Meraz From Purbachal

Meraz From Purbachal বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ।।।।।।

আমরা পূর্বাচলের কাঞ্চনবাসী,
আমাদের ফেসবুক পেজটি বেশি বেশি লাইক দিন যাতে আমরা বেশি বেশি করে ভিডিও দিতে পারি। আমাদের সাপোর্ট দিন আমরা বাবা মেয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার।
সাপোর্ট করুন প্লিজ।

05/08/2024

কয়েকটি ইস্যু এগুলো মাথায় রাখবেন:

১. প্রধানমন্ত্রীর পদত্যাগ আর সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রের কোন কর্মচারী নয়। দেশে তো সামরিক শাসন চলছে না।

২. সকল হত্যাকান্ডের বিচার হবে বলা হলো, কিন্তু এই সব মামলার সম্ভাব্য আসামি সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, আইন মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, আইসিটি আর তথ্য প্রতিমন্ত্রীকে সেফ এক্সিট কেন দেয়া হোল।

৩. সাবেক প্রধানমন্ত্রী ও তার বোনকে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে কেন সেফ এক্সিট দেয়া হোল, কার নির্দেশে। দেশে তো সামরিক আইন নেই।
৪, সেনা প্রধান শুধু হত্যার বিচারের কথা জোর দিয়ে বললেন। দূর্নীতি আর পাচারের কথা বাদ দিয়ে। এ ব্যাপারে তার কমিটমেন্ট উচ্চারিত হোল না কেন।

৫. সেনাবাহিনী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সম্ভাব্য দ্রুততায় ক্ষমতা হস্তান্তরে সহায়তা করবেন, এই নিশ্চয়তা তার প্রথম ভাষনে নেই কেন।

৬. তিনি কার নির্দেশনায় সিদ্ধান্ত নিচ্ছেন, তার জবাবদিহিতা কার কাছে।

13/07/2024

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। 🥺

25/05/2023

কোরবানীর ঈদ আইয়া পড়তাছে...কি কন সবাই....বিস্তারিত দেইখ্যা লন

14/01/2023

11/01/2023

05/01/2023

04/01/2023


এই সুরা এর মধ্যে আরো একটা ঘটনা আছে যা আমি কোন দিন ও বলিনাই।

Address

পূর্বাঞ্চল নতুন Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Meraz From Purbachal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meraz From Purbachal:

Share