত পরীক্ষা😭

06/04/2025

আমাদের সাধ্যের বাহিরে ছিলো ইয়া রব
আমরা শুধু দূর থেকে কেদেছি😪🥲😭
আর দু'আ করেছি🤲🤲
আমাদের এর জন্য দায়ী করবেন না!
তবে যাদের শক্তি সামর্থ্য থাকার পরেও এগিয়ে আসেনি তুমি তাদের প্রাপ্য বুঝিয়ে দিও- আমিন-

27/03/2025

❤️

14/01/2025

10/01/2025

Address

Magura
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when উম্মতে মোহাম্মদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share