Empress

Empress Welcome to the official page of "Empress" A MONTHLY BUSINESS & LIFESTYLE ENTERTAINMENT News

13/09/2025

মানবতার পথে দ্বিগুণ উদ্যমে লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ) এবং বাংলাদেশ ইয়ুথ ক্লাব (বিওয়াইসি)।
গত ৬ই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের আয়োজন ছিল এক অনন্য মানবিক অভিজ্ঞতা।

আমাদের কার্যক্রম ছিল,
🔹 “একবেলা আহার ও নৈতিক শিক্ষা”।
🔹 “ক্লিন বাংলাদেশ মুভমেন্ট”।
🔹 "বন্ধন" প্রকল্প – ফ্রি মেডিকেল ক্যাম্প।
সার্বিক সহযোগিতায় ছিলেন, "সন্ধানী" শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটি।

আমাদের কার্যক্রমে আপনাদের উপস্থিতি ও সহায়তাই আমাদের অনুপ্রেরণা যোগায়।

🤝 আসুন, হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে চলি প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।
দেশ আমাদের, দায়িত্বও আমাদের। 🇧🇩

#একবেলাআহার #নৈতিকশিক্ষা #বন্ধনপ্রকল্প

06/09/2025
30/08/2025
26/08/2025

বুদ্ধি করে খাবার খেতে পারলে ওজন নিয়ে চিন্তা কমবে। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খাবার খাওয়ার আগে কয়েকটি ক...

26/08/2025

“এক বেলা আহার ও নৈতিক শিক্ষা” — মানবিকতা ও ভালোবাসার এক অনন্য উৎসব 🌱🍱

শিশুর নির্মল হাসি আর অসহায় মানুষের চোখের তৃপ্তিই আমাদের প্রকৃত অর্জন।
আমাদের লক্ষ্য শুধু এক বেলার আহার পৌঁছে দেওয়া নয়—
বরং পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের হৃদয়ে ভালোবাসা, মানবিকতা ও নৈতিক শিক্ষার আলো জ্বালানো।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল ভলান্টিয়ার, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের—
আপনাদের নিঃস্বার্থ পরিশ্রমেই এই উদ্যোগ সফলতা পাচ্ছে।

আমরা বিশ্বাস করি, একটি ছোট প্রচেষ্টাই এক জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
সমাজের জন্য কাজ করাই দেশের জন্য কাজ করা।

ধন্যবাদ জ্ঞাপন করছি--
লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যবৃন্দদেরকে।

উদযাপনের সহায়তা করেছেন সংস্থার সাব কমিটি গুলো-

"ঢাকা সেন্ট্রাল বিওয়াইসি"
জেমিমা আখতার - প্রেসিডেন্ট
আফনান আলম সাকিব - জেনারেল সেক্রেটারি।

"ঢাকা রাইজিং বিওআইসি"
সভাপতি : এহসান কবির প্রান্ত
সাধারণ সম্পাদক : কাজী রাফিত হাসান

"এলজিএফ ঢাকা গ্রীন ক্লাব'
সভাপতি : এইচ কে এম নুরুল্লাহ,
সাধারণ সম্পাদক : মোঃ ওমর ফারুক

এই প্রকল্পকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে প্রয়োজন আপনার সহযোগিতা।
আপনার আর্থিক সহায়তা কিংবা একটি শেয়ার।
দুটোই আমাদের কাছে অমূল্য।
আপনার একটি ছোট পদক্ষেপ, অন্যের জন্য হতে পারে নতুন আশার আলো।

দেশ আমার, দায়িত্বও আমার 🇧🇩
Let's Go on Foundation (LGF)

অর্থায়ন করেছেন: বাংলাদেশের জনগণ

Address

House-95, Road 9/A , Dhanmondi R/A, Bangladesh, 1209
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Empress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category