13/09/2025
BUBT Alumni এবং Students মানবিক সাহায্যের আবেদন
আমি Fazla Rabbi , বর্তমানে BUBT এর একজন ছাত্র। আজ আমি আপনাদের কাছে হাত বাড়াচ্ছি আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে।
📌 আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মালয়েশিয়ার Segi University-তে অনুষ্ঠিত হবে 7th World Innovation Competition and Exhibition 2025। বাংলাদেশ থেকে মাত্র ৫টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে, আর আমাদের প্রিয় BUBT তাদের একটি। আমি গর্বের সাথে BUBT-এর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। কিন্তু এর মাঝেই আমি এক গভীর দুঃখে পড়েছি। গত ৩০শে আগস্ট আমার বাবা ইন্তেকাল করেছেন। তার স্বপ্ন ছিল আমি একদিন বড় কিছু অর্জন করবো, আর সেই স্বপ্নের একটি ধাপ ছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়া। দুর্ভাগ্যবশত তিনি তা দেখে যেতে পারেননি। এখন বাবার সেই অসম্পূর্ণ স্বপ্নকে বুকে নিয়ে আমি লড়াই করছি।
💰 আর্থিক সহায়তার প্রয়োজন
মোট খরচ: ৩,১১,৪০০ টাকা
👉 BUBT ইতিমধ্যেই অর্ধেক টাকা (Plane + Visa Fees) প্রদান করেছে।
👉 বাকি অংশের জন্য আমি আপনাদের সহায়তা চাইছি।
যে খরচগুলো আমাকে বহন করতে হবে:
🏨 7 days hotel fare ( 6,000 per day × 7 = 42,000 taka )
🍴 7 days Food bill 3 meals per day + 1 snacks ( 5,000 per day × 7 = 35,000 taka )
🚖 7 days Travel bill ( local transport, airport to hotel, Hotel to Segi university and Segi university to hotel) ( 2500 taka per day × 7 = 17,500 )
আপনারা চাইলে পুরো খরচ না দিয়ে একদিনের অংশও বহন করতে পারেন:
Travel Bill: ২,৫০০ টাকা
Food Bill: ৫,০০০ টাকা
Hotel Fare: ৬,০০০ টাকা
🏆 আমার কিছু অর্জন
1. IUT National ICT Fest 2024 – Champion
2. Hult Prize 2025 (Agro Doctor) – 1st in Dhaka Regional, 3rd Overall, Campus Champion
3. 7th World Innovation Competition – Silver Medalist (Selected for International Round, Malaysia)
4. AUST ARC 2.0 – Champion (Mission Control System)
5. EWU National RoboFest 2024 – 3rd Position
6. Zero Hour Star Challenge – 4th Position
এই মুহূর্তে আমি শুধু একজন প্রতিযোগী নই, আমি একজন বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণের যাত্রায় আছি। আপনারা যদি সাহায্যের হাত বাড়ান, তাহলে শুধু আমাকেই নয়—আমাদের BUBT এবং বাংলাদেশকেও এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন।