13/09/2025
মানবতার পথে দ্বিগুণ উদ্যমে লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ) এবং বাংলাদেশ ইয়ুথ ক্লাব (বিওয়াইসি)।
গত ৬ই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের আয়োজন ছিল এক অনন্য মানবিক অভিজ্ঞতা।
আমাদের কার্যক্রম ছিল,
🔹 “একবেলা আহার ও নৈতিক শিক্ষা”।
🔹 “ক্লিন বাংলাদেশ মুভমেন্ট”।
🔹 "বন্ধন" প্রকল্প – ফ্রি মেডিকেল ক্যাম্প।
সার্বিক সহযোগিতায় ছিলেন, "সন্ধানী" শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটি।
আমাদের কার্যক্রমে আপনাদের উপস্থিতি ও সহায়তাই আমাদের অনুপ্রেরণা যোগায়।
🤝 আসুন, হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে চলি প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।
দেশ আমাদের, দায়িত্বও আমাদের। 🇧🇩
#একবেলাআহার #নৈতিকশিক্ষা #বন্ধনপ্রকল্প