
23/06/2025
বাংলাদেশ নামক একটা স্বাধীন দেশের জন্মদাতা সংগঠনের নাম "বাংলাদেশ আওয়ামীলীগ"।
আজ সেই সংগঠন ৭৫ বছর পেরিয়ে ৭৬ এ পা রাখছে।
এই সংগঠন কোনো ছোট-খাটো সংগঠন নই,এই সংগঠনের আন্দোলন সংগ্রামের ইতিহাস, ত্যাগের ইতিহাস আছে অতুলনীয়। এই সংগঠনের সুসময় বলেন দুঃসময় বলেন আছে শুধু লড়াই আর জাতি কে ভালো কিছু উপহার দেয়ার সংগ্রাম।
আজ দেশ এক কঠিন সময় পার করছে, আরামে আয়াশে তারাই আছে, যারা ৭১ এর পরাজিত শক্তি কে ভালবাসে।আওয়ামীলীগ তার সংগ্রাম, লড়াই চালিয়ে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আওয়ামীলীগের ইতিহাস রক্তে রঞ্জিত ইতিহাস।
৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী তে আমার মতো ক্ষুদ্র সমর্থকের পক্ষ থেকে দেশের জন্য আওয়ামিলীগের ডাকে আগে এবং এখন যারা জীবন দিয়ে লড়াই সংগ্রাম করে নিজেদের কে আত্মত্যাগ দিয়েছেন সেইসব লড়াকু শহীদ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
যারা এই কঠিন সময়ে তৃণমূল থেকে শুরু করে প্রতিটি নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন,আর্থিক, মানসিকভাবে সহযোগিতা করতেছেন,যারা কারাগারের ভয় কে জয় করে মাঠে ময়দানে লড়াই করে যাচ্ছেন দেশরক্ষার জন্য সেইসব লড়াকু সৈনিকের প্রতি আমার স্যালুট।আপনাদের শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ।
এই আঁধার কেটে যাবে শীঘ্রই ইনশাআল্লাহ,
ঐক্যবদ্ধ হোন সবাই, দেশ রক্ষায়,ইতিহাস রক্ষায়।
পরিশেষে, সবাই কে ৭৬ বছরে পদার্পণ উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ✊