সুরভী বুক হাউস

সুরভী বুক হাউস আমরা শুধুমাত্র আইন বই প্রকাশ করি। আপনার লেখা বই আমরা বিশ্বস্ততার সাথে প্রকাশ করে থাকি। 48/13-A R.K. Mission Road Gupibag-1203
Mobile-01817590102

13/08/2024
আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি শপথ
13/08/2024

আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি শপথ

আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি শপথ | 4 Justice OathFollow our Official Social Media pages-Gmail - [email protected] Facebook - https://www.faceboo...

05/07/2024

প্রচলিত প্রাচীন হিন্দু আইনের সংশোধনের আবশ্যকতা ও প্রস্তাবনা।

বিনোদ কুমার আগারওয়াল
এ্যাডভোকেট সুপ্রীমকোর্ট অব বাংলাদেশ

বাংলাদেশে প্রচলিত প্রাচীন হিন্দু আইনের বিবাহ একটি ধর্মীয় অনুষ্ঠান ও অবিচ্ছে প্রথা যদিও বিবাহ বিচ্ছেদ বিবাহীত জীবনের একটি দুঃখজনক ও বেদনাদায়ক পরিনীতি কিন্তু সংঘাতময় পারিবারিক জীবনে আধুনিক যুগে একটি পরিচিত প্রথা “বিবাহ-বিচ্ছেদ”।
বর্তমান যুগের প্রেক্ষাপটে অধিকাংশ শিক্ষীত- অশিক্ষীত নারীরা স্বামী কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্যাতীতা ও নিগৃহীতা। বাংলাদেশের বিবাহীতা নারীরা যতই নির্যাতিতা হউক না কেন প্রচলিত আইনানুযায়ী কোন মতেই বিবাহ- বিচ্ছেদ পাবেন না, তবে পৃথক বাসস্থান ও ভরনপোষন পেতে পারেন তাও আবার স্বামীর দয়ার উপর।
যদিও পৃথিবীর অধিকাংশ দেশে নারীরা সামান্যতম নির্যাতীতা হলে বিবাহ-বিচ্ছেদ চাইতে পারেন উপযুক্ত আদালতে বা বিবাহ-বিচ্ছেদ করতে পারেন বিবাহের সময় প্রদত্ত ক্ষমতাবলে কিন্তু বাংলাদেশের হিন্দু বিব-াহীতা নারীরা স্বামী কর্তৃক চরম নির্যাতনের মধ্যেও বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন না, স্বামীর বর্বোচিত অত্যাচার সহ্য করেও তাঁকে সেই পরিবারেই থাকতে হয় বাধ্য হয়ে শুধুমাত্র বিবাহ-বিচ্ছেদ আইন না থাকার কারণে।
বাংলাদেশের হিন্দু আইনে স্বামীর একাধিক বিবাহ করতে পারে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত, আবার নিজেদের খুশি মতো ভোগ করে তাঁদের ত্যাগ করে চলে যায় অন্যত্র, জীবীতকালে কোনদিন হয়তো ফিরেও আসে না, তবু এই বিবাহিতা স্ত্রীগণের কোথাও যাওয়ার জায়গা থাকে না, বিবাহ-বিচ্ছেদ চাইতে পারে না, যেহেতু আইনে নেই। মিথ্যা শাখা-সিন্দুর পরে কাটিয়ে দেয় বিবাহিত বৈধ্যবের জীবন, যা মানষিকভাবে এবং সামাজিক ভাবে কোন নির্যাতনের চেয়ে কম নয়।
বাংলাদেশের প্রচলিত হিন্দু আইনে যেহেতু বিবাহ রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক নয় এবং এখনও প্রচার অভাবে বেশির ভাগ হিন্দু জানে না যে এরকম একটি আইন আছে সেহেতু হিন্দু নারীদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে হলে প্রথমেই হিন্দু বিবাহকে আবশ্যই রেজিষ্ট্রেশন করাতে হবে অর্থাৎ যে কোন হিন্দু বিবাহকে বাধ্যতামূলক ভাবে ছবিসহ রেজিষ্ট্রেশনের আইনের আওতায় আনতে হবে। বহু হিন্দু পুরুষ শিক্ষিত-অশিক্ষিত উভয়ের মধ্যে দেখা যায় বিবাহ পরবর্তী সময়ে বিবাহকে অস্বীকার করা তা যৌতুকের কারণেই হোক বা অন্য যে কোন কারণেই হোক। বাধ্যতামূলক ছবিসহ রেজিষ্ট্রেশন হলে তাঁরা বিবাহকে অস্বীকার করতে পারবে না এবং একটি মেয়েকে সমাজের কৃপার পাত্রী হয়ে থাকতে হবে না সে ইচ্ছা করলেই সেই ভন্ড স্বামীর বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদ সহ আইনগত যে কোন ব্যবস্থা নিতে পারে এবং নিজে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।
বাংলাদেশের প্রচলিত বিবাহ সম্পর্কিত হিন্দু আইন একটি অদ্ভুত আইন। এই আইনের অধীন একজন পুরুষ হিন্দু যত খুশি বিবাহ করতে পারে এবং বিবাহিত স্ত্রীকে ইচ্ছে মতো ছুঁড়ে ফেলতেও পারে কিন্তু নারীরা শত অত্যাচারেও, নির্যাতিতা নিগৃহীতা হয়েও সেই লম্পট স্বামীর শাঁখা-সিন্দুর পরে জীবন কাটাতে বাধ্য হয়। কেন এই দ্বি বিংশ শতাব্দীতে এই বর্বোচিত আইন প্রচলিত বোধগ্য নয়।
হিন্দু আইন এমনভাবে সংশোধন হওয়া উচিত যে একজন হিন্দু প্রথম স্ত্রী বেঁচে থাকতে অন্য স্ত্রী গ্রহণ করতে পারবে না, যদি বা কোন কারণে দ্বিতীয় বিবাহের একান্ত আবশ্যকতা দেখা দেয় তবে প্রথমা স্ত্রীর লিখিত অনুমতি এবং সরকার কর্তৃক নির্ধারিত সালিশী পরিষদের লিখিত অনুমতি প্রয়োজন হবে এবং বিবাহ-নিবন্ধন কর্মকর্তা দ্বিতীয় বিবাহের পূর্বে তা যাচাই-বাছাই পূর্বক দ্বিতীয় বিবাহ নিবন্ধন করবেন, এ কারণ বিবাহ নিবন্ধনের ৩০ দিন পূর্বে নিবন্ধকের নিকট আবেদন করতে হবে। বিবাহ নিবন্ধন না করলে তার জন্য শাস্তির ব্যবস্থাও থাকতে হবে।
বিবাহ-বিচ্ছেদ প্রসঙ্গে নিম্ন লিখিত যে কোন কারণ সাপেক্ষে এই সংশোধীত আইন কার্যকর হওয়ার পূর্বে বা পরে অনুষ্ঠিত বিবাহে স্বামী বা স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিবাহ-বিচ্ছেদ ঘটতে পারে বিষয়টি দেশের প্রচলিত পারিবারিক আদালতের আওতায় আনা যেতে পারে;
ক। বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকলে;
খ। হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলে;
গ। দুরারোগ্য ব্যধিতে বা সংক্রমক ব্যধিতে বা তিন বৎসরের অধিক সময় পাগল থাকলে;
ঘ। পাঁচ বৎসর পর্যন্ত খোঁজ পাওয়া না গেলে;
ঙ। মানসিক বা শারীরিক নির্যাতন করলে;
চ। বন্ধাত্বের কারণে বা শারীরিক অক্ষমতার কারণে।
আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে, অথবা নিজেদের মধ্যে অর্থাৎ উভয়ের সম্মতি মাধ্যমেও বিচ্ছেদ ঘটানো যেতে পারে, সেক্ষেত্রে নিবন্ধকের দ্বারা বিচ্ছেদ নিবন্ধিত করতে হবে। তবে বিচ্ছেদের সময় যদি স্ত্রী গর্ভবতী থাকে তবে বিচ্ছেদ সন্তান ভূমিষ্ট হওয়ার পর কার্যকরী হবে। বিচ্ছেদ হলে স্ত্রীকে এককালীনে তাঁর সামাজিক অবস্থান অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।
প্রথমা স্ত্রী বেঁচে থাকা অবস্থায় স্বামী যদি তাঁর অনুমতি ব্যতীত পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার প্রথম স্ত্রী স্বামীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করতে পারবেন। অনুরূপভাবে দ্বিতীয় স্ত্রীর নিকট প্রথম বিয়ে গোপন করতঃ বিবাহ করলে তিনিও ফৌজদারী মামলা দায়ের করতে পারবেন এবং সেই নতুন সংশ্লিষ্ট আইনে স্বামীর সর্বোচ্চ দন্ডের বিধান থাকতে হবে।
সমাজ পরিবর্তনের সাথে সাথে নারী অধিকারের বিষয়টি তাৎপর্যপূর্ণ। যেখানে অন্যান্য ধর্মে নারীদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে হিন্দু আইনেও তাদের স্বাধীন চিন্তা- ভাবনা সত্তাকে সম্মান জানাতে হবে।
শুধু মাত্র নারীদেরকে দুর্গা, সরস্বতী, কালী, লক্ষী হিসাবে প্রতিকীর মাধ্যমে পূজিত না করে বাস্তবেও যেন তারা সম্মান অধিকারের পূজিত হয় তা দেখতে হবে।
বর্তমান সরকার হিন্দু নারীদের অসহায়ত্ব চিন্তা করে তাঁদের সর্বোচ্চ সম্মানের কথা, অধিকারের কথা বিবেচনায় রেখে হিন্দু আইনের একটি সংশোধনী আনবেন আশা করি।
𝟗 𝐀𝐋𝐑 [𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥] 𝟏𝟑

08/04/2024

𝗡𝗮𝗿𝗶-𝗢-𝗦𝗵𝗶𝘀𝗵𝘂 𝗡𝗶𝗿𝗷𝗮𝘁𝗮𝗻 𝗗𝗮𝗺𝗮𝗻 𝗔𝗶𝗻 [𝗩𝗜𝗜𝗜 𝗼𝗳 𝟮𝟬𝟬𝟬]
𝗦𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 𝟵(𝟭)
𝗗𝗡𝗔 𝗿𝗲-𝗲𝘅𝗮𝗺𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 𝗿𝗲𝗽𝗼𝗿𝘁
Since the DNA re-examination report is prepared and available on the record, the High Court Division is of the view that as the purpose of this Criminal Appeal is resolved the appeal should be disposed of. The order of stay granted by this Court is hereby vacated.
[𝟚𝟘𝟚𝟜] 𝟛𝟘 𝔸𝕃ℝ (𝔸𝔻) 𝟙𝟜𝟛

28/03/2024

সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি দিয়ে হাইকোর্টের রায়
এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব ফরম পূরণে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।
Constitution of Bangladesh
Articles 15, 27, 28, 44 and 102 read with
National Women Development Policy 2008
The continued mandatory requirement of providing names of both the parents father and the mother for successful completion of the SSC and the HSC registration forms and issuance of admit cards is in violation of rights to non-discrimination and thereby access to education which are the basic necessities of life of candidates without identified parents as guaranteed under Articles 28, 31 read with 32 and 15(a).
The High Court Division held that who are not able to identify their father from taking part in their SSC and HSC examination is indeed a violation of the right to equality and non-discrimination in particular of the State’s obligation under article 28(4) of the Constitution. Although there is no such requirement under the law, the Boards of Education have been continuing to require both the parents` name for completion of their applications to sit for SSC and HSC examinations. The same is in violation of their right to be treated in accordance with law of the students who cannot identify both the parents under article 31 of the Constitution. Despite there being no specific rules or regulations regarding the use of either of the parents’ names in the application forms as confirmed by five Boards of Education, we note that the continued mandatory requirement of providing names of both the parents father and the mother for successful completion of the SSC and the HSC registration forms and issuance of admit cards is in violation of rights to non-discrimination and thereby access to education which are the basic necessities of life of candidates without identified parents as guaranteed under Articles 28, 31 read with 32 and 15(a). Against the aforesaid facts and circumstances, the High Court Division is inclined to make the Rule absolute.
[2024] 30 ALR (HCD) 01
#উকিল #আদালত #আইনজীবী #আইন

একটি ভালো আইন বই পড়া মানে শতাব্দীর সেরা আইনজ্ঞদের সাথে কথা বলা। ভাল বই সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, চিন্তার আড়ষ্টতা হতে মুক্...
22/03/2024

একটি ভালো আইন বই পড়া মানে শতাব্দীর সেরা আইনজ্ঞদের সাথে কথা বলা।
ভাল বই সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, চিন্তার আড়ষ্টতা হতে মুক্তি দেয় এবং সুচিন্তার বিকাশ ঘটায়। আইনের ভাষাগত জটিলতা ও প্রায়োগিক অস্পষ্টতা নিরসনে উন্নত, তথ্যবহুল এবং ব্যাখ্যা সম্বলিত সহায়ক বইয়ের প্রয়োজন হয়।

ALR’s on Nari-O-Shishu Nirjatan Daman Ain, 2000 নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ Along with Correlated Laws
Books: ALR’s on Nari-O-Shishu Nirjatan Daman Ain, 2000 নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০

বইটি কেন আপনার প্রয়োজন হতে পারে?
⚝ বইটিতে আইনের প্রতিটি বিষয় সহজ ও সাবলিলভাষায় উপস্থাপনা করা হয়েছে।
⚝ “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” সংক্রান্ত খুটিনাটি সকল বিষয় উপস্থাপিত হয়েছে।
⚝ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ আইনের সর্বশেষ সংশোধনী সহ।
⚝ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জাজমেন্টের ২০২৩ প্রযন্ত সাইটেশন।
⚝ সর্বোচ্চ আদালতের “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” রিলেটেড সম্পুর্ণ জাজমেন্ট।
⚝ “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” মূল বাংলা আইনের সাথে ইংরেজী ভার্সন।
⚝ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জাজমেন্টের সাইটেশন ইংরেজী ভার্সনের বাংলা অনুবাদ।
⚝ “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ১৯৯৫ ও ১৯৮৩” পূর্বের আইন সন্নিবেশ করা হয়েছে।
⚝ যৌতুক নিরোধ আইন, ২০১৮ ও ১৯৮০ সনের আইন বাংলা ও ইংরেজী ভার্সন।
⚝ যৌতুক বিষয়ক উচ্চ আদালতের যুগান্তকারী রায়।
⚝ বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাংলা ও ইংরেজী ভার্সন।
⚝ নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধসমূহের প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও পরিপত্র।
⚝ বাংলাদেশের সকল ল জার্নালের Up-to-date case রেফারেন্স।
⚝ বাংলাদেশ সুপ্রীম কোর্টের “নারী ও শিশু নির্যাতন দমন আইন" উপর গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন।
⚝ এছাড়াও অত্র বইটি দহনকারী, ইত্যাদি পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি, মুক্তিপণ আদায়ের শাস্তি, ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, ইত্যাদির শাস্তি, নারীর আত্যহত্যার প্ররোচনা, ইত্যাদির শাস্তি, যৌন পীড়ন ইত্যাদির দন্ড, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো, ইত্যাদি শাস্তি, ভিক্ষাবৃত্তি, ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি, ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান, সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা-নিষেধ, ভবিষ্যত সম্পত্তি হইতে অর্থদন্ড আদায়, মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি, অপরাধের তদন্ত, অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি, বিচার পদ্ধতি, আসামীর অনুপস্থিতিতে বিচার, ম্যাজিষ্ট্রেট কর্তৃক যে কোন স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, ইত্যাদির সাক্ষ্য, সাক্ষীর উপস্থিতি, ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালের এখ্তিয়ার, আপীল, মৃত্যুদন্ড অনুমোদন, অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি, নিরাপত্তামূলক হেফাজত, ট্রাইব্যুনাল, ইত্যাদির জবাবদিহিতা, অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা, অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) পরীক্ষা প্রভৃতিকে আইনের সংশ্লিষ্ট ধারা, উপধারা ও দফায় ভাগ করে অন্যান্য প্রাসঙ্গিক আইনের আলোকে আদালভাবে সহজ ও তথ্যবহুল বিশ্লেষণ, প্রয়োজনীয় উদাহারণ ও প্রাসঙ্গিক বিচারিক নজির দ্বারা উপস্থাপন করা হয়েছে।
বইটি বাজারের প্রচলিত অন্যান্য বই হতে ভিন্ন এবং উন্নত সংযোজন। ফলে বইটি আইনের শ্রদ্ধেয় শিক্ষক, মাননীয় বিচারক, বিজ্ঞ আইনজীবী, পুলিশ এবং আইনের ছাত্র-ছাত্রীদের নিজ নিজ ক্ষেত্রে আইন প্রয়োগ ও চর্চায় সহায়ক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।
ALR Publication
বিক্রয়মূল্য: ৭০০/-
পৃষ্ঠা : ৫৭৫
বই ’s on Nari-O-Shishu Nirjatan Daman Ain, 2000 নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ Along with Correlated Laws
প্রথম প্রকাশঃ মার্চ, ২০২৪
কভারঃ হার্ড কভার
ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে ৯০ টাকা ঢাকা সিটির বাইরে ১১০ টাকা
👉সারাদেশে হোম ডেলিভারীর সুবিধা
অর্ডার করতে 👩‍💻👩‍💻 ইনবক্স করুন অথবা 01817-590102; 01913-775750 তে কল করেও অর্ডার করতে পারেন।
✈🚛সকল বই পেতে ভিজিট করুন :alrbd.com
পারেন।
#উকিল #জজ #আইন #আইনজীবী #ব্যারিষ্টার #আদালত #আদালত #মাননীয়_বিচারপতি

01/01/2024

যে কোন ওয়েতে অন্যকে কস্ট দেয়ার পর যদি আপনার ভিতরে কোন রকম ব্যথা অনুভব না হয়, ধরে নিন আপনি শয়তানের দলে ভিরেছেন।

২০২৪ হোক ভাল ইচ্ছে গুলো পূরনের বছর।

08/09/2023

সাজা নির্ধারণে আলাদা শুনানি করতে হবে
হাইকোর্ট বিভাগ বলেছেন যে, দেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালকে রায় ঘোষণার আগে অভিযুক্ত ব্যক্তির সাজা প্রদান বিষয়ে পৃথক শুনানির জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
পদ্ধতি সম্পর্কে রায়ের নির্দেশনায় বলা হয়, পক্ষগুলো চূড়ান্ত যুক্তিতর্ক শেষে যখন বিচারক অভিযুক্ত ব্যক্তিকে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কয়েক বছরের কারাদণ্ডের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে মনস্থির করেন, তখন বিচারক তাঁর এই মনোভাবের কথা উন্মুক্ত আদালত বা ট্রাইব্যুনালে পক্ষগুলোর কাছে প্রকাশ করবেন। এরপর বিচারক অভিযুক্ত ব্যক্তির যথাযথ সাজা নির্ধারণের জন্য শাস্তির বিষয়ে পৃথক শুনানির জন্য সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে একটি তারিখ নির্ধারণ করবেন। এ ধরনের শুনানিতে পক্ষগুলো অভিযুক্ত ব্যক্তির সামাজিক পটভূমি, অপরাধের রেকর্ড, বয়স ও আর্থিক অবস্থা ইত্যাদি তুলে ধরতে পারবেন। এ ধরনের শুনানিতে বিচারিক সাজার প্রকৃতি, অপরাধ সংঘটন পরিস্থিতি, অপরাধীর বয়স ও চরিত্র, ব্যক্তি বা সমাজের প্রতি ক্ষতি; অপরাধী অভ্যাসগত, সাধারণ বা পেশাদার কি না, অপরাধীর ওপর শাস্তির প্রভাব, বিচারে বিলম্ব এবং দীর্ঘদিন চলা বিচারের সময় অপরাধীর ভোগা মানসিক যন্ত্রণা, এমনকি অপরাধীর সংশোধন ও সংস্কারের দিক নজরে রাখতে হবে। এসবের পর বিচারক সাজাসহ দোষী সাব্যস্তকরণ বিষয়ে রায় এবং আদেশ দেবেন।.............বিস্তারিত দেখুন.....................................................................𝟐𝟖 𝐀𝐋𝐑 [𝐇𝐂𝐃] 𝟓𝟑

10/08/2023

ভাড়াটিয়া শত শত বছর দখলে থাকলেও তিনি ভাড়াকৃত ভূমিতে বিরুদ্ধ দখলজনিত স্বত্ব দাবী করতে পারবে না।
26 ALR [HCD] 192

10/08/2023

দেনাদার এবং পাওনাদারের মধ্যে স্বাভাবিক আর্থিক লেনদেন ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।
5 ALR [AD] 27

Address

48/13-A R. K. Mission Road Wari
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when সুরভী বুক হাউস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুরভী বুক হাউস:

Share

Category