05/08/2024
কয়েকটি ইস্যু এগুলো মাথায় রাখবেন:
১. প্রধানমন্ত্রীর পদত্যাগ আর সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রের কোন কর্মচারী নয়। দেশে তো সামরিক শাসন চলছে না।
২. সকল হত্যাকান্ডের বিচার হবে বলা হলো, কিন্তু এই সব মামলার সম্ভাব্য আসামি সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, আইন মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, আইসিটি আর তথ্য প্রতিমন্ত্রীকে সেফ এক্সিট কেন দেয়া হোল।
৩. সাবেক প্রধানমন্ত্রী ও তার বোনকে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে কেন সেফ এক্সিট দেয়া হোল, কার নির্দেশে। দেশে তো সামরিক আইন নেই।
৪, সেনা প্রধান শুধু হত্যার বিচারের কথা জোর দিয়ে বললেন। দূর্নীতি আর পাচারের কথা বাদ দিয়ে। এ ব্যাপারে তার কমিটমেন্ট উচ্চারিত হোল না কেন।
৫. সেনাবাহিনী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সম্ভাব্য দ্রুততায় ক্ষমতা হস্তান্তরে সহায়তা করবেন, এই নিশ্চয়তা তার প্রথম ভাষনে নেই কেন।
৬. তিনি কার নির্দেশনায় সিদ্ধান্ত নিচ্ছেন, তার জবাবদিহিতা কার কাছে।